28.4 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

নদীকৃত্য দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন ।

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে’ এই স্লোগানে নদীকৃত্য দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নওগাঁ ছোট যমুনা নদীতে শহরের ধোপাপাড়া পারঘাটিতে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখা (বাপা) উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এসময় বাপার সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একুশের পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল, সাধারন সম্পাদক এমএম রাসেল। ছোট যমুনা নদীতে নৌকার উপর অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতনা অংশ নেয়।

বক্তারা বলেন, বাসাবাড়ির ও কলকারখানার দূষিত বর্জ্য নদীতে ফেলায় দূষিত হচ্ছে। এতে পানিতে বসবাসরত জলজপ্রাণী মারা যাচ্ছে। নদী আমাদের মা। তাই এ নদীকে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে।

আমরা বেনাপোলের বাসিন্দার মুক্তিযুদ্ধের চেতনায় আলোচনা সভা ও স্বাধীনতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বেনাপোলের বাসিন্দা (সামাজিক সংগঠন) এর আয়োজনে স্বাধীন গণ পাঠাগারের সহযোগিতায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” শ্লোগানে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্মকে জাগ্রতকরণে এক আলোচনা সভা ও স্বাধীনতা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ই মার্চ) সকাল ১০ ঘটিকায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কক্ষে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ জাগ্রতকরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বেনাপোলের কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আগামীদের মাঝে ছড়িয়ে দেবার আহŸান জানিয়ে যুদ্ধকালীন সংগ্রামের স্মৃতিচারন সকলের মাঝে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বেনাপোলের বাসিন্দা (সামাজিক সংগঠন) এর সভাপতি মহাসিন হোসেন হৃদয় ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম, বেনাপোল স্থলবন্দরের পরিদর্শক আব্দুল হাফিজ, সমবায় মন্ত্রণালয়ের যশোর জেলার পরিদর্শক শাদিমুজ্জোহা জয়, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।

আমরা বেনাপোলের বাসিন্দা (সামাজিক সংগঠন) স্কুল শাখার সদস্যদের প্রাথমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৬ টি শাখা হতে ২৫ জন বিজয়ীদের মধ্যে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চুড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাতুল, দ্বিতীয় স্থান অধিকার করেন নবদিগন্ত প্রি ক্যাডেট স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া আফরিন ও তৃতীয় স্থান অধিকার করেন তালশারী মডেল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শাহানাজ সুলতানা লিমু ও সানরাইজ পাবলিক স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারহান তানভীর ফাহিম।

অনুষ্ঠানে অংশ গ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট ও বিজয়ীদের পুরস্কার স্মরূপ মডেল প্রদান করা হয়।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান ।

বামনডাঙ্গা আইটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ওঞ সেন্টারে বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ একাডেমী বামনডাঙ্গা আইটি সেন্টারের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সনদপত্র প্রদান করেন ঘাঘট চাইল্ড কেয়ার প্রী ক্যাডেট স্কুলের পরিচালক, মাসুদ রানা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বামনডাঙ্গা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, আবুল হোসেন।

উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম লিটন,বিশিষ্ট সাংবাদিক শেখ মামুন-উর রশিদ, ঘাঘট চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদুর রহমান মাসুদ, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৌমেন্দ্র নাথ চক্রবর্তী মিঠু, টেকনিক্যাল ডাইরেক্টর বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের মোঃজাহিদ হাসান (বিএসসি), দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজ এর সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি বাপ্পি রাম রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সনদ প্রাপ্ত ছাএ/ছাএীদের মাঝে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য রাখেন বামনডাঙ্গা আইটি সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বাদল।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন।

বেনাপোল বর্ডার দিয়ে ভারত-নেপালের কারাতে দল বাংলাদেশে ।

সার্কভুক্ত সাতটি দেশের সাথে প্রীতি কারাতে ম্যাচে অংশ নিতে ভারত ও নেপাল দুই দেশের মোট ৪৩ জন সদস্য ভারতের হরিদাসপুর চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছেন।

বৃহস্পতিবার বিকালে যশোরের ঝিকরগাছা রফিকুল ইসলাম কারাতে অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর আগে প্রতিনিধিদল দুটি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে ঝিকরগাছা রফিকুল ইসলাম কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানানো হয়। পরে তাদেরকে বেনাপোল থেকে ঝিকরগাছায় নেওয়া হয়।

ভারতীয় কারাতে দলের দলনেতা তারকনাথ সরদার বলেন, ‘তারা ভারতের মুর্শিদাবাদ ও কলকাতা থেকে ২১ জন কারাতে সদস্য নিয়ে বাংলাদেশে এসেছেন। এছাড়া তাদের সাথে নেপাল থেকে ২২ কারাতে সদস্যও রয়েছেন।’ নেপাল দলের প্রতিনিধিত্বকারী রাজু বলেন,‘এতে বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা যেমন একে অপরের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করবে, তেমনি সার্কভুক্ত দেশ সমূহের পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বের সর্ম্পক বাড়বে।’

উল্লেখ্য, যশোরের ঝিকরগাছায় সার্কভুক্ত সাতটি দেশ থেকে কারাতে টিমের সদস্যরাও সেখানে থাকবেন। আগামী ১৫ ও ১৬ মার্চ দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ধামরাইয়ে ৪ সন্তানের জননীকে গলা টিপে হত্যার অভিযোগে – স্বামী গ্রেফতার ।

ঢাকার ধামরাইয়ে পরকিয়ায় বাধা দেওয়ায় ৪ সন্তানের জননীকে হত্যা করেছে পাষন্ড স্বামী ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার বানেশ্বর গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। স্হানীয় সুএে যানা যায় , উপজেলার খাতরা গ্রামের শুকুর আলীর মেয়ে সালমা (৪৭) এর সঙ্গে একই উপজেলা বানেশ্বর গ্রামের কয়েদ আলীর ছেলে নুর মুহাম্মদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান হয়। দুই মেয়েকে বিয়ে দেয়া হয়েছে।

স্বামী নুর মুহাম্মদ এর মধ্যে বিদেশেও যায়। ভালই চলছিল তাদের সংসার। কিন্তু ভালর মধ্যেই স্বামী কুমিল্লার একটি মেয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে তাকে বিয়ে করে। স্বামীর বিয়ের ঘটনা জানার পর তাদের সংসারে মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। আবার বিদেশ যাবে তার দিনক্ষণও হয় নূর মুহাম্মদের। গতবুধবার রাতে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলবে এ দিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে সালমাকে গভীর রাতে গলাটিপে হত্যা করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকে স্বামী নূর মুহাম্মদ।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার আলামত পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেইসাথে পাষন্ড স্বামী কে গ্রেফতার করে। এব্যাপারে নিহতের মেয়ের জামাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।
এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ময়না তদন্তের পর বলা যাবে আসল ঘটনা কি।

ঠাকুরগাঁওয়ের গড়েয়া মিলনপুরে নির্বাচনী গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী অরুনাংশু দত্ত টিটো ।

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

আওয়ামী সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রচার চালাচ্ছেন। হাটে বাজারে পাড়ায়-মহল্লায় নির্বাচনী গণসংযোগ চলছে, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য জননেতা মোঃ মারুফ হোসেন বলেন,সদর উপজেলার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে – চেয়ারম্যান পদে তৃনমূল থেকে উঠে আসা পরিশ্রমী নেতা সকলের আস্হাভাজন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাবেক সভাপতি – সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি, আওয়ামীলীগের দূর্দিনের অকুতোভয় সৈনিক, জনদরদি ও মেহনতী মানুষের বন্ধু ও পরীক্ষিত কর্মীবান্ধব জননেতা এ্যাড: অরুনাশু দত্ত টিটোকে নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে ঠাকুরগাঁও সদর উপজেলাকে একটি মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল উপজেলা করার সুযোগ দিন।

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী অরুনাংশ দত্ত টিটো বলেন, সদর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা নিয়ে যা করা প্রয়োজন সেটা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন,রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, মেরামতসহ শিশুদের মেধা বিকশিত করার লক্ষ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গন গুলোকে জাগ্রত করা।সভাপতিত্ব করেন আফাজ উদ্দীন আফা সভাপতি মিলনপুর আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন নিত্যানন্দ রায় নিতাই,সাধারন সম্পাদক মিলনপুর আওয়ামী লীগ।

শিপন মিলনপুর যুবলীগ , রতন মিয়া, গৌরাঙ্গ রায়,আব্দুস সামাদ,খররুম খন্দকার ,তোফায়েল আলম রিকি গড়েয়া ইউনিয়ন ছাত্রলীগ,মহিদুল ইসলাম গড়েয়া ছাত্রলীগ।

জাবিতে তিন দিন ব্যাপী স্বাধীনতা বই মেলা ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা, মুক্ত বই এই প্রতিপাদ্যকে ধারণ করে তিন দিনব্যাপী স্বাধীনতা বই মেলা ২০১৯ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনের মহুয়া চত্বরে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন।

বইমেলা উদ্বোধনের পূর্বে অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘আমার খুবই ভালো লাগছে যে এবারের স্বাধীনতা বইমেলা বড় পরিসরে আয়োজিত হচ্ছে। বইয়ের প্রতি বাংলাদেশের লোকদের ভালোবাসা থাকার জন্যই অমর একুশে বইমেলা বাংলা একাডেমি ছড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়েছে । বাংলা সংসদকে ধন্যবাদ এরকম সুন্দর একটি আয়োজনের জন্য।’

স্বাধীনতা বইমেলার আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগেও বইয়ের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় নি। যারা সুযোগের অভাবে বইমেলা যেতে পারে নি তাদের জন্য স্বাধীনতা বইমেলা একটি সুযোগ। এই মেলাকে কাজে লাগিয়ে আমরা দেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে পারবো।’

বাংলা সংসদ ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ বলেন, ‘আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে রাখার জন্য আমি বাংলা সংসদের নিকট কৃতজ্ঞ। এই বইমেলার মাধ্যমে শিক্ষার্থীরা বই কিনবে, দেখবে এবং গন্ধ শুঁকে দেখবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে জানার জন্য স্বাধীনতা বইমেলা সাহায্য করবে।’

বইমেলা উদ্বোধনের পর বাংলা সংসদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, এবারের বইমেলাতে ৩২টি প্রকাশনী অংশ নিচ্ছে। বইমেলার পাশাপাশি ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বরে কবিতা ও বাঁশি এবং নাটক ‘মেরাজ ফকিরের মা’ আর শেষ দিন ১৫ মার্চ লোকসঙ্গীত ও নাটক ‘মহুয়া’ মঞ্চস্থ হবে।

বেতন বৈষম্য দুর করার দাবীতে রাজশাহীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ।

রাজশাহীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও শতভাগ পদোন্নতির দাবীতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার বিকালে নগরীর প্রাইমারী টিচার্স টেনিং ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির দাবি এতে প্রায় তিন হাজার শিক্ষক অংশ নেন।

শিক্ষক নেতারা জানান, বর্তমানে একজন প্রধান শিক্ষক যে স্কেলে চাকরী শুরু করেন, একজন সহকারী শিক্ষক সেই স্কেলের এক গ্রেড নিচে চাকরী শেষ করেন, যা সহকারী শিক্ষকদের জন্য চরম বৈষম্য। বঙ্গবন্ধুর শাসনামলে তাদের কোন বেতন বৈষম্য ছিল না। এখন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের থেকে সরকারী শিক্ষকদের গ্রেড ৩ ধাপ নিচে। এই বৈষম্য দুর করা জরুরী।

সহকারী শিক্ষক নেতারা আরো জানান, তারা ২০১৪ সাল থেকে বেতন বৈষম্য নিরসনের বিষয়ে আন্দোলন করে আসছে। সর্বশেষ ২০১৭ সালে ২৩ ডিসেম্বর লক্ষাধিক সহকারী শিক্ষক ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসলে ২৫ ডিসেম্বর তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতিতে শিক্ষকরা অনশন কর্মসূচি স্থগিত করেন।
বেতন বৈষম্য দুর করার বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের মাধ্যমে প্রধানমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছিলেন বেতন বৈষম্য দুর করবেন। এখন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। স্কুলগুলোতে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করারও বিরোধীতা করেন শিক্ষকরা। ২০১৪ সালের ৯ মার্চ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবী জানায় সহকারী শিক্ষকরা।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমিতির পবা উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, তানোর উপজেলা শাখার সভাপতি শফিউর রহমান, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শারমিন আকতার, সেলিনা বেগম, খালেদা নাজনীন।
আরো উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা শাখার সভাপতি সৈয়দ যুবায়ের মো. কিবরিয়া, পুঠিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, শিক্ষক নেতা আমিনুল ইসলাম, ইমাজ উদ্দিন প্রামানিক, শাহাদৎ কবির, শাহাবুল, নুর হোসেন ডলার, হারুন-অর-রশিদ, সিহাব উদ্দিন, কবিরুল ইসলাম, সুমিত কুমার, এরশাদ আলী, তোফাজুল ইসলাম, আফারুল ইসলাম প্রমুখ।

বেনাপোল কাস্টম হাউজে একদিনের বাণিজ্য ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত ।

আমদানি ও রপ্তানি পণ্যের বন্ডেড ওয়্যার হাউজ সুবিধা, শুল্কায়ন ও জাহাজীকরন বিষয়ক এক দিনের বাণিজ্য ব্যবস্থাপনা এক কর্মশালা বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টম হাউস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বাস্তব ধারনা নিতে বৈদেশিক মিশনে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রনালয়ের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এ কর্মশালায় অংশ নেন।

বেনাপোল কাষ্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়, যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার ড. আল আমিন প্রামানিক, চীনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সামসুদ্দিন, জার্মানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) শামসুল ইসলাম, জাপানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) আরিফুল হক, রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সালেহীন সিরাজ, স্পেনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) রেদোয়ান আহমেদ, যুক্তরাস্টের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সেলিম রেজা, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) কামরুল হাসান, কোলকাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্য) শামছুল আরেফিন ও বানিজ্য মন্ত্রনালয়ের উপ সচিব (বানিজ্য-রপ্তানি) ফিরোজ উদ্দিন।

পরে প্রতিনিধিদলটি দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্যিক প্রক্রিয়া, বেনাপোল বন্দর, কাস্টমস অফিস ও চেকপোস্ট পরিদর্শন করেন।

যশোরের শার্শা সীমান্ত থেকে বাংলামদ উদ্ধার ।

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ২৬ বোতল পাঞ্চ বাংলামদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসময় কোনো আসামীকে আটক পারেনি বিজিবি সদস্যারা।

বিজিবি ২১ ব্যাটালিয়নের রুদ্রপুর সীমান্ত ফাঁড়ীর অধিনায়ক নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন জানান বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন খবরের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে দুই কিলোমিটার দুরে বিলপাড়া এলাকায় তার নেতৃত্বে ফোর্সসহ অভিযান চালিয়ে মাঠের ভেতর থেকে ২৬ বোতল বাংলামদ উদ্ধারকরে।

বিজিবি’র উপস্থিতি দেখে মাদক কারবারীরা মদের কাটুন ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা মদ ২১, ব্যাটালিয়নে জমা দেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ আপডেট...