আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদকের সাথে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাত
চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ উপমহাদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগ এর ২১’তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের ২য় বারের মতো নির্বাচিত সাধারন সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী মোহাম্মদ ওবায়দুল কাদের এম.পি-র সাথে মঙ্গলবার সকালে তাঁর সরকারী বাসভবনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং আইনের সুশান প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামীলীগ সহ দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের পাশাপাশি শিক্ষা, শান্তি, শৃংখলা ও ন্যায়নীতি পতাকাবাহি সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই মর্মে আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে অবহিতকরণ পূর্বক তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, এ্যাডভোকেট শাহদাত হোসেন রিয়াদ, রনজিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, দপ্তর সম্পাদক জাকারিয়া হাবিব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, উপ-গন-যোগাযোগ সম্পাদক মোঃ হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক ইমন শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক শহীদুল ইসলাম, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ