কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Loading

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ” ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস -২০২১, উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এবারের প্রতিপাদ্য ছিল ” ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার “।  দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী  সকাল সাড়ে দশটায় সংস্থার কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে পুনরায় সংস্থার কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন চৌধুরী। সংস্থার সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সহ-সভাপতি ইউনুস আলী, সংস্থার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, সহ-সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার, নির্বাহী সদস্য মিলি বেগম, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ  উদ্দিন আহমেদ, সাংবাদিক জিল্লুর রহমান, খোরশেদ আলম, মীর সোহেল মিয়া প্রমুখ।

অপর দিকে আরেকটি মানবাধিকার সংস্থা সকালে উপজেলার সফিপুর এলাকায় শুভাযাত্রা শেষে দেড় শতাধিক লোকের মাঝে কম্বল বিতরন করেন।