16.5 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

রাণীশংকৈলে ৪৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভবানন্দপুর( গরুহাটি) গ্রাম থেকে গত শনিবার ১৯ মার্চ রাতে ৪৭৫ পিস ইয়াবাসহ আমির হোসেন(৩৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আমির ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি এস এম জাহিদ

ইকবালের নেতৃত্বে পুলিশদল ওইদিন রাত দশটার দিকে আমিরকে তার বাড়ি থেকে ওই ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে পরদিন ২০ মার্চ জেলা জেলহাজতে পাঠানো হয়।

মাগুরার শ্রীপুরের সেই স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিলো

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরের আলোচিত হত্যাকান্ডের শিকার সেই স্কুল ছাত্রীকে প্রথমে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়ে়টি বাঁচার আকুতি জানালেও পরে তাকে ধারালো বেøড দিয়ে় গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়ে়ছিল।

হত্যা করার পরেও পাষন্ড খুনি মেয়ে়টিকে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা চালায়। গ্রেফতারকৃত খুনি হাসান শেখ (২৩) কে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে র‌্যাব-৬ এর কর্মকর্তারা এ তথ্য জানান।

রবিবার সকাল দশটায়় মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে ঘটনাস্থলের পাশেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোর এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ সময় র‌্যাব-৬ এর এ,এস,পি এইচ এম শফিকুর রহমানসহ শ্রীপুর থানার ওসি সুকদেব রায়, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মাগুরা ও শ্রীপুরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত হাসান শেখ (২৩) শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। সে পেশায় নছিমন চালক।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বাড়ির পাশেই নদীর চরে রসুন ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হয় সে । শ্রীপুর উপজেলার শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন (১৩)। পরদিন ১৮ মার্চ দুপুরে স্থানীয়রা বাড়ি থেকে মাত্র ৩ শত গজ দূরে নদীর পাশে একটি বাঁশ বাগানের নিচে রাজিয়ার মৃতদেহ দেখতে পায়। তারা থানা পুলিশকে খবর দিলে শ্রীপুর থানার পুলিশ ওইদিন বিকেলে রাজিয়ার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই পুলিশ, সিআইডি, পিবিআই ও র‌্যাবের কর্মকর্তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ হত্যাকান্ডের প্রকৃত কারণ ও খুনিকে খুঁজে বের করতে মাঠে নামে। অবশেষে গত ১৯ মার্চ র‌্যাব-৬ এর একটি চৌকস দল হাসান শেখ (২৩) কে তার শশুরবাড়ী বারইপাড়া থেকে আটক করতে সক্ষম হন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনি হাসান হত্যাকান্ড ও ধর্ষনের সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরোও জানান, অনেক আগে থেকেই খুনি হাসান রাজিয়াকে একাধিকবার ধর্ষণের পরিকল্পনা করেছিল। নদীর ধারে সে মাঝে মাঝে গাঁজা সেবন করত। ঘটনার দিন রাজিয়াকে একা পেয়ে সে সু-কৌশলে রসুন ক্ষেত থেকে রাজিয়াকে মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানের নিচে এনে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে ধাঁরালো বেøড দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকান্ডের সাথে গ্রেফতারকৃত হাসান একাই জড়িত বলে র‌্যাব কর্মকর্তারা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অপরদিকে স্কুল ছাত্রী রাজিয়ার খুনির ফাঁসির দাবিতে হাটশ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রবিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালো শিশু মাহিম

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শনিবার ১৯ মার্চ মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাহিম (০৩) নামে এক শিশু মারা গেছে।

মাহিম উপজেলার পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া গ্রামের আল আমিন বাবুলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে মাহিম পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া এলাকায় বাড়ির পাশে খেলা করতে করতে রাস্তায় দৌড় দেয়। এসময় দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তার বাম কানে আঘাত লেগে রক্ত ঝড়তে থাকে। স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যে সে মারা যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরসহ মহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে। এবং লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিংগাইরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দিপন দেবনাথ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মা লাবিবা অর্ণব প্রমুখ।

সাংবাদিকদের মধ্য কালের কণ্ঠের সাংবাদিক মোবারক হোসেন,আজকের পত্রিকার সুজন মোল্লা,মাই টিভির বাদল হোসাইন,বাংলা টিভির মোঃ রেজাউল, আমাদের সময়ের মশিউর রহমান শামিম,দৈনিক অধিকারের মিলন মাহমুদ, সকালের সময়ের মিজানুর রহমান,এশিয়ান টিভির ইমরান হোসেন,আলোকিত সকালের শাহাদাৎ হোসেন সায়েম,আমার সংবাদের হাবিবুর রহমান, বর্তমান দিনের আবুল কালাম আজাদসহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ ভর্তুকিতে টিসিবির পণ্য বিক্রির প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২০ মার্চ থেকে শুরু হবে টিসিবির পণ্য বিক্রি। উপজেলায় নতুন ও পুরাতনসহ মোট ১৭ হাজার ৮৬২ জন উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়েছে।

এছাড়াও উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে (১৭ মার্চ) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা এলাকায় জলকুটিরের পাশে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিনজনই ট্রাকচাপায় আহত হয়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর রাবেয়া-সকিনা ক্লিনিকে ভর্তি করে। কিন্তু হিমেলের অবস্থার অবনতি হলে তাকে শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক হিমেল কে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত ওই দুই সহপাঠীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরের দিকে বড়ইবাড়ী এলাকা থেকে হিমেল তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে দুই সহপাঠীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাসেম আলীর ছেলে হিমেল (১৮)।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ টি হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামে পরিচিত।এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল ঠাকুরগাঁওয়ের শ্রী-শ্রী রামকৃষ্ণ আশ্রমপাড়া মন্দির।

শুক্রবার (১৮ মার্চ) দিনব্যাপী পালন করা হয় রঙিন এই দোল উৎসব। ঠাকুরগাঁও হোলি উদযাপন কমিটির আয়োজনে দুপুরে মন্দির প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নিয়ে উল্লাস করা তরুণ-তরুণীরা বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবারই।

ঠাকুরগাঁও হোলি উৎযাপন কমিটির সভাপতি দোলক কুমার রায় বলেন, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’। এবং এই উৎসবের আরেক নাম বসন্তোৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, প্রতিবারের মতো এবারও আমরা এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। আমাদের এখানে সব ধর্মের লোকেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি আমরা এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করে থাকি।

কালিয়াকৈরে বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর পৌরসভার কাউন্সিল মো. আমিনুল ইসলাম সহ অনেকেই।

বই বাধাই মালিকদের ধর্ম ঘটের কারনে বন্ধ হয়ে গেছে নতুন বইয়ের প্রকাশনা।

এম এ জব্বার: ১৯৭৯ সালে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি।

এ সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। ১৯৮৪ সালে এসে গ্রন্থমেলার জন্য বিধিবদ্ধ নীতিমালা প্রণীত হয় এবং গ্রন্থমেলার নাম হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’। সেই থেকে এ গ্রন্থমেলা প্রতি বছর প্রায় একই আঙ্গিকে অনুষ্ঠিত হয়ে আসছে।

অমর একুশে গ্রন্থমেলা – পাঠককের পদ চারনায় মুখরিত বই মেলা প্রাঙ্গণ। বই বাধাইয়ের দর নিয়ে প্রকাশক সমিতির সাথে মত পার্থক্যকের ২ দিন ধরে ধর্মঘট পালন করছে বই বাধাই মালিক সমিতি।

ধর্মঘটের কারনে বন্ধ হয়ে আছে নতুন বইয়ের প্রকাশনা, বিপাকে পরছেন ও লেখকরা। তবে অনেক প্রকাশকদের মতে কাগজ ও অনান্য জরুরী কাচা মালের মূল্যে বৃদ্ধির কারনে বই বাধাইয়ের দাম বাড়াটা এখন সময়ের দাবি।

বই বাধাই মালিক সমিতির দাবি দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়ায়, বাধাই শ্রমিকদের দিন দিন হাজিরা বাড়াতে হচ্ছে।

এ সময় সৃজনশীল ও ধর্মীও পুস্তক বাধাই সমিতির সভাপতি – কামরুজ্জামান খাঁন (কচি) জানান – তাদের ধর্মঘোট স্থগিত রাখা হয়েছে এবং প্রকাশকদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অচিরেই এর একটি সঠিক সমাধান আসবে।

সাভারে বর্জ্য অব্যবস্থাপনা রোধের দাবিতে আলোচনা সভা

সাভার প্রতিনিধি: সাভারে বর্জ্য-আবর্জনার অব্যবস্থাপনা রোধে বর্জ্য অপসারণের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ডের একটি মিলনায়তনে “সাভারের বর্জ্য অব্যবস্থাপনা রোধে করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।

সবুজ আন্দোলন সাভার থানার যুগ্ম-আহ্বায়ক লায়ন মাহফুজ-উল-হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলার সহ-সভাপতি অভিনেতা আব্দুর রহিম খান মন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার থানা কমিটির সদস্য সচিব ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাদ্দাম হোসেন, ধামরাই উপজেলা কমিটির সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক গোবিন্দ বল জয়, সাভার থানার যুগ্ম-আহ্বায়ক মহসিন আলম খান, আলোকিত বাংলাদেশের পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহিন সিংহ।

এ সময় সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, ঢাকা সিটির বর্জ্য সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর বাজারের পাশে ফেলা হলেও সাভারের বর্জ্য অপসারণের জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা নেই। সাভারসহ বাংলাদেশের সকল শিল্পাঞ্চল এলাকার জন্য বর্জ্য অপসারণে জায়গা বরাদ্দ করা এখন সময়ের দাবি।

সাভার পৌরসভা কর্তৃপক্ষের আন্তরিকতা থাকলে এতদিনে বর্জ্য অপসারণের জন্য জায়গা অধিগ্রহণ সম্ভব হতো। আগামীতে সাভার উপজেলার জনগণকে বিশুদ্ধ পানি সংকটে ভুগতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

রানীশংকৈল রামরাই দিঘীর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

হুমায়ুন কবির রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ ও প্রশাসনের বাস্তবায়নে সোমবার (১৪ মার্চ) দুপুরে ফলক উম্মোচনের মধ্যদিয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রামরাই দিঘীর সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

পরে পুকুর পাড়ের বট চত্বরে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বরেন্দ্র সহকারি প্রকৌশলী তিতুমীর রহমান,পৌর-আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও জমিরুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এছাড়াও প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ও রুহুল আমিন,রানীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক আহমেদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম ও জাহিদ হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,খাদ্য সহকারি অফিসার নবাব আলী,প্রভাষক আলমগীর হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷

প্রসঙ্গত: রামরায় দিঘিতে সৌন্দর্যবর্ধন হিসাবে গেট, দর্শনার্থীদের জন্য গেস্ট হাউজ, গাড়ি পার্কিংয়ের জায়গা নির্ধারণ, প্রতিটি পাড়ে বসার জায়গা, পুকুরের পানিতে ঘুরার জন্য নৌকা, পাবলিক টয়লেট নির্মাণ, স্ট্রিট লাইটসহ বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ামম্যান ও ইউএনও’র সাথে কথা বললে তারা বলেন, ঐতিহ্যবাহী এই দিঘীতে দর্শনার্থীদের জন্য সুবিধা এবং পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে উপজেলা পরিষদের অর্থায়নে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছি। আরো কিছু কাজ চলমান রয়েছে।

সর্বশেষ আপডেট...