প্রচ্ছদ বাংলাদেশ খুলনা সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আপত্তি নেই : ইসি আলমগীর

সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আপত্তি নেই : ইসি আলমগীর

Loading

সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনে বাধা না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে পারবে রাজনৈতিক দলগুলো।’

তিনি আরও বলেন, সভা সমাবেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয় সেখানে আমাদের বাধা নেই কিন্তু নির্বাচনে বাধা দেয়া যাবে না।

এ সময় নির্বাচন আইনে নির্বাচনে বাধা দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হয় উল্লেখ করে তিনি বলেন, এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।