17 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

সাভারে মনির নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার (ভিডিও)

বিপ্লব, সাভার: সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর ( মেইটকা) নামক এলাকায় একটি ফসলীক্ষেত থেকে  মোঃ মনির (২৫)  নামের এক অটোরিকশা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ।

স্থানীয়রা জানায়, বিকেলে নুর ইসলাম নামে এক কৃষক তার ফসলীক্ষেতে বিষ দিতে গিয়ে মাটি চাপা দেয়া লাশের পা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না দতন্তের জন্য মর্গে পাঠায় ।

হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই  সুজন সিকদার বলেন এ বিষয়ে গত (২০নভেম্বর) নিখোঁজ হওয়ার পর গত (২২ নভেম্বর) সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহত মনিরের স্ত্রী জান্নাত আরা । এ বিষয়ে কেনরে ফাঁড়ির এসআই জাহিদ হাসান আরো বলেন ,প্রাথমিকভাবে মনিরকে অটোরিকশা ছিনতাই কারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে ‌। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি ।

তবে এ বিষয়ে নিহত মনিরের আত্মীয়রা জানান, গত  ২২ নভেম্বর বিকেল পাঁচটার দিকে হরিণধরা এলাকার বাসিন্দা ঈমান আলীর বাড়ির ভাড়াটিয়া মনির হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন ।

রাত এগারোটার দিকে সে বাড়ি না ফেরায় তাকে বারবার ফোনে না পেয়ে তার আত্মীয় স্বজনেরা দিশেহারা হয়ে যান এবং অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ২২শে নভেম্বর সাভার মডেল থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন ।

নিহত মনির , ভোলা ,লালমোহন, গজারিয়া এলাকার সেকান্তর মাতবর বাড়ির আবুল কাশেমের ছেলে ।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাসিক সভায় সভাপতিত্ব করেন, ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানের শুরুতে গত ২১ মাসের “শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে প্রথম স্থান অধিকারী ,গাজীপুর জেলার পুলিশ সুপার ,জনাব এস এম শফিউল্লাহ বিপিএম-কে পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মাঈন উদ্দিন চৌধুরীকে ,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মশিউর রহমান ,পিপিএম (বার)কে, শ্রেষ্ঠ এসআই কালিয়াকৈর থানার মোঃ আনিসুর রহমান , শ্রেষ্ঠ এএসআই নূরে আলম সিদ্দীক শ্রীপুর থানার, ডিবির শ্রেষ্ঠ এসআই হিসেবে ফরিদপুর জেলার আব্দুল জব্বার , ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মাদারীপুর সদর মডেল থানার এসআই মোঃ মোস্তাফা কামাল , মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে মাদারীপুর জেলার এসআই মোহাম্মদ হিমেল রানা , অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী হিসেবে সাভার মডেল থানার এসআই জাহিদুল ইসলাম এছাড়াও অস্ত্র ও বিস্ফোরক (উদ্ধারকারী) অফিসার হিসাবে মানিকগঞ্জ জেলার, সিংগাইর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা শামীমকে সার্টিফিকেট ও ক্রেস্ট পুরষ্কৃত করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সমসাময়িক বিষয় নিয়ে পর্যালোচনা করেন এবং সকল ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণে আরো তৎপর থাকার নির্দেশ প্রদান করেন। উক্ত সময় ঢাকা রেঞ্জের সকল ঊর্ধ্বতন অফিসারগণ উপস্থিত ছিলেন ।

গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী নারী ওলোরা

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন বাংলাদেশি নারী ব্যারিস্টার ওলোরা আফরিন।

মেধাস্বত্ব ও নারী উন্নয়নে অবদান রাখায় তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। নেপালের উপ-রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুঁনে গত রোববার এই নারী উদ্দোক্তার হাতে অ্যাওয়ার্ডের স্বীকৃতি স্বরুপ একটি ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন।

ব্যারিস্টার ওলোরা আফরিন ওমেন ইন আইপি বাংলাদেশ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনটি বাংলাদেশের ৬৪টি জেলায় নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। ওমেন ইন আইপি সংগঠনটি বিনামুল্যে ব্যবসায়ীদের সহযোগিতা, প্রশিক্ষণ ও আইনি সহায়তা দিয়ে সারা দেশে পরিচিতি লাভ করেছে।

ব্যারিস্টার ওলোরা আফরিনের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামে।
তিনি লিংকনস ইন থেকে কল টু দ্য বার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাক্স ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি পিএইচডি করছেন।

‘কপি রাইট’ কাজের জন্য অন্যতম ওলোরা। তিনি অ্যাক্রেডিটেড মেডিয়েটর এবং কপিরাইট সমিতির (এলসিএসসিএফ) সেক্রেটারি জেনারেল। এছাড়া তিনি মেধাস্বত্ব জড়িত লেখক, ডিজাইনার, স্থপতি, ফার্মাসিস্ট, চিত্রশিল্পীরা রয়েছেন তাদের নিয়েও কাজ করেন। কাজের স্বীকৃতি স্বরুপ ওলোরা আফরিন এরআগে দুবাইয়ে অনুষ্ঠিত লেক্স টক থেকে ‘আইপি ফ্যালকন’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

প্রসঙ্গত, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সংস্থাটি ২০১৪ সালে নেপালে যাত্রা শুরু করে। বিশ্বের অন্যতম এই সংস্থাটি বর্তমানে ৮০টি দেশে কাজ করছে। গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট মূলত উদ্যোক্তাদের উন্নয়ন, নতুন সুযোগ তৈরি করা, গণতন্ত্র শক্তিশালী করা নিয়ে কাজ করছেন। কাজের মাধ্যমে তারা পুরো বিশ্বে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করেছেন।

ঠাকুরগাঁও সদরের ২০টি ইউনিয়নে নৌকা পেলেন যারা

ঠাকুরগাঁওয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত মোট ২০ ইউনিয়নের প্রার্থীর তালিকা চুড়ান্ত আকারে প্রকাশ পেয়েছে।

গত শনিবার ২০ নভেম্বর রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

সদর উপজেলার ২০টি ইউনিয়নে নৌকা প্রতীক যারা পেয়েছেন – ১নং রুহিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মমিনুল হক বাবু,২ নং আখানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রোমান বাদশা ,৩ নং আকচা ইউনিয়ন সুব্রত কুমার বর্মন, ৫ নং বালিয়া ইউনিয়নে নুর এ আলম ছিদ্দিক ,৬নং আউলিয়াপুর ইউনিয়নে আতিকুর রহমান , ৭নং চিলারং ইউনিয়ন ঋষিকেশ রায় লিটন ,৮নং রহিমানপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খেলাফত হোসেন, ৯নং রায়পুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম ,১০নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ইমদাদুল হক ,১১ন মোহম্মাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, ১২নং সালন্দর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইজ উদ্দিন সাজু, ১৪নং রাজাগাঁও ইউনিয়নের খাদেমুল ইসলাম সরকার,১৫নং দেবীপুর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন, ১৬নং নারগুন ইউনিয়নের সেরেকুল ইসলাম,১৭নং জগন্নাথপুর ইউনিয়নের আলাল মাস্টার,১৮নং শুখানপুকুরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: আনিছুর রহমান ,১৯নং নং বেগুনবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বনি আমিন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের অনিল কুমার সেন,২১নং ঢোলারহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।

এছাড়া সীমানা জটিলতার কারণে সদর ৪ নং বড়গাঁও ও ২২ নং সেনুয়া ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি।

সদর উপজেলার ২০টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ২০ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এর প্রেক্ষিতে ২০ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দুই উপজেলার ২০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে চতুর্থ ধাপে ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ৩০ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২ ডিসম্বর এবং আগামী ২৩ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাণীশংকৈলে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ে সেমিনার 

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার ২২ নভেম্বর ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন থানার এস আই মমিনুল ইসলাম।  এ ছাড়াও এতে রাজনৈতিক- সামাজিক নেতা, জনপ্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী।

এ ছাড়াও এতে বক্তব্য দেন – শিক্ষক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও জমিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ইউনিয়ন ও হাট-বাজার পর্যায়ে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করার পরামর্শ দেন।

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় নিউ লাইন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

শ্রমিকরা জানায়, প্রতি মাসের ৭ তারিখে শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও গত দুই মাস যাবত দেই দিচ্ছে করে কালক্ষেপণ করছে কারখানা কর্তৃপক্ষ।

গত ১৫ নভেম্বর বকেয়া দুই মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ ২২ নভেম্বর পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু বেতন না দিয়ে কারখানা ছুটি ঘোষনা দিয়ে কর্মকর্তা চলে। ক্ষোদ্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই পশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

কালিয়াকৈরে প্রচারণায় বাধা প্রতিবাদে পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সংবাদ সম্মেলন

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম।

শনিবার  দুপুরে পৌরসভার লতিফপুর এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি তার প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেন। পরে তিনি তার পরিবার ও ভোটারদের নিরাপত্তার দাবী জানান।

সংবাদ  সম্মেলন উপস্থিত ছিলেন- ওই প্রার্থী প্রধান সমন্বায়ক ফারুক হোসেন, কর্মী ফরহাদ হোসেন তয়েব আলী, লুৎফরসহ তার সমর্থক ও ইলেকট্রিক প্রিন্ট  মিডিয়া  সাংবাদিক বৃন্দ।

সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন চেয়ারম্যানের গণ সংবর্ধনা অনুষ্ঠিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জি.শাহাদাৎ হোসেনের গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ নভেম্বর) রাতে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়নবাসী এ সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জয়মন্টপ ইউপির চেয়ারম্যান ও সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচন এতো কঠিন হতো না। আওয়ামী লীগের একটা গ্রূপ নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বিজয়ী হয়েছেন। এটি আমার নিজের ইউনিয়ন হওয়ায় এখানে বেশি ষড়যন্ত্র হয়েছে। কারণ এই ইউনিয়নে নৌকাকে হারানো মানে আমাকে হারানো। যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদের আগামী সম্মেলনে উচিৎ জবাব দেওয়া হবে। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সকলের কাছে চিহ্নিত হয়েছেন।

গণ সংবর্ধনা কমিটির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কুদ্দুসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার প্রমুখ।

এসময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(ইউপি চেয়ারম্যান) রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, আব্দুল হালিম রাজু, জাহিদুল ইসলাম ভূইয়া, জেলা পরিষদের সদস্য কোহিনূর ইসলাম সানি, আব্দুল আলিম, নবনির্বাচিত চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, দেওয়ান রিপনসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন ব্যান্ডের সুমিসহ দেশ বরণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কালিয়াকৈরে বাইতুল মা’মুর জামে মসজিদের তিন তলা ভবনের নির্মাণ কাজ উপলক্ষে দোয়া ও মাহফিল

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাইতুল মা’মুর জামে মসজিদের তিনতলা ভবন নির্মাণের কাজ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

( ১৯ নভেম্বর) শুক্রবার কালামপুর দক্ষিনপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদে তিনতালা ভবন নির্মাণের কাজ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সময় সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি  সরকার শাখাওয়াত হোসেন শওকত,দোয়া মাহফিল অনুষ্ঠান  সঞ্চালনা করে মাওলানা শফি উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সাউথ  ওয়েস্ট নিটিংনের ডিরেক্টর নজরুল ইসলাম তালুকদার,মাওলানা আমিনুল ইসলাম (আমিনি) কালিয়াকৈর পৌর সভা ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী  আবুল কাসেম, কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন, কাউন্সিলর প্রার্থী শাহ আলম,কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম(২)  মসজিদের সাধারন সম্পাদক বাদশা মিয়া,অত্র মসজিদের যুগ্ম সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, রুকন হোসেন, কোষাধ্যক্ষ আইয়ুব আলী সহ গন্য মান্য ব্যাক্তি বর্গ।

দোয়া মাহফিল শেষে মসজিদের ফাউন্ডেশনের কাজের উদ্ভোদন করা হয়।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ; প্রতিবাদে সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শুক্রবার ১৯ নভেম্বর পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করার সাড়ে তিন মাস পর দৈনিক লোকায়ন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সাকেরউল্লাহ এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খানের বিরুদ্ধে আদালতে মিথ্যা মানহানির মামলা দায়ের করার

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমরে
নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম,
আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়।

আরও বক্তব্য দেন সাংবাদিক ফজলুল কবির, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও বিষ্ণুপদ রায়, সদস্য
সাজেদুর রহমান, মনসুর আহাম্মেদ প্রমূখ।

বক্তারা বলেন, সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করায় মানহানিমূলক মিথ্যা মামলা হওয়া একটি নজির বিহীন ঘটনা। এটা কোন ভাবেই কাম্য নয়। এর মাধ্যমে বাক
স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার
করার দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর অন্দোলন কর্মসুচী ঘোষনা করতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

প্রসঙ্গত: পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা-কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা বানানোর প্রতিবাদে গত ৩১ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে
এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১ আগষ্ট দৈনিক লোকায়নসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ সম্মেলনের সচিত্র খবর প্রকাশিত
হয়। সংবাদ প্রকাশের সাড়ে তিন মাস পর ১৭ নভেম্বর ঠাকুরগাও আমলী আদালতে সাংবাদিক ও মুক্তিযোদ্ধার নামে মান হানির মামলা দায়ের করেছেন স্থানীয়
মুক্তিযোদ্ধা খয়রাত আলী।

আদালত পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাপ্তাহিক প্রান্তকথার সম্পাদক ও প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, সাবেক পৌর মেয়র গোলাম হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংস্কৃতিক সংগঠন পাঠচক্রের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি দবিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, সাবেক ছাত্র নেতা
জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপি,র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বিশিষ্ট নাট্যকার গৌতম দাস বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সর্বশেষ আপডেট...