15.9 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত : শিক্ষার্থীদের সড়ক অবরোধ গাড়িতে অগ্নিসংযোগ।

যশোর-বেনাপোল মহা সড়কের নাভারণ বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বুধবার সকাল ৮টার সময় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বিদ্যালয়ের তিন শির্ক্ষ্থাী গুরুতর আহত হয়েছে।

এদের মধ্যে দুইজন শিক্ষাথীর অবস্থা আশংখাজনক হওয়ায় তাদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে।আহতরা হলেন, নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আবু বক্কারের মেয়ে এবং বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী শামীয়া আক্তার এবং একই গ্রামের মাষ্টার রফিকুলের মেয়ে নিপা আক্তার সে একই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। এ ঘটনায় বুরুজবাগান পাপইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ এবং ঘাতক গাড়িটিকে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়।

খবর পেয়ে তাতক্ষনিক ভাবে শার্শা ও বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছিয়ে প্রতিবাদী শিক্ষার্থীদেরকে সান্তনা দেন এবং ঘটনাটি সুষ্ঠ তদন্তের জন্য আশ^স্ত করেন। বেনাপোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের বেনাপোল স্টেশন মাষ্টার তৈহিদুর রহমান জানান, খবর পেয়ে তাতক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়েছি না হলে আরো বড়ো ধরনের ঘটনা ঘটতে পারতো। এসময় শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মÐল জানান, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নিরাপদ সড়ক ও যশোর বেনাপোল সড়কের ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ গাছ সহ সড়কের দুই ধারের গাছ কর্তন করে রাস্তা প্রশস্ত করা সহ সকল কার্য্যক্রম দ্রুত কার্যকর করা হবে।

রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকায় বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রক্টোরিয়াল বডির আশ্বাসে তারা বিক্ষোভ বন্ধ করেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
আন্দোলনে ৮ দফা দাবি জানানো হয়। তাদের দাবিগুলো হলো- আবরারের ‘হত্যাকারী’কে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া, জাবালে নূরের সকল বাস বন্ধ করা, রাস্তায় রাস্তায় চেকিং সিস্টেম বন্ধ করা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্টপেজ রাখা, প্রত্যেক বাস চালকের ছবি এবং লাইসেন্স শো করা, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভারব্রিজ নির্মাণ এবং প্রতিটি জেব্রা ক্রসিংয়ের পাশে সিসি ক্যামেরার ব্যবস্থা করা।

এর আগে একই দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করে লোকপ্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা অভিযুক্ত বাস চালকের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান।

যুবলীগ দক্ষিনের ওবায়দুল কাদেরের জন্য দোয়া ।

ওবায়দুল কাদেরের ওপেনহার্ট সার্জারি সফলতা কামনা করে যুবলীগ দক্ষিনের কোরআন খানি ও বিশেষ দোয়া

আাওয়মীলীগ সাধারন সম্পাদক এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আজা সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওপেন হার্ট সার্জারি চলছে, তার অপারেশনের সফলতা কামনা ও দ্রুত সুস্থ হয়ে যেন বাংলাদেশে ফিরে এসে দেশ এবং জনগনের সেবা করতে পারে এজন্য গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়াএবং গুলিস্তান মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতমের ব্যাবস্থা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকামহানগর দক্ষিন এর সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

আদ্য রোজ বুধবার বাদ যোহর, ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি যেন সফল ভাবে সম্পন্ন হয় এবং তিনি অতিসত্বর সুস্থভাবে দেশের মাটিতে ফিরে আসেন এই দোয়া কামনা করেন গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি মাওলানা আলহাজ্ব মুজামমিল হোসেন এসময় শত মুসল্লি ও মাদ্রাসার ছাএরা দোয়ায় শরিক হন ।

বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত-১২ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে । নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী।

পুলিশের গুলশান জোনের এডিসি আবদুল আহাদ বলেন, সকালে বসুন্ধরা গেটে সু-প্রভাত পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়  । ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ । নিহতের লাশ কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সহপাঠী নিহতের খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বসুন্ধরা গেট এলাকা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।পুরো এলাকা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে। শিক্ষার্থীদের অবরোধ নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বেলা ১১টার কিছু পরে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বাসচালকের শাস্তি নিশ্চিত করা ও নিহত শিক্ষার্থীর নামে সেখানে একটি পদচারী-সেতু নির্মাণের আশ্বাস দেন। তবে মেয়রের এই আশ্বাসে সাড়া দেননি অবরোধকারীরা।

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রোববার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে ৫ম বারের মতো ট্রাফিক সপ্তাহ। এরইমধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

রাজশাহীতে রেলের জমির অবৈধ উচ্ছেদ শুরু

রাজশাহীতে রেলের জমিতে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সকাল থেকে এই অভিযান শুরু হয়। নগরীর রাজপাড়া থানার চারখুটা মোড় থেকে রেললাইনের দুই ধারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

এরপর পর্যায়ক্রমে নগরীর রেলগেট পর্যন্ত এ অভিযান চালানোর কথা রয়েছে। এদিকে সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরুর পর অনেকেই পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ সময় কয়েক দফা উচ্ছেদ পরিচালনাকারীদের বাধার মুখে পড়তে হয়। নগরীর কোর্ট স্টেশন, বহরমপুর মোড়সহ বিভিন্ন এলাকার শত শত লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেন।

দুপুরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উচ্ছেদ অভিযান চলাকালে বস্তিতে বসবাসকারীরা বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ সহায়তা করছে। এদিকে কোর্ট স্টেশন ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বিভিন্ন অবৈধ স্থাপনা বুলড্রোজার দিয়ে ভেঙে দেয়া হয়।
পশ্চিমাঞ্চল রেলের ভূ-সম্পত্তি বিভাগের প্রধান আব্দুল মান্নান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ওই দুটি এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দুই দিন এই উচ্ছেদ অভিযান চলার কথা রয়েছে। তবে প্রয়োজনে এই উচ্ছেদ অভিযানের মেয়াদ বাড়ানো হবে।

এর আগে গত ১২ মার্চ বিজ্ঞপ্তির পাশাপাশি মাইকিং করে রেলের জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ও দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে দখলকারীদের ১৯ মার্চ পর্যন্ত সময় বেধে দেয়া হয়।

যশোর-বেনাপোল সড়কের পুরাতন জীর্ণ, অকার্যকর গাছ অপসারণ ও ৬ লেনের দাবীতে সংবাদ বিফ্রিং

যশোর-বেনাপোল সড়কের পুরাতন জীর্ণ, অকার্যকর গাছ অপসারণ ও ৬ লেনের দাবীতে যশোর প্রেসক্লাব ও বেনাপোল সাংবাদিকদের সাথে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সহ বেনাপোল বন্দর ব্যবহার কারী বিভিন্ন সংগঠনের সংবাদ বিফ্রিং মঙ্গলবার দুপুর দেড়টায় সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নিজস্ব ভবনে অনুষ্টিত হয়।

বেনাপোল বন্দর রক্ষার সংবাদ ব্রিফিং প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, আরও বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সহসভাপতি আলহাজ্ব শামছুর রহমান, দৈনিক কল্যানের বার্তা সম্পাদক আব্দুল ওয়াহাব মুকুল। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কার্যকরী সকল সদস্যবৃন্দ।

সংবাদ বিফ্রিং-এ প্রধান অতিথী বলেন বেনাপোল স্থলবন্দর দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ স্থল বন্দর। ভারতের সাথে অসম বাণিজ্যে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর দেশের সিংহভাগ শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাঃ মালামাল আমদানি হয় এই বন্দর দিয়ে, এবং সার্বিক ভাবে এখানে ৩০ হাজার কোটি টাকার মালামাল আমদানি-রপ্তানী হয় এবং ৫৫০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে। ইতিমধ্যে এ বন্দরটি এশিয়ান হাইওয়ে সাথে সংযুক্ত হয়েছে এবং ৪দেশীয় ট্রানজিট কোরিডোর এই বেনাপোল-পেট্রাপোল।

ভারতের কোলকাতা থেকে বেনাপোল অত্যন্ত সন্নিকটে বিধায় কম সময়ে এবন্দর দিয়ে মালামাল আমদানি করা সম্ভব। প্রতিদিন এই পথে ৮/১০ হাজার পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকে। দু-দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিনাঞ্চলের দীর্ঘ দিনের দাবির কথা বিবেচনা করে কোলকাতা বেনাপোল-খুলনা রূটে সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে।আন্তদেশীয় ঐতিহাসিক ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হয়েছে বেনাপোল বন্দর দিয়ে।

সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলকে রক্ষা করার জন্য বেনাপোল বন্দর ব্যবহার কারী বিভিন্ন সংগঠন গুলো সরকারে কাছে বেশকিছু গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া তুলে ধরেন। সেগুলোর অন্যতম হলো:

যশোর-বেনাপোল সড়কের পুরাতন জীর্ণ এবং অকার্যকর গাছ অপসারন করে সড়কটি আন্তজার্তিক মানের প্রশস্তকরন এবং পরবর্তীতে ৬ লেন করার দাবি।বেনাপোল চিটাগাং,মংলা,পায়রা, বন্দরের ন্যায় পূর্ণাঙ্গ স্থলবন্দর কর্তৃপক্ষ (সতন্ত্র বঙ্গবন্ধু স্থলবন্দর কর্তৃপক্ষ) ঘোষণার দাবি।সকাল ৬.০০ টা হতে রাত ১০:০০ পর্যন্ত পাসপোর্ট যাত্রীদের জন্য ইমিগ্রেশন চালু রাখার দাবি।খুলনা-কোলকাতা মৈত্রী-বন্ধন ট্রেন সার্ভিসে বেনাপোল স্টেশন হতে ২০০ টি সিট বরাদ্দ রাখা জরুরী।

বেনাপোল বাইপাস সড়কের সন্মুখে (ফায়ার সার্ভিসের সম্মুখে) ট্রাফিক আইল্যান্ড রেখে বাইপাসের সাথে মেইন সড়কে ২০ গজ জয়েন্ট সড়ক নির্মান জরুরী। নাভারন ব্রীজের পশ্চিম পার্শ্বে কমপক্ষে ১০/১২ ফিট সড়ক চওড়া করা আবশ্যক (যেহেতু সেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে) গদখালি ব্রীজের পশ্চিম পার্শ্বে এবং বেনেয়ালি বাকে (টার্নিং পয়েন্টে)দক্ষিন পার্শ্বে সড়কটি ৫/৭ ফিট চওড়া করা জরুরী। যশোর চাঁচড়া মোড়ে গোল চত্তরটি ছোট করা এবং দৃষ্টি নন্দন করা সহ সড়কটি চওড়া করা একান্ত প্রয়োজন ।

এই সংবাদ ব্রিফিং-এ যশোর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল, বেনাপোল প্রেসক্লাবের সকল ইলেকট্রনিক্স মিডিয়া,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

শার্শায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু ।

শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী নামক স্থানে ট্রাকের চাপায় লিটন আনছারী (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগুড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন আনছারী বাগআঁচড়া বাগুড়ী গ্রামের সিদ্দীক আনছারীর বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লিটন আনছারী প্রয়োজনীয় কাজে বেলতলা বাজারে যাচ্ছিল। যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে যশোর গামী একটি মুরগীর বাচ্ছা বাহী ট্রাক ( ঢাকা মেট্রো – ট – ১৫-১৭৪৯) একটি রিকশা ভ্যান অতিক্রমের সময় রাস্তার ডানে চাপ দেয়। এ সময় সাতক্ষীরা গামী মটর সাইকেলটি রাস্তার খাদে পড়ে গেলে মটর সাইকেল আরোহী রাস্তার উপর পড়ে যায়।

মুহুত্বের মধ্যে ট্রাকটি মটর সাইকেল আরোহী লিটনের মাথার উপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী লিটন আনছারী ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সুকদেব কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়। পরে নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক টিটু ঘটনাস্থলে যেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে। ততক্ষনে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন পলিটন মিয়া বলেন এ ব্যাপারে একটি নিয়মিত মামলা হবে। এ ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ হয়ে গেলেও নাভারণ হাই ওয়ে পুলিশের দল এসে যান চলাচল স্বাভাবিক করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ময়না তদন্তে পাঠানোর জন্য হাইওয়ে পুলিশ প্রস্তুতি নিচ্ছিল।

মান্দায় আওয়ামী লীগের প্রার্থীদের জয় ।

নওগাঁর মান্দায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সব ক’টি পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন (নৌকা), পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা (ফুটবল)।

সোমবার (১৮মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে উপজেলার ১৪ ইউনিয়নের ১০৮টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টার থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তবে, উপজেলার বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারী ছিল লক্ষ্যনীয়।

উপজেলার ১০৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে সরদার জসিম উদ্দিন ৬৭ হাজার ৮শ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম আহসান হাবিব আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৮শ ২৭ ভোট।চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতাকারী অপর দুইজন প্রার্থীর মধ্যে মোঃ আফজাল হোসেন হেলিকপ্টার প্রতিকে ২ হাজার ৪শ ৭৮ ভোট এবং মোঃ আলতাফ হোসেন লাঙ্গল প্রতিকে ৩ হাজার ৭শ ৮৪ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে গৌতম কুমার মহন্ত (তালা) প্রতিকে ৪৯ হাজার ৬শ ৬৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক (বাল্ব) প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৩শ ১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা সিদ্দিকা রুমা (ফুটবল) প্রতিকে ৬৬ হাজার ২শ ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আরফানা বেগম ফেন্সি (কলস) প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৬১ ভোট।

উল্লেখ্য মান্দা উপজেলার ১৪ ইউনিয়নের ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ২৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৪১৪ জন ও নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৮২৩ জন।

বেনাপোলে পাওনা টাকা আদায় করতে গিয়ে আসামী হলেন বাড়ীওয়ালা ।

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবার বেড় গ্রামের বাসিন্দা বাড়ীওয়ালা মোছাঃ রিপা খাতুন(৩০) ও আলামিন(২৫) পাওনা টাকা আদায় করতে গিয়ে ভাড়াটিয়া কর্তৃক মিথ্যা মামলার স্বীকার হয়েছেন।

বেনাপোল পোর্ট থানা সুত্রে জানা গেছে যে, শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা শাহানাজ খাতুন(৩৫)। শাহানাজ খাতুনের পেশা ছিল ভারত থেকে অবৈধ ভাবে ভারতীয় মালামাল এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বেচাকেনা করা। ভবারবেড় গ্রামটি সীমান্তের কাছাকাছি হওয়ায় তিনি রিপা খাতুনের বাসা ভাড়া নেন এবং দীর্ঘ দিন যাবৎ সেখানে তিনি বসবাস করতে থাকেন।

চতুরাঙ্গ শাহানাজ খাতুন বাড়িওয়ালা রিপা খাতুন ও ভবারবেড় গ্রামের স্থায়ী বাসিন্দা আলামিন এর নিকট থেকে ব্যবসার কথা বলে নগদ ও ভাড়া বাবদ ৬৫ হাজার টাকা গ্রহন করে। দীর্ঘ দিন যাবৎ ব্যবসার ও বাড়ী ভাড়ার টাকা টাকা ফেরত না দিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস করে। বাড়ীওয়ালা রিপা খাতুন ও আলামিন বারবার শাহানাজ খাতুনকে চাওয়া সত্তে¡ও সে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভাবে ছলচাতুরী করতে থাকে।

রিপা খাতুন বলেন,ঘটনার দিন শাহানাজ খাতুন ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসিলে তার সাথে আমার হঠাৎ দেখা হয়ে যায় তখন আমি পাওনা টাকা চাহিলে শাহানাজ খাতুন আমাকে বলে আমার বাসায় এসে কথা বলবে। তিনি আরো জানান, সেই মোতাবেক স্থানীয় বান্দিাদের সামনে শাহানাজ খাতুনের সাথে কথা বলার এক পর্যায়ে রান্না করা হাড়ি পাতিল দিয়ে নিজেই নিজের কপালে আঘাত করতে থাকে। এতে করে আমি ভয়ে বিহম্ব হয়ে পড়ি। তার শাহানাজ খাতুন(ভাড়াটিয়া)চিৎকার চেচামেচি করে সেখান থেকে চলে আসে। পরে আমি জানতে পারি শাহানাজ খাতুন মিথ্যা কার সাজি করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনাকে মিথ্যা সাজিয়ে চালাক চতুর শাহানাজ খাতুন বেনাপোল পোর্ট থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে।

এব্যাপারে শাহানাজ খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন রিপা খাতুন আমার নিকট পাওনা কিছু টাকা পাবে। সে আমাকে রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে স্থানীয় কিছু লোকজন দিয়ে আমাকে মারধর করে। আমি এখন হাসপাতালে ভর্তি আছি এখন আমি আর কোন কথা বলতে পারবো না বলে ফোনের সংযোগ কেটে দেয়।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,ভাড়াটিয়া শাহানাজ খাতুন মিথ্যাবাদী, বাড়িওয়ালা রিপা খাতুনের বাড়িতে মারধরের কোন ঘটনা ঘটেনি।এমন কিছু আমরা চোখে দেখিনি, গ্রামবাসি এই মিথ্যা সাজানো নাটক বলে এই এলাকার সাধার মানুষ জানিয়েছেন।

বেনাপোল আইসিপি বিজিবির অভিযান ১০ হাজার ইউএস ডলার সহ আটক-১

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে বেনাপোল প্যাসেন্জার টার্মিনালে সামনে বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার আমেরিকা ডলার সহ কবির মাতব্বর (৪০)নামে এক পাচারকারীকে আটক করেছে।

আটক পাচারকারী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি এক ইউএস ডলার পাচারকারী বিপুল পরিমান ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

এমন সংবাদে আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও মহিলা সৈনিক জেসমিন সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার ইউএস ডলার সহ কবির মাতব্বর কে হাতেনাতে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান ১০ হাজার ইউএস ডলার সহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...