26.7 C
Dhaka, BD
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরিফুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে।আরিফুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার চৌরঙ্গী রণহট্টা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত আবুল কালাম আজাদের ছেলে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী মতে, জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আরিফুর রহমান পীরগঞ্জ থেকে হরিপুর নিজ বাড়িতে ফেরার পথে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স মোটরসাইকেল-টিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফুর মারা যায়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,থানায় অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধামরাই থানা শাখার কর্মী সম্মেলন।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকে: ঢাকার ধামরাইয়ে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ মার্চ) ধামরাই সদর ইউনিয়ন শরীফবাগ শরিফুন নেছা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) এডভোকেট আব্দুস সালাম আজাদ, ও বেনজীর আহাম্মদ টিটু প্রমুখ।

কর্মী সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাভারের সাবেক সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আবু আশফাক ধামরাই উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন।

এতে আলহাজ্ব তমিজ উদ্দিনকে সভাপতি ও শামসুল ইসলামকে সম্পাদক ঘোষণা করা হয়। ১০১ সদস্যদের পুর্ণাঙ্গ কমিটি ১মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় জেলা কমিটি।

এসময় ধামরাই উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ফেসবুকে স্টাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ফেসবুকে স্টাটাস দিয়ে সুমন চৌকিদার(১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (২৭মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় একটি দোকান থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে বাঁধা দেয়ায় অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর সুমন। ফেসবুকে সে তার বাবাকে দায়ী করে একটা স্টাটাস দিয়েছে।

নিহত সুমন চৌকিদার কুতুবপুর এলাকার আলেপ চৌকিদারের ছেলে। সে সাহেববাজারের দুলাল বেপারীর মালিকানাধীন মার্কেটের লাবিব হাসান ইলেকট্রনিক্সের দোকানের কর্মচারী ছিলো।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিরাজ হোসেন জানান,’দুপুরে ছেলেটির লাশ উদ্ধার করা হয়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত সুমনের সাথে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো। যা নিয়ে বাবা একটু শাসন করেছিলো। এর জেরে বাবার উপর অভিমান করে ফেসবুকে স্টাটাস দিয়ে সে আত্মহত্যা করে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি, এবং লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে।’

তিনি আরো জানান, “এ ঘটনায় সন্ধ্যার দিকে ছেলেটির বাবা আলেপ হোসেন বাদী হয়ে শিবচর থানায় একটি অপমৃত্যুর মামলার জন্য আবেদন করেন”

ঠাকুরগাঁওয়ে কোভিট-১৯ প্রতিরোধ বিষয়ক মিডিয়া ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন ( মতবিনিময় সভা) অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার (২৮ মার্চ) সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র কো-অর্ডিনেটর সাদেকুল ইসলামের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, এমকেপি’র রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন, প্রজেক্ট অফিসার অপু রাণী রায়, এসিস্ট্যান্ট অফিসার তমিজুল ইসলাম, শামীমা নাসরিন প্রমুখ।

এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা সমূহ ভিডিও চিত্র প্রদর্শের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এসময় পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্য কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন, কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জন সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে বক্তাগণ বলেন যে, করোনা এখনো শেষ হয়নি।

যে কোন সময়ে ভিন্নরুপে এটির প্রকটতা বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিমুলক এ রকম কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

এসময় মিডিয়া ক্যাম্পেইনে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মী ও ক্যাম্পেইন প্রকল্পের সাথে জড়িত সকলেই উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে রবিবার ২৭ মার্চ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সম্মেলন চলাকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

এদিন সকাল ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি আইনুল হকের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। এতে জেলা বিএনপির সভাপতি বীর
মুক্তিযোদ্ধা তৈমুর রহমান প্রধান অতিথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন প্রধান বক্তা এবং ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ২৭ শে মার্চ)বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে  মৌচাক বাজার সংলগ্ন এলাকা এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এই সময় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন,অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা আব্দুল করিম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি এ কে আজাদ, প্রধান বক্তা পৌর শমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, পৌর শ্রমিকদলের যুগ্ন সাধারন সম্পাদক আসাদুল্লাহ বাবু, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান রবিন, ইসমাইল হোসেন, সুমন, রাজ্জাক,রাজিব আহসান নিরবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিংগাইরের জামির্তা ইউনিয়নে সিএনজি চালককে মারধরের ঘটনায় যাত্রীরা চরম ভোগান্তিতে (ভিডিও)

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নে সিএনজি চালককে মারধরের ঘটনায় প্রায় ৬ ঘন্টা সিএনজি বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৩ টার দিকে জামির্তা স্কুলের সামনে, মানিকনগর স্কুলের ছাত্র ও জামির্তা স্কুলের ছাত্রদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে সৃষ্টি হয়, এতে একজন গুরুতর আহত হয়েছে বলেও জানা যায় ।

এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায়, জামির্তা স্কুলের সামনে বেশ কয়েকজন স্থানীয় ছেলেরা সঙ্গবদ্ধ হয়ে, হেমায়েতপুর টু মানিকনগর গামী ৪০ থেকে ৫০ টি যাত্রীবাহী সিএনজি থেকে যাত্রীদের নামিয়ে ,জামির্তা স্কুল মাঠে জড়ো করে । এ নিয়ে বিল্লাল হোসেন নামের এক সিএনজি ড্রাইভার প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করে স্থানীয় সঙ্গবদ্ধ দলটি । তাকে কেন মারছে আমির হোসেন নামের আরো এক ড্রাইভার জানতে চাওয়ায় তাকেও পিটিয়ে আহত করে তারা । এতে করে সকল সিএনজি চালকদের ক্ষিপ্ত হতে দেখে ,সঙ্গবদ্ধ দলটি পালিয়ে যায় ।

তারই প্রতিবাদে হেমায়েতপুর টু মানিকনগরের সকল সিএনজি বন্ধ করে দেয় সিএনজি চালকরা , তাতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে ।

সিএনজি চালকদের অভিযোগ, স্থানীয় মেম্বার তারা মিয়ার উপস্থিতিতে সিএনজি চালকদের মারধর করা হয়েছে, তবে বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, আমি অনেক দূরে ছিলাম তাই দেখতে পাইনি ।

পরিস্থিতি উত্তপ্ত হলে, ঘটনাস্থলে শান্তিপুর তদন্ত কেন্দ্রে এ,এস,আই শাহিনুর রহমান ও স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয় ।

ছেঁড়া জিন্স পরা যাবে না, বিজ্ঞপ্তি জারি

হিজাব বিতর্কের মধ্যেই এবার কলেজ ক্যাম্পাসে ‘কৃত্রিমভাবে ছেঁড়া’ কোনও পোশাক পরা যাবে না বলে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ এমন পোশাক পরে এলে তাকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি পোশাক নিয়ে এমন বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ। খবর আনন্দবাজারের।

আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, ‘কৃত্রিমভাবে ছেঁড়া’ ট্রাউজার্সের প্রসঙ্গ। নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ এমন পোশাক পরে এলে তাকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে বলেও উল্লেখ করেছে নির্দেশনায়। শহরের কলেজ পড়ুয়াদের মধ্যে ‘রিপ্‌ড জিন্স’-এর তুমুল জনপ্রিয়তা। এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে ওই কলেজের শিক্ষার্থীদের একাংশ।

এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, ‘অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি মানা যেতে পারে, কিন্তু রিপ্‌ড জিন্স নিষিদ্ধ করার উদ্দেশ্যে এমন পোশাক ফতোয়া জারি অযৌক্তিক।’

তার মতে, এই ধরনের নিয়ম তৈরি করে কলেজ কর্তৃপক্ষ ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপ করছেন।

কলেজের ওয়েবসাইট থেকে নোটিশটি পাওয়ার পর বার বার চেষ্টা করেও আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানায় আনন্দবাজার।

কয়েক বছর আগে মুম্বাইয়ের একটি কলেজ ক্যাম্পাসে ছেঁড়া জিন্স নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন নির্দেশিকার পেছনে সামাজিক কারণ রয়েছে বলে দাবি করে বলেছিলেন, ‘ওই ধরনের পোশাক দরিদ্রদের ব্যঙ্গ করে। যাদের ছেঁড়া পোশাক পরা ছাড়া কোনো উপায় নেই, তাদের কটাক্ষ করে।’

সম্প্রতি হিজাব পরে কলেজে প্রবেশ নিষেধ করায় দেশটির কর্ণাটকে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে মামলাও হয় আদালতে। যার রেশ ছড়িয়েছে ভারতজুড়ে। এবার পোশাক বিধি নিয়ে নতুন বিতর্ক শুরু হলো কলকাতাতেও।

ধর্মের কারণে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

  1. সময়ের খবর ডেস্ক:গ্ল্যামার জগৎ ছেড়ে ধর্মের পথে চলার ঘোষণা দিয়েছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আনাঘা ভোঁসলে। নিজের ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বলেছেন, ধর্ম পালনের জন্যই অভিনয় ছাড়ছি। এখন থেকে শুধুই ঈশ্বরের সেবা করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাঘা ভোঁসলে লিখেছেন, এতদিন আপনারা আমাকে যে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম ধর্মের কারণে বলিউড ছেড়েছেন। একই পথে হেঁটেছেন অভিনেত্রী সানা খান। এবার সেই তালিকায় যোগ হলেন আনাঘা ভোঁসলে। প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক ‘অনুপমা’তে নন্দিনীর চরিত্রে অভিনয় করতেন আনাঘা।

সূত্র: জি নিউজ

ঠেলাঠেলিতে কাৎ বিএনপি নেতারা, ভাঙলো পুস্পস্তবক

মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বিশৃঙ্খলায় জড়িয়েছেন বিএনপি নেতারা। এতে ঠেলাঠেলিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ কয়েকজন নেতা পড়ে যান। এসময় তাদের পুস্পস্তবকটিও ভেঙ্গে যায়।

শনিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদির সামনে শ্রদ্ধা জানানোর সময় এ ঘটনা ঘটে।

এসময় দলের সিনিয়র নেতা মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীসহ অনেককেই বেদিতে উল্টে পড়ে যেতে দেখা যায়। বিএনপির শ্রদ্ধা নিবেদনের এমন চিত্র দেখে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষসহ সুশীলরা।

বাহার আহমেদ নামে এক দর্শনার্থী বলেন, সকাল ৯টার দিকে বিএনপির লোকজন স্লোগান দিচ্ছিলো। এসময় বেদির কাছে অনেক যাওয়ার চেষ্টা করেও ধাক্কাধাক্কির জন্য পারিনি। পরে তারা চলে যাওয়ার পর বেদিতে শ্রদ্ধা জানিয়েছি।

নাম প্রকাশে এক অনিচ্ছুক এক সংবাদকর্মী বলেন, বিএনপির শ্রদ্ধা নিবেদনের বরাবরই জাতীয় স্মৃতিসৌধে আমরা বিশৃঙ্খলা দেখেছি। নেতাকর্মীদের ধাক্কাধাক্কির কারণে সাংবাদিকদের ছবি ও ভিডিও নেয়া কষ্ট হয়ে যায়। ধাক্কাধাক্কির কারণে দাড়িয়ে থাকাও দূরহ হয়ে পড়ে। এটা খুবই দুঃখজনক!

সাভার জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ‘বরাবরে বিএনপি শ্রদ্ধা নিবেদন করতে আসলেই বেদির সামনে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির শুরু হয়। এসময় হ্যান্ডমাইকে তাদের উশৃংখলতা পরিহার করে শান্তভাবে শ্রদ্ধা নিবেদন করতে বলা হয়। কিন্তু তারা কর্ণপাত না করে হুড়োহুড়ি করে সামনে যাওয়ার প্রতিযোগিতা করতে থাকে।

এসময় ভীড়ের মধ্যে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ারও ঘটনা ঘটে। গত বিজয় দিবসেও বিএনপির শ্রদ্ধা নিবেদনের সময় সাংবাদিক, পুলিশ, সরকারি কর্মকর্তাসহ অনেকের মোবাইল খোয়া গিয়েছিল। আজকে স্বাধীনতা দিবসেও বিএনপির শ্রদ্ধা নিবেদনের সময় বেশ কয়েকজন পকেটমার আটক করেছি। তবে আমাদের সকলের ভাবগাম্ভীর্যতার সাথে শ্রদ্ধা নিবেদন করা উচিত।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম বলেন, ‘ওখানে ফুল দেয়ার জন্যে দায়িত্বরতদের নিয়ম চালু করা উচিৎ। সারিবদ্ধভাবে ফুল দিলে এমন ঘটনা ঘটতো না। মূলত সকালে উচ্চপদস্থ কর্মকর্তারা ফুল দিয়ে যাওয়ার পরেই বিশৃঙ্খলা তৈরি হয়। বিশেষ করে বড় দুই রাজনৈতিক দলের নেতা কর্মীরা হুড়োহুড়ি করে। যারা ওখানে দায়িত্বে আছেন তারা যদি যথাযথ গাইডলাইন করে দেয় তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটা আসলে যার যার সতর্ক থাকার কথা। যার যার বোধ আসার কথা। সবাই যদি সতর্ক থাকে তাহলে এটা থেকে উত্তরণ সম্ভব।’

তিনি আরও বলেন, ‘যদি তারা না পারে তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রোভার স্কাউটকেও দায়িত্ব দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন তারা করছে। আমরা কেন পারবো না। আমাদের দায়িত্ব দেয়া হলে আমরাই নিয়ন্ত্রণ করতে পারতাম। এখানে কর্তৃপক্ষেরও ব্যর্থতা রয়েছে ।

 

কেআরআর

সর্বশেষ আপডেট...