17 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

মাগুরায় গলায় ফাঁস দিয়ে নব দম্পতির আত্মহত্যা ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে একই সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নীরব বিশ্বাস (২০) ও শ্রাবণী বিশ্বাস (১৮) নামে এক দম্পতি। মঙ্গলবার রাতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নীরব বিশ্বাসের সাথে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবণী বিশ্বাসের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে গত তিন সপ্তাহ আগে তারা পরিবারের লোকজনদের না বলে নিজেরা তাদের ইচ্ছা বিয়ে করে। নীরবরের বাড়ি থেকে এ বিয়ে মেনে নিলেও শ্রাবণীর পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি।

এলাকাবাসী ধারণা করেছেন , মেয়ের বাড়ি থেকে বিয়ে মেনে না নিয়ে উল্টো নানা রকম ঝামেলা সৃষ্টির করার কারণেই তারা রাগে-ক্ষোভে উভয়ই এক সাথে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সংবাদ পেয়ে মাগুরার থানার পুলিশ ঔইরাতে রাঘবদাইড় গ্রামের নীরব বিশ্বাসের বাড়িতে পৌছে ঘরের আড়ার সাথে শাড়ি বাঁধা গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দু’জনের লাশ উদ্ধার করা হয়।

লাশ দুটি ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

জাবিতে ২১ শে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ ২০০৪ সালের ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি ) ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ শে আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং তা শহীদ মিনার চত্বর হয়ে মহুয়া তলায় শেষ হয়।
উল্লেখ্য যে, বিক্ষোভ মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি ) ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে জাবি ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, “তৎকালীন বিএনপি – জামায়াত জোট সরকারের মদদে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ওই সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।

ঐ হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়াও আহত হন আরো ৪০০ দলীয় নেতা-কর্মী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ-কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

তাই আমরা তীব্র দাবি জানাচ্ছি, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রধান আসামি বিএনপির তারেক জিয়া, লুৎফর রহমান বাবর সহ অন্যান্য জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দিতে হবে।”

সাভারে স্বপন সাহা নামের এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃওরা ভিডিও ।

শরীফ বিশেষ প্রতিবেদক ঃ সাভারে স্বপন সাহা নামের (৪২) এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃওরা। এঘটনায় ওই মুদি ব্যবসায়ীর পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছেন দুর্বৃওরা। মুক্তিপণের টাকা সময় মত না দিলে তাকে হত্যা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন অপহরণ কারীরা।

স্বপন সাহার স্ত্রী দ্বিপালী সাহা বলেন তার স্বামী স্বপন সাহা গেল ১৮ আগষ্ট সাভারের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বের হলে তাকে অপহরণ করেন দুর্বৃওরা। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণ কারীরা। মুক্তিপণের টাকা সময় মত না দিলে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছে অপহরণকারীরা। এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দ্বিপালী সাহা।

এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য এ এফ এম সায়েদ বলেন অপহৃতকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাভারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৯৭ বোতল ফেন্সিডিল সহ আটক ২-ভিডিও ।

বিপ্লব সাভার ঃ সাভারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সিপিসি ২ নবীনগর ক্যাম্প টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাওয়ার কুমারজানী এলাকা থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিল একটি পাথর ভর্তি ট্রাকসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার সকালে ফিন্সিডিল গুলো উদ্ধার করে তারা।

র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান গেল রাতে একটি পাথর ভর্তি ট্রাক চাঁপাই নবাবগঞ্জ হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন পরে গোপন সংবাদের ভিতিত্বে র‌্যাব ৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাওয়ার কুমারজানী এলাকা থেকে ট্রাকটি আটক করে এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান মিন্টু (৩২) ও গোলাম মোস্তফা (৪২ কে আটক করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশিচত করেছেন।

দুই মাদক ব্যবসায়ীকে মির্জাপুর থানায় মামলা দায়ের করে পাঠানো হয়েছে তাদেরকে।

সাভারের আশুলিয়ায় একটি মার্কেটের ১৪ টি দোকানপাট ভাঙচুর ও লুটপাট ভিডিও ।

শরীফ বিশেষ প্রতিবেদক সাভার ঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় একটি মার্কেটের ১৪ টি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃওরা।

বুধবার ভোর রাতে আশুলিয়ার ঘোড়াপির মাজার এলাকায় এঘটনা ঘটে। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব ৪ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় গেল বছর গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির আহমেদ ঘোড়াপির মাজার এলাকায় ১৫ শতাংশ জমিতে একটি মার্কেট করে ৩০টি দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলো এর জের নিজেদের দাবি করে ভোররাতে গণস্বাস্থ্য কেন্দ্র ভেকু দিয়ে ওই মার্কেটের ১৪ টি দোকান ও একটি হোটেলে ভাঙচুর করে মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় দুর্বৃওরা । এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব ৪ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এদিকে ওই মার্কেটের ও হোটেলের কয়েকজন কর্মচারীকে গণস্বাস্থ কেন্দ্র কর্তৃপক্ষ গাছের সাথে বেধে মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু।

“পথশিশুদের নিয়ে দেবা’র জন্মদিন পালন”

রহমান – বিশেষ প্রতিবেদক ঢাকা ঃ দীর্ঘ ৬ বছর ধরে দেশের মাটি ছেড়ে সুদূর কানাডা থাকেন দেবাশিষ। যার ডাক নাম “দেবা”। দেশের প্রতি শতভাগ মায়া মমতা থাকলেও জীবনের প্রয়োজনে প্রবাসে থাকে দেবা। অভিমান তার, “বাবা-মা ভুলে যেত তার জন্মদিনের কথা।

” এছাড়াও জাঁকজমক ভাবে এসব বিশেষ দিন সেলিব্রেট করা পছন্দ না দেবার। কারণ তার ভালোবাসার জায়গাটি যে দখল করে আছে পথশিশু ও বৃদ্ধাশ্রমের অহেলায় থাকা মানুষগুলো। এবার ২০ আগস্ট তার জন্মদিনটিও পালিত হয় একটু ব্যাতিক্রমভাবে। যা তার সারা জীবনের সবচেয়ে আনন্দের একটি দিন হিসেবে গেথে থাকবে।

সদঘাটের এক দল সুবিধাবঞ্চিত পথ শিশু হয় তার জন্মদিনের অতিথি। তার ভালোবাসার মানুষগুলোর কথা বিবেচনা করেই এই চমক দেয় তার সবচেয়ে প্রিয় বন্ধু কণা।

২০ আগস্ট মঙ্গলবার দুপুরে এক দল পথশিশুদের নিয়ে বিশেষ খাবারের আয়োজন করে দেবকে চমকে দেন তার বন্ধু কণা। কেক কেটে বিশেষ খাওয়া দাওয়ার মাধ্যমে দুপুরে শুরু হয় জন্ম দিনের আনুষ্ঠানিকতা। এছাড়াও অবহেলিত শিশুগুলোকে আপন করে নিয়ে ছবি তোলা, গল্প করা ও হাসি আনন্দের মধ্য দিয়ে কাটে দেবা-কণার বিশেষ দিন। তাদের ভাষায়, এমন করে নিজেদের প্রতিটি বিশেষ দিন ও উৎসব যেন কাটে সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে নিয়ে।

অসহায় দরিদ্র বলে কোন শিশু যেন সমাজে অবহেলিত না হয়। নিজেদের পরিবারের সদস্যদের মত বছরের অন্তত বিশেষ একটি দিন ও উৎসব যেন সবাই পালন করেন এসব অসহায় মানুষদের সাথে, এমনটাই প্রত্যাশা কণা-দেবা’র।

রাণীশংকৈলে সাদ পন্থিদের “ইজতেমা” ঠেকাতে জুবায়ের পন্থিদের মানববন্ধন ।

রানীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কের উপর ২০ আগষ্ট মঙ্গলবার জেলা ইজতেমার সাদ পন্থিদের বিরুদ্ধে এক মানব বন্ধন পালন করেন জুবায়ের পন্থি সমর্থকরা।

আগামী ২২ আগস্টে অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী জেলা ইজতেমা ঠেকাতে মাওলানা জুবায়ের পন্থীরা ঠাকুরগাঁও জেলা ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদির ব্যানারে মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তরা বলেন তাবলীগ জামাতের বিতর্কিত ব্যক্তি সাদ পন্থীরা জেলা ইজতেমা যেন না করতে পারে এজন্য প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও যদি সেখানে ইজতেমা হয় প্রয়োজনে মাথার পাগরি কোমরে বেঁধে আমরা প্রতিহত করবো।

চট্রগ্রামের হাটহাজারী থেকে আল্লামা শফি সাহেবকে এনে গণজামায়েত করা হবে। মানববন্ধনে এমন বক্তব্য রাখেন, নেকমরদ ওলামা পরিষদ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, ওলামাদের মুরব্বী মাহমুদুল্লাহ, লাহিড়ী জামে মসজিদের খতিব মজিবুর রহমান। পীরগঞ্জ ইমাম ওলামা পরিষদ সম্পাদক নুরুজাম্মানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও মারাক্কাজ মসজিদের ইমাম জামিল আহাম্মেদ, তাবলীগ জামাতের জেলা জিম্মাদার বদরুজাম্মান কামাল, প্রারম্ভিক বক্তা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা ইমাম ওলামা পরিষদ সভাপতি উবাইদুল মতিন প্রমূখ।
তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী (২২-২৪ আগষ্ট) জেলা ইজতেমা করতে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করছে সাদ পন্থী তাবলীগ জামাতের সমর্থকরা।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন ইজতেমা ব্যাপারে অনুমতি দেওয়ার মালিক জেলা প্রশাসক মহোদয়। তবে আইনশৃংখলা রক্ষার্থে সজাগ সর্তক অবস্থানে আমরা রয়েছি।

মৌলভীবাজারের র‌্যাংস শো-রুমেকে ভোক্তা অধিকারে অভিযোগের প্রেক্ষিতে জরিমানা ১০ হাজার টাকা ।

জিতু তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোড, বেরীরপাড়ে অবস্থিত র‌্যাংস ইন্ডাস্ট্রিজ লিঃ এর শো-রুমে RANGS SAMSUNG TOSHIBA নামক প্রতিষ্ঠান থেকে ১টি ফ্রিজ ক্রয় করেন।

ফ্রিজ টি বাসায় আনার ব্যবহারে ৭ দিনের মাথায় যথাযথ ভাবে কাজ না করায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে জানালেও তারা ফ্রিজটি ঠিক করতে কালক্ষেপন করেন এবং আবদুল হামিদ মাহবুব নতুন আরেকটি ফ্রিজ কিনতে বাধ্য হন। অভিযোগকারী যথাযথ ভাবে সেবা না পাওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ২০ আগষ্ট তারিখে র‌্যাংস ইন্ডাস্ট্রিজ লিঃ এর উক্ত শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা এবং নিম্নমানের ফ্রিজটি পরিবর্তন করে নতুন ফ্রিজ বাসায় পৌছে দেওয়ার আদেশ দেওয়া হয়।

আদায়কৃত জরিমানার ১০ হাজার টাকার ২৫% টাকা, ২ হাজার ৫ শত টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়।

মৌলভীবাজার সদরে ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্টানের । জরিমানা

জিতু তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার পুরাতন হাসপাতাল রোড, বেরীরচর, পশ্চিমবাজার, গুলবাগ রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছ্।

২০ আগস্ট মঙ্গলবার বিকাল ২:৩০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কুমার রায় ও সদর মডেল থানার পুলিশ র্ফোস।

ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। অভিযানকালে পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত বেøস টাচকে ৩ হাজার টাকা, বেরীরচরে অবস্থিত রাহুল ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

মায়ের চিকিৎসা করাতে এসে-ডাক্তারের ধ’র্ষণের শিকার তরুণী ।

আশিকুর রহমান বিশেষ প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তরুণীকে (১৭) ধ’র্ষণের অভিযোগে রফিকুল ইসলাম অপু (৪০) নামে এক দন্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পু’লিশ।

সোমবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে চিকিৎসক অপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপু ফতুল্লার পঞ্চবটির মামুন মার্কেটের একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পু’লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ফতুল্লার পঞ্চবটি রোশন হউজিং এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন ধ’র্ষণের শিকার তরুণী। মায়ের দাঁতের সমস্যা নিয়ে পঞ্চবটির মামুন মার্কেটের একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসার জন্য যান তিনি।

চিকিৎসা করাতে গিয়ে ক্লিনিকের চিকিৎসক রফিকুল ইসলাম অপুর কুনজর পড়ে তরুণীর ওপর। তখন চিকিৎসক অপু তরুণীর মাকে জানায় আপনার মেয়েকে পছন্দ হয়েছে আমার। তাকে বিয়ে করতে চাই। এমন প্রস্তাবে তরুণী ও চিকিৎসক অপুর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে শনিবার ওই তরুণীকে ফোনে চেম্বারে ডেকে আনেন অপু। সেখানে তরুণীকে ধ’র্ষণ করেন তিনি।

ওসি আসলাম হোসেন আরও বলেন, ধ’র্ষণের শিকার তরুণীর অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে চিকিৎসক অপুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধ’র্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মা’মলা করেছেন।

সর্বশেষ আপডেট...