32 C
Dhaka, BD
শুক্রবার, মে ৯, ২০২৫

রনি বিএনপিতে, তৃণমূলে নানা আলোচনা

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান  নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চলছে।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। ওই নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মাওলা। সাবেক এ সাংসদ রনি নামেই পরিচিত। নানা কারণে শুধু নিজ এলাকায় নন, জেলা, বিভাগীয় শহর বরিশাল থেকে শুরু করে দেশব্যাপী তিনি আলোচিত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। গতকাল রোববার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে আভাস দিয়েছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, ‘মানুষের কান্নায় গলাচিপা-দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে…উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।’

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রনি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে ওই দলে যোগদান করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এ খবর প্রকাশ হওয়ার পর চলছে নানা আলোচনা।

দশমিনা উপজেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রনি আওয়ামী লীগের সাংসদ থাকাকালীন আমাদের নেতা–কর্মীদের নামে ১৯টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। এখন তিনিই বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন।’ তবে উপজেলা যুবদলের সভাপতি আ. মোমিন তালুকদার বলেন, ‘আসলে রনির যোগদান কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। কেন্দ্র যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই আমরা কাজ করব।’

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন, ‘গোলাম মাওলা রনি বিএনপিতে যোগদান করেছেন, তবে এখনো তাঁকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা চাই যাঁরা দীর্ঘদিন ধরে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা, তাঁরাই মনোনয়ন পাক।’

তবে জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে রনি বিএনপিতে যোগ দিয়েছেন। কেন্দ্র থেকে মনোনয়নের বিষয় যে সিদ্ধান্ত আসবে, আমরা তার পক্ষে কাজ করব।’

এক মঞ্চে নানক-সাদেক

ন্দ্ব-সংঘাত ও ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে এক হয়ে কাজ করতে এক হলেন ঢাকা-১৩ আসনের বর্তমান সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাদেক খান।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক মতবিনিময় সভায় সাদেক খানকে সমর্থন জানান। এ মতবিনিময় সভার আয়োজন করেন নানক।

মতবিনিময় সভার শুরুতে ১০ বছরে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের উন্নয়নের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন ঢাকা-১৩ আসনের বর্তমান সাংসদ জাহাঙ্গীর কবির নানক। কান্নাজড়িত কণ্ঠে নানক বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা এবার নৌকা তুলে দিয়েছেন সাদেক খানের হাতে। তাই সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশকে রক্ষার স্বার্থে, নৌকার স্বার্থে আমাদের এক হতে হবে। কারণ নৌকার বিজয় ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’

সাদেক খানের বিষয়ে নানক বলেন, ‘সাদেক খান এই এলাকার মাটি ও মানুষের নেতা, আমার ভাই। তিনি দীর্ঘদিন এই এলাকায় আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাদেক খানের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন, এ জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’ তিনি বলেন, নৌকার পক্ষে, শেখ হাসিনার পক্ষে এই এলাকায় নির্বাচনে কাজ করে যেতে হবে। সাদেক খানের পক্ষে কাজ করে যেতে হবে।

সাদেক খানের উদ্দেশে নানক বলেন, ‘ব্যক্তির সঙ্গে ব্যক্তির, নেতার সঙ্গে নেতার নেতৃত্বের প্রতিযোগিতা হতেই পারে। কিন্তু সকলকে আপনার বুকে তুলে নিতে হবে।

’অনুষ্ঠানে সাদেক খান বলেন, ‘আমার বড় ভাই (নানক) যে বক্তব্য সবার সামনে দিয়েছেন, আমাকে বুকে তুলে নিয়েছেন, এর জন্য আমি তাঁকে স্যালুট জানাই।’ তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না আমি তাঁর (নানক) সঙ্গে কোনো দিন বেয়াদবি করেছি। আমার বড় ভাই যে বক্তব্য আজকে রেখেছেন, আমি তাঁকে সবার সামনে স্যালুট জানাই।’

মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মনোনয়ন পত্র কারাগারে পৌঁছেছে

প্রতিদিন নিউজ ডেক্স : নাজিমুদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার মনোনয়পত্র বাহক মারফত কারাগারে পাঠানো হয়েছে। আজকালের মধ্যে তার সই নিয়ে পুনরায় সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা রয়েছে।

সুত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের পক্ষে একাধিক আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। নিয়ম অনুযায়ী কারাবন্দী কোন আসামীর মনোনয়নপত্রে সই নিতে হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কাগজপত্র কারাগারে পাঠাতে হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার জেলা প্রশাসক কার্যালয় থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্রের যাবতীয় কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারা সংশ্লিষ্ট দফতরে বাহকের মাধ্যমে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই বাছাই করে দেখবেন। তারপর সই নেয়ার জন্য খালেদা জিয়ার কাছে পাঠানো হবে। তার কাছ থেকে সই নেয়া হলে এরপরই সেটি কারাকর্তৃপক্ষ আবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেবে।

বৃহস্পতিবার কারা সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার নামে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্রের কাগজপত্র আনতে একজন বাহক জেলা প্রশাসক কার্যালয়ে গেছে। এখন আমি অফিসে নেই। বিকেলের মধ্যে কারাগারে চলে আসার কথা রয়েছে। সেটি আসলে আমরা আগে তা যাচাই বাছাই করে দেখবো। নিয়ম মোতাবেক ঠিক থাকলে উনার (খালেদা জিয়া) কাছে সই নিতে যাবো। শুধু কারা কর্মকর্তারা তার স্বাক্ষর নিতে পারবেন। সই হওয়ার পর কারা প্রশাসন থেকে সত্যায়িত সিল, সই দিয়ে আবার আমরা মনোনয়নপত্র ঢাকা জেলা প্রশাসক এর কার্যালয়ে পাঠিয়ে দেবো। এক প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার কাছ থেকে মনোনয়নপত্রে কাল অথবা পরশু সই নেয়া হতে পারে।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের দায়িত্বশীল এক নেতা এ প্রতিবেদককে বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ন সচিব বিজন কান্তি সরকার বুধবার ঢাকা জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে ৩টি মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি দিয়ে এসেছেন।

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

প্রতিদিন নিউজ ডেক্স :সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নিত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা।

শনিবার বেলা ১২টার দিকে তারা মিছিল সহকারে শাহবাগে এসে অবস্থান নেয়। ফলে শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করে। কিন্তু ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে সেটি বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের দাবিতে আন্দোলন করে আসছে।

এদিকে শাহবাগে সড়ক অবরোধের ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যান চলাচল। একই সাথে শাহবাগ শিশুপার্ক থেকে কাঁটাবনগামী যান চলাচলও বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগকে ঘিরে আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। আর হঠাৎ অবরোধের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সর্বশেষ আপডেট...