17 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

ধামরাইয়ে বিদবা নারীকে ধর্ষণ ৭ মাসের অন্তঃসত্ত্বা,ধর্ষক আটক।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ঢাকা) প্রতিনিধিঃ-ঢাকার ধামরাই উপজেলায় আর বি সি নামক এক ইটভাটায় জোর করে বিদবা নারীকে ধর্ষণ করায় ৭মাসের অন্তঃসত্তা হয়ে পরেছে নারী।

এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার বিকালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা থেকে ধর্ষক মোঃ জিন্নত আলী(৪৫)আটক করেছে। ধর্ষকের বাড়ী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মোঃ নান্নু মিয়ার ছেলে ধর্ষক মোঃ জিন্নত আলী।

তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে ধামরাই থানায়। এলাকাবাসী ধর্ষক জিন্নত আলীর বিচার দাবি করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের নাছির উদ্দিনের সাথে দশ বছর পূর্বে বিয়ে হয় বড় নারায়নপুর গ্রামের মমতাজ বেগম (লাবু) সাথে । তাদের ঘরে তিনটি কন্যা সন্তান হয়।

গত দুই বছর পূর্ব মমতাজের স্বামী নাছির খুন হয়। স্বামী খুন হওয়ার পর থেকে তিনটি সন্তাান নিয়ে বিপাকে পড়ে যায় মমতাজ। তাদের সংসারে চরম আকারে অভাব দেখা দেয়। এতে উপায়অন্তর না দেখে কাজ নেয় মোঃ আলমগীর হোসেনের আর বি সি ইটভাটায়।ওই ইটভাটায় মাঝে মধ্যে যাতায়ত করতো জিন্নত আলী লম্পট। একদিন দুপুর বেলা মমতাজকে একা পেয়ে ঘরের ভিতর জোরপূবক ধর্ষণ করে জিন্নত আলী।

এসময় মমতাজ চিৎকার করলে জিন্নত আলী তাকে চাকু দিয়ে ভয় দেখায়। ধর্ষিতা মমতাজ বেগম লাবু চিন্তা করে তার স্বামীকে হত্যা করা হয়েছে যদি তাকেও হত্যা করা হয়। তাহলে তিনটি সন্তান না খেয়ে মারা যাবে। সন্তানের কথা চিন্তা করে ধর্ষণের ঘটনা চেপে যায়। ছয়মাস পর তার শরীরের অবস্থা পরিবর্তন দেখে দিলে তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে পরিক্ষা দিলে রির্পোটে তিনি মা হতে চলেছে বলে জানান।ধর্ষিতা মমতাজ বেগম লাবু বলেন,আর বি সি ইটভাটায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে জিন্নত আলী। এঘটনা বলে দিলে আমাকে মেরে ফেলবে এমন হুমকি দিত জিন্নত। তাই আমি কাউকে কিছু জানায়নি এবং থানায় মামলা করেনি।বর্তমানে জিন্নত ও তার বাবা নান্নু মিয়া হুমকি দিচ্ছে। তারা আমাকে সন্তান নষ্ট করতে বলছে। তিনি তার উপর যে অন্যায় হয়েছে তার বিচার ও তার গর্ভের সন্তানের পরিচয় চান।

আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান,আর বি সি ইটভাটায় ধর্ষণ হয়েছে সেটা আমি জানি না।এই বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এস আই) মোঃ আবু সাঈদ বলেন, বিদবা নারী ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

পরে আজ দুপুরে গোপন সংবাদের বিত্তিত্বে জানতে পারি ধর্ষক জিন্নত আলী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া আছে। বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

কুমিল্লা মুরাদনগরে মসজিদ থেকে ডিমসহ বিষধর সাপ উদ্ধার

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে একটি অস্থায়ী মসজিদ থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর সাপসহ ডিম উদ্ধার করেছে এক সাপুড়ে।

শুক্রবার বিকালে উপজেলার বাখরনগর পূর্ব পাড়ার হাজ্বী আনছর আলী মোল্লাবাড়ি মসজিদ থেকে ডিমসহ সাপটি উদ্ধার করা হয়। এ সময় সাপ ধরা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

স্থানীয়রা জানান, গত কিছুদিন পূর্বে নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ভেতরে গিয়ে দেখে একটি সাপ লম্বা হয়ে পড়ে আছে। মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি গর্তে ডুকে পড়ে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা মাধবপুরের হানিফ মিয়া নামের এক সাপুড়েকে খবর দেন।

খবর পেয়ে শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সাপ ধরার অভিযান শুরু করেন সাপুড়ে হানিফ। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটিকে ধরতে সক্ষম হয় সাপুড়ে হানিফ মিয়া। পরে ওই স্থানটি খুরে বেশ কিছু সাপের ডিম উদ্ধার করা হয়। সাপটিকে ধরার পর এখন মুসল্লিদের মনে স্বস্থি ফিরে এসেছে। সাপুড়ে হানিফ জানান, উদ্ধার হওয়া সাপটি কালি ফানুস।

সাভারের আশুলিয়ায় উন্নয়নে বাধাগ্রস্থ করতে অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন (ভিডিও)

বিপ্লব,সাভার ঃ ভারের আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজ বাধাগ্রস্ত করতে প্রতিপক্ষরা প্রতিনিয়ত মিথ্যা অভিযোগ দিয়ে আশুলিয়া ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবরকে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ হয়রানীর কথা বলেন তিনি।
এসময় আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর আরও বলেন,এ ইউনিয়নের কিছু সন্ত্রাসী নানা অপরাধের ব্যক্তি প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে মোটা অংকের টাকার প্রভোলন দেখিয়ে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়নারী করছে এতে করে তার ইউনিয়নে উন্নয়ন মুলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষরা তার সুনাম ক্ষুন্ন করে ভোটারদের মাঝে বিরুপ প্রভাব সৃষ্টির পায়তারা করছে এসময় তিনি মিথ্যা

অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রতি আহবান জানান।

এলাকাবাসী বলছে,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের ব্যাপক উন্নয়ন দেখে প্রতিপক্ষরা শত্রুরা ঘায়েল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসময় তারা আশুলিয়া ইউনিয়নবাসীকে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহবান জানান।

রাণীশংকৈলে ইয়াবাসহ যুবককে আটক করেছে বিজিবি

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ অক্টোবর শুক্রবার দুপুরে জগদল এলাকা থেকে নুরুজ্জামান( ৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জগদল সীমান্ত ফারির বিজিবি সদস্যরা।

আটক নুরুজ্জামান ধর্মগড় চিকনি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার দিন নুরুজ্জামান একটি মোটর সাইকেলসহ জগদল গ্রামের পাকা রাস্তায় দাঁড়িয়েছিল। বিজিবি ক্যাম্প কমান্ডার মোস্তাক আহমদ গোপনসূত্রে খবর পেয়ে ফোর্স নিয়ে ঐ রাস্তায় নুরুজ্জামানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা, একটি মোবাইল সেট যাতে ৪টি বাংলাদেশি ও ১টি ভারতীয় সিমকার্ড জব্দ করা হয়।

এই সাথে তার মোটর সাইকেলটিও( এপাচি আরটিআর) জব্দ করা হয়।পরে জব্দকৃত মালামালসহ নুরুজ্জামানকে রানীশংকৈল থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত নুরুজ্জামানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাভার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন উন্নয়নে বাধাগ্রস্থ করতে অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার ইউপি চেয়ারম্যান (ভিডিও)

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন এর উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বর্তমান ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার ও ষড়যন্ত্র করছেন বলে দাবি করেছেন তিনি।

সাভার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান আজ শুক্রবার দুপুরে তিনি বলেন করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণের জন্য ১৫শো ৫০প্যাকেট চাউল এবং শুকনো খাবার বরাদ্দ পান তিনি।

পনেরশো ৫০ প্যাকেট শুকনো খাবার ও চাউল অসহায়দের মাঝে বিতরন কালে উপস্থিত থাকেন চৌদ্দশ ৫০ পরিবার।
এ সময় তাদের মাঝে চাউল এবং শুকনো খাবার বিতরণ শেষে সিলিপ ধারী ১শো অসহায় পরিবার উপস্থিত না থাকায় তাদের শুকনো খাবার এবং চাউল এর প্যাকেট থেকে যায়।

তিনি আরো বলেন, আগামী রবিবার ১শো প্যাকেট শুকনো খাবার ও চাউল সিলিপধারী অসহায় গরীব দুঃখীদের মাঝে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই একটি কুচক্র মহল ষড়যন্ত্র করে অপপ্রচারের মাধ্যমে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ এর কার্যক্রম বাধাগ্রস্ত করেছেন।

ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান এ সময় আরো বলেন করোনা মহামারী এবং বন্যার সময় পাথালিয়া ইউনিয়ন এর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য গণবিদ্যাপীঠ স্কুলের দুটি কক্ষ ব্যবহার করা হতো।
সরকারি গোডাউন থেকে চাউল নিয়ে সেই দুটি কক্ষে রাখা হতো এবং সেখান থেকে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হতো।

এ সময় তিনি আরো বলেন অসহায়দের মাঝে বিতরণের জন্য ১৫শো ৫০ প্যাকেট চাউল এবং শুকনো খাবার বরাদ্দ আসে। বরাদ্দকৃত প্যাকেটগুলি গণবিদ্যাপীঠ স্কুলের ওই দুটি কক্ষে রাখা হয় এবং সেখান থেকেই সিলিপধারী ১৫শো ৫০জনের মধ্যে ১৪শো ৫০জন উপস্থিত থাকায় তাদের মধ্যে শুকনো খাবার এবং চাউল এর প্যাকেট গুলি বিতরণ করা হয়।
বাকি ১শো জন উপস্থিত না থাকায় তাদের প্যাকেট গুলি দেয়া যায়নি বলেই সেই কক্ষ দুটিতে অবশিষ্ট থেকে যান বলে জানান তিনি।

তিনি আরো বলেন আগামী রবিবার সেই অবশিষ্ট ১শো প্যাকেট গুলি অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের কথা ছিল কিন্তু তার আগেই গত বৃহস্পতিবার রাতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে অপপ্রচার চালিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত করেছে।

এ সময় ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, মিথ্যা সংবাদ পরিবেশন কারীর ও অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি

তালতলীতে স্কুল ছাত্রী ধর্ষণ থানায় মামলা ধর্ষক গ্রেফতার

মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে প ম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ওই স্কুল ছাত্রীর বাবা এমন অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণ মামলার অভিযোগে সোবাহান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকার মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে সোবাহান হাওলাদার ফকিরহাট বাজারে মুদি মনোহরী দোকান দিয়ে আসছে। ঐ বাজারে তার দোকানের পাশেই ইদুপাড়া এলাকার দিনমজুর আবুল কালামের প ম শ্রেণিতে পড়–য়া ১১ বছরের মেয়ে সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাজার করতে গেলে দোকান্দার সোবহান হাওলাদার মেয়েটিকে ডেকে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় স্থানীয় শাকিল নামের এক যুবক সদায় কিনকে গেলে ওই মেয়ের ডাক চিৎকার শুনে শিশুটিকে উদ্ধার করেন। শাকিল কে এই ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয় ধর্ষক। ঘটনাটি জানাজানি হলে সন্দেহ করে সোবাহান তার লোকজন নিয়ে শাকিলকে মারধর করেন। এ ঘটনায় আহত শাকিলকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিন্নিকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

আমিনুল ইসলাম ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নির (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ তার বড় বোনের সাবেক স্বামী পাশবিক নির্যাতনের পর ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছে ।

বৃহস্পতিবার মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ত্রিবেনী ইউনিয়নের যুগিপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর কন্যা তিন্নি ইসলামী ইউনিভার্সিটির হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী।

নিহতর খালাতো ভাই মুকুল জানান, তিন্নির বড়বোন মুন্নির শেখপাড়া গ্রামের পুনুরুদ্দীনের ছেলে জামিরুলের সঙ্গে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় মুন্নির সাথে জামিরুলের বিচ্ছেদ ঘটে। মুন্নিকে সে আবার ঘরে নিতে চায়। কিন্তু মুন্নি রাজি না হলে দীর্ঘদিন ধরেই লম্পট জামিরুল পরিবারটির উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। বাড়িটিতে কোন পুরুষ সদস্য না থাকায় পরিবারটি জামিরুলের নির্যাতনে অসহায় হয়ে পড়ে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামিরুল ও নাঈমসহ ১০/১৫ জন শেখপাড়ায় তিন্নিদের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। দুই ঘন্টা পর আবারো জামিরুল ওই বাড়িতে যায়। তিন্নির মায়ের দরজা পিছন থেকে আটকিয়ে রেখে দোতলায় তিন্নির ঘরে ঢুকে নির্যাতন চালায়। পরে তিন্নিকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। যেন সবাই বোঝতে পারে তিন্নি আত্মহত্যা করেছে।

তিন্নির বড় বোন আখি অভিযোগ করে, তিন্নি কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে । আমরা তিন্নি হত্যার বিচার চাই।
তিন্নির মা হালিমা বেগম জানান, আমার মেয়ে খুবই মেধাবী। বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছিল। গতরাতে জামিরুল আমার মেজো মেয়ে মুন্নিকে হত্যা করতে এসে আমার ছোট মেয়েকে হত্যা করেছে। আমাদের সন্দেহ তিন্নি পাশবিক নির্যাতনের স্বীকার হয়েছে।

বিষয়টি নিয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিন্নির মৃত্যুটি রহস্যজনক। তার সঙ্গে এমন কিছু করা হয়েছে যে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ডাক্তারী পরীক্ষার পর বিষয়টি নিশ্চত হওয়া যাবে। তিন্নি অত্যান্ত মেধাবী ছাত্রী ছিলেন। একজন মেধাবী ছাত্রী এমন ভাবে মৃত্যুবরণ করতে পারে না। আমরা বিষয়টি উপর কঠোর নজর রাখছি। আলামত সংগ্রহ করা হয়েছে। তার বড় বোনের সাবেক স্বামী জামিরুল পলাতক রয়েছে। ঘটনা তদন্ত করতে ৪ জনকে আটক করা হয়েছে। লাশ শুক্রবার কুষ্টিয়া হাসপাতালে ময়না তদন্ত শেষে যুগিপাড়া গ্রামের বাড়িতে দাফনের জন্য আনা হয়েছে।

রাজশাহীতে নতুন রূপ পাচ্ছে সোনাদিঘি, কাজ পরিদর্শনে মেয়র লিটন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর ঐতিহ্যবাহী সোনাদিঘি নতুন রূপ পেতে যাচ্ছে ।

সোনাদিঘিকে কেন্দ্র করে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রæততার সাথে উন্নয়ন কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সোনাদীঘির হারানোর ঐতিহ্য ফিরে আনতে ২০০৯ সালে প্রথম মেয়াদে উদ্যোগ নেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) এর আওতায় ‘এনা প্রপার্টিজ’ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে ১৬ তলাবিশিষ্ট ‘সিটি সেন্টার’ নির্মাণ ও সোনাদীঘিকে সাজানোর চুক্তি করে রাজশাহী সিটি কর্পোরেশন। সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের প্রথম মেয়াদের সময়কালে (২০০৮-১৩) এর নির্মাণকাজ এগোলেও পরবর্তী ৫ বছর কাজ বন্ধ হয়ে থাকে। ২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের পর সিটি সেন্টার ও সোনাদীঘিকে সাজানোর কাজে গতি ফেরান মেয়র খায়রুজ্জামান লিটন।

ইতোমধ্যে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সোনাদীঘিকে উন্মুক্ত করা হয়েছে। বৈধ ব্যবসায়ীদের সিটি সেন্টারে পুর্নবাসন করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সোনাদীঘি মসজিদকে সিটি সেন্টারের ¯’ানান্তর করা হয়েছে। এরপর শুরু হয় ¯’াপনা ভাঙার কাজ। নির্মাণ কাজ ও সাজানো শেষে সিটি সেন্টার হবে অন্যতম বাণিজ্যকেন্দ্র আর সোনাদীঘি হবে দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র। সোনাদীঘিকে কেন্দ্র করে ওই এলাকার পুরো চিত্রই পাল্টে যাবে। দর্শনার্থীদের পাশাপাশি পুরো বাজার এলাকার ব্যবসায়ীরাও এর সুফল ভোগ করবেন। এই দীঘির চারপার্শে পর্যাপ্ত বসার জায়গা রাখা হবে। পরিবার নিয়ে মানুষ সেখানে বসবে। উপভোগ করবে স্ব”ছ পানির জলাধার। রাতে আলোকায়ন থাকবে। থাকবে ফোয়ারা।

সংস্কার শেষ হলে তিন দিক থেকে সোনাদিঘিকে দেখা যাবে। তখন এটি আগের মতোই নগরের একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ঐহিত্যবাহী সোনাদিঘী পাড়ে নবনির্মিত সিটি সেন্টার হবে রাজশাহীর সবচেয়ে চমৎকার আধুনিক বহুতল ভবন। সোনাদীঘিকে কেন্দ্র করে উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। নির্মিত হবে নতুন মসজিদ। থাকবে বসার ও হাটার রাস্তা এবং উন্মুক্ত জায়গা। রাতে আলোকায়ন করা হবে। দিঘীকে সংস্কার করে স্ব”ছ পানির ব্যব¯’া করা হবে। কাজ শেষে সোনাদিঘী ফিরে পাবে তার ঐতিহ্য ।

ধামরাইয়ে রোহিঙ্গা যুবতী ধর্ষণের শিকার, জনতার হাতে আটক ধর্ষক।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) -ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে এক রোহিঙ্গা যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ধর্ষণকারীকে এলাকাবাসি আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আজ বৃহস্পতিবার (১অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পটল গ্রামের একটি ক্ষেতের মধ্যে ঘটনাটি ঘটেছে।

ধর্ষণকারী আবুল কালাম আজাদ(৪২) উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের পটল পূর্বপাড়া গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে। এই ঘটনায় মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাযায়, নাম ঠিকানা না জানা রোহিঙ্গা যুবতী(২০) গত তিন ধরে রুঘুনাথপুর এলাকায় পাগল বেশে চলাফেরা করছিল। ধর্ষণকারী আবুল কালাম আজাদ নাম ঠিকানা না জানা মেয়েটি ভুল বুঝিয়ে একটি নৌকায় করে নিয়ে পটল গ্রামের একটি ফসলি জমিতে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে কালাম। এই ঘটনায় রোহিঙ্গা যুবতীর ডাক-চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দৌড়িয়ে পালানোর সময় হাতে নাতে আবুল কালাম আজাদকে আটক করে।

পরে ধামরাই থানায় পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রোহিঙ্গা মেয়েটি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

তবে মেয়েটিকে তার ঠিকানার কথা জানতে চাইলে সে শুধু তার বাবার নাম জালাল মাঝি ও নিজের নাম বলতে পারছে।তবে ঠিকানা বলতে পারছে না। তবে সে আর বলছে তার মা-বাবা কেউ নেই। তারা দুই ভাই পাঁচ বোন তারা কোথায় থাকে তাদের গ্রামের বাড়ী কোথায় কিছুই বলতে পারে না। তবে তারা নদী পার দিয়ে এদেশে এসেছে এটুকু বলতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এই বিষয়ে ধামারই থানার অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা জানান,ধর্ষিতার ভাষা শুনে মনে হয় মেয়েটি রোহিঙ্গা।

রাজশাহীতে ভালো কাজ করলেই পাবে পুরুষ্কার

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী আরএমপি বিভিন্ন থানা পুলিশের ভালো কাজ করার জন্য আরএমপির পুলিশ কমিশনার মো আবু কালাম সিদ্দিক কাজে আরো উৎসাহিত করার লক্ষে পুরস্কার প্রদান করছেন।

২৯ তারিখ আগস্ট মাসে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ মাদক উদ্ধারসহ বিভিন্ন ভালো কাজের জন্য পুলিশ কমিশনার এসি বোয়ালিয়া মডেল থানা, ওসি বোয়ালিয়াসহ বেশ কিছু অফিসারকে নিজে হাতে পুরস্কার তুলে দেন। এর আগে আরএমপি রাজপাড়া থানার পুলিশকেউ পুরস্কার প্রদান করেন। এর আগে আরএমপি ডিবি পুলিশের দুই অফিসার কে পুরস্কার প্রদান করেন কমিশনার।

আরএমপি পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের কাজে উৎসাহিত করতে প্রতি মাসিক অপরাধ সভায় তাদের পুরস্কার প্রদান করছেন আরএমপির পুলিশ কমিশনার বলে জানিয়েছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস।

তিনি জানান, এছাড়া আরএমপির সদর দপ্তরে অপরাধ সভায় ভালো কাজের জন্য মাননীয় পুলিশ কমিশনার মতিহার থানার এস আই মোঃ সাহাবুল ইসলামকে পুরস্কার প্রদান করেন মাননীয় পুলিশ কমিশনার।

তিনি আরো বলেন, এতে আরএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের ভালো কাজ করার জন্য এবং তাদের ভালো কাছে আরো বেশি উৎসাহিত করতে আনুষ্ঠানিক ভাবে অপরাধ সভায় কমিশনার স্যার এসব পুরস্কার প্রদান করছেন।

সর্বশেষ আপডেট...