29 C
Dhaka, BD
রবিবার, জুলাই ১৩, ২০২৫

ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পার্থ ও সম্পাদক রোহান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে যমুনা টিভির জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসকাব হলরুমে সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রেসক্লাবের সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খাঁন, সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট ও হারুন অর রশীদ ভোট গননা শেষে দুপুরে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে যমুনা টিভির পার্থ সারথী দাস ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির জেলা প্রতিনিধি এস এম জসিম পেয়েছেন ৭ ভোট। অপরদিকে মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসির জেলা প্রতিনিধি নবীন হাসান পেয়েছেন ৬ ভোট।

সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও সহ-সভাপতি পদে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো: সামসুজ্জোহা নির্বাচিত হয়েছেন।

এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের রাণীশংকৈল প্রতিনিধি ফারুক হোসেন , অর্থ ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, নির্বাহী সদস্য পদে আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা-তু-সগুরা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু তাদের ধন্যবাদ এবং বিজয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপন ও আলোচনা সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ “খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবুজ আন্দোলনের উপজেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী ও ৪থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই উপজেলা শাখার সভাপতি আফসার খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস খান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারীসহ অন্যান্যরা।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে শ্রমিকের আকস্মিক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বজ্রপাতে পিয়ার আলী(১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাঁড়ি গ্রামের মাঠে এ বজ্রপাত ঘটে। পিয়ার আলী উপজেলার মানিকখাঁড়ি গ্রামের সলেমান আলীর ছেলে।
তিনি কৃষি জমিতে শ্রমিকের কাজ করছিল। আহতরা হলেন, একই গ্রামের তসলিমউদ্দিনের ছেলে মহসিন আলী(২৫),আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী(২৮) ও জবিবর রহমানের ছেলে আব্দুল হক(২৫)।

স্থানীয়রা জানায়, ওইদিন কৃষি কাজের জন্য ৮ জন কৃষি শ্রমিক মাঠে কাজ করছিল।
এ সময় প্রচণ্ড হঠাৎ বজ্রপাত ঘটলে পিয়ার আলী ঘটনাস্থলেই মারা যান। অপর ৩ জন শ্রমিক আহত হন এবং এদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বজ্রপাতে শ্রমিকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস পালিত

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস পালিত হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) বিকালে চন্দ্রা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এই সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন মোড়ল,অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শিকদার মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম,পৌর পেনেল মেয়র খাত্তাব মোল্লা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন,উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সাধারন সম্পাদক আজমত হোসেন, শ্রীফলতলী উনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা,পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার,ফরহাদ মন্ডলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজি; অভিযোগের ১ মাসেও উদঘাটন হয়নি আসল রহস্য

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় পৃথক ৩ টি অজ্ঞাতনামা মামলার ভয়ে কিছুদিন ধরে চলছিল ওসি পরিচয়ে চাঁদাবাজি। অভিযোগের মাসখানেক পেরিয়ে গেলেও উদঘাটন হয়নি আসল রহস্য, ক্ষোভ স্থানীয়দের।

গত ২৭ জুলাই উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমানসহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেফতার আতংঙ্কে রয়েছে এলাকাবাসী।
এ সুযোগে ওসি পরিচয়ে কিছু লোকের কাছে মামলা থেকে রেহাই পেতে মোবাইলে চাঁদাবাজি করা হয়।

সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বাবুল হোসেনকে মামলার ভয় দেখিয়ে ওসি পরিচয়ে গত ১ আগষ্ঠ মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে যে, ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এক্ষুনি বিকাশে টাকা দে নতুবা তোকে ও তোর লোকজনকে অজ্ঞাত মামলার আসামী বানাবো। মামলা থেকে রেহাই পেতে বাবুল বিকাশে ২৬ হাজার টাকা দেয়। এমনি ভাবে খড়রা গ্রামের হাকিমের পুত্র রুহুলকেও ওসি পরিচয়ে ২০ হাজার টাকা দাবী করে। আলমের কাছেও মামলার ভয়দেখিয়ে ০১৭৭৩৭১৮০৪১ নং মোবাইলে ফোন দিয়ে ০১৭৬৪৭৫৯১৩৫ নং বিকাশে ১০ হাজার টাকা দাবী করে।

এঘটনায় ইউপি সদস্য বাবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ১ মাস পার হলেও পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।

অভিযোগকারী ইউপি সদস্য বাবুল হোসেন মুঠেফোনে বলেন, আমি থানায় অভিযোগ করেছি এরপর আর কিছু জানিনা। তবে পুলিশও আমাকে কোনদিন থানায় ডাকেনি এবং কিছু বলেওনি।

এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগটি জিডিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে তিনি মামলা না করায় ওসি পরিচয়ে প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

তবে তারা নীলফামারী জেলার লোক বলে নিশ্চিত হওয়া গেছে।

বংশাল থানা ৩২ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বংশাল থানা ৩২ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বিকাল ৪ ঘটিকার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগ আয়োজিত কোরআন খতম, মিলাদ মাহফিল ও মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর দিক নির্দেশনায় ১৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। প্রধান অতিথির বক্তব্যে মাইন উদ্দিন রানা বলে রাস্ট্র নায়ক শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর ৭৫ টিকে ওয়ার্ডে ত্রান সামগ্রী বিতরন করে আসছে এবং যে কোন সংকটে যুবলীগ দক্ষিন রাজপথে থাকবে।

প্রধান বক্তার বক্তব্য ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন রাস্ট্র নায়ক শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হিসেবে যুবলীগ দক্ষিন রাজপথে যুবলীগ এর চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর নেতৃত্ব সবসময় ছিল, আছে এবং থাকবে।

বিশেষ অতিথিঃ ঢাকা মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক আবদুর রহমান, বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাদল, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী এম.এ মান্নান, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল, সহ সভাপতি মুহাম্মদ মাহাবুবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ ত্র্যান ও সমাজ কল্যান সম্পাদক শাহজালাল রিপন, উপ কৃষি ও সমবায় সম্পাদক নজরুল ইসলাম সরকার, সহ সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন দেওয়ান রাজু, এআর বাচ্চু, সহ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেনঃ মোঃ বাপ্পি হাসান মুরাদ, সাধারণ সম্পাদক ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ।

রাণীশংকৈলে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাদ পড়া তিন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধাররণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

এ সময় সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,নির্বাচন কর্মকর্তা নূর এ আলম, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, জীতেন্দ্রনাথ বর্মণ, মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন, মোবারক আলী, উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, হুমায়ুন কবির, প্রেসক্লাব সম্পাদক আজাদ আলী ও মাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ইউএনও স্বাগত বক্তব্য দেন। এরপরই তিনি উপস্থিত সকল ইউপি সদস্যদের লিখিত শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর ইউএনও ইউপি সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা আজকে জনগনের প্রত্যক্ষ ভোটে জনপ্রতি নির্বাচিত হয়েছেন। আপনাদের দায়িত্ব অনেক। সে দায়িত্ব যথাযথভাবে পালন করে আপনারা সংশ্লিষ্ট ওয়ার্ডের জনগনকে সেবা দিয়ে যাবেন।

তবে, আমি গুরুত্ব দিয়ে বলছি, আপনাদের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো জন্ম ও মৃত্যু সনদপ্রদান নিশ্চিত করা।’

ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য দেন- বাচোর ইউপির সদস্য তুফান শরী, হোসেনগাও ইউপির তফিজুল ইসলাম ও তার মেয়ে পেয়ারা খাতুন, হামিদুর রহমান এবং আলাউদ্দিন প্রমুখ।

তারা সবাই তাদের বক্তব্যে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন স্বচ্ছ ও সঠিক হয়েছে বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত: গত ২৭ জুলাই রাণীশংকৈল উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে বাদ থাকা তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সাভারে সমকামী কলেজ শিক্ষককে প্রত্যারের দাবীতে শিক্ষার্থীদের ক্লাজ বর্জন, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:সাভারের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাভার মডেল কলেজের সমকামী শিক্ষক রমজান আলীকে প্রত্যাহার করে তার স্থানে দায়িত্ব পালনকারী মোঃ আবু সাঈদকে বহাল রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এছাড়া কলেজটির অর্থনিতি বিভাগের শোকজ করা শিক্ষক আসাদুজ্জামান জিমকেও স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছে তারা। রবিবার সকালে কলেজটির অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করে এসব দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সমকামীতার অভিযোগে বরখাস্তকৃত শিক্ষক রমজান আলীকে দিয়ে ক্লাজ করানোর বিষয়ে আমরা প্রতিবাদ করলে কলেজের অন্যান্য শিক্ষকরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা আমাদের বাসায় নালিশ করেছে এবং মিথ্যা অপবাদ দিয়ে ইতিহাস শিক্ষক মুস্তাফিজ আমাদের সম্মানহানির কথা বলেছে। আমরা প্রতিবাদ করায় কলেজ থেকে টিসি দিয়ে দেয়ার হুমকি দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ যার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ প্রমানিত হওয়ায় বরখান্ত করা হয়েছে তাকেই কেন আবার কলেজ কর্র্তৃপক্ষ নিয়ে এসেছে। এছাড়া আমাদের প্রিয় শিক্ষকদের বের করে দিয়ে রাজনৈতিকভাবে নতুন লোজনদের নিয়োগ দেয়ার পায়তারা করা হচ্ছে। অন্যদিকে একজন রেপিষ্ট যদি কলেজে শিক্ষকতায় ফিরে আসে তাহলে আমরা নিজেদেরকে কিভাবে নিরাপদ মনে করবো। আমাদের কোন সেফটি নাই। এই স্যারদের ব্যবহার এতো খারাপ কলেজে সবার সামনে অপমান করার পর বাসায় বিচার দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীর কলেজে আসা বন্ধ হয়ে গেছে।

কলেজটির সহকারী অধ্যাপক মোঃ মুনসুর আলী বলেন, ২০০৮ সালে ইসমাইল নামে এক শিক্ষার্থী টেস্ট পরিক্ষায় ফেল করায় তাকে বাসায় নিয়ে বলাৎকারের চেষ্টা চালায় কলেজটির শিক্ষক রমজান আলী। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিষয়টি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে আবেদন করলে সেটি বোর্ডে পাঠানো। পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ওই ঘটনার সত্যতার পাশাপাশি আরও বেশ কয়েকজন ছাত্রের সাথে একই ঘটনার ঘটানোর অভিযোগ পাওয়া যায়। এঘটনায় অভিযুক্ত রমজান আলীকে চিঠি দিয়ে তার বক্তব্য জানতে চাই। কিন্তু তিনি কলেজে না এসে নিন্ম আদালতে একটি মামলা দায়ের করেন। আমরা মামলাটির জবাব দেই এবং সে হাজিরা না দেয়ার কারনে মামলাটি খারিজ হয়ে যায়। সে পরবর্তীতে আরও একটি মামলা করেছে যা বর্তমানে সুপ্রিমকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে। এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বোর্ডের দেয়া নির্দেশনা অমান্য করে এবং জৈষ্ঠতা লঙ্ঘন করে দ্বিতিয় বারের মতো দিলারা খানম নামে এক শিক্ষককে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছেন। এই সুযোগে রমজান আলী বোর্ড থেকে নাকি একটা চিঠি নিয়ে এসে কলেজে যোগদান করেছেন। কিন্তু আমরা সে চিঠি আমরা দেখিনি। এছাড়া যেহেতু তার দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে সেটা নিষ্পত্তি হওয়ার আগে কি করে রমজান আলী কলেজে যোগদান করেছেন সেটিও প্রশ্নবিদ্ধ। আজকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে। যেখানে একজন সমকামী শিক্ষকের কাছে ছাত্ররাই নিরাপদ নয়, সেখানে ছাত্রীরা কিভাবে তার কাছে নিরাপদ এটা আপনাদের কাছে প্রশ্ন রইলো।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ দিলারা খানম বলেন, আমি সকালে কলেজে আসার পর একটি ক্লাস হয়েছে। পরবর্তীতে দেখি কলেজে স্যার নাই এবং শিক্ষার্থীরা বাহিরে ঘুরাঘুরি করছে। এছাড়া শিক্ষার্থীরা যেসব দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে সে বিষয়টি আমাকে জানায়নি। অন্যদিকে ১৪ বছর আগে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে রমজান আলীকে বরখাস্তের বিষয়টি এখন কিভাবে শিক্ষার্থীরা জানলো সেই প্রশ্ন তোলেন। এজন্য তিনি কলেজের ভিতরে গ্রুপিং রয়েছে দাবি করে বলেন প্রতিপক্ষই শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে।

কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে সিনাবহ উচ্চ বিদ্যালয় মাঠে মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুল্লাহ বেলালী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড:আ,ক,ম,মোজাম্মেল হক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,  গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিনসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাণীশংকৈলে ৪১ পিস ইয়াবা উদ্ধার; মাদক ব্যবসায়ী পলাতক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা মাদক বিরোধী অভিযানের একটি টাস্কফোর্স টিম গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামের শওকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী হামিদুর রহমানের বাড়ি থেকে ৪১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় হামিদুর (৩৭) টের পেয়ে পালিয়ে যায় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়, উপপরিদর্শক আজাহারুল ইসলাম ও থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।

থানা সূত্রমতে ঘটনার দিন অভিযান পরিচলনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে হামিদুরের বাড়ি ঘেরাও করে। টের পেয়ে মাদক ব্যবসায়ি হামিদুর পালিয়ে যায়। পরে তার নিজ শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে শো কেসের ড্রয়ার থেকে নীল পলিথিনে মোড়ানো ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে হামিদুর রহমানের নামে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও স্যারসহ মাদক বিরোধী ট্রাস্কফোর্স টিমের অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে। মাদক বিক্রেতার নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ আপডেট...