জাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনে নানা কর্মসূচী আয়োজন ।

Loading

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালনে নানা কর্মসূচি আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) প্রশাসন ও শাখা ছাত্রলীগ।

রবিবার (১৭ মার্চ) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্চে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচীর কার্যক্রম শুরু হয়।
এরপর সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরপর সকাল ১০ টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও অধ্যাপক আমির হোসেন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়।