28 C
Dhaka, BD
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

ঠাকুরগাঁওয়ে গড়েয়া কলেজের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ আ স ম গোলাম ফারুক রুবেল মঙ্গলবার ৩১ মে দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন।

গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবিন্দ্র নাথ মোদক।

এছাড়াও কলেজ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ, শিক্ষক – কর্মচারী স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভবনটি নির্মিত হলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখা পড়ার সুযোগ পাবে। শেষে কলেজ মসজিদের পেশ ইমামের পরিচালনায় মোনাজাত করা হয়।

যুক্তরাজ্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী নিতে যাওয়া বাংলাদেশীদের পাশে “এইচ এন্ড এইচ গ্লোবাল এডুকেশন”

নিজস্ব প্রতিবেদক : বিদেশে ডিগ্রী নিতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমান।

তবে, এক্ষেত্রে তাদের তাদের অনেক কাঠখড় পোড়াতে হয় যা কেবল ভর্তিচ্ছুরাই জানেন। সদ্য উচ্চমাধ্যমিক গন্ডি পেরিয়ে অথবা অনার্স শেষ করেই সাধারণত শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার ডিগ্রী নিতে যান। এক্ষেত্রে নতুন দেশে যাওয়ার ক্ষেত্রে পদে পদে তাদের পার হতে হয় অনেক প্রতিবন্ধকতা।

দেশের শিক্ষার্থীদের জন্য “এইচ এন্ড এইচ গ্লোবাল এডুকেশন” নামক প্রতিষ্ঠানটি বিদেশে শিক্ষাগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী পপুলার ইউকে ইউনিভার্সিটি ফেয়ারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর গুলশানের একটি হোটেলে সকাল ১০টায় শুরু হওয়া ফেয়ারের বিশেষ আকর্ষণ ছিল ৩০টিরও বেশি ইউনিভার্সিটির সাথে সরাসরি কথা বলা ও অন স্পট অ্যাপ্লিকেশনের সুযোগ। বিকাল ৫টা পর্যন্ত চলা এই ফেয়ারে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ¦ কাযিম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিদেশে শিক্ষা নিতে যাওয়া বাংলাদেশীদের জন্য “এইচ এন্ড এইচ গেøাবাল এডুকেশন” যে ফেয়ারের আয়োজন করেছে সেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ও ফেয়ারের মাধ্যমে যে ধরনের দিক নির্দেশনা দেয়া হয়েছে তা একজন ভর্তিচ্ছুর জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন উপস্থিত সবাই। ফেয়ারে অংশ নেয়া সবার জন্য বিশেষ উপহার ও আইএলটিএস ব্যাক, ফ্রি মক টেস্ট ও এয়ার টিকিট ভাউচার প্রদান করা হয়।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকারী  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে( ৩১মে) চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল  ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার,পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার সহ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য,যুবলীগ-ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালিয়াকৈরে শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৩০ শে মে মহান স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে (৩০ শে মে) কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ বিএনপির অস্থায়ী কার্যালয় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

এ সময় প্রধান অতিথি  বক্তব্য রাখেন শ্রম বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় বিএনপি হুমায়ুন করির খান, প্রধান বক্তা সদস্য জাতীয় নির্বাহী কমিটির ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি আক্তারুজ্জামান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন,  সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মোখলেসুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র  সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলালসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, ‘”বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইয়ের মোড়ক উন্মোচন

হুমায়ুন কবিন রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবিরের উদ্যোগে ও সম্পাদনায় এবং উপজেলা পরিষদের সহযোগিতায় সোমবার ৩০ মে দুপুর ১২ টায় পরিষদ সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ” বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।

রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধকালীন তাদের পরিবারদের প্রতি নির্যাতন এবং বীরাঙ্গনাদের প্রতি যুদ্ধকালীন পাশবিক অত্যাচার এসব বিষয় নিয়ে তাদের কাছ থেকে লিখিত পান্ডলিপি নিয়ে এই বইটির প্রকাশিত ।

পরে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও স্টিভ কবিরের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল মোতালেব, রিয়াজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব আহবায়ক কুসমত আলী।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে একটি করে বই দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।

ধামরাইয়ে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত।

সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ মে) সকাল ১১টার সময় ধামরাই উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ধামরাই কিষাণ কোল্ড স্টোর চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু এর আয়োজনে তার নিজ বাসভবনে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।

কিষাণ কোল্ড স্টোর চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদ্দার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুরে বিক্রয় করা জমি পুনরায় দখল চক্রের মূল হোতা শোভা ও সাথী ।

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাশিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বিক্রয় কৃত জমির উপরে থাকা স্থাপনা ভাঙচুর করে পুনরায় দখলে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ।

এঘটনায় ভুক্তভোগী ইমতিয়াজ করিম বাদী হয়ে কাশিমপুর থানায় ওই প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে হামলা, ভাংচুর, লুটপাট এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ ওই মামলার এজাহারভুক্ত আসামী জহিরুল ইসলাম রাজু ও কফিল উদ্দিনকে গ্রেপ্তার করেন। মামলায় এজাহারভুক্ত অন্য আসামীরা হলো- নুরুন্নাহার সাথী, বাবু মিয়া, সাজু আহম্মেদ, শাখাওয়াত হোসেন শোভন, মোসাঃ সাহেরা বেগম, আনিসুর রহমান, মনিরুজ্জামান, মোসাঃ কামরুন্নাহার শোভা ও পারভেজ। এরা সবাই বর্তমানে পলাতক রয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১২ মে সকালে উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি চক্র দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ক্রয়কৃত জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় দারোয়ান আল আমিনকে মারধর করে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং আনিসুর রহমানের নামে একটি সাইনবোর্ড ওই জমিতে লাগিয়ে দিয়ে যান প্রতারক চক্রের সদস্যরা ।

পরবর্তীতে ১৫ মে রাত সাড়ে ১১টায় ওই চক্রের সদস্যরা পুনরায় হামলা চালায়। এসময় হামলাকারীরা জমির বাউন্ডারী দেয়াল ভাংচুর করে এবং জমিতে থাকা মুরগীর খামারসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর ও লুটপাট করে। এছাড়াও তারা ওই জমিতে নির্মান কাজে ব্যবহৃত প্রায় সাত লাখ টাকা মুল্যের রড ও অন্যান্য মালামালও লুট করে নিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এব্যাপারে মামলার বাদী ভুক্তভোগী মোঃ ইমতিয়াজ করিম বলেন, এই জমিটি আমি ২০১১ সালে ক্রয় করি। পরবর্তীতে ২০১৬ সাল থেকে জমি বিক্রেতা কফিল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা জমিটি পুনরায় দখল করার জন্য পায়তারা চালায়। বিভিন্ন সময়ে তারা একাধিক মিথ্যা মামলা দিয়েও আমাকে হয়রানী করে।

এছাড়াও গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, জমি বিক্রেতা কফিল উদ্দিনের মেয়ে নুরুন্নাহার সাথী বাদী হয়ে জমি ক্রেতা ইমতিয়া করিমের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স এবং গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পৃথক পৃথক দুটি অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে গাজীপুর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন তদন্ত পূর্বক একটি প্রতিবেদন দাখিল করেন।
দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশী অনুসন্ধানে বাদী নুরুন্নাহার কর্তৃক অভিযোগের সত্যাতা পাওয়া যায়নি এবং অভিযোগের সপক্ষে কোন ধরনের কাগজপত্র ও প্রমানাদীও দাখিল করেনি। অন্যদিকে বিবাদী ইমতিয়াজ করিম তার ক্রয়কৃত জমির দলিলসহ যাবতীয় কাগজপত্র ও প্রমানাদী দাখিল করেন। এতে প্রতিয়মান হয় যে, বাদী নুরুন্নাহার বিবাদী ইমতিয়াজ করিমকে অযথা হয়রানীর উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগকারী মোসাঃ নুরুন্নাহার ও তার বোন কামরুন নাহার শোভা পুর্বেও জমি বিক্রয়ের নামে একাধিক ব্যক্তির সাথে প্রতারনা করেছেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে।

জমি দখলের উদ্দ্যেশে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েকৃত মামলার তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কফিল উদ্দিন ও তার মেয়েরা একই জমি একাধিকবার বিভিন্ন জনের কাছে বিক্রীর মাধ্যমে প্রতারনা করে আসছে। তাই বিষয়টি অধিকতর তদন্তের পাশাপাশি প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমরা তৎপর রয়েছি।

উল্লেখ্য, প্রতারক চক্রের অন্যতম সদস্য নুরুন্নাহার সাথীর বিরুদ্ধে ২০১৬ সালে একটি গ্রেপ্তারী পরোয়ানা জারী হলেও অদ্যবদি তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

কালিয়াকৈরে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত ১১ঘন্টা ট্রেন চলাচল  বন্ধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল ক্রসিংয়ে শুক্রবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যু হয়।

এতে ১১ ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিন-পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ থাকে। রিলিফ ট্রেন এসে উদ্ধার করার পর শনিবার সাড়ে নয়টায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেনের যাত্রী, রেলপুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৩ নং আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রাত ১০টার কিছু সময় আগে মৌচাক স্টেশনের ১ নং লাইন দিয়ে পার হয়।

এর কিছু সময় পরই আউটার সিগনাল ক্রসিংয়ে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ জয়দেবপুর স্টেশনে, ঢাকাগামী ‘জামালপুর এক্সপ্রেস’ মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনার ফলে ঢাকা-রাজশাহী ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুর থেকে আসা শোভন শ্রেণীর ট্রেন যাত্রী হামিদুর আলম জানান, একই সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৫৮ নং আন্তঃনগর দ্রতযান এক্সপ্রেস ডাউন ট্রেনটি ২ নং লাইন দিয়ে মৌচাক স্টেশন পার হয়।

একই স্টেশনে দুইটি ট্রেনের ক্রসিংয়ের কারনে এক নং লাইনের ট্রেনটির গতি কম ছিল। ফলে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পায়। তবে ট্রেনের যাত্রীরা কঠিন দূর্ভোগের মধ্যে রাত কাটায়।

শনিবার ভোরে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে ঢাকার দিকে চলে যায়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ইমরান হোসেন জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে রেল পুলিশের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি এবং পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, রাত ২টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টায় ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হয়। সাড়ে আটটার দিকে অপর দুইটি বগি উদ্ধার হয়। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা।

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ৩টি ক্লিনিক সিলগলা, গ্রেফতার-১

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শনিবার (২৮ মে) বিকালে ভ্রাম্যমান আদালতের  অভিযানে জেলা শহরের ৩ টি ক্লিনিকে সিলগালা করা হয়েছে।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান৷

এদিন বিকালে শহরের ৫ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনবিহীন ক্লিনিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার এবং উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার এ তিন প্রতিষ্ঠানে সিলগালা করা হয়। এ সময় ১ জনকে গ্রেফতার করা হয়।

নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ক্লিনিকের নিবন্ধন না থাকা এবং লাইসেন্সের মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। এবং ১ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

গজারিয়ায় একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন মা, আজীবন চিকিৎসা ফ্রি ঘোষণা ।

স্টাফ রিপোর্টার: মুন্সীগনঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাসপাতাল রোডে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত সোমবার বিকেলে সফল অস্ত্রোপচারে একসাথে তিন কন্যা সন্তান প্রসব করলেন মা রাসিদা ।

তিন কন্যা সন্তানের বাবা মোহাম্মদ আলী হোসেন গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা ।

অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান , রাসিদা আলী হোসেন দম্পতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হওয়াতে এবং রাসিদা বেগমের পেট একটু বেশী ফুলা দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করিয়ে তিন জন বাচ্চা দেখতে পান , পরে রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন চিকিৎসক । রোগী এতে সম্মতি দিলে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন । অপারেশন টীমের দায়িত্বে ছিলেন ডাঃ ফৌজিয়া জামান ও ডাঃ সম্পৃক্তা জামান নূর এবং এনেসথেসিয়ায় ছিলেন ডাঃ আনিসুর রহমান । সফলভাবে অপারেশনের পর রাশিদা বেগম তিনটি কন্যা সন্তান জন্ম দেন । ডাক্তার জানিয়েছেন মা ও শিশু কন্যারা সুস্থ আছে । মোহাম্মদ আলী হোসেন জানান , তিন কন্যা সন্তান পূর্বে এক পুত্র সন্তান রয়েছে তাদের । আল্লাহর রহমতে সকলে সুস্থ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানান তিনি ।

এ প্রসংগে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান এই রোগীর আজীবন ফ্রী ডাক্তারসেবা ঘোষণা করেন ।

সর্বশেষ আপডেট...