18 C
Dhaka, BD
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনাকে সেদিন কারাগারে হত্যার চেষ্টা হয়েছিল:শেখ আফিল উদ্দিন এমপি ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: কারাগার নিশ্চয়তার জায়গা। বিশ্বের কোথাও কারাগারের মধ্যে হত্যাকান্ডের নজির নেই। বঙ্গবন্ধুকেও পাকিস্তানীরা কারাগারে হত্যা করেনি। কিন্তু বাংলাদেশের একটি চক্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে জাতীয় চার নেতাকে কারাগারের মধ্যে নির্মমভাবে হত্যা করে। যা সভ্য দুনিয়া আগে কখনো দেখেনি।শার্শা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ আয়োজিত উপজেলা প্রশাসনিক ভবনে জাতীয় চার নেতা হত্যাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলার সহ-সভাপতি ও শার্শা আসনের জাতীয় সংসদের সদস্য শেখ আফিল উদ্দিন এসব কথা বলেন।শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের মডেল। আমাদের এই উন্নয়নের ধারা ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতা তাজউদ্দিন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামরুজ্জামান ও এম মনসুর আলীকে হত্যা করা হয়। এ উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি পালন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, আসিফ-উদ-দৌলা অলোক সর্দার,যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, পৌর আঃলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ শার্শা উপজেলা ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও প্রমুখ।

জাতীয় চার নেতাকে হত্যার দিনে শার্শা উপজেলা আওয়ামী লীগ তাদের গভীরভাবে স্মরণ করেছে। এজন্য দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। দিনের শুরুতে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শোক প্রকাশের অংশ হিসেবে কালো পতাকা অর্ধনমিত রাখা হয়।

শিবগঞ্জের মনাকষায় বিদেশী পিস্তল, গুলি-ম্যাগজিনসহ আটক-১

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন চৌকাগ্রামে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি বাইসাইকেলসহ রুবেল নামের ১ যুবককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার জমিনপুর বিনোদপুর ইউনিয়নের মো. দুখুর ছেলে মো. রুবেল হোসেন (২২)।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব জানায়, ২ নভেম্বর শনিবার রাত ৯ টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম ও কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা চৌকা গ্রামের বাখরআলী বাজার গামী পাকা রাস্তার পশ্চিমে অভিযান চালায়।অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি বাইসাইকেলসহ রুবেল নামের ১ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ধামরাইয়ে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ৩ নভেম্বর বিকাল ৪ ঘটিকায় জেল হত্যা দিবস আয়োজন করেন ধামরাই উপজেলা ছাএলীগ।আজ রবিবার ৩ নবভেম্বর ধামরাই উপজেলা চত্বরে কলেজ শাখা ছাএলীগের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব এর নেএীতে উক্ত আলোচনা সভায় ধামরাই পৌর ছাএলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক সহ ধামরাই উপজেলার ও পৌরসভা ছাএলীগের বিভিন্ন নেএী বৃন্ধ উপস্হিত ছিলেন।

ধামরাই উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কমনা করেন ও সেই সাথে জাতীয় চার নেতাকে জেলে হত্যা করার কারনে তিব্র নিন্ধা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আলোচনা শেষে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয় র‍্যালীটি ধামরাই বাজার হয়ে ধামরাই যাএা বাড়ি এসে সমাপ্তি করেন।

মাগুরার শ্রীপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে আজ রবিবার সকালে চলন্ত ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (৪০) নামে এক বাইসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে । পুলিশ ও নিহতের ছোট ভাই নাজমুল বিশ্বাস জানান, উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নতুনপাড়া এলাকার মৃত আবু বক্কার বিশ্বাসের পুত্র তরিকুল বিশ্বাস সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে সাচিলাপুর বাজারে যাচ্ছিলেন।

পথিমধ্যে দ্বারিয়াপুর কলেজ গেটে পৌছালে পিছন দিক থেকে ধেয়ে আসা খড়ি বোঝায় একটি দ্রæতগামী ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো ট -১৪-৯৮০৮) তাকে ধাক্কা দেয় । ধাক্কা খেয়ে সে বাইসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তা ওপর পড়ে মারাত্বক আহত হয় । আহত অবস্থায় তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাব্বি হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালককে আটকের বিষয়ে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে ।

মানিকগঞ্জের সিংগাইরের জার্মিতা ইউনিয়নের বকচর এলাকায় ৪র্থ শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ (ভিডিও)

স্টাফ রিপোর্টার ঃমানিকগঞ্জের সিংগাইর থানা জার্মিতা ইউনিয়নের বকচর এলাকায় ৪র্থ শ্রেণীর ছাত্রী জান্নাত (৯) এক স্কুল ছাত্রী কে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার অধিবাসী তাজু মোল্লার বিরুদ্ধে।

গত ২৮শে অক্টোবর রোজ সোমবার মানিকগঞ্জের সিংগাইর থানা জামিত্তা ইউনিয়নের বকচর এলাকায় এই ঘটনা ঘটে।

সময়ের খবর ২৪ এর সাক্ষাৎ কালে ৪র্থ শ্রেণীর ছাত্রী জান্নাত কেঁদে কেঁদে বলেন , আমি আমার বাবার জন্য চকে খাবার পানি আর জাংলা দেওয়ার জন্য সুতা নিয়ে গিয়েছিলাম , সেখান থেকে ফেরার পথে ঢেঁড়স ক্ষেতের পাশে কলা গাছের আড়াল থেকে ঐ তাজু মোল্লা আমাকে ডাক দেয় । আমি তাহার কাছে গেলে সে আমাকে ঝড়াইয়া ধরে । এসময় আমি চিৎকার করে তাহার কাছ থেকে ছুটার চেষ্টা করি । পরে সে আমার বুকে হাত দিতে থাকে আর আমার পরনে থাকা স্যালোয়ার খুলে ফেলে মাটিতে শুয়ে ফেলে জোরপুর্বক খারাপ আচরন করে ।

এসময় আমার ডাক চিৎকার শুনে গ্রামের মোঃ ওহাব ও কবির ভাই ছুটে এসে আমাকে উদ্ধার করে ।

এঘটনায় তাজু মোল্লার বিরুদ্ধে গত ৩০ শে অক্টোবর সিংগাইর থানায় জান্নাতের বাবা মোঃ শুক্কুর আলী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন । জান্নাত চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ।

এমামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস,আই শরিফ মফিজুর রহমান সময়ের খবর ২৪ কে জানান, ধর্ষণকারী তাজু মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে । আমারা দ্রুত আসামীকে আইনের আলতায় নিয়ে আসবো ।

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু ।

হুমায়ুন কবির  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মাইক্রোবাস ও মটরসাইকেল সংঘর্ষে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।জানা যায়, শনিবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস মহাসড়কে গফুর পুলিশের বাড়ি সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে। এলকাবাসী সূত্রে জানা যায়, হরিপুরের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ ১১-২১১৩) এর সাথে রাণীশংকৈল থেকে আসা দু’জন মটরসাইকেল (ঠাকুরগাঁও হ-১২-২৯১৩) আরোহীর সাথে সংঘর্ষ ঘটে।

এসময় মটরসাইকেলে থাকা দু’জনকেই গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্মরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে রংপুর ম্যাডিকেল হাসপাতালে রেফার্ড করে। পথিমধ্যে ভরনিয়া বড়িপাড়া জুয়েদ আলীর ছেলে আক্তারুল ইসলাম আপেল (১৭) মারা যায়।

সে রাণীশংকৈল গাজিরহাট ডিগ্রী কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্র। অপরজন একই গ্রামের আনোয়ারের ছেলে দেলোয়ারকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থাও আশংকাজনক। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মডেল স্কুলে অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত

রেজাউল ইসলাম মাসুদ ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মডেল স্কুলে অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার(২ নভেম্বর ) সকালে গড়েয়া মডেল স্কুলে অভিভাবক সন্মেলন ও ২০১৯ সালের সমাপনী ছাত্র-ছাত্রীদের বিদায়,২০১৮ সালের বৃত্তি প্রাপ্ত ও সমাপনী শিক্ষার্থীদের সন্মাননা ও সনদ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গড়েয়া ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ,আলহাজ্ব সাইফুর রহমান ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং গড়েয়া এস,সি বহুমূখী উচ্চবিদ্যালয়ের সভাপতি, মারুফ হোসেন ।

বিশেষ অতিথি,গড়েয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ইউনুস আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তারুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ডাঃ ইস্রাফীল আজাদ,গড়েয়া মহিলা কলেজের অধ্যক্ষ,ফেরদৌস আহম্মেদ বক্তব্য রাখেন ।

প্রথম পর্যায়ে অনুষ্ঠান শেষে ২০১৯ সালের সমাপনী ছাত্র-ছাত্রীদের বিদায়,২০১৮ সালের বৃত্তি প্রাপ্ত ও সমাপনী শিক্ষার্থীদের সন্মাননা ও সনদ প্রদান করেন অত্র গড়েয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদ (কবীর) সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ ।

দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, বিকে স্কুলের আই,সি,টি শিক্ষক আনারুল ইসলাম।

ঝালকাঠিতে নতুন আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের জনসচেতনামূলক প্রচারাভিযান ।

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠি জেলা পুলিশের প্রচারাভিযান ও অবহিতকরন সভা অনুষ্ঠিত।গত ২২/১০/২০১৯ইং তারিখ সরকার কতৃক গেজেট প্রকাশ করার মাধ্যমে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষিত তারিখ অনুসারে ০১/১১/২০১৯ইং তারিখ থেকে নতুন আইন কার্যকর করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে ০২/১১/২০১৯ইং তারিখ শনিবার ঝালকাঠিতে জেলা পুলিশের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, গতকাল থেকে কার্যকর শুরু হয়েছে নতুন সড়ক পরিবহন আইন (২০১৮)। তবে বাস্তবে নতুন আইন প্রয়োগে ইতিমধ্যে কাজ শুরু করেছে ঝালকাঠি জেলা পুলিশ। আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী গতপরশু দিন থেকে আইনটি কার্যকর হলেও খোদ নতুন আইন সম্পর্কে এখনো পরিপূর্ন ধারণা নেই অনেকের।

কাগজ-কলমে গত ০১/১১/২০১৯ইং তারিখ থেকে কার্যকর হয় নতুন সড়ক পরিবহন আইন (২০১৮)। কার্যকর হওয়া নতুন আইন জেলা পুলিশের পক্ষ থেকে বাস্তবে প্রয়োগ করার পূর্বে আইন সম্পর্কে পুলিশের সচেতনতা মুলক কার্যলক্রমের অংশ হিসেবে ০১/১১/২০১৯ইং তারিখ থেকে জেলা পুলিশের বিভিন্ন শাখা সহ ট্রাফিক বিভাগের সদস্য, সার্জেন্টরা আপাতত আইনটি বিষয়ে চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে অবহিত করছেন,

সেই সাথে আইন ভঙ্গকারী চালকদের মৌখিকভাবে সতর্ক করছেন। আইন প্রয়োগে বাস্তবে কাজ এখনো শুরু না হলেও তবে কয়েক দিনের মধ্যেই নতুন আইনটি ভঙ্গকারীদের শাস্তি প্রদান শুরু করা হবে।

ঝালকাঠির পেট্রোল পাম্প এর মোড়ে ০২/১১/২০১৯ইং তারিখ স্বাভাবিকভাবে চলছিল গাড়িগুলো। এর মধ্যেই ট্রাফিক সিগন্যাল দিয়ে একটি প্রাইভেট কার থামানো হয়। তাত্ক্ষণিক ভাবে থামিয়ে দিয়ে গাড়িটির কাছে এগিয়ে যান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্য পুলিশ সদস্যরা। গাড়িটি এক পাশে নিয়ে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স এ ক্ষুদ্র ত্রুটি থাকায় অপরাধ গুরুতর না হওয়ায় মামলা না দিয়ে মৌখিকভাবে চালককে সতর্ক করে দেন। একই সঙ্গে পুলিশ সুপার,চালককে জানিয়ে দেয় নতুন আইন আসছে। আইন অমান্য করলে কঠোর সাজা পেতে হবে।

এ সময় চালক বলেন, স্যার, ট্রাফিকের নতুন আইনের কথা শুনেছি। তবে সে সম্পর্কে পুরোপুরি ধারণা নেই ।

এক ট্রাক চালককে প্রশ্ন করা হলো যে নতুন আইন সম্পর্কে সে অবগত কিনা তিনি বলেন শুনেছি নতুন আইনে জেল-জরিমানা অনেক বেশি। হেলমেট ব্যবহার না করলেই নাকি ১০ হাজার টাকা জরিমানা। এসব বিষয় আরো সহনীয় হওয়া উচিত।

ঝালকাঠি শহরের বাবু নামে এক বাসচালক বলেন নতুন আইন প্রয়োগ হলে গাড়ি চালানো কঠিন হয়ে পড়বে। সব দুর্ঘটনার জন্যই চালক দায়ী থাকে না। অনেক সময় পথচারীদের কারণেও দুর্ঘটনা ঘটে। এ ক্ষেত্রে সব দায় চালকদের দেওয়া হয়।

তালতলীতে জাতীয় সমবায় দিবস পালিত ।

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় র‌্যালী বের করে শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা।

সভায় ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় উপজেলা সমবায় অফিসার ভারপ্রাপ্ত আছাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, পচাঁকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী, কড়াইবাড়ীয়া ইউপি চেয়ারমান আলতাফ হোসেন আকন, মি: মংচিন থান প্রমুখ বক্তব্য রাখেন।

ধামরাইয়ে শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে বাৎসরিক অন্নকূট ও দ্বীপদান উৎসব-২০১৯ অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) :ধামরাই পৌরসভায় পৌর শহরের উত্তরপাতা (বড় বাজার) ঐতিহ্যবাহী শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ আয়োজিত ও শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় বাৎসরিক দিনব্যাপী অন্নকূট ও দ্বীপদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি- হিসেবে উপস্হিত ছিলেন- ধামরাইয়ের মা,মাটি মানুষের নেতা, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি- ,ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।বিশেষ অতিথি- হিসেবে উপস্হিত ছিলেন – ড. সুমন সাহা (সদাযোগী গবিন্দ দাস) সহযোগী অধ্যাপক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ।

ডাঃ বিশ্বজিৎ সাহা,এমবিবিএস (বারডেম,ঢাকা)ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ মিজানুর রহমান (মিজান),ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,মহিলা ভাইস-চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলালীগের আইনবিষয়ক সম্পাদক- এডভোকেট সোহানা জেসমীন (মুক্তা), ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ (লাল্টু), ধামরাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মশিউর রহমান (জানু), ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ধামরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- মোঃ শহীদুল্লাহ, পৌর কাউন্সিলর ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী।

সভাপতিত্ব করেন- শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ (ধামরাই) এর সভাপতি- মধুসূদন কৃপাদাস অধিকারী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন— শ্রীশ্রী হরেকৃ্ষ্ণ নামহট্ট সংঘ (ধামরাই) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক- সাংবাদিক রনজিত কুমার পাল(বাবু)এ সময় আরো উপস্হিত ছিলেন- আওয়ামীলীগ নেতা জুলমত আলী(টুনু), ৪নং ওয়ার্ড পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মোঃ তোবারক হোসেন (কামাল), ধামরাই বড় বাজার দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক- ও ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল চন্দ্র পাল (শিক্ষক) ,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান(হাফিজ) ও হারুন-অর রশিদ (রোকন) , ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শ্রী দুলাল চন্দ্র সরকার, ,শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ এর সম্পাদক ধামেশ্বর চৈতন্য দাস অধিকারী, শিক্ষক নিমাই চাঁদ সন্ন্যাসী,নিতাই চাঁদ সন্ন্যাসী,অপু পাল, যুবলীগ নেতা

গার্নেল,আকরাম,পান্নু,মন্দির কমিটির কর্মকর্তা,সদস্যবৃন্দ ও উপস্হিত ভক্তবৃন্দ।প্রধান অতিথি- তার বক্তব্যে বলেন বৃন্দাবন মন্দিরের অন্নকূট ও দ্বীপদান উৎসবে এসে আমার খুবই ভালো লাগছে। আপনারা মন্দিরের কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করে যাবেন, ।

মন্দিরের উন্নয়নমূলক কাজে আমার সহায়তার প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরের উন্নয়নে আমার সাধ্যমতে সর্বাত্নক আন্তরিক সহযোগিতা করব।

সর্বশেষ আপডেট...