15 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

হুমায়ুন কবির, হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এবং ‘বৃক্ষ- প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সেচ্ছাসেবী সংগঠন “অক্সিজেন” এর আয়োজনে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদ্যাপন করা হয়।

এ উপলক্ষে রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা বিভিন্ন ঔষধি গাছের চারা রোপন করে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম পুস্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ।

আবুল কালাম আজাদ : আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে সাভার মহাসড়কে নেমে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার ০৪ জুন সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি  উপজেলা চত্বর থেকে বের হয়ে গেন্ডা ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে প্রথমে সকাল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানাতে সাভার উপজেলা চত্বরে দলে দলে এসে জড়ো হতে থাকে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এ সময় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান যোগদান করেন।

সমাবেশে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেন, সাভারের মাটিতে বিএনপি, জামাত ও রাজাকারের কোনো ঠাই নেই। তাদের কোনো জায়গা নেই।

আমরা বেচে থাকতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গায়ে একটি আচরও লাগতে দিবো না। আমরা আজকে রাজপথে যেভাবে বিক্ষোভ করেছি, সেই ভাবেই আমরা আমাদের সরকার প্রধানকে গার্ড দিবো। ২৫ মার্চের অপরাধীরাসহ স্বাধীনতা বিরোধী কোনো শক্তি বাংলাদেশে থাকতে পারবে না।আমাদের আওয়ামী লীগ এশিয়ার একটি শক্তিশালী সংগঠিত সংগঠন।

আমরা সব কিছুকে মোকাবেলা করতে সব সময় প্রস্তুত আছি। বিএনপি আবারো আগুন সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। জনগনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।

পদ্মা সেতুর মত আরও অনেক মেগা প্রকল্প আছে সেই প্রকল্প বাস্তবায়নের জন্য শেখ হাসিনার সাথে আমাদের সবাইকে থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে লোকনাথ বাবার নব নির্মিত মন্দিরের উদ্বোধন

হুমায়ুন কবির ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির সংলগ্ন শুক্রবার (৩ জুন) বিকেলে শ্রী শ্রী লোকনাথ বাবার নব নির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরে-১ আসনের এমপি ও কেন্দ্রীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল।

এ উপলক্ষে মন্দির চত্বরে ওই মন্দিরের সভাপতি মনোরঞ্জন সিং’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি এ্যাডঃ অরুণাংশু দত্ত টিটো।

এছাড়াও বক্তব্য দেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, মন্দিরের কোষাধক্ষ্য মানষ রায়, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক এবং কিশোর কুমার প্রমুখ।

এর আগে সকালে পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। অঞ্জলি, শান্তি ও মঙ্গল কামনায় হোম যজ্ঞের মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পূর্ণ করা হয়।

পূজো শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় শুরু হয় ধর্মীয় কীর্তন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি, কালিয়াকৈরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস, কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও চন্দ্রা ত্রীমোর এলাকায় পৃথক ভাবে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংঘঠনের নেতা কর্মীরা এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

এইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার,পৌর লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, পৌর লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধামরাইয়ে ব্রিটেন ফেরত ব্যারিস্টারকে গ্রামবাসীর সংবর্ধন

নিজস্ব প্রতিনিধি: ব্রিটেন থেকে ব্যারিস্টারি সনদ লাভ করে দেশে ফেরায় ঢাকার ধামরাইয়ে ব্যারিস্টার খোরশেদ আলমকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

গতকাল শনিবার (৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে সকালের দিকে তিনি দেশে ফেরেন। পরে উপজেলার কালামপুর এলাকা থেকে মোটরসাইকেল বহরে করে তাকে বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। এরপর বিকেলের দিকে ধামরাইযের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার কয়েকশ মানুষ অংশ নেয়।

এসময় আগতরা সকলেই ব্যারিস্টার খোরশেদ আলমকে শুভেচ্ছা জানান ও তার শুভ কামনা করেন।

সংবর্ধনায় খোরশেদ আলম বলেন, আমি ব্যারিস্টার হয়েছি এলাকাবাসীর সেবার জন্য। আমার পরিবার অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল। আমিও সামনে সেভাবে আপনাদের পাশে থাকবো। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন প্রীতি বলেন, খোরশেদ আমাদের এলাকার গর্ব। সে ব্যারিস্টারি করে এসেছে। এটা আমাদের জন্য পাওয়া। তার মতো করে আরো অনেকে ভালো কাজে উদ্বুদ্ধ হবে সেই আশা করছি।

কালিয়াকৈর যুগান্তর প্রতিনিধির চাচার  ইন্তেকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীমের মেজো চাচা আঃ হাই সরকার (৭০) বৃহস্পতিবার রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন।

ইন্নাল্লিাহি…..রাজিউন। মৃত্যুকালে কালে তিনি তার মা(১১৫), এক স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা আন্ধার মানিক দক্ষিনপাড়া অলিজা ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক তাকে কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,পৌরকাউন্সিলর,আওয়ালীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রবর্গ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে গড়েয়া কলেজের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ আ স ম গোলাম ফারুক রুবেল মঙ্গলবার ৩১ মে দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন।

গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবিন্দ্র নাথ মোদক।

এছাড়াও কলেজ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ, শিক্ষক – কর্মচারী স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভবনটি নির্মিত হলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখা পড়ার সুযোগ পাবে। শেষে কলেজ মসজিদের পেশ ইমামের পরিচালনায় মোনাজাত করা হয়।

যুক্তরাজ্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী নিতে যাওয়া বাংলাদেশীদের পাশে “এইচ এন্ড এইচ গ্লোবাল এডুকেশন”

নিজস্ব প্রতিবেদক : বিদেশে ডিগ্রী নিতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমান।

তবে, এক্ষেত্রে তাদের তাদের অনেক কাঠখড় পোড়াতে হয় যা কেবল ভর্তিচ্ছুরাই জানেন। সদ্য উচ্চমাধ্যমিক গন্ডি পেরিয়ে অথবা অনার্স শেষ করেই সাধারণত শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার ডিগ্রী নিতে যান। এক্ষেত্রে নতুন দেশে যাওয়ার ক্ষেত্রে পদে পদে তাদের পার হতে হয় অনেক প্রতিবন্ধকতা।

দেশের শিক্ষার্থীদের জন্য “এইচ এন্ড এইচ গ্লোবাল এডুকেশন” নামক প্রতিষ্ঠানটি বিদেশে শিক্ষাগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী পপুলার ইউকে ইউনিভার্সিটি ফেয়ারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর গুলশানের একটি হোটেলে সকাল ১০টায় শুরু হওয়া ফেয়ারের বিশেষ আকর্ষণ ছিল ৩০টিরও বেশি ইউনিভার্সিটির সাথে সরাসরি কথা বলা ও অন স্পট অ্যাপ্লিকেশনের সুযোগ। বিকাল ৫টা পর্যন্ত চলা এই ফেয়ারে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ¦ কাযিম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিদেশে শিক্ষা নিতে যাওয়া বাংলাদেশীদের জন্য “এইচ এন্ড এইচ গেøাবাল এডুকেশন” যে ফেয়ারের আয়োজন করেছে সেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ও ফেয়ারের মাধ্যমে যে ধরনের দিক নির্দেশনা দেয়া হয়েছে তা একজন ভর্তিচ্ছুর জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন উপস্থিত সবাই। ফেয়ারে অংশ নেয়া সবার জন্য বিশেষ উপহার ও আইএলটিএস ব্যাক, ফ্রি মক টেস্ট ও এয়ার টিকিট ভাউচার প্রদান করা হয়।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকারী  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে( ৩১মে) চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল  ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার,পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার সহ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য,যুবলীগ-ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ আপডেট...