সাভারের আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইল সহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৪

Loading

সাভার ,প্রতিনিধি ঃ সাভারেরআশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইলসহ মোবাইল চোরসিন্ডিকেটের ৪ সক্রিয়সদস্যকে আটককরেছে র‌্যাব-৪। আটক কৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব ।

উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ৩৩ টি স্মার্ট ফোন এবং বাকী ৩৫ টি ফিচার ফোন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আজ সকালে এই তথ্য জানায় সাভার র‌্যাব-৪ এরএর কোম্পানীক মান্ডার জমির উদ্দিন আহমেদ।

র‌্যাব জানায়, মোবাইল চোর সিন্ডিটেকের সক্রিয় সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় মোবাইল চোর সিন্ডিকেটের সক্রিয় ৪ সদস্য আবুল কালাম, মহসিন আলী, সোহেল রানা এবং সুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই কৃত ৩৩ টি স্মার্ট ফোন ও ৩৫টি ফিচার ফোনসহ মোট ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক কৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে র‌্যাব বলছে- এই চক্রের বাকী সদস্যদের আটক করতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।