18 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

আমি কোনো অপরাধ করিনি : মাহির স্বামী

অবশেষে হজ পালন শেষে ঢাকায় ফিরেছেন ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। রবিবার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফিরেছেন তিনি। এরপর রকিবকে ফুল দিয়ে বরণ করেছেন মাহি। সেই ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।

ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য লাভ সাইনও দিয়েছেন তিনি। এদিকে দেশে ফিরে রকিব গণমাধ্যমে জানান, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই, মিথ্যা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করব। সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।’ এর আগে শনিবার (১৮ মার্চ) মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলেও তার স্বামী আসেননি। রাকিব একদিন পর দেশে ফিরলেন।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ মামলা করে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে। পরে শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই আদালতে বিকেলে তিনি জামিন পান।

সাভারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন: বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি– এই স্লোগান সামনে রেখে সাভারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে সাভার উপজেলার তেঁতুলঝোড়া  ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভরারী বটতলায় এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ মার্চ ) বিকেলে ৪ টায় উপজেলার ৪ নং ওয়ার্ড়  এলাকায় পুলিশিংয়ের সচেতনতামূলক আলোচনা সভায়  চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন,মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। এ সকল কাজে পুলিশ কে সহায়তা করতে সকল কে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা ও মতবিনিময় সভায় সাধারণ জনগণ তাদের এলাকার চলমান সমস্যা গুলো তুলে ধরেন ।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারী,উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য  আইয়ূব মেম্বার, শাহ আলম সহ তেঁতুলঝোড়া ইউনিয়নের এলাকাবাসী , রাজনৈতিক কর্মী সহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাভার থানার কর্মরত অসংখ্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাভারে প্রধানমন্ত্রীর উপহার ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ (ভিডিও)

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ১৫ টাকা কেজি চাল বিতরণ করা হয় ।

রবিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী ঈদগাঁ – স্কুল মাঠ প্রাঙ্গণে এই সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে চাল বিক্রিয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ৯টি ইউনিয়নের মোট ৫৩৭ জনের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে মোট ১৬.৬৪০ টন বিতরণ করা হয়।

গাজীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী কে কুপিয়ে আহত করলেন শীর্ষ সন্ত্রাসী কাইল্লা

স্টাফ রিপোর্টার:গাজীপুরে এক ব্যবসায়ী থেকে দাবিকৃত চাঁদ না পেয়ে সেই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করলেন শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে কাইল্লা।

গত ৮ই মার্চ আনুমানিক রাত ৮ টার দিকে গাজীপুরের বাঙ্গালগাছ, বাঁশবাজার এলাকায় এই ঘটনা ঘটে ।

ভুক্তভোগ শওকত চৌধুরী জানান, দীর্ঘদিন যাবত এই কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে কাইল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

ভুক্তভোগী শওকত চৌধুরী উক্ত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে শফিকুল ইসলাম ওরফে কাইল্লা,শওকত চৌধুরীকে হত্যা করার হুমকি দেন।

তারই সূত্র ধরে, গেল ৮ই মার্চ শওকত চৌধুরী দোকান থেকে বাসায় ফেরার পথে আনুমানিক রাত ৮ টার দিকে গাজীপুরের বাঙ্গালগাছ, বাঁশবাজার এলাকার আওয়ালের চায়ের দোকানের সামনে কু-খ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে কাইল্লাসহ আরও ৮/৯ জন তাহার পথ রোধ করেন,শওকত চৌধুরীকে হত্যার উদ্দেশ্য চাপাতি দিয়ে এলোপাতারিভাবে কুপাতে থাকে। এ সময় শওকত চৌধুরীর সাথে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নিয়ে যান।

https://youtube.com/shorts/CrLYoyu2w70?feature=share

এক পর্যায়ে সন্ত্রাসীরা শওকত চৌধুরীকে মৃত ভাবে পালিয়ে যান ,এরপর স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করেন । বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।

ভুক্তভোগী শওকত চৌধুরীকে আরো জানান, বর্তমানে শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে কাইল্লা এ ঘটনার পরেও তাহার দোকানের কর্মচারীদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হত্যার হুমকি প্রদান করিতেছে।

বর্তমানে শওকত চৌধুরীর দোকান কর্মচারী ও পরিবারের সদস্যরা এই সন্ত্রাসীর কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন ।

এ বিষয়ে শওকত চৌধুরী নিজে বাদী হয়ে জয়দেবপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গুলিস্তানে বিস্ফোরণে আরও দুই মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবন থেকে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১৯ মরদেহ উদ্ধার করা হলো।

বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আনিকা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মমিনুদ্দিন সুমন এবং অজ্ঞাত আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ‘এখন পর্যন্ত ১৯টি মরদেহ তারা পেয়েছেন। সবশেষ বিকেলে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাততলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার তিনতলা পর্যন্ত পুরোটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে আসে। ভবনের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

পাশের সাকি প্লাজা নামে পাঁচ তলা ভবনের ওপরে চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা এবং ব্র্যাক ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় কাঁচ ভেঙে ব্যাংকের অফিস কক্ষগুলোর পর্দা ছিন্নভিন্ন হয়ে গেছে।

বিস্ফোরণের পরই উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করেছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। বিস্ফোরণে নিহত ১৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্যাকেটবন্দি করে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। তবে সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতরা হলেন: মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম ও মমিনুদ্দিন সুমন। এ ছাড়া আরও দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় সিংগাইর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন।

সৈয়দ মিজানুর ইসলাম এ সময়, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিংগাইর থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো, এস,আই রাকিবুল ইসলাম।

সাংবাদিক মো: সোহরাব হোসেন, মো:রাকিব বিশ্বাস,মো: আতাউর রহমান, এফ,এম, ফজলুল হক,জয়নাল আবেদিন মাহমুদুল হাসান,সানোয়ার হোসেন, আতিকুল ইসলাম, সাইফুল ইসলাম। এছাড়া আরও ৭১ বাংলা টিভির স্টাফ রিপোটার আবুল কালাম আজাদ, মো: সিরাজুল ইসলাম, আব্দুল্লা আল্মামুন,মোহাম্মদ আলী রিপন, মাছুম বাদশা,মোস্তাক আহম্মেদ, সুজন মাহমুদ, মিলন মাহমুদ, মো: রেজাউল করিম,মো: মশিউর রহমান শামীম,হাবিবুর রহমান রাজীব,মোবারক হোসেন।

পরে সাংবাদিকরা নবাগত ওসি’কে সিংগাইরের সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।

রাণীশংকৈলে ইমাম ও খতিবদের নিয়ে সামাজিক সম্প্রীতি’র মতবিনিময় সভা

হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৬ মার্চ) দুপুরে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক মতবিনিমিয় অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পরিষদ কনফারেন্স রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাণীশংকৈল কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা-হিল-বাকী, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান, ইফা’র মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম, নেকমরদ বড় জামে মসজিদের

খতিব কাজী মাকসুদুর রহমান প্রমুখ।

এছাড়াও মনবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও স্টিভ কবির বলেন,দেশে ধর্মীয় সম্প্রতি সুসংহত করতে ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মসজিদের খতিব, ইমাম ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এজন্য ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। এবিষয় রোধে আপনাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকে ইমাম ও খতিব হিসাবে সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

SAF এর সাথে ফ্রান্সের আবিষ্কার: ফন্টেইনব্লু দুর্গ-প্রাসাদ পরিদর্শন

আজ (০৫/০২/২০২৩) সাফ কর্তৃক আয়োজিত এবং সাফের নতুন প্রজেক্ট :” SAF এর সাথে ফ্রান্সের আবিষ্কার” এর অনুষ্ঠিত হয়ে গেল এবং সাফ প্রথম ভ্রমণে গিয়েছিলো “Château de Fontainebleau” সাফ এর সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে ।

যেটা ছিল ফ্রান্সের দর্শনীয় এবং ইতিহাস সমৃদ্ধ স্থান “Château de Fontainebleau” প্যারিসের কেন্দ্র থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ অবস্থিত।

এটা ছিল সাফ এর ব্যতিক্রম এক উদ্যোগ এ ধরনের উদ্যোগে সাফ এর সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেছিল প্রথম পরিদর্শনের জন্য এবং অত্যান্ত আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে এবং তারা মিশ্র অনুভূতি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা এবং এর পরের ভ্রমণগুলিতে অন্যরাও অংশগ্রহণ করতে পারবে।

তারা বলেন যে এই ধরনের উদ্যোগ ও ভ্রমণ ফ্রান্সের ইতিহাস সম্পর্কে জানতে তাদেরকে সহযোগিতা করবে এবং অদূর ভবিষ্যতে যেন এ ধরনের আরো উদ্যোগ গ্রহণ করা হয় যার জন্য সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন কে সাফ এর সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে তাকে আহ্বান জানান।

আজকে এই পরিদর্শনে টোটাল অংশগ্রহণ করেছিলেন ২৬ জন এবং পরিদর্শনের শেষ বেলায়এক মজাদার বিষয় ছিল তা হল Château de Fontainebleau এর বিষয়ে কুইজ প্রতিযোগিতাতা এবং ২৬জনের মধ্যে তিনজন বিজয়ী হন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপরন্তু, ঐতিহাসিক স্থান পরিদর্শন অভিবাসীদের তাদের নতুন দেশের সাথে সংযুক্ত বোধ করতে সাহায্য করে। ফ্রান্সের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানার মাধ্যমে, অভিবাসীরা তাদের নতুন দেশের সাথে সম্পৃক্ততার অনুভূতি গড়ে তোলে এবং তাদের পরিবেশের সাথে আরও বেশি সঙ্গতি বোধ করে।

অবশেষে, ঐতিহাসিক স্থান পরিদর্শন ব্যক্তিগত পর্যায়ে একটি সমৃদ্ধ অভিজ্ঞতা। এটি অভিবাসীদের নতুন স্থান আবিষ্কার করতে এবং তাদের দিগন্ত বিস্তৃত করতে সাহায্য করে, যা সাংস্কৃতিকভাবে খুবই ফলপ্রসূ। এমন ইভেন্ট আরো করবে সাফ।

জেলা সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময়

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (৪ মার্চ) বিকালে পাবলিক লাইব্রেরি কক্ষে এ সভা হয়।

সভায় সিনিয়র সাংবাদিক নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এ টি এম সামসুজ্জোহা, সদস্যসচিব বদরুল ইসলাম বিপ্লব, সদস্য আবু তোরাব মানিক, জাকির মোস্তাফিজ মিলু, ইমদাদুল ইসলাম ভুট্টো, নাজমুল হুদা সোহান।

রাণীশংকৈল উপজেলার সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোবারক আলী,
আনিসুর রহমান বাকী, সফিকু্ল ইসলাম শিল্পী,
মো.বিপ্লব, জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হুমায়ুন কবির।

সিংগাইর থানার ওসির বিদায় ও নবাগত ওসির বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লার বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের সংবর্ধনা উপলক্ষে শুক্রবার (৪ই মার্চ) সন্ধ্যায় সিংগাইর থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন,বিদায় অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লার সহধর্মিণী দিপু , মানিকগঞ্জ জেলা পরিষদের রিপন আক্তার ফজলু, সিংগাইর উপজেলার বাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জল ।

আরো উপস্থিত ছিলেন, সিংগাইর থানার পুলিশ সদস্য ও স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগন সহ সংবাদ কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন-ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম, এস,আই আব্দুল আজিজ, এস,আই আবুল হোসেন,এস এই আনোয়ার হোসেন, ওসি তদন্ত মানবেন্দ্র ভালো ,এস,আই রাকিবুল ইসলাম।

বক্তব্য কালে সকলেই অশ্রুসিক্ত নয়নে আবেগে আপ্লুত হন।

 

বিদায়ী ওসি সিংগাইরবাসির উদ্যেশ্যে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলভাবে কাজ করতে পারি, আমিও আপনাদের জন্য দোয়া করি। অফিসার ও ফোর্সদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলেন বিদায়ী ওসি সফিকুল ইসলাম মোল্লা।

এ সময় নবাগত ওসি এলাকাবাসী ও সকল অফিসারদের কাছে সহযোগিতা চান তিনি।

অনুষ্ঠানের শেষে, ভালো কাজের জন্য অফিসারদের ক্রেস্ট , ফুল দিয়ে নতুন ওসিকে বরণ ও নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয় ।

সর্বশেষ আপডেট...