কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন , বিশ্বের সবদেশেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে ।
পত্র পত্রিকায় লিখেছে,ভারতে তেলের দাম কমেছে । তারপর বাংলাদেশের চেয়ে বেশি রয়েছে । আমারা তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছি । তারপরও প্রধানমন্ত্রী দেশে এসেছেন, বিষয়টি বিবেচনা করতে পারেন ।
আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমী এর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারন আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধান অতিথি হিসেবে থেকে সালাম গ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন ।
এ সময় আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন. প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
১১৯৮ জন সাধারন আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণের শেষে সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহণকারী ৩ জন কৃতি প্রশিক্ষনার্থীকে পুরস্কার প্রদান করেন প্রধান অথিতি ।
কুচাকাওয়াজের শুরুতে ই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন । এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন ।
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে (১৩ নভেম্বর) জোড়াপাম্প সংলগ্ন বল খেলার মাঠ চান্দরা পৌর আওয়ামীলীগের উদ্যোগে ২৮ শে নভেম্বর পৌর নির্বাচনে নৌকার প্রতীক রেজাউল করিম রাসেল কে বিজয়ের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ শিকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক সেলিম আজাদ,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার,জেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর শ্রমিকলীগের সভাপতি হারেজ উজ্জামান খান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ,পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারণ সম্পাদক সুমন রানা,পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১১ নভেম্বর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি। এরপর চলে আতশবাজি এবং ৪৯ তম জন্মদিন উপলক্ষে ৪৯ টি ফানুষ উড্ডয়ন করা হয়।
পরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতি শ্রদ্ধা জানাতে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের নেতৃত্বে শহরের আর্টগ্যালারী স্থানে শেখ ফজলুল হক মনি চত্বরে সমবেত হয়ে শেখ ফজলুল হক মনির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন নেতাকর্মীরা। পরদিন ১২ নভেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৪ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় হাতি, রং-বেরঙের বেলুন, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যন্ড পার্টির বাদ্য তালে তালে কয়েক হাজার নেতাকর্মী ও উপস্থিত জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এবং জেলা পরিষদ হলরুম (বিডি হল) চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
পরে বিডি হলে জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়াম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু,পৌরমেয়র ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যা।
আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আলম সরকার, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, যুগ্ম সাধারণ সম্পদাক সুমন কুমার ঘোষ, তথ্য গবেষণা সম্পাদক নাহিদ রহমান আকাশ, পৌর যুবলীগের আহবায়ক আমীর হোসেন রুবেল, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলকসহ জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। দেশের ক্রান্তিলঘ্নে যুবলীগের সাহসী ভূমিকার কারণে যুবলীগ এখন যুবসমাজের অহংকার। দেশের নানা শ্রেণিপেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবসমাজকে ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলার উদ্দেশ্যেই শেখ ফজলুল হক মনি আজকের এই দিনে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তাই আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ আজ ঐক্যবদ্ধ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমির।
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন ।
আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে তিনি কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসে তার প্রার্থীতা প্রত্যাহার করেই দলীয় প্রার্থী রেজাউল করিম রাসেলের পক্ষে কাজ করার
ঘোষণা দেন।
শিকদার মোশারফ হোসেন বলেন,পৌরবাসীর
আকাঙ্খা বাস্তবায়নের জন্য দলীয় সিদ্ধান্ত অনুযায়ী
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেও,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম , গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হকের নির্দেশে
মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলাম। সেই সাথে আমার সাথে থাকা নেতাকর্মীদেরকে সংগঠনের বৃহত্তর স্বার্থে নৌকা প্রতিকের প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানাচ্ছি।
অপরদিকে মেয়র পদ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল উদ্দিন। এছাড়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন,৭নং ওয়ার্ডের প্রার্থী মোঃ
জসিম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুল বারেক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আতাউর রহমান জয়। তপসিল অনুযায়ী ১২ নভেম্বর প্রতিক বরাদ্ধ ও ২৮ নভেম্বর তারিখে কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে নৌকা প্রতিকের এক কর্মীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ আনারস প্রতিকের লোকজন পেট্রোল দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে দাবি নৌকা প্রতিকের কর্মী খোকন মিয়ার।
শুক্রবার ভোর রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাউদি পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে গোয়ালঘরে থাকা দুটি গরু এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জামির্ত্তা ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নৌকা মনোনীত প্রার্থীর কর্মী খোকন মিয়া বলেন, জামির্ত্তা ইউনিয়নে নৌকার প্রার্থী হেরে যাওয়ার পরপরই তাকেসহ একাদিক নৌকার কর্মীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় বিজয়ী আনারস প্রতিকের নেতাকর্মীরা। এরপর যে যার বাড়িতে চলে যায়।
পরে ভোর পৌণে ৪টার দিকে থাকার ঘরের পাশে গবাদিপশুর থাকার ঘরে প্রতিপক্ষের লোকজন পেট্রোল দিয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়। এ সময় চোখের পলকেই পুড়ে যায় যায় গোয়াল ঘরে থাকা দুটি গরু এবং নিজের ব্যবহৃত একটি ডিসকাভার মোটরসাইকেল। এরপর প্রতিবেশিদের সহায়তায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আধাপাকা ঘরের টিনের চালা, গরু ও মোটরসাইকেলসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে মন্তব্য করেন খোকন মিয়া।
সিঙ্গাইর উপজেলার শান্তিপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালিদ মনসুর বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। এ বিষয়ে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সুমাইয়া আক্তার শিখা,কুষ্টিয়া:কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বাণিজ্যের প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক প্রতারক চক্রের সদস্য মোঃ আবুল কাশেম (৩২), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি মাদ্রাসা পাড়া এলাকার মৃত ফরিদ আলী মন্ডলের ছেলে।
রবিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জানান, গত ২ নভেম্বর থেকে কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১ নভেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি মাদ্রাসা পাড়া এলাকার মৃত ফরিদ আলী মন্ডলের ছেলে মোঃ আবুল কাশেম (৩২) মোবাইল ফোনের মাধ্যমে জনৈক চাকুরী প্রার্থীকে জানায়, যে টাকা পয়সা খরচ করলে সে তাকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দিতে পারবে। এ কথা বলে উক্ত আসামী চাকুরী প্রার্থীকে কুষ্টিয়া ভেড়ামারা থানাধীন ভেড়ামারা বাসস্টান্ডে দেখা করতে বলে। পরে প্রতারক আবুল কাসেমের কথায় সরল বিশ্বাসে চাকুরী প্রার্থী ও তার পিতা গত ১ নভেম্বর বিকাল ৫ টায় ভেড়ামারা বাসস্টান্ডে সাক্ষাত করলে আবুল কাসেম তাদেরকে জানায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেতে হলে ১০ লক্ষ টাকা লাগবে। এ সময় কুষ্টিয়া জেলার এসপি স্যারের সাথে সরাসরি সাক্ষাত করিয়ে দেয়ার কথা বলে প্রতারক আবুল কাসেম তার মোটর সাইকেলে করে প্রার্থী ও তার পিতাকে কুষ্টিয়া শহরে নিয়ে গিয়ে এসপি পরিচয়দানকারী ও কুষ্টিয়া পু্লিশ লাইন্স স্কুলের শিক্ষক পরিচয়দানকারী দুই অজ্ঞাত নামা ব্যাক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। এ সময় তারা ৩ জনই প্রার্থীকে লিখিত পরীক্ষার পরপরই ১০ লক্ষ টাকা দিতে হবে বলে জানায়।
পুলিশ সুপার মোঃ খাইরুল আলম গত ২ নভেম্বর হতে ৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন সকালে ও বিকালে নিয়মিত পরীক্ষার্থীদের নিয়োগ বানিজ্যের প্রতারক চক্রের সদস্যদের ব্যাপারে সতর্ক থাকতে বলেন এবং প্রতারক চক্র যোগাযোগ করলে ধরিয়ে দেওয়ার জন্য আহবান করেন। এ ব্যাপারে তথ্য পাওয়ার সাথে সাথেই স্থানীয় পুলিশ ইউনিটে জানানোর জন্য বলেন। পুলিশ সুপার কুষ্টিয়া ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ খাইরুল আলম পরীক্ষার্থীদের বলেন কনস্টেবল পদের চাকুরি অবশ্যই মেধা ও যোগ্যতার মূল্যায়নেই হবে। পুলিশ সুপার পরীক্ষার্থীদের সাবধান করে আরো বলেন যদি কেউ প্রতারক বা দালালদের সাথে যোগাযোগ করে বা টাকা পয়সা লেনদেন করে তাহলে তিনি জানতে পারলে তার নিয়োগ বাতিল করা হবে মর্মে বারবার উল্লেখ করেন। এই কথায় পরীক্ষার্থীরা বিশ্বাস স্থাপন করেন এবং এরই মাঝে পরীক্ষার্থী ও তার পরিবার বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে কুষ্টিয়ায় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে কোন অবৈধ টাকার লেনদেন হচ্ছেনা। এদিকে প্রতারক আবুল কাশেম পরীক্ষার্থী ও তার পরিবারের লোকজনের সাথে বার বার যোগাযোগ করতে থাকলে এক পর্যায়ে পরীক্ষার্থী ও তার পরিবার বুঝতে পারে যে তারা একটি প্রতারক চক্র। পরে পরীক্ষার্থী বিষয়টি ভেড়ামারা থানাকে অবহিত করে। এ সময় থানা পু্লিশ পরীক্ষার্থীকে প্রতারক চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বললে পরীক্ষার্থী লিখিত অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করলে এসপি মোঃ খাইরুল আলমের নির্দেশে ভেড়ামারা থানার এস আই দীপন কুমারঘোষ বাদী হয়ে প্রতারক আবুল কাশেমসহ আসামীদের বিরুদ্ধে ৬ নভেম্বর ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান, আইজিপি মহোদয়ের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে পু্লিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের সার্বিক নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত এর তত্বাবধায়নে অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে এস আই দীনেশ কুমার ঘোষ ও দৌলতপুর থানার ৭ নং হুগলবাড়ীয়া ইউনিয়নের বিট অফিসার অরুন কুমার দাস এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রতারক আবুল কাশেমকে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ৬ নভেম্বর সন্ধ্যা ৭ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেছে।তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালা গ্রামে অগ্নিকাণ্ডে ২৮০ টি ঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার রাতে তেলিরচালা গ্রামের টিনশেড কলোনির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর আগুন দ্রুত কলোনিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ২৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
এসব কক্ষে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডে তাদের আবসাববপত্র,কাপড় চোপড়, ইলেক্ট্রনিক্স সামগ্রী ও নগদ টাকা পুড়ে যায়। সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, তেলিরচালা এলাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের জমি ভাড়া নিয়ে সফিকুল ইসলাম ও আলম নামের দুই যুবক ১৫০টি ঘর ও ২০টি দোকান নির্মাণ করে পোশাক তৈরির কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেন।
ভাইস চেয়ারম্যান সেলিম আজাদও পরে তার জমিতে ১১০টি কক্ষ নির্মাণ করে ভাড়া দেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন কক্ষ থেকে গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী উনিয়নের পাঁচবার নির্বাচিত মেম্বার মরহুম আলহাজ্ব মজিবুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে (৮নভেম্বর) তার নিজ বাস ভবন গোয়ালবাথান পৌরসভার ৩ নং ওয়ার্ডে পারিবারিক উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সভায় সভাপতিত্ব করেন আলহাজ কাউসার মন্ডল, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেল।
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মান্নান শরীফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব রহমান বাবুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ,মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সিকদার , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালী, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হাসনা হেনা, পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হকসহ নেতাকর্মীরা।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ৭ নভেম্বর প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষাণ-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী, কৃষাণ-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান আ’লীগ সরকারকে কৃষি ও কৃষক বান্ধব বলে উল্লেখ করে তাদেরকে দেয়া বীজ ও সারের যথাযথ
বিতরণ কর্মসূচির সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ড্যাব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে (৭ই নভেম্বর) সাহেব বাজার এলাকয় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম।
আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মেহেরুন ইসলাম মুরাদ বকসী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সেলী, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল বাছেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শামসুজ্জামান শিপলু বকসী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এস আলী হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান, স্বেচ্ছাসেবক দলের নেতা ইশরাক আহমেদ অর্ণব বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আবু ইসহাক সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।