সাভারে তৈরি পোশাক কারখানা গুলোতে গাদা-গাদি করে প্রবেশ করছেন শ্রমিকরা( ভিডিও)

Loading

বিপ্লব,সাভার ঃ দেশে করোনা ভাইরাসের ভয়াভহ প্রকোপ থাকা সত্বেও সাভারে তৈরি পোশাক কারখানা গুলোতে গাদা-গাদি করে প্রবেশ করছেন শ্রমিকরা।

নিরাপদ দূরত্ব বজায় রাখা তো দূরের কথা এক সাথে হাতে হাত ধরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে।

এদিকে কোন গার্মেন্টস কারখানায় জীবানু নাশক স্প্রে থাকলেও অনেক গার্মেন্টস তা নেই। তাই জীবনের ঝুকি নিয়েই প্রতিদিন কারখানায় কাজে যোগ দিচ্ছেন কয়েক লক্ষ শ্রমিক।

এছাড়া গাড়িতেও তারা গাদা-গাদি করে উঠছে ও নামছে। অপরদিকে সাভারে আশঙ্কা জনক হাড়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা । আক্রান্তদের বেশীর ভাগেই গার্মেন্টস শ্রমিক। জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নিরাপদ দূরত্ব বজায় না রাখায় করোনার আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে।

সরেজমিনে পোশাক কারখানা গুলোতে পরিদর্শনে দেখা যায় নিরাপদ দূরত্ব মানছে না শ্রমিকরা। শ্রমিকদের দাবি তারা শুধু যানেন সকাশে কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিলে তাদেও চাকুরী হাড়াতে হবে। তাই তারা নিরাপদ দূরত্ব কি জিনিস তা বোঝেন না।

কারখানার মালিকদের দাবি নিরাপদ দূরত্ব বজায় রেখেই তারা পোশাক কারখানা গুলোতে শ্রমিকদের কাজে নিচ্ছেন।