ধামরাইয়ে শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে বাৎসরিক অন্নকূট ও দ্বীপদান উৎসব-২০১৯ অনুষ্ঠিত।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) :ধামরাই পৌরসভায় পৌর শহরের উত্তরপাতা (বড় বাজার) ঐতিহ্যবাহী শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ আয়োজিত ও শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় বাৎসরিক দিনব্যাপী অন্নকূট ও দ্বীপদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি- হিসেবে উপস্হিত ছিলেন- ধামরাইয়ের মা,মাটি মানুষের নেতা, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি- ,ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।বিশেষ অতিথি- হিসেবে উপস্হিত ছিলেন – ড. সুমন সাহা (সদাযোগী গবিন্দ দাস) সহযোগী অধ্যাপক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ।

ডাঃ বিশ্বজিৎ সাহা,এমবিবিএস (বারডেম,ঢাকা)ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ মিজানুর রহমান (মিজান),ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,মহিলা ভাইস-চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলালীগের আইনবিষয়ক সম্পাদক- এডভোকেট সোহানা জেসমীন (মুক্তা), ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ (লাল্টু), ধামরাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মশিউর রহমান (জানু), ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ধামরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- মোঃ শহীদুল্লাহ, পৌর কাউন্সিলর ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী।

সভাপতিত্ব করেন- শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ (ধামরাই) এর সভাপতি- মধুসূদন কৃপাদাস অধিকারী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন— শ্রীশ্রী হরেকৃ্ষ্ণ নামহট্ট সংঘ (ধামরাই) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক- সাংবাদিক রনজিত কুমার পাল(বাবু)এ সময় আরো উপস্হিত ছিলেন- আওয়ামীলীগ নেতা জুলমত আলী(টুনু), ৪নং ওয়ার্ড পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মোঃ তোবারক হোসেন (কামাল), ধামরাই বড় বাজার দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক- ও ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল চন্দ্র পাল (শিক্ষক) ,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান(হাফিজ) ও হারুন-অর রশিদ (রোকন) , ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শ্রী দুলাল চন্দ্র সরকার, ,শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ এর সম্পাদক ধামেশ্বর চৈতন্য দাস অধিকারী, শিক্ষক নিমাই চাঁদ সন্ন্যাসী,নিতাই চাঁদ সন্ন্যাসী,অপু পাল, যুবলীগ নেতা

গার্নেল,আকরাম,পান্নু,মন্দির কমিটির কর্মকর্তা,সদস্যবৃন্দ ও উপস্হিত ভক্তবৃন্দ।প্রধান অতিথি- তার বক্তব্যে বলেন বৃন্দাবন মন্দিরের অন্নকূট ও দ্বীপদান উৎসবে এসে আমার খুবই ভালো লাগছে। আপনারা মন্দিরের কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করে যাবেন, ।

মন্দিরের উন্নয়নমূলক কাজে আমার সহায়তার প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরের উন্নয়নে আমার সাধ্যমতে সর্বাত্নক আন্তরিক সহযোগিতা করব।