26 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মহিলারা যদি এগিয়ে যায় তবে দেশ এগিয়ে যেতে সময় লাগবে না – রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ের গড়েয়া চন্ডিপুর স্কুল মাঠে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার  বিকেলে গড়েয়া মহিলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন সর্ব প্রথমে গড়েয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ কে এধরনের  অনুষ্ঠান করায় ধন্যবাদ জানান, তিনি বলেন এই বাংলাদেশে ৫১ ভাগ মহিলা ও ৪৯ ভাগ পুরুষ এর জন্য মেয়েদের বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মহিলা, বাংলাদেশের স্পীকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, আবার সংসদের উপনেতা মহিলা, এ ধরনের প্রায় ৬০ থেকে ৬৫ জন আছেন। এজন্য মহিলারা যদি এগিয়ে যায় তবে দেশ এগিয়ে যেতে সময় লাগবে না। প্রত্যেকটি ইউনিয়নে আমরা কিন্তু চেয়ারম্যান মেম্বারের সাথে তিনজন মহিলা মেম্বার দিয়েছি আমরা গ্রাম পুলিশ ও মহিলা এক-তৃতীয়াংশ মহিলা দিয়েছি এর একমাত্র কারণ প্রত্যেকটি বিষয়ে  এভাবে মহিলাদের যদি পদবি ও তাদের যদি অর্থায়ন করতে পারি তাহলে স্বাভাবিক ভাবে তারা দেশটাকে ভালবাসবে।

তিনি মহিলাদের  উদ্দেশ্যে বলেন শুধু সংসার দেখলেই চলবে না দেশটাকে ভালবাসতে হবে। দেশের অগ্রগতির দিকে তাকিয়ে থাকতে হবে এবং দেশকে যেমন আমরা বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত করেছি, যেন উন্নত দেশে পরিণত করতে পারি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে খালেদা জিয়া ৯৩ দিন হরতাল করেছিল। তারা এই ৯৩ দিনে কত মানুষকে হত্যা করেছে, আগুনে পুড়িয়েছে প্রায় ১০০ জনের উপর পুলিশ মেরেছে ৭২ জনকে এরা অসংখ্য লোককে হত্যা করেছে। ২০১৪ সালে বিএনপি-জামায়াত দেশে যে তান্ডব চালিয়েছিল; জনগণ কিন্তু তা ভুলেনি। হুশিয়ারি করে রমেশ সেন বলেন, পুর্বের মত যদি এবারও তান্ডব করার চেষ্টা করে তাহলে তাহলে শক্তভাবে দমন করা হবে। সারাদেশে আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার বইছে; তাই এবারের নির্বাচনেও বাংলাদেশের মানুষ পুণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান রমেশ চন্দ্র সেন। এছাড়াও নির্বাচনী সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আয়শা সিদ্দিকা তুলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল কবির  প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রবীন্দ্র নাথ মদোক সহ  সকল অঙ্গ  সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

হামলা-মামলা সহ্য করেই ভোটের মাঠে থাকতে হবে -মির্জা ফয়সাল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমীন বলেছেন, মামলা-হামলা, নির্যাতন এক কথায় সবকিছু সহ্য করেই আমাদের নেতা-কর্মীদের ভোটের মাঠে থাকতে হবে। ভোটের মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজা ফয়সাল আমীন এ কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসন থেকে আমার বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করছেন; তিনি একজন স্বচ্ছ রাজনীতিবীদ। তার নেতৃত্বেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের জোয়ার বইছে, শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশের মানুষ চাইছে বিএনপিকে ক্ষমতায় আনতে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। ৩০ ডিসেম্বর সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি ইউনুস আলী, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, আবু হায়াত নুরুন্নবী সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জনগনের ভোটের প্রতি আস্থা আছে আ’লীগের, বিএপির আস্থা বিদেশীদের প্রতি

ভোটারদের প্রতি এবং জনগনের প্রতি আস্থা আওয়ামীলীগের আছে কিন্তু বিএনপির আস্থা বিদেশীদের প্রতি। তাদের আস্থা আইএসআই এর প্রতি পাকিস্থানীদের প্রতি, কারন তারা বিএনপিকে সিংহাসনে বসিয়ে দিবে। তাই পাকিস্থানের আইএসআইয়ের সাথে তারেক রহমান বৈঠক করে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্থানি দূতাবাসে গিয়ে বৈঠক করে। কিসের জন্য? কারন তারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে বলে মন্তব্য করেছে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লাগোয়া আমিনবাজার বাসষ্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেনযারা দেশকে ধ্বংশ করতে চায়, দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় তাদের পক্ষে কোন অবস্থায় জনগর তাদেরকে ভোট দিবেনা। নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে বিএনপি বিভিন্ন ছলছাতুরির মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের দিন তারা ভোটকেন্দ্র পাহারা নামে সন্ত্রাসী এবং বিশৃক্সখলা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা কোন অবস্থাতেই তা হতে দিবোনা।
একাদ্বশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা-০২ আসনের অন্তর্ভুক্ত আমিনবাজার ইউনিয়নে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট চাই।
চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল
আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল আলম রাজিব বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসের ত্রিশ তারিখ একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই বিজয়ের মাসে ¯^াধীনতা বিরোধী জামায়াত শিবিরকে ব্যালট যুদ্ধের মাধ্যমে চিরতরে উৎখাত করে আরও একটি বিজয় ছিনিয়ে আনতে হবে।
মনোয়ার হোসেন ডিপজল সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে এ্যাডভোকেট কামরুল ইসলামকে বিজয়ী করার আহবান জানান।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আকিল খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ রকিব আহম্মেদ, সাভার থানা যুবলীগের সাধারন সম্পাদক নাছির আহমেদ, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সহ-সভাপতি মোঃ খান জাহান আলী, আমিনবাজার ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়াীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব কোম্পানী, তথ্য গবেষনা সম্পাদক নাইম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

 

সাভারে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ কারখানা ছুটি ঘোষনা।

সাভারে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে তৈরী পোষাক কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার সকালে প্রথমে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রিষি পাড়া পদ্মার মোর এলাকার ষ্ট্যান্ডার গার্মেন্টসের শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।

পরে শ্রমিকেরা উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানা থেকে বের হয়ে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরুকরে। এসময় আশ পাশের কারখানা গুলোর শ্রমিকেরা তাদের সাথে একাত্বতা ঘোষনা করে হেমায়েতপুর সিংগাইর সড়ক ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে।
এসময় উত্তেজিত শ্রমিকেরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে।
পরে শিল্প পুলিশ, সাভার থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা উত্তেজিত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে লাঠি চার্জ করলে শ্রমিকরাও পুলিশের উপর পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে।
এসময় হেমায়েতপুর সিংগাইর সড়ক ও ঢাকা আরিচা মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলা চল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে তীব্র যান জটের সৃষ্টি হয়।

পরে অতিরিক্ত পুলিশের সদস্যরা এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে পরে যান চলাচল সাভাবিক হয়।
এদিকে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে হেমায়েতপুর এলাকার, ষ্ট্যান্ডার গার্মেন্টস, ব্যাবিলোন, যমুনা গার্মেন্টস, ভারটেক্স, ডাট গার্মেন্টস, এজিআই পলো গার্মেন্টস, আমান নিটিং গার্মেন্টস, কিসেন লেদার, ম্যাক্সকম গার্মেন্টস, একে এইস গার্মেন্টসসহ প্রায় শতাধিক গার্মেন্টস ছটি ঘোষনা করা হয়েছে।
সাভার ও আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পরিচালক সানা শামিনুর রহমান বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেয়া হয়। এ ব্যাপারে অপ্রিতীকর ঘটনা এরাতে শতাধীক কারখানা ছুটি ঘোষনা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সাভারে নৌকায় ভোট চাইলেন ব্যাবসায়ী ফারুক আহম্মেদ।

সাভারে নৌকা মার্কায় ভোট চাইলেন বিশিষ্ট্য ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ ফারুক আহম্মেদ।
বুধবার দুপুরে সাভার পৌর এলাকার উলাইল কর্ণপাড়া এলাকায় ঢাকা ১৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মোঃ এনামুর রহমানের পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ করেন তিনি।

গণ সংযোগটি প্রথমে উলাইল কর্ণপাড়া এলাকায় বিভিন্ন পাড়া মহল্লা ও বাসা বাড়িতে গিয়ে সাধারন ভোটারদের মাঝে লিফলেট বিতরন করে ঢাকা ১৯ আসনের ডাঃ এনামুর রহমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

পরে উলাইল বাজার বাস ষ্টান্ডে গিয়ে বিভিন্ন দোকানে গিয়ে ব্যাবসায়ীদের মাঝে নৌকা প্রতিকের লিফলেট বিতরন করে ডাঃ এনামুর রহমানের জন্য দোয়া চেয়ে নৌকায় ভোট চান তিনি।

এসময় সাধারন ভোটারদের মাঝে বর্তমান সরকারের গত দশ বছরের বিভিন্ন উন্নয়নমুলক কাজের কথা তুলে ধরে, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে ঢাকা  ১৯ আসনে ডাঃ এনামুর রহমানকে  ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে দেশে চলমান  উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবার আওয়ামী লীগ কে সরকার গঠন করার সুযোগ চেয়ে নৌকা মার্কায় ভোট চান তিনি।

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে- জাফর আলম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সফল ও যোগ্য নেতৃত্বের কারণে বিশ্বে বর্তমানে বাংলাদেশের মর্যাদা অনেকগুন বেড়েছে। তিনি সারা দেশে উন্নয়ন, শান্তি ও নিরাপদে দেশ গড়তে যে উন্নয়নের যাত্রা চলছে। তাই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে আর একটি বার নৌকায় ভোট দিতে হবে। না হলে বিএনপি-জামায়াত উন্নয়নের বদলে সারা দেশে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে। তাহলে দেশ আবার পিছিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে চকরিয়া-পেকুয়া অভাবনীয় উন্নয়ন হয়েছে। আমি আপনাদের ভোটে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামোসহ সবক্ষেত্রেই উন্নয়ন করেছি। তাই আমি এমপি নির্বাচনেও আপনাদের ভোটের দাবিদার।’

আগামীতে উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে জাফর আরও বলেন, ‘দুই মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে চকরিয়ায় দলীয় এমপি না থাকলেও উন্নয়ন করেছে দেখার মত। তার মধ্যে আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থেকে যথাসাধ্য কাজ করেছি। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কায় আহ্বান জানান।’

আজ মঙ্গলবার ১৮ডিসেম্বর সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট ছগির শাহকাটা, খুটাখালীর ১,২, ও ৪নং ওয়ার্ড, কৈয়ারবিল ইসলামনগর, ডুলাহাজারা নির্বাচনী গণসংযোগ পরর্বতী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, জিএম আবুল কাসেম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাংগীর আলম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, পেকুয়ার রাজাখালীর বর্তমান ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুর ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, এড. নাছির উছির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম লিটন, ফরিদুল ইসলাম, পেকুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছেনুয়ারা বেগম এমইউপি, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মেম্বার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চকরিয়া পৌরসভা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, আলহাজ নজরুল ইসলাম, আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা হেফাজ সিকদার, বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ সিদ্দিকী, সাধারণ সম্পাদক হামিদ, সাবেক ছাত্রনেতা রনী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সম্পাদক সাজিদ হোসেন শাকিব, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন মিঠু, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, মাতামুহুরী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তানবিন ইসলাম সাইমুন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, পেকুয়া ছাত্রলীগ নেতা শওকত, আমিনুল ইসলাম ও ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।

সাভারে বিএনপির প্রার্থীকে প্রচারনায় বাধা ও কর্মীদের গ্রেফতার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় বাধা দেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তার ও পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ঢাকা ১৯ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বুধবার সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এসময় ঐক্যফ্রন্ট প্রার্থী ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন নির্বাচনকে সামনে রেখে বিনা অভিযোগে তার দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। তাকে প্রচারণা চালাতে বাধা দিচ্ছে এছাড়া সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে লাগানো পোষ্টার ছিড়ে ফেলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন অবস্থায় তিনি নির্বাচন নিয়ে আশঙ্কায় রয়েছেন।
আজ সকালে সাভারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলামসহ বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার-ঢাকা

শীতে গোসলে গরম না ঠান্ডা পানি?

শীতকালে গোসল করা নিয়ে আমরা সবাই কমবেশি আতঙ্কে থাকি। পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ায় এই আতঙ্ক। ফলে অনেকেই নিয়মিত গোসল করা থেকেও বিরত থাকেন। আবার অনেকে গরম পানি ব্যবহার করে গোসল সেরে নেন। তবে গরম পানি আপনার শরীরের জন্য কতটুকু ভালো বা খারাপ তা আমরা অনেকেই জানি না।

বেশি গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের ক্ষতি হয়। গরম পানি ত্বকের ফলিকগুলোকে ক্ষতিগ্রস্ত করে, যা শরীর কে আর্দ্র করে। এতে ত্বক সহজেই তার মোহনীয়তা হারাবে এবং চামড়া তাড়াতাড়ি বুড়িয়ে যাবে। তাছাড়া মাথায় তো গরম পানি লাগানোই উচিত না। কারণ এতে চুলের এবং ব্রেনেরও ক্ষতি হয়। এজন্য মাথায় ঠান্ডা পানি দিতে হবে।

গরম পানিতে গোসল কার্ডিওভাস্কুলার সিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে। যাদের হাইপারটেনশনসহ হৃৎপিন্ডজনিত সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল ভালো নয়।

গরম পানি ত্বকের ছিদ্র খুলে দিলেও আবার সহজে ময়লা জমে। এর কারণে ব্রণসহ নানা সমস্যা সৃষ্টি হয়। গরম পানি চুলের জন্য ক্ষতিকর। চুল দুর্বল হয়ে সহজে ভেঙে যায়। গরম পানি বিষণ্ণতার জন্যও দায়ী। গরম পানি শরীরের তাপমাত্রা বাড়ায়। যা শুধু এসিডিটির সমস্যাই তৈরি করে না, মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। তবে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে কোনো ক্ষতি নেই।

সাভারে স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক আটক।

সাভারে এক স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ চারজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে সাভারের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
থানা পুলিশ জানায় , গত মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ ৩/৪ জনের একটি দল সাভার পৌর এলাকার রেডিও কলোনী ভাটপাড়া এলাকায় মোঃ সাইফুল ইসলামের বাসায় গিয়ে সিএনএন বাংলা টিভির সাংবাদিক পরিচয় দেয়।
এসময় তার বাসায় অবৈধ ব্যবসা করা হয় বলে অভিযোগ এনে বিষয় টি বারা বাড়ি না করে ৫০ হাজার টাকা চাদা দাবি করে মোঃ মোফিজুর রহমান সোহেল।
পরে সে টাকা দিতে অস্বীকার করলে আমার ছোট বোন আয়শা আক্তার মহুয়াকে পাশের রুমে নিয়ে তার সাথে অশ্রীল কথা বার্তা বলে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় সে ডাক চিৎকার করলে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।
পরে সাভার মডেল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ চার জন কে আটক করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

যে দাবি করে দেশে সুশাসন আছে, সে মিথ্যুক’

দিনে দিনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ডক্টর কামাল হোসেন। বুধবার( ১৯ ডিসেম্বর) দুপুরে, সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে, বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন ড. কামাল।

এ সময় তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে কেউ যদি দাবি করে দেশে সুশাসন আছে। তাহলে আমি বলবো সে মিথ্যুক। যারা মনে করে যে আমরা ক্ষমতা পেয়ে গেছি। যা লেখা আছে তা মানা হবে না। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ। এটা ভুলে গেলে চলবে না। যারা ভুলে যায় তাদের খেসারত দিতে হয়।’

সর্বশেষ আপডেট...