রাণীশংকৈলে ফলদ-বৃক্ষ মেলা-২০১৯ উদ্বোধন ।

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অফিস চত্বরে ২৮-৩০ জুলাই তিনদিন ব্যাপি ফলদবৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ২৮ জুলাই রবিবার বিকেলে উপজেলা চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি(তদন্ত) খায়রুল আলম।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, কর্মকর্তা, নার্সারি মালিক, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান প্রামাণিক, আরো বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি ইয়ারউদ্দিন, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

মেলায় মোট ১৬ টি স্টল স্থান পায়। প্রসঙ্গত: মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।