মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ফোন উদ্ধার করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দার সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে লাইলী রহমান লাকি (২৮) নামের এক নারী পাসপোর্টযাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ডলার ও মোবাইল সেট উদ্ধার করা হয়। লাকি মাদারীপুর জেলার শিবচর থানার চররামারী কান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। তার পাসপোর্ট নং (ইই ০২৭৫১৭০)।
বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ভারত থেকে বাংলাদেশে আসার পর ওই নারী কাস্টমস স্ক্যানিং শেষে বের হলে তাকে সন্দেহবশত তল্লাশি করা হয়।
এসময় তার ল্যাগেজ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল ফোন উদ্ধার হয়। উদ্ধারকৃত ডলার ও মোবাইল ফোন বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলে তিনি জানান।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)- ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের চাপায় শাহিনুর ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ শুক্রবার ( ১৩ ডিসেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় একমি ১নং গেইট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহুল বাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, বাড়বারিয়া থেকে মোটরসাইকেল যোগে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ঢাকায় পরীক্ষা দিতে যাচ্ছিলেন, পথিমধ্যে ঢুলিভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক আবু সিদ্দিক জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাস ও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে – বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির রাণীশংকৈল – হরিপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়। জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি সৃষ্টি কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি সইদুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ইট ভাটা মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপির সম্পাদক আতাউর রহমান, সাবেক পৌর মেয়র মখলেসুর রহমান প্রমূখ। এছাড়াও সংগঠনের জেলা উপজেলা পর্যায়ের নেতা কর্মী, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো বক্তব্যদেন রানীশংকৈল- হরিপুর অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি অমল সরকার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক ২০১৯ সম্মেলন শেষে শহরের অতুল মাঝি খেয়াঘাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।পৌর কাউন্সিলর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির খান এবং যুবলীগ নেতা কামাল শরীফের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।১২/১২/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একজন গুলিবিদ্ধসহ দুই গ্রুপের ২১ জন আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। গুলিবিদ্ধ পৌর কাউন্সিলর শাহ আলম খান ফারসু(৩৫)কে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে ছয়জন। তারা হলেন- বাবুল হোসেন (৩৮), মিরাজ হোসেন (৩৫), আবির খান (১৭), রিয়াজ মৃধা (৩৯), শাহিন মাঝি (১৯) ও রুবেল খান (৩০)।
এছাড়াও বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে সালাউদ্দিন, ইদ্রিস শরীফ, ইলিয়াস শরীফ, সুমন ও সবুজকে। ঘটনার সঙ্গে সঙ্গে পালবাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন মিরাজ হোসেন, আবির খান, শাহিন মাঝি জানান, জেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষে মিছিল নিয়ে আমরা বাড়ি যাইতেছিলাম । এ সময় পালবাড়ির অতুল মাঝি খেয়াঘাট এলাকায় পৌঁছালে কামাল শরীফের নেতৃত্বে তার দলবল আকস্মিক হামলা চালায়। এ সময় কামাল শরীফ গুলি ছুড়লে কাউন্সিলর ফারসুর পায়ে গুলিবিদ্ধ হয়। তখন আমাদের ১৫ থেকে ১৬ জন আহত হয়।
কামাল শরীফ এ ঘটনার বিষয়ে জানান, আমি জেলা সম্মেলনে ছিলাম। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে আমার ভাইসহ ১২ থেকে ১৩ জনের ওপর হামলা চালায় হুমায়ুন কমিশনারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি প্রতিপক্ষরা পিস্তল, রামদা নিয়ে এ হামলা চালায়। হামলায় আহত আমিসহ সবাই শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
এই সংঘর্ষে আহতদের চিকিৎসার বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহত ২১ জনকে চিকিৎসা দিয়েছি। এর মধ্যে একজন গুলিবিদ্ধ ছিল। তার পা থেকে বুলেট বের করা হয়েছে। আরও কয়েকজন চিকিৎসা নিয়ে চলে যায়।
এ ঘটনায় ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান জানান, দুই গ্রুপের ব্যক্তিগত আক্রোশের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেউ গুলিবিদ্ধ হবার কোনো তথ্য আমার জানা নেই।
বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনামুল হক, সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গণ এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৩ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার ৭৪ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান- মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ।
এসময় ছিলেন, বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- মজিবুর রহমান মজি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- নুরুন্নবী সরকার, প্রকল্প ইঞ্জিনিয়ার- নুরুল হুদা, উপ-সহকারী ইঞ্জিনিয়ার- ফারুকুর রহমান, প্রধান শিক্ষক- রফিকুল ইসলাম, ইউপি সদস্য- জবেদ আলী, সাংবাদিক শামীম সরকার শাহীন, সমাজসেবক- আহসান হাবীব, আব্দুর রাজ্জাকসহ ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুরস্থ পীরগঞ্জের জাহিদুল ইসলাম নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ৩ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করছেন। ভবনটি নির্মাণ হলে বন্যার সময় ৪‘শ মানুষ ও ১‘শ গবাদী পশু আশ্রয় নিতে পারবে। অন্য সময় স্কুলের শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহৃত হবে বলে জানা গেছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা-যশোর সড়কের কাটাখালী আখসেন্টার এলাকায় বুধবার রাতে গরুবাহী স্যালো ইঞ্জিন চালিত মিনি ট্রাক উল্টে দুইজন নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন-ট্রাক চালক শ্রীপুরের কালিনগর গ্রামের অমল অধিকারীর ছেলে অঞ্জন অধিকারী (২৫) ও সদরের বরুনাতৈল গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে মোতাহার হোসেন (৫০)। আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক বাদে হতাহত সকলেই গরু ব্যবসায়ী।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে হতাহতরা মাগুরা সদরের কাটাখালী হাট থেকে গরু নিয়ে স্যালো ইঞ্জিন চালিত মিনি পিকআপে করে মাগুরার দিকে আসছিলেন। এ সময় সংযোগ সড়ক থেকে আসা একটি বালিবাহী ট্রাক ও বিপরীতমুখী অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গরুবাহী মিনি পিকআপটি রাস্তার উপর উল্টে যায়। এ সময় গরুবাহী ট্রাকে থাকা পাঁচ গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গরুবাহী ট্রাকের চালক অঞ্জন অধিকারী ও গরু ব্যবসায়ী মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার শহিদুল ইসলাম দুইজনেরমৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরায় একই ওড়না একই আড়ার সাথে পেঁচিয়ে এক সাথে বেয়াই-বেয়াইন আত্মহত্যা করেছে। মাগুরার সদর থানার পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলো সাগর বিশ্বাস (২২) ও পিংকি রানী (১৯)। তারা একে অপরের বেয়াই-রেয়ান। বুধবার রাতে মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামে নিহত পিংকির শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে এটিকে আতœহত্যা বলে ধারণা করছে মাগুরা পুলিশ। নিহত সাগর বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা শ্যামল বিশ্বাসের ছেলে। নিহত অপরজন হলেন বাটাজোড় গ্রামের রাম প্রসাদের স্ত্রী পিংকি রানী। ওই যুবতির বাবার বাড়ি নড়াইল জেলায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, নিহত দুইজনই সম্পর্কে বেয়াই-বেয়াইন। তারা দু’জনই বুধবার বিকালে ঝিনাইদহ ও নড়াইল থেকে ওই বাড়িতে এসেছিলেন। এ ঘটনা যখন ঘটে তখন পিংকির স্বামী নরসুন্দর রাম প্রসাদসহ পরিবারের কেউ ঔইসময় বাড়িতে ছিলেন না। নিহতরা ঘরের একটি আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলে ছিল।
তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কোন জটিলতার কারণে আতœহত্যার ঘটনা ঘটতে পারে। রাতে ঘরের দরজা বন্ধ দেখে দরজা ভেঙে পরিবারের লোকজন দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪ টায় সোনারায় ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে জেলা কমিটির সদস্য ও ইউনিয়ন কমিটির সভাপতি বীরেন সরকার মিন্টু’ র নেতৃত্বে পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের বৃদ্ধির প্রতিবাদে,হাট-বাজারে সরকারী মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ক্রয়,গৃহহীনদের গৃহ,ভূমিহীনদের খাস জমি,মজুরদের এককালীন ৫ লক্ষ টাকা, মাসিক পেনশন ৫০০০ টাকা ও ১শ ৫০ দিনের কাজের দাবিতে ভূমিহীন ও অসহায় দুঃস্থদের শতস্ফূর্ত অংশ গ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বিভিন্ন দাবি- দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন , ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য চাঁন মিয়া,ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার, ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সোনারায় ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মানিক প্রমূখ।
সৌমেন মন্ডল,রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গতকাল বুধবার থেকে আজ সকাল প্রর্যন্ত মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন,রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০৩ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১২ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।
যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।বোয়ালিয়া মডেল থানা (১) মোঃ সবুজ @ আলামিন (৪১)কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ সাগর আহম্মেদ (২৫)কে ১১ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ তুহিন (৩৮)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ রতন @ কালু(২৬)কে ৫০ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আঃ হান্নান (৪৫) কে ১০ লিটার তাড়ী সহ আটক করে।এয়ারপোর্ট থানা পুলিশ (১) আবু সাইদ (১৯), (২) মোঃ মিজান (২৩) ও (৩) মোঃ গিয়াস উদ্দিন (৪৫)দের ১৭০ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ আজিজুর রহমান(২৮)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ চাঁন মিয়া (৪০)কে ১০০০ মিঃ লিঃ ফেন্সিডিল ও ২০ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ সাগর আলী(২৩)কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ এখলাস হোসেন (২০)কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী।
সৌমেন মন্ডল, রাজশাহী : বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মত রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। বুধবার রাত থেকে সকল পর্যন্ত ৫জন অসুস্থ হয়ে পড়েছেন। যাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
অসুস্থরা হলেন, আসলাম হোসেন (৬৫), মোস্তাফিজুর রহমান (৪০), সাইদুর রহমান (৫৫) ও আব্দুল গফুর (৪৮)। এদের মধ্যে আসলাম হোসেন ও আব্দুল গফুরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলাম পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারি।
রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, রাতে তিনজন অসুস্থ্য হয়ে পড়লে জুট মিলের চিকিৎসক মাহফুজুর রহমান এসে প্রাথমিক পরীক্ষা করে আসলামকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। আর অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল গফর (৪৮) অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক এসে প্রাথমিক পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।
জিল্লুর রহমান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। মঙ্গলবার দুপুর থেকে জুটমিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচী শুরু হয়।
তিনি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩শে নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচিও পালন করে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। এর মধ্যে রাজশাহীতে একটি, খুলনায় নয়টি, নরসিংদী একটি ও চট্টগামে একটি। দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছে তারা।