19 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

সাভারে বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিবস এবং শিশু দিবস পালন ।

সাভারে বর্নাঢ্য আয়োজনে র‌্যালী, আলোচনাসভা, কেক কাটর ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী ডা. এনামুর রহমানকে নিয়ে সাভার উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে হাতি এবং ঘোড়ার গাড়িসহ বাদ্যযন্ত্রের তালে তালে একটি বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি সাভার উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসষ্ট্যান্ড ঘুরে পুনারায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জন্ম দিবস থেকে মৃত্যু দিবস পর্যন্ত বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং নতুন প্রজন্মের শিুশুদেরকে তার আদর্শে অনুপ্রানিত হয়ে সোনার বাংলাদেশ ও নিজেদের জীবন গড়ার আহŸান জানান।

আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশুদিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত এবং কেক কাটা হয়। এরপর দুপুরে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মেলায় বিভিন্ন স্টল, নাগরদোলা, চরকিসত বিনোদনের ব্যবস্থা করা হয়।
অন্যদিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরও বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশুদিবস উপলক্ষে পৃথক কর্মসূচী পালন করেছে। দিনের শুরুতে পরিষদ চত্বরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, আলোচনা সভা ও শতাধিক এতিম শিশু নিয়ে দোয়ামাহফিলের আয়োজন করেন। পরে শিুশুদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

এর আগে তিনি নতুন প্রজন্মের এসব শিশুদেরকে বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে তার জীবনের বিভিন্ন দিত তুলে ধরে আলোচনা করেন।

মহাদেবপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

নওগাঁয় মেহেদীর রং মুছতে না মুছতেই জীবন দিলেন নববধূ শ্রী-মতি উম্মি রানী মন্ডল (২০)। নব-বধূর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নববধূ শ্রী-মতি উম্মি রানী মন্ডল এর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার বাগধানা গ্রামে।

স্থানিয়রা জানান, বাগধানা গ্রামের মৃত প্রুফল্ল্য মন্ডলের ছেলে ও নওহাটামোড় চৌমাশিয়া বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী পরিক্ষীত চন্দ্র মন্ডল (৩০) এর সাথে মাত্র ৫/৬ মাস পূর্বে পত্নীতলা উপজেলার বহবলপুর গ্রামের পল্লী চিকিৎসক শ্রী গকুল চন্দ্রর মেয়ে শ্রী-মতি উম্মি রানী মন্ডল (২০) এর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার ভালই চলছিল এবং স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভালই ছিলো জানিয়ে স্থানিয়রা আরো জানান, ঘটনার দিন শুক্রবার বাড়ির লোকজন আত্বীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে গেলে ও নববধূ শ্রী-মতি উম্মি রানী মন্ডল ও তার এক (পিসি) ফুপু বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ৯ টারদিকে উম্মি রানীর ভাসুর বাড়িতে এলে এসময় মোটর সাইকেলের হর্ন শুনে পিসি (ফুপু) এসে দরজা খুলেদেয়।

এক পর্যায়ে মোটর সাইকেল রাখতে গিয়ে বাড়ির ভেতর নিজ ঘড়ের সামনে বারান্দার চালার বাশের সাথে গলায় রশির ফাঁস লাগানো অবস্থায় শ্রী-মতি উম্মি রানী মন্ডলকে দেখতে পেয়ে ডাক-চিৎকার দিয়ে উঠলে পিসি (ফুপু) সহ প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং রশি খুলে দেখতে পান নববধূ শ্রী-মতি উম্মি রানী মন্ডল মারা গেছেন। এতে তাদের ধারনা গলায় রশির ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন নববধূ শ্রী-মতি উম্মি রানী মন্ডল তবে কেন আত্নহত্যা করলেন এমন কোন কারন জানাতে পারেননি তারা।

ঘটনাটি থানা পুলিশকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে নববধূ শ্রী-মতি উম্মি রানীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ন কবির বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তর রিপোট হাতে পাওয়ার পর কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনে নানা কর্মসূচী আয়োজন ।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালনে নানা কর্মসূচি আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) প্রশাসন ও শাখা ছাত্রলীগ।

রবিবার (১৭ মার্চ) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্চে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচীর কার্যক্রম শুরু হয়।
এরপর সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরপর সকাল ১০ টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও অধ্যাপক আমির হোসেন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়।

ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকি পালন।

‘শুভ শুভ শুভ দিন, শেখ মুজিবুর রহমানের জন্মদিন’এ শ্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্মদিন পালিত হলো।আজ রবিবার (১৭ মার্চ) ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামরাই পৌর শহরের সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১১.৩০ ঘটিকার সময় এক বিরাট আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

ধামরাই , ঢাকা কর্তৃক এই বর্ণিল শিশু-কিশোর সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন ধামরাই উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-২০, ধামরাই আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে ধামরাইকে একটি মডেল ধামরাই হিসেবে ধামরাই বাসির কাছে উপহার দিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির,সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত পুরুষ ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস-চেয়ারম্যান এড.সোহানা জেসমিন মুক্তা,উপজেলা শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন, ধামরাই থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুম খান,ধামরাই থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ও ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হাফিজুর রহমান (হ্যাপী), ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হারুণ-অর রশিদ রোকন, পৌর-যুবলীগের সহ-সভাপতি মোঃআলী খান, সাবেক ভিপি গণবিশ্ববিদ্যালয় ও ধামরাই উপজেলা ছাত্রলীগ মোঃ শামীম হোসেনসহ উপজেলার সকল চেয়ারম্যান ও ধামরাই পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন ।

বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা ।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার নেতৃত্বদেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, পুলিশ সুুপার ইকবাল হোসেন পিপিএম, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জাবিতে হলে নবজাতক সন্তানকে ট্রাংকে রেখে হাসপাতালে গেলেন মা, অবশেষে নবজাতক সন্তানের মৃত্যু!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলের কক্ষে এক ছাত্রী(নবজাতকের মা) কন্যা সন্তান প্রসব করে, এরপর নবজাতক সন্তানটিকে ট্রাঙ্কে তালাবদ্ধ করে হাসপাতালে যায় নবজাতকের মা ।এতে নবজাতক সন্তানটির মৃত্যু ঘটে।

শনিবার দুপুর আড়াইটার (২:৩০) দিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এই ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, নবজাতকের মা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সূত্রে জানা যায়,ঐ ছাত্রী (নবজাতকের মা) তার বান্ধবী ও হল প্রশাসনকে প্রসব বেদনার কথা জানিয়ে সন্তানকে ট্রাঙ্কে তালা দিয়ে মেডিকেলে যায়। পরে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে ওই রুমের একটি ট্রাঙ্কের তালা ভেঙে নবজাতককে উদ্ধার করে মেডিকেলে নেয় প্রশাসন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান বলেন, “ঘটনা শুনে সঙ্গে সঙ্গে হলে যাই।ছাত্রীরা যখন বলছিলো ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। পরে ট্রাঙ্কের তালা ভেঙ্গে বাচ্চাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই”।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানান আলোচনা সমালোচনা চলছে। ওই ছাত্রী বিবাহিত নাকি অবিবাহিত এব্যাপারে কেউ নিশ্চিত হয়ে বলতে পারে নাই। তবে বিভিন্ন সূত্রে জানাগেছে, ঐ ছাত্রী অবিবাহিত।

শনিবার রাত ৯ টা ৪০ মিনিটে নবজাতক সন্তানটি হাসপাতালে মারা যায়। তবে ঐ ছাত্রী (নবজাতকের মা) হাসপাতালে জীবন-মরণ সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা যায়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ,বাফুফের কিরণ গ্রেফতার ।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য মন্তব্য ও কটূক্তি করার মামলায় , বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল তাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে একটি বেসরকারি টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য মন্তব্য এবং কটূক্তির অভিযোগে গত মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মুখ্য মহানগর হাকিম।

এদিকে কিরণের বিরুদ্ধে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। কমিটির আহ্বায়ক বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। আর দুই সদস্য বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সংস্থাটির সদস্য আব্দুর রহিম। কিরণের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে তদন্ত কমিটি বাফুফের কাছে রিপোর্ট জমা দেবে।

উল্লেখ্য, কিরণের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স।

মামলার অভিযোগে জানা যায়, বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন । তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়। এ ঘটনায় প্রিন্স ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

যশোরের বেনাপোলে বিষ পান করে মালেকের আত্মহত্যা ।

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের ফসলের মাঠে দেওয়া বিষ পান করে আত্মহত্যা করেছে মালেক (৫২) নামে এক বয়স্কলোক।মালেক গয়রা গ্রামের মৃত হারেজ মল্লিকের পুত্র।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মালেক তার বাড়ি থেকে নিজের জমিতে ধান দেখতে যাওয়ার নাম করে মাঠে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।পারিবারিক সুত্রে জানা যায় মৃত মালেক কিছুটা মানষিক প্রতিবন্ধি ছিল।

বেনাপোল পোর্ট থানার এস আই লতিফ জানান, এই মৃত্যু’র কোন সঠিক কারন না জানতে পারাই লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

গণহত্যা দিবস উপলক্ষে সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল(বি.এ) মাদরাসা’র আলোচনা সভা অনুষ্ঠিত

শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল(বি.এ) মাদরাসায় ১৬ মার্চ শনিবার বেলা ১২ টায় ২৫ মার্চ’৭১ এর গণহত্যা,মুক্তিযুদ্ধের উপর প্রমান্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবীর বকুল।সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল(বি.এ) মাদরাসা’র সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭১ এর গণহত্যার ভয়াল চিত্র তুলে ধরে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী ও ওয়াদুদ নবী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোমিনুল ইসলাম,উপাধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গভর্নিং বডির সহ-সভাপতি ইদ্রিস আলী,সদস্য শাহিদুল ইসলাম,লাল্টু গাজী,বাবর আলী, গোলাম আজম,আব্দুস সালাম,ইউ.পি সদস্য জিয়াউল ইসলাম জিয়া সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

বক্তারা বলেন-২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস।মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন।৭১’এ অগ্নিঝরা এই দিনে বাঙ্গালীর জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। এইদিনের মধ্যরাতে পাকিস্তানী হানানদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীর ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে।

আলোচনা শেষে নিহত সকল শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

যশোরের বেনাপোলে ২ কেজি গাঁজা সহ মহিলা আটক

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া চারা বটতলা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এস আই লতিফ, এ এসআই শাহীন ফরহাদ,এএসআই শরিফুল ইসলাম ও এএসআই রবিউল ইসলাম এর নেতৃত্বে ছোট আঁচড়া চারা বটতলা থেকে মোছাঃ মাফুজা বেগম(৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক মাদক ব্যবসায়ী বেনাপোল নামাজ গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

এসআই লতিফ জানান, দুই কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত মাদকসহ ব্যবসায়ীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট...