বেনাপোল রঘুনাথপুর থেকে ইয়াবা ট্যাবলেট সহ আটক-২ ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

রবিবার(২৮/০৭/১৯)তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের হাসানের আম বাগান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম (৩৮)ও হাবিবুর রহমান (২৭)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মাওলা মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে সাদিপুর সীমান্তে হাসানের আম বাগানে পাশে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের নায়েক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম ও হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।