18 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

মারধর ও লুটপাটের অভিযোগে যুব মহিলা লীগের সংবাদ সম্মেলন ।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুব মহিলা লীগের সদস্য সাবিনা আক্তার লাভলী ও আশুলিয়া থানা যুব মহিলা লীগের কর্মী শম্পার উপর হামলা, নির্যাতন এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

শুক্রবার রাত ৮ টায় সাভার ও আশুলিয়া থানা যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে সাভার প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হামলার ঘটনায় ভুক্তভোগী সাবিনা আক্তার লাভলী আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরী (নং-১৫০৪) দায়ের করেছেন।

সংবাদ সম্মেলন সাভার থানা যুব মহীলা লীগের আহŸায়ক কণক চাপাঁ কনা লিখিত বক্তব্যে বলেন, আশুলিয়া থানা আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার লাভলী আশুলিয়া থানা যুব মহিলা লীগের কমিটিতে প্রতিদ্বন্দিতা করার ঘোষনা দেয়ায় যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা হাসানসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত গত ২১ ফেব্রæয়ারী দুপর ২ টার দিকে সাবিনা আক্তারের মালিকানাধীন আশুলিয়ার গাজিরচটে সোনিয়া মার্কেটের হাসান ভিলার নিচতলায় অবস্থিত শাহজাদী লেডিস বিউটি পার্লারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়।

এসময় বাধাঁ দিতে গেলে বিউটি পার্লারের মালিক সাবিনা আক্তার লাভলী ও তার ভাতিজি তাসমীম জাহান সম্পাকে মারধর ও শ্লীলতাহানি করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরী করা হলে শুক্রবার সকালে আবারও মনিকা তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে লাভলীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

ভুক্তভোগী সাবিনা আক্তার বলেন, আমার উপর হামলা, মারধর করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এ ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক বিচারের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়া থানা যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলী অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদযাপণের শুভ-সূচনা করা হয়। সূর্যোদয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচীতে অংশ গ্রহণ করেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

ধামরাইয়ে কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ঢাকার ধামরাইয়ে কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ১১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ফ্রেরুয়ারী) বিকাল ৩ ঘটিকার সময় ধামরাই সোয়াপুর ইউনিয়নের কুরুঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ জাহিদুর রহমান মল্লিক(সেলিম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক ও সোয়াপুর ইউপি চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান সোহরাব, আনুষ্ঠানটি উদ্ধোধন করেন কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোসাঃ নাছিমা আক্তার ।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এস এস পেপার এন্ড বোর্ড মিলস লিঃ এর ডিরেক্টর মিসেস সায়েরা খাতুন (ডিনা), সুয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু সুবোধ কুমার সরকার, সাভার ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানসহ স্কুলের সকল শিক্ষকগণ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের আরেক প্রতিষ্ঠাতা মোঃ শুকুর মিয়া এবং খেলা পরিচালনা করেন অত্র স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ হাসান মাহমুদ চঞ্চল।

শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন গ্রেফতার ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ এলাকা থেকে ১০১০ ফিস ইয়াবা সহ এব ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২১/০২/২০১৯ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোনামসজিদ এলাকাস্থ রংধনু পার্কের ২০০ গজ দক্ষিণ পার্শ্বে জনৈক একবর মাষ্টারের আম বাগানের মধ্যে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত্রী আনুমানিক ১৮:৪৫ ঘটিকায় সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাহাবুর রহমান @ ভুট্টু (৩২), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-সোনামসজিদ (পিরোজপুর), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে (ক) নিষিদ্ধ সর্বনাশা ইয়াবা ট্যাবলেট ১০১০ পিছ ইয়াবা (মূল্য অনুঃ ৩,০৩,০০০/-টাকা), (খ) মোবাইল ফোন-০২টি, (গ) সিম কার্ড-০২টি সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আন্তজার্তিক মাতৃভাষা দিবসে বেনাপোল নোম্যান্সল্যান্ড এলাকায় বসেছে দু‘বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী

দুই বাংলার মধ্যে কোন কাটাতারের বেড়া চাই না- পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক
আন্তজার্তিক মাতৃভাষা দিবসে বেনাপোল নোম্যান্সল্যান্ড এলাকায় বসেছে দু‘বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা ।

একই আকাশ একই বাতাস, দুই বাংলার মানুষের ভাষা এক। একই নদী একই জল’ আমরা বাংলা ভাষায় কথা বলি বলে বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রাণ কাঁদে। তাই তো বারবার ছুটে আসি দুই দেশের বাঙালী বাংলাভাষী মানুষের পাশে। ভাষা দিবস মিলিয়ে দিল ‘এপার-ওপার’। বাঁশের বেড়া উপেক্ষা করে ভাষার দাবিতে আন্দোলনে শহীদদের সম্মিলিত শ্রদ্ধা জানাল ভারত-বাংলাদেশ।

ভৌগলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে দু‘বাংলার মানুষ একই মঞ্চে গাইলেন বাংলার জয়গান। ”আমার প্রতিরোধ আমার সংগ্রাম আমার স্বাধীনতা আমার অধিকার আমার ৫২ আমার বর্নমালা” এই শ্লোগানকে সামনে রেখে এপার ওপার দুই বাংলার একুশ উদযাপন পরিষদের আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যৌথ ভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এবারও পালন করেছে এক সঙ্গে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে। বৃহস্পতিবার সকালে এভাবেই কাটালেন দুই বাংলার ‘বাংলা ভাষাভাষী’ মানুষ। সীমান্তের নোম্যান্সল্যান্ডে শহীদ বেদি ঢাকল ফুলের চাদরে।

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারো ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হলো। মিষ্টি বিতরণ, আলোচনা আর গানে গানে মাতোয়ারা হলো দুই বাংলার একই আকাশ একই বাতাস। উভয় দেশের জনপ্রতিনিধিরা বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির কথা। এ অনুষ্ঠানকে ঘিরে জড়ো হয়েছিল হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ। নেতাদের কণ্ঠে ছিল ভবিষ্যতে আরো বড় করে এক মঞ্চে একুশসহ অন্যান্য অনুষ্ঠান উদযাপনের প্রত্যাশা। উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো শত:স্ফুর্তভাবে অংশ নেয় এ অনুষ্ঠানে। দু‘দেশের জাতীয় পতাকা, নানা রং এর ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড, আর ফুল দিয়ে বর্নিল সাজে সাজানো হয় নোম্যান্সল্যান্ড এলাকা। দু‘বাংলার মানুষের এ মিলন মেলায় উভয় দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। প্রতি বছরই দুই বাংলার সীমান্তবর্তী এ অংশের বাসিন্দারা এক সাথে মিলিত হয়ে দিবসটি পালন করেন। তখন দুই দেশের সীমান্তের মধ্যবর্তী ওই স্থানে আবেগাপ¬ত পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে আলিঙ্গন করে সকল ভেদাভেদ যেন ভুলে যায় কিছু সময়ের জন্য। ফুলের মালা ও জাতীয় পতাকা বিনিময় করে উভয় দেশের আবেগপ্রবণ অনেক মানুষ বাঙালীর নাড়ির টানে একজন অপরজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। দুই বাংলার মানুষের মাঝে বসে এক মিলন মেলা। এ সময় পেট্রাপোল ও বেনাপোল চেকপোস্টে ঢল নামে হাজার হাজার মানুষের। ক্ষনিকের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় আন্তর্জাতিক সীমারেখা।

সকাল ১১ টায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতি প্রিয় মল্লিক, বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ পৌর মেয়র শংকর আঢ্যর নেতৃত্বে ভারত থেকে আসা শতশত বাংলাভাষী মানুষ বাংলাদেশীদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে ও মিস্টি দিয়ে বরণ করে নেয় একে অপরকে। নোমান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বঁনগা লোকসভার সাংসদ শ্রীমত্যা মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বীনা মন্ডল, বিধানসভা বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁও পৌর সভার মেয়র শংকর আঢ্য। বাংলাদেশের পক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য, যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, ৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম, একুশ উদযাপন পরিষদের আহবায়ক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান।

ভাষা দিবসের মিলন মেলায় বিজিবি বিএসএফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এর পর দু’দেশের জাতীয় পতাকা উড়িয়ে হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ দিবসটি উদযাপন করে যৌথভাবে। এ সময় ভাষার টানে বাঙালির বাঁধন হারা আবেগের কাছে মিলে মিশে একাকার হয়ে যায় দু‘বাংলার মানুষ। এর মধ্য দিয়ে বোঝা গেল রফিক, শফিক, বরকত ও সালামের তরতাজা রক্ত বৃথা যায়নি। ভাষার আকর্ষণ ও বাঙালির নাড়ির টান যে কতটা আত্মিক ও প্রীতিময় হতে পারে তাও বুঝিয়ে দিল মহান একুশে ফেব্রæয়ারি। সেই সঙ্গে এপার-ওপার দুই বাংলার গণমানুষের ঢল ফের প্রমাণ করে দিলো দেশ ভাগ হলেও ভাগ হয়নি ভাষার। উভয় দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তি এখনো যে অটুট রয়েছে তাও বোঝা গেল অনুষ্ঠানে উপস্থিত দুই বাংলার অতিথিদের বক্তৃতায়। এরপর একুশ মঞ্চে উঠেন দু‘দেশের নেতৃবৃন্দ।

বেনাপোল একুশ উদযাপন পরিষদের আহবায়ক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লি¬ক বলেন, আমি বাংলায় কথা বলি পুন: জন্মে আমি বাঙালী হয়ে জন্মাতে চাই। কাটাতারের বেড়া আমাদেরকে আটকাতে পারে কিন্ত আমাদের আবেগকে আটকাতে পারবে না। আমরা হয়ত থাকবো না। আগামীতে কোন কাটাতারের বেড়া থাকবে না। দু‘বাংলা এক হয়ে যাবে। দুই বাংলার কত বাঙালী জন্ম গ্রহণ করেছে সবাই বাংলায় কথা বলেন। দুই বাংলায় কত নামী দামি কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্রোপাথ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজী সুভাষ চন্দ্র বসু, শেখ মুজিবর রহমান। ভাষার জন্য রফিক সালাম বরকত শফিক জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজের জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করে একটি ভ‚খন্ড প্রতিষ্ঠা করেছেন। তারই যোগ্য কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী আমাদের কাছের মানুষ। ভাষা আর স্বাধীনতার জন্য এত ত্যাগের নজির পৃথিবীতে অন্য কারোর নেই। ভাষার টানে আমরা বাংলাদেশে ছুটে এসেছি একুশ উদযাপন করতে। দু‘বাংলার মানুষ একসাথে মাতৃভাষা দিবস পালন করছি। দু‘বাংলার মানুষের মিলন মেলার মধ্য দিয়ে দু‘দেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। আগামীতে আরো বড় পরিসরে একুশে অনুষ্ঠান হবে বলে তিনি জানান।

তিনি সম্প্রতি ঢাকার চকবাজারে আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন তাদের পাশে থাকতে না পারলেও দুর থেকে সমবেদনা জানাচ্ছি।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য বলেন, দুই বাংলার মানুষ আজ আমরা এক হয়েছি। ৫২ এর ভাষা আন্দোলন আমাদের অধিকার বোধের জম্ম দিয়েছিল। সালাম, বরকত, রফিক, শফিক জব্বারসহ হাজারো মানুষের রক্তের বিনিময়ে রাস্ট্রভাষার যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা বিশ্বে বিরল। পরবর্তীকালে স্বাধীনতা পেয়েছি ভারত বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে। আজকের সেই বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে। সেই চেতনার ধারাবাহিকতায় আজ দুই বাংলার বাঙালীরা এক মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকশিত হতে শুরু করেছে। ভাষা ও ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের দুই দেশের মধ্যে উপস্থিত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিতকে আরো শক্ত করবে।

মঞ্চে স্মৃতি চারণ করেন বাংলাদেশের ভাষা সৈনিক শামসুল হুদা। একুশের গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন ভারতের সারেগামার বাংলাদেশের শিল্পী মাঈনুল আহসান নোবেল, পৌষালী ব্যানাজীসহ ভারত বাংলাদেশের শিল্পীরা।
ভাষা শহীদদের স্মরনে দু’বাংলার মানুষের স¤প্রতি আর ভালোবাসার বাধনকে আরো সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে শেষ হয় ভাষা প্রেমিদের মিলন মেলা। সমগ্র অনুষ্ঠানে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। কড়াকড়ি আরোপ করা হয় দুই সীমান্তে। বেনাপোল পেট্রাপোল চেকপোস্টে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি ও বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করে দুই সীমান্তে। সীমান্ত টপকে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও বিএসএফ বাঁশের বেস্টনি দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। ২০০২ সাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে মাতৃভাষা দিবস পালন করে আসছে দু‘বাংলার মানুষ। এছাড়া আয়োজনস্থলে বর্ণমালা গ্যালারি, বইমেলা ও বাংলাদেশের একশ’ স্বেচ্চাসেবী স্বেচ্ছায় রক্ত দান করেন। যা ভাষা উৎসবকে প্রাণবন্ত এবং দুই বাংলার মানুষকে আরও বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করে।

যশোরের বেনাপোলে ফেন্সিডিলসহ মহিলা ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মহিলা ব্যবসায়ী আটক।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত থেকে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোছাঃ নাছিমা আক্তার(৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক নাছিমা শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মৃত জামাল শেখ এর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, পুটখালী সীমান্ত থেকে ৭২ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত আসামী ও মাদকদব্য বেনাপোল

পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করে।

সাভারে দিগন্ত রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড

সাভারে দিগন্ত থাই চাইনিজ এন্ড কাবাব রেস্টুরেন্টে নিন্মমানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আগুনে রেস্টুরেন্টের ভিতরে থাকা টিভি, ফ্রিজ, এসি এবং চেয়ার-টেবিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর পরই নিরাপত্তার সাথে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হলেও কোন হতাহতের খবর জানা যায়নি। বৃহস্পতিবার বিকেলে সাভার থানা রোডে অবস্থতি মামুন পর্টি সেন্টারের বিপরীত পাশে অবস্থিত আশিকুর রহমানের মালিকানাধীন দিগন্ত থাই চাইনিজ এন্ড কাবাব রেস্টুরেন্টে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততোক্ষনে রেস্টুরেন্টটির ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা ওই রেস্টুরেন্টটিতে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিস্থানটির ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেন।

নাম প্রকাশ না করার শর্তে রেস্টুরেন্টটির পিছনের বাড়ির একজন বাসিন্দা বলেন, আবাসিক চারদিকে আবাসিক ভবন এর মাঝখানে একটি রেস্টুরেন্ট গড়ে তুলা হয়ে যা অত্যন্ত ঝুঁকিপূর্ন। আগুনের ভয়াবহতা বেশী হলে পাশর্^বর্তী বাড়িঘরের বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হতো জানিয়ে তিনি অবিলম্বে রেস্টুরেন্টটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে জানকে চাইলে রেস্টুরেন্টটির মালিক আশিকুর রহমান কোন কথা বলতে রাজি হয়নি। তবে এর আগেও তার মালিকানাধীর দিগন্ত ফাস্টফুডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বার বার আগুন লাগার পিছনে তাদের কোন গাফিলতি আছে কিনা সে বিষয়ে জানতে চাইলেও তিনি কোন কথা বলেননি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে যাই। এসময় দুটি ইউনিটের প্রায় আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।
অগ্নিকান্ডের কারন জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করা হয়। নিন্মমানের গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজ করে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আগুনে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

অমর ২১শে ফেব্রুয়ারিতে রাসিক মেয়র লিটন এর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহানগর আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহিন আকতার রেনী, ফারিকা জামান অর্ণা সহ অন্যান্য নেতাকর্মীরা।

অন্যদিকে দিবসের প্রথম প্রহরে সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। পরে রাজশাহী প্রেসক্লাব, বাসদসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময় ভাষী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে সার্ভিসের ৩৭টি ইউনিট।

রাজধানীর চকবাজারের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ দগ্ধ-আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ ফ্রেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত।আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে।

এলাকাবাসী জানায়, ভবনটির নিচে গোডাউন রয়েছে।

বুধবার (২০ ফ্রেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত।আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে।

(২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের চুরিহাট্টা এলাকার ওই ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী জানায়, ভবনটির নিচে কেমিক্যাল কারখানা থেকে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি ভবনে আগুন লাগার পর আরেকটি ভবনে ছড়িয়ে গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শহীদ বেদিতে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এছাড়া এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘ইনডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ম্যাটার ফর ডেভলপমেন্ট, পিস বিল্ডিং অ্যান্ড রিকনসিলিয়েশন’, যা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও কৃষ্টি সংরক্ষণে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ আপডেট...