27.9 C
Dhaka, BD
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

ভুল করে এক হাজার কোটি টাকা পাঠাল ব্যাংক

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ইউসিও’র গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল করে ৮২০ কোটি রুপি ( বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৯১ কোটি টাকা) দেয়া হয়েছে। এরইমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে এই অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএসের মাধ্যমে অর্থগুলো গ্রাহকদের দিয়ে দেয়া হয়। তবে এখন পর্যন্ত ৬৪৯ কোটি রুপি ফিরিয়ে আনতে পেরেছে ইউসিও ব্যাংক।

বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক করে ৭৯ শতাংশ অর্থ ফিরিয়ে আনা হয়েছে। কী কারণে এতগুলো অর্থ গ্রাহকদের অ্যাকাউন্টে গেল তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।

আইএমপিএস প্ল্যাটফর্মটি পরিচালনা করে ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। এ প্ল্যাটফর্মটির মাধ্যমে একটি ব্যাংকের থেকে অন্য ব্যাংকের গ্রাহককে অনলাইনে টাকা পাঠানো সম্ভব।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের কাছে থাকা ১৭১ কোটি রুপি পুনরুদ্ধারের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছে।

উল্লেখ্য , ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি ব্যাংকের থেকে অন্য ব্যাংকের গ্রাহককে অনলাইনে টাকা পাঠানো সম্ভব। সঙ্গে সঙ্গেই সেই টাকা একজন গ্রাহকের কাছ থেকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায়। আইএমপিএস’র মাধ্যমে দৈনিক পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি – ৭ নম্বর বিপদ সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এখন বাংলাদেশের উপকূলের আরও কাছে। সকাল ৯টায় এটি মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরের মধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (২০.৩০ উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
এটি আজ (শুক্রবার, ১৭ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কি.মি. পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কি.মি. পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ধামরাইয়ে অভিযান চালিয়ে ৪ ড্রেজার জব্দ, ২ ড্রেজার ও ৪ কয়লার চুল্লি ধ্বংস

মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে চারটি অবৈধ ড্রেজার ও ড্রেজারে ব্যবহৃত পাইপ জব্দ করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

এছাড়াও ২টি অবৈধ ড্রেজার ও ৪টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করেছে প্রশাসন তবে ড্রেজার ও কয়লার চুল্লির সঙ্গে জড়িত কাউকে জরিমানা কিংবা আটক করতে পারেনি প্রশাসন।শুক্রবার (১০ নভেম্বর) সকাল থেকে উপজেলার বালিয়া ইউনিয়ন ও যাদবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।উপজেলা প্রশাসন জানায়, বালিয়া ও যাদবপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রভাবশালীরা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

এতে নদীর দুই পাশেই ব্যক্তিমালিকানার জমি ভেঙে পড়েছে। খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত চালিয়ে বালিয়া ইউনিয়নে ৪ টি ড্রেজার পাইপসহ জব্দ করেন , যাদবপুর ইউ পি চেয়ারম্যানের ছেলের দুইটি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায় চারটি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, উপজেলার বংশী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং আনুষাঙ্গিক মালামাল ধ্বংস করা হয়। তবে অভিযান চলাকালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা হবে জানিয়ে তিনি অবৈধ ড্রেজার বন্ধে উপজেলা প্রশাসনকে ড্রেজারের অবস্থান সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

রাণীশংকৈলে ঢাকায় নিহত ও আহত সাংবাদিকদের বিচারের দাবিতে প্রতিবাদ- সমাবেশ

হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রফিক ভুৃঁইয়া নিহত এবং কালবেলা, ইত্তেফাক,কালের কন্ঠ,ভোরের কাগজ, যমুনা টিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আহত হওয়ার ঘটনায় জড়িত দোষিদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেক্লাবের যৌথ আয়োজনে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ার ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি নুসরতে খোদা রানা, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির। করতোয়া প্রতিনিধি মো.বিপ্লবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ,এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল শিল্পী, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি অনিসুর রহমান বাকী, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের প্রতিকা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, প্রেসক্লাব সম্পাদক আবুল কালাম আজাদ, গণকন্ঠ প্রতিনিধি মাহাবুব আলম, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন ও সমতল প্রতিনিধি সোহরাব হোসেন।

এছাড়াও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক প্রকাশ করেন সেইসাথে আহতের সমবেদনা জনিয়ে তাদের সরকারিভাবে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ ও হামলায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান। এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারাদেশে আন্দোলন গড়ে তুলা হবে বলেও সাংবাদিকরা জানান।

ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাংচুর, আটক ১

মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটকের নাম মোস্তফা।

তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ভাংচুর চালায়।

তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈলে অনুষ্ঠানিকভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন-এমপি

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠানিক ভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করেছেন স্থানীয় এমপি হাফিজউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলা কৃষি ভবন কনফারেন্স রুমে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির আওতায় (TR) প্রকল্পের মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের চেক বিতরণ করা হয়। উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সহ মোট ৪১ লক্ষ টাকার৭০টি প্রকল্পে মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের নামে বরাদ্দের জন্য এসব টাকা দেওয়া হয়।

পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।

এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের। এছাড়াও পৌর কাউন্সিলর ইসাহাক আলী, পিআইও’র অফিস সহকারী শাহনেওয়াজ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক নাজমুল হোসেনসহ বরাদ্দকৃত মসজিদ, মন্দিরের সভাপতি-সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা গেছে এ উপজেলায় এর আগে কখনও অনুষ্ঠানিকভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করা হয়নি।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পক্ষ থেকে মন্ডপে মন্ডপে উপহার (ভিডিও)

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নের মোট ২৫ টি পূজা মন্ডপে ৫,০০০ করে অর্থ ও মণ্ডপের জন্য ১০ টি করে কাপড় উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ শে অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে পূজা মন্ডপের প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এই উপহার ফখরুল আলম সমরের পক্ষ থেকে তুলে দেন ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যরা।

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর ,শারীরিকভাবে অসুস্থ থাকায়, চিকিৎসাধীন অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সকল পূজা মন্ডপের প্রধানদের সাথে কুশল বিনিময় করেন , কুশল বিনিময় চলাকালে অনেকে আবেগে আপ্লুত হয়ে যান । ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফখরুল আলম সমর ইউপি সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীকে পূজা চলাকালীন সময়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সদা দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান।

 

উপহার প্রধান কালে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, পলাশ আহমেদ , নাজমুল , মিন্টু , শাহিনুর, আসমা সহ উক্ত ইউনিয়নের সকল পূজা মন্ডপের প্রধান ও প্রবীণ ব্যক্তিগণ ।

এ সময় মোট ২৫ টি পূজা মন্ডপে এক লক্ষ পঁচিশ হাজার নগদ অর্থ ও ২৫০ টি কাপড় উপহার দেয়া হয় ।

সাভারে দৈনিক কালবেলার প্রথম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার: গ্রহণযোগ্য, বাস্তববাদী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয় জয় করে তাদের আস্থা ও ভালোবাসায় নবযাত্রার এক বছর পার করল দেশের শীর্ষ ও জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই বর্ষপূতি পালিত হয়েছে।

দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

এসময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক ভাইয়েরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানা প্রতিকুলতার মাঝে সংবাদ সংগ্রহ করে সেই সংবাদ প্রকাশ করে। এরপর সেটি সরকারের গোচরে আসে এবং সরকার রেসপন্স করে। সেই সংবাদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অনেক ব্যবস্থা নেয়া হয়। সে জন্য আমি সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সব সময় আমার প্রেস ব্রিফিং গুলোতে সাংবাদিক ভাইদের স্যালুট জানাই কারন তারা সংবাদ দেয় বলেই দুর্যোগ ব্যবস্থাপনায় ও দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি তা না হলে  আমাদের পক্ষে প্রত্যন্ত অঞ্চলের অনেক খবর সংগ্রহ করা কোনদিনই সম্ভব হতো না। সেজন্য সাংবাদিকতা একটি অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পেশা একটি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য।

তিনি আরো বলেন, কালবেলা তেমনি একটি পত্রিকা যেটির সম্পাদক আবেদ খান একজন সৃজনশীল এবং অত্যান্ত মেধাবী একজন সাংবাদিক। এ পত্রিকাটি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের একটি সংবাদ মাধ্যম এবং অতি অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি সকল শ্রেণীর পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে।

আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি।

দৈনিক কালবেলা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো ছিলেন, সহকারী ভূমি কমিশনার এস এম রাসেল ইসলাম নূর, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও এন টিভির স্পেশাল করস্পন্ডেন্ট জাহিদুর রহমান, সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিউজ টোয়েন্টিফোরের নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আরটিভির জিয়াউর রহমান, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার শামসুজ্জামান, গ্লোবাল টেলিভিশনের তোফায়েল হোসেন তোফাসানী, দিপ্ত টিভির এম এ হালিম,বৈশাখী টিভির আব্দুল হালিম, এটিএন বাংলার শেখ বাশার, একুশে টিভির কামরুজ্জামান, মাছরাঙা টিভির সৈয়দ হাসিব, এশিয়ান টেলিভিশনের সাভার প্রতিনিধি ওমর ফারুক, একাত্তর বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক গণকণ্ঠের আবুল কালাম আজাদ, সময়ের আলোর দেওয়ান ইমন, ঢাকা মেইলের আহমাদ সোহান সিরাজী, ধামরাই রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক আরিফুর রহমান সাব্বির, বাংলানিউজের স্টাফ রিপোর্টার সাগর ফরাজী, আজকের বসুন্ধরার আবদুস সালাম রুবেল, দেশ রুপান্তরের ওমর ফারুক, এশিয়ান এইজের কাজী বিপ্লব, ডেইলী ট্রাইবুনালের এস আর জয়, এশিয়ান টিভির সবুজ আহমেদ, গনকন্ঠের শাহিন আহমেদ, বিজনেস স্ট্যান্ডার্ডের নোমান মাহমুদ, ই নিউজের নেছার আহমেদ, আমার সংবাদের হাচান ভুইয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দৈনিক নতুন  দিগন্তের বিশেষ প্রতিনিধি সিফাত মাহমুদ ফাহিম,ও সাভার পৌর কাউন্সিলর আব্দুর রহমান, সাংবাদিক আল মামুন,সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্তার বাবুসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

আলোচনা পর্বের শেষে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

ঠাকুরগাঁওয়ে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও: ভুল তথ্য-মিথ্যা তথ্য, ছবি, ভিডিও এবং তথ্য যাচাই প্রক্রিয়াসহ নানা বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শনিবার ১৪ অক্টোবর সকালে জেলা শহরে বেসরকারি সংস্থা ইএসডিও’র কার্যালয় কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে কর্মশালার পরিকল্পনা ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আই টিভির জেলা করেসপন্ডেন্ট ও কর্মশালার সমন্বয়ক এটিএম শামসুজ্জোহা। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড.শহিদ উদ-জামান, ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি এ্যাড: আবু তোরাব মানিক।

কর্মশালায় ফ্যাক্ট চেকিং এর উদ্দেশ্য ও পরিকল্পনা, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য, প্রোপাগান্ডা, সূত্রের সত্যতা যাচাই, ফেসবুকে অনুসন্ধান, ভুয়া ওয়েবসাইট যাচাই,টেক্সট ও তথ্য যাচাই ইত্যাদি বিষয়ের উপর সাংবাদিকের ধারনা দেওয়া হয়।

তালতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ ’অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল জীবন গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ সময় শিশুদের নিয়ে বিভিন্ন চিএাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্ত এর সভাপতিত্বে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা নুর আলম হাওলাদার, মেরিন ফিসারীজ কর্মকর্তা কৃষিবিদ মো: ওয়ালিউল্লাহ শুভ ,কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু, এ সময় বক্তারা বলেন,প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের সচেতনা বৃদ্ধি করতে হবে, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃস্টির দুর্যোগ কেও সমান গুরত্ব দিতে হবে , দুর্যোগ প্রতিরোধ এর চেয়ে প্রশমন গুরত্বপূর্ণ, দুর্যোগ প্রশমনে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে, এর সুফল আমরা এখন পাওয়া শুরু করেছি।

অনুষ্ঠানে উপজেলার সিপিপি নেতৃবৃন্দ বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারী। পরে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।

সর্বশেষ আপডেট...