23.6 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

ঈদ উপলক্ষে চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীদের অবৈধ ও নকল প্রসাধনী বিক্রয়ের পাঁয়তারা

এফ এম ফজলু সিংগাইর প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নির্দেশনায় ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি জেলায় পালিত হবে বিশেষ সেবা সপ্তাহ ২০২১।

সে লক্ষ্যে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস স্যার এর পরামর্শ ও নির্দেশনায় সপ্তাহ ব্যাপী মানিকগঞ্জ এর প্রতিটি উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও প্রতারণা রোধে তথা ভোক্তা অধিকার রক্ষায় অভিযান পরিচালনা, ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে প্রচারণা, ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা কার্যালয়।

৩০.০৪.২০২১ তারিখে পরিচালিত অভিযানে সিংগাইর উপজেলার সিংগাইর বাজারে অবৈধ ও নকল প্রসাধনী বিক্রয়ের অপরাধে উজ্জ্বল কসমেটিকস কে ১০,০০০ টাকা, উৎস ভ্যারাইটিজ এন্ড কসমেটিকস কে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

এক শ্রেণীর অসাধু চক্র দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে অতিমুনাফার প্রলোভন দেখিয়ে অবৈধ ও নকল প্রসাধনী জেলা উপজেলা সহ প্রত্যন্ত গ্রামের দোকানগুলোতে ও পৌঁছে দিচ্ছে।

এই চক্রের সদস্যদের অতি দ্রুত সনাক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও ধল্লা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে ইচ্ছেমতো দামে মাংস ও অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রি করায় ধল্লা ও চারিগ্রাম বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১০,০০০ টাকা সহ অভিযানে মোট ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে আজ দেখা যায় কেজিতে নয় পিস হিসেবে তরমুজ বিক্রি হচ্ছে সিংগাইর এর বাজারগুলোতে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিংগাইর ও ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।

পহেলা মে দিবস উপলক্ষে আশুলিয়া তে সমাবেশ ও র‍্যালী

বিপ্লব,সাভারঃ পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকদের কল্যানে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া সমাবেশ ও র‌্যালী করেছে কয়েকটি শ্রমিক সংগঠন৷

শনিবার (০১ মে) সকালে সাভারের রানা প্লাজার সামনে ও আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আঠারোটি শ্রমিক সংগঠনের মাধ্যমে গঠিত গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্দ্যোগে এ কর্মসূচি পাল করা হয়।

এসময় সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের জীবনের সুরক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ঈদ বোনাস, ঝুকি ভাতা, রেশনিং ও বেতন ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া শিল্প অঞ্চলগুলোতে শ্রমিক ও শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত পরিমান পরিবহনের ব্যবস্থা করতে হবে।

গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে এক কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন আহমেদ, সায়েম সিকদার, সদস্য সচিব অরবিন্দু বেপারি বিন্দু, যুগ্ম সদস্য সচিব কবির হোসেন ও আনিসুর রহমানসহ আরও অনেকই।

মাগুরার শ্রীপুরে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:করোনা সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে আজ শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে শ্রীপুর কম্পিউটার এ্যান্ড ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপণা পরিচালক জুয়েল রানার ব্যক্তিগত উদ্যোগে মদনপুর গ্রামের প্রায় একশত হতদরিদ্র অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী চিনি,সেমাই,সাবান,শ্যাম্পু ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে।

মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি গোলাম নবীর শিকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মসিয়ার রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,বিশিষ্ট সমাজসেবক বাবলু মিয়া,যুবলীগ নেতা খায়রুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মীর আশরাফুল ইসলাম ।

মানিকগঞ্জের দেড় গ্রাম এলাকা থেকে হেরোইনসহ ২জনকে আটক করেছে র‍্যাব-৪

বিপ্লব,সাভারঃ মানিকগঞ্জের দেড় গ্রাম এলাকা থেকে ৯.৫০ গ্রাম হেরোইন সহ ২ ব্যবসায়ীকে আটক করেছে মানিকগঞ্জ র‍্যাব-৪।

শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন দেড় গ্রাম এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকগঞ্জ র‍্যাব-৪ ।

র‍্যাব-৪ সময়ের খবর টোয়েন্টিফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল দশটার দিকে দের গ্রাম এলাকায় থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সেন্টু মিয়া(৩৫) পিতাঃ মৃত মনুউদ্দিনসা, দেড় গ্রাম মানিকগঞ্জ সদর ও মোঃ ওসমান(৩২) পিতাঃ মৃত মফিজ উদ্দিন বেপারী, জাগির ম্যাক্সিমল , মানিকগঞ্জ সদর ।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মানিকগঞ্জ আঞ্চলিক কমান্ডার সিনিয়র এএসপি উনু মং ।

হরিরামপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ২০টাকা হালি দরে ডিম বিক্রয় ।

মানিকুর রহমান মানিক,হরিরামপুরঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের নির্দেশক্রমে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রর মাধ্যমে ন্যায্য মূল্য দুধ,ডিম ও মাংস বিক্রিয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিরামপুর, মানিকগঞ্জের তত্ত্বাবধানে গত ১২/৪/২১ইং তারিখ হতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ডিম বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অদ্য ২৯/৪/২১ইং তারিখে রোজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন সন্মীনীত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মাহাবুবুল ইসলাম , উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ।

ধামরাইয়ে কথিত যুবলীগ নেতা মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে নদী ভরাট করে মাটির লিক (রাস্তা) নির্মাণ করে মাটির ব্যবসা পরিচালনা করার দায়ে মোশারফ হোসেন নামের এক কথিত যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের গাজীখালি নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তরা হালদার।

অভিযুক্ত মোশারফ হোসেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মান্নান হোসেনের ছেলে।

জানা যায়, মোশারফ নদী ভরাট করে মাটি বা বালুর ট্রাক চলাচলের জন্য একটি রাস্তা তৈরি করে। এবং দীর্ঘদিন ধরে নদীর পানি আটকিয়ে তৈরব করা এই রাস্তা দিয়ে অবৈধ মাটির ব্যবসা পরিচালনা করে আসছিলো। পরে অভিযোগের ভিত্তিতে ২৯ এপ্রিল ঘটনা স্থান পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার। পরে রাস্তাটি ভেঙ্গে নদীর পানি চলাচল স্বাভাবিক করেন এবং মোশারফ কে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, মোশারফ হোসেন নদী ভরাট করে রাতেঁর আঁধারে মাটির ব্যবসা পরিচালনা করছে এমন অভিযোগে পাই। আজ আমি নিজে ঘটনা স্থল পরিদর্শন করলে এর সত্যতা মিলে। এজন্য মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়। এবং নদীর বাঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করা হয়।

মোশারফ ৫০ হাজার টাকা জরিমানা নগদ পরিশোধ করায় এবং পরিবর্তিতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সিংগাইরে দারোগা নিয়ে গ্রেফতার করাতে গিয়ে আসামীদের কূপের আঘাতে আবারও গুরুতর  জখম বাদী 

সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধিঃ গত ২২ এপ্রিল রাতে সিংগাইর পৌরসভার ৮নং ওয়ার্ড সিংগাইরে বোনের সাজানো, চুরি মামলার আসামী হারুন অর রশিদ, তার দুই ছেলে কামাল ও সোহেল পুলিশের ভয়ে পালাতে গিয়ে প্রতিপক্ষের ( বাদিনী রাজিয়া সুলতানা) কূপের আঘাতে গুরুতর জখম হয়েছে হারুন অর রশিদ হারুসহ কামাল হোসেন, সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয় এবং হারুনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।

পঙ্গু হাসপাতাল হতে যথাযথ ভাঙা পায়ের ব্যান্ডিস করিয়া পুনরায় সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্স ফেরত পাঠিয়েছে।

এখন তিনি সিংগাইরে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছে। কিন্তু অদৃশ্য কারণ ও সিংগাইর সদর সার্কেল এ এসপি রেজাউল হক, ওসি আসলাম হোসেন এর নির্দেশ আসামি গ্রেফতার করে মামলা রেকর্ড করতে হবে এই সিদ্ধান্তে ৬ দিন পরেও সেই মামলাটি আমলে নেয়নি সিংগাইর থানা পুলিশ ।

বাদির ছোট ছেলে সোহেল জানায়, এ দিকে মামলার আইও আঃ সোবহানকে আসামী ধরার জন্য ফোন করিলে তিনি বলেন দিনে আসামি গ্রেফতার করা যাবে না, কারণ মারামারি হতে পারে আসামিরা রাতে কোথায় থাকে সুনির্দিষ্ট তথ্য থাকিলে আমাকে জানাবেন সহ নানা তালবাহানা করেন এবং কি ৬ দিনেও মামলার আসামী ১২ জনের এক বাড়িতে হানা দেয়নি।

নানা জটিলতায় মামলার আইও পরিবর্তন করে গতকাল ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এস আই বোরহান উদ্দিন সিভিল পোশাকে সঙ্গীয় এক জন পুলিশ নিয়ে হোন্ডা যোগে মামলার তদন্ত সহ আসামি গ্রেফতার করার ব্যার্থ চেষ্টা কালে বাদী মজিবুর রহমান ও তার ছেলে শুভ মারাত্মক জখম হয়েছে।

আহত হওয়ার কিছুক্ষণ আগে হামজা ডালিম গং দের ধারালো দা দিয়ে ধাওয়া করার খবরটি ছড়িয়ে পড়ে। ধাওয়া খাওয়ার পড়ে পুলিশের আগমনের সংবাদ পেয়ে ফিরে এসে মুজিবুর রহমান ও তার ছেলে শুভ।

কিন্তু হয়েছে বিপরীত, আসামী গ্রেফতার করাতো দূরের কথা উল্টো নিজে ছেলে নিয়ে বহু কূপের আঘাতে আহত হয়ে বড় ভাই চিকিৎসায় থাকা সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রুগী হয়ে যেতে হয় বাপ-বেটাকে।

জরুরি বিভাগের দায়িত্ব থাকা মোঃ শাহআলম জানায় মুজিবুর রহমান ও তার ছেলে শুভকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাস্পাাতালে  উন্নত চিকিিৎসা জন্য পাঠিয়েছি।

শুভর কানসহ কতক অংশ কেটে মারাত্মক ক্ষতি সাধন হয়েছে
ও মুজিবুর রহমান এর মাথা ও বুকে বড় আঘাতে মারাত্মক জখম হয়েছে।

প্রতিবেদন তৈরি করা পর্যন্ত রোগীর খবর জানতে চাইলে সিংগাইর চিকিৎসাধীন থাকা হারুন জানায় তার ছোট ভাই মুজিবুর রহমান ও ভাতিজা শুভকে সোহরাওয়ার্দী হতে পুনরায় সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য আনিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা ভালো না দেখে উন্নত চিকিৎসার জন্য আবারও পাঠিয়েছে।

গতকাল রাতে ডালিম এর বড় ভাই হালিম নামে এক জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়।

আহত হারুন অর রশিদ এর ছেলে সোহেল বলেন আইও এস আই বোরহান উদ্দিনকে সিংগাইর নতুন বাজার হতে সংঙ্গে নিয়ে আসামী ধরতে গিয়ে মজিবুর ও শুভ পল্লী বিদ্যুৎ পাওয়ার প্ল্যান এর পিছনে হোন্ডা রেখে পুকুর পারে চলে যায়, দারোগা পায়ে হেটে না গিয়ে অন্য রাস্তায় যাইতে না যাইতেই পুকুরের চালার নীচে কতক আসামি সঙ্ঘবদ্ধ থেকে কুপিয়ে গুরুতর জখম করেছে। জখম অবস্থায় নিস্তেজ দেহ নিয়ে দারোগা স্বজনদের সাথে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়।

আসামি গ্রেফতার নিয়ে বাদীপক্ষের অনেক সংশয় কারণ সাজানো চুরি মামলায় জামাল গ্রেফতার হওয়ার সময় পুলিশ ও চুরি মামলার বাদীপক্ষ গৃহপালিত ২৫/২৬ টি মুরগী মোরগ ও কয়েকটি হাস দেখে আসে।পরের দিন জামাল জেল হাজতে থাকায় সেই লোভনীয় মুরগী চুরি করে নিয়ে যায় আসামি গং।

যাহা জামাল এর স্ত্রী সায়মা বলেন আমি জানালা খুলে দেখেছি ও চোর চোর বলে শব্দ করেছি। এই মুরগী দিয়ে মেহমান খাতির করিয়েছে আসামীরা। এ দিকে দ্বিতীয় দফার ঘটনায় প্রতিবেদন তৈরি পর্যন্ত কোন লিখিত অভিযোগ থানায় যায়নি।

সোহেল জানায় এ দিকে বাবার চিকিৎসা ও অপর দিকে ছোট চাচা, চাচাতো ভাই এর চিকিৎসা নিয়ে সকলেই হিমশিম খাচ্ছি, ছোট চাচার বুকের আঘাতে হাড় ভেঙ্গে হার্ট ছিদ্র হওয়ার এক্সরে রিপোর্ট পেয়েছি। এখন ডাঃ তাহাকে বক্ষব্যাধী হাসপাতালে প্রেরণ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই বোরহান উদ্দিন জানায় আমি পিছন থেকে বাদীকে আস্তে যেতে বলেছি আর আমি চকের মধ্যে হোন্ডা চালিয়ে যেতে একটু সময় বেশী লেগেছে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটেছে।

সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ছেলের টিউবলের হাতলের আঘাতে পিতার মৃত্যু (ভিডিও)

বিপ্লব ,সাভারঃ মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায়, ছেলের টিউবলের হাতলের আঘাতে পিতার মৃত্যু।

আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা সিংগার থানা জামির্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী মৃত খোকনের বড় বোন মমতাজ বেগম জানান, হঠাৎ করেই মৃত খোকনের ছোট ছেলে কাউসার (২৩), ক্ষিপ্ত হয়ে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী নিজ বাড়িতে থাকা টিউবলের হাতল খুলে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

মমতাজ বেগমও আরো বলেন, আমি দৌড়ে গিয়ে বাঁচানোর চেষ্টা চালালে, খোকনের ছোট ছেলে কাউসার আমার দিকেও ক্ষিপ্ত হয়ে মারতে এগিয়ে আসলে, আমি দ্রুত আমার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিই, তাতে আমি প্রাণে বেঁচে গেলেও আমার ভাই খোকন বাচেননি। আমি এমন খুনির বিচারের দাবি জানাচ্ছি ।

জানা যায়, খোকন ট্রাক ড্রাইভার ছিল, বেশ কয়েক মাস আগে তিনি হঠাৎ স্ট্রোক করার কারণে, বাড়িতেই ছিলেন, বর্তমানে অনেকটা ভালোর দিকে অগ্রসর হচ্ছিলেন তিনি।

এ বিষয়ে মৃত খোকনের স্ত্রী জানান, আমি ছেলেকে ফিরিয়ে রাখতে না রাখতেই এমনটা হয়েছে, বলে তিনি বারবার সংজ্ঞা হারাচ্ছেন ।

ঘটনার পর থেকেই মৃত খোকনের ছেলে কাউসার পলাতক রয়েছে ।

মৃত খোকন ওই একই এলাকার মৃত, ফালান ড্রাইভার এর ছেলে ।

হরিরামপুরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ফুলন আক্তারের আত্মহত্যা

হরিরামপুর প্রতিনিধি:মানিকুর রহমান মানিকগঞ্জের হরিরামপুরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮এপ্রিল) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই তরুণী আত্মহত্যা করেন।

নিহত ফুলন আক্তার (২০) উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের মো: এজান নবীর মেয়ে। ফুলনের পিতা ও মাতা পেশায় দিনমজুর। দুই ভাই ও এক বোনের মধ্যে ফুলনই সবার বড়।

নিহতের মা মঞ্জু বেগম জানান , উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা নতুন পাড়া এলাকার মো. কালাম এর পুত্র ট্রাক চালক সুমনের সাথে চার বছর আগে বিয়ে ঠিক হয় ফুলনের। পরে বিয়েটি ভেঙ্গে গেলেও মাস ছয়েক আগে সুমনের সাথে প্রেমের সম্পর্ক হয়। পরে ফুলনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। বিয়ের কথা কিছুটা এগোলেও ছেলের পরিবার পরে তা ভেঙে দেয়। তবে গোপনে তাদের প্রেম চলতে থাকে। সেই সম্পর্কের কারণে গত সোমবার (২৬ এপ্রিল) সকালে ফুলন সুমনদের বাড়িতে গিয়ে ওঠে। সুমনদের বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থাকলেও সুমনের বাসা থেকে মেয়ের পরিবারকে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে যেতে বলেন। সেখানে গেলে উভয় পরিবার বৃহস্পতিবার (২৯এপ্রিল) তাদের বিয়ের দিন ধার্য্য করে। তবে সুমন এই বিয়েতে অসম্মতি জানান। আজ সকাল ৮টায় ফুলন ও তার ছোট ভাইকে বাসায় রেখে তার বাবা, মা ও এক ভাই কাজে বের হয়ে যায়। ছোট ভাই বাইরে গেলে সে ঘরের আরায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

কিছুক্ষণের মধ্যেই ছোট ভাই বাসায় ফিরে তাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাড়ির পাশের লোকজন এগিয়ে এসে পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিঙ্গাইর- হরিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক।

এব্যাপারে হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় আমরা একটি অপমৃত্যুর মামলা নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কেরানীগঞ্জে গরীব অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

ঈশা চৌধুরী কেরানীগঞ্জঃ কেরানীগঞ্জ করোনা পরিস্থিতিতে দেশের এই ক্লান্তিলগ্নে গরীব-দুঃখী, অসহায় এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ হাবিবুর রহমান হাবিব।

রবিবার সকাল থেকে তার ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করা হয়। মঙ্গলবার দুপুরে শাক্তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলে।

ঢাকা ২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে রমজান মাস ব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাবেন। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন এর প্রত্যেকটি ওয়ার্ড এর অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এম এ গফুর ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরজু মিয়া,আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ, নবী কাজী প্রচার সম্পাদক শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ,নাজিম উদ্দিন নাজিম, সদস্য কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগ,আসিফ আল আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ,তাইনুস সহ সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা কৃষকলীগ,শিবলু মিয়া সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগ, আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের মেম্বার মোকলেস ৫ নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন সহ আরো অনেকে

এবারের ইউপি নির্বাচনে হাজী হাবিবুর রহমান হাবিব একজন চেয়ারম্যান প্রার্থী। এ প্রেক্ষিতে সাধারণ জনগণ বলেন আমরা সব সময় হাবিব ভাইকে মানবতার কাজে পাশে পাই। এবং আমরা আশা করি তিনি যদি চেয়ারম্যান হয় শাক্তা ইউনিয়ন এর ব্যাপক উন্নয়ন হবে

সর্বশেষ আপডেট...