ঐতিহাসিক ৭ মার্চ দিবসে ইবি উপাচার্যের বঙ্গবন্ধুথর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

Loading

আমিনুল ইসলাম,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) তে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিবথ ম্যুরালে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এরপরে পর্যায়ক্রমে ‘মৃত্যুঞ্জয়ী মুজিবথ ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার নেতা-কর্মীগণ।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত ম্যুরাল ‘মুক্তির আহবানথ-এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ সময় তার সাথে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।