প্রচ্ছদছবিধামরাই পৌরসভার এি-বার্ষিকী সন্মেলন ২০১৯ অনুষ্ঠিত (ভিডিও)
ধামরাই পৌরসভার এি-বার্ষিকী সন্মেলন ২০১৯ অনুষ্ঠিত (ভিডিও)
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই-ঢাকা) আজ শুক্রবার ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে ধামরাই পৌরসভার ৪.৫.৬. নং ওয়ার্ডয়ের এি বার্ষিকী সন্মেলন ২০১৯ জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উওলোনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
৪.৫.৬ নং তিনটি ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।বিশেষ সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,ধামরাই উপজেলার আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাখায়ত হোসেন সাকু, ধামরাই উপজেলার যুবলীগনেতা হাফিজুর রহমান হাফিজ, ৪.৫.৬ নং এই তিন ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, সাহেব আলী, জাকির হোসেন।