সিংগাইরে নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা বিষয়টি বিতর্কিতে ভাইরাল

Loading

সিংগাইর প্রতিনিধি: সিংগাইর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলাম ঈদের পরের দিন যোগদান করেছেন।

অফিসে বসতে না বসতেই কতক পদবিহীন বিভিন্ন মামলার আসামীরা ওসির বাসায় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন ।

শুধু তাই নয় এরা গ্রুপ ও সিংঙ্গেল ছবি তুলে ,ছবি যার যার মতো ফেসবুকে দিয়ে পোস্ট ও করেছেন ,শুধু এরা বিভিন্ন মামলার আসামীই নন অশিক্ষিত ও বটে, ওসির নামও এদিকওদিক করে লিখেছেন, একজন সফিক আহমেদ, আরেক জন মোঃ সফিক মোল্লা, কোথাও কোথাও ছেলে বয়সীরা সফিক ভাইয়াকে ফুল দিয়ে বরণ করে আসলাম এমন পোস্টও দেখতে পাওয়া যায় ।

কিন্তু এ বিষয়টিকে ন্যাগেটিভ করে সিংগাইর উপজেলা প্রেসক্লাবে আইডিসহ,কয়েকটি আইডি হতে পোস্ট করে ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান ও বন্ধুবান্ধবদের মেসেঞ্জারে পাঠিয়ে ভাইরাল করেছে সব ফেসবুক সাংবাদিকরা ,সব ফেসবুক সাংবাদিক বলার বিষয়টি তৈরী করেছে স্বয়ং সিংগাইর থানা হতেই। যারা এ কথা বলেছে তারাই বিতর্কিত হয়েছে।

সিংগাইর থানার এস আই আঃ রহিল মোবাইলে ও কথা প্রসঙ্গে সব ফেসবুক সাংবাদিক বলতে নিজেকে ধন্য মনে করছেন ।

শুধু তাই নয় তিনি বয়সে সিনিয়র ও সেকেন্ড অফিসারকে স্যার বলবেন না বিষয়টিও গর্বের সহিত প্রকাশ করেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক কথক অর্থের কথাও জানিয়েছে। এস আই আঃ রহিম সব ফেসবুক সাংবাদিক কথাটি কোথাও বলেননি বলে মোবাইলে জানিয়েছেন।