মাগুরা ২ যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

Loading

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা যশোর মহাসড়কের মঘি এলাকায় দু’টি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন বাসযাত্রী।

আজ শুক্রবার দুপুরে দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে।

অপর নিহত হচ্ছেন নরসিংদি জেলার দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। নিহত অন্য দ’ুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, বরিশাল থেকে চাকলাদার পরিবহন যশোরগামী একটি যাত্রীবাহী বাস ও একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।

চাকলাদার পরিবহনের বাসটি এখনো রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেটি উদ্ধারের চেষ্টা করছে মাগুরা ও যশোর দমকল বাহিসীর সদস্যরা। নিহতরা সবাই এ পরিবহনের যাত্রী।