সাভারে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন পালিত

Loading

সারা দেশের ন্যায় ঢাকার সাভারে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই সাভারের রাজাশন ধরেন্ডায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় মিশনে আনন্দ-আনন্দ-উৎসব ও প্রাার্থনার মধ্য দিয়ে তাঁরা দিনটি উযাপন করেন।
সকালে সাভারের রাজাশন এলাকায় ধরেন্ডা ক্যাথলিক চার্চে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা শুভ বড় দিন উপলক্ষ্যে দিনব্যাপী নানা উৎসব পালন করে। এসময় বড় দিন উপলক্ষ্যে খ্রীষ্টানভক্তরা গীর্জায় আরাধনা করেন।
প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের উৎসবের দিন শুভ বড়দিন পালিত হয়েছে। এদিন যীশু তাদের আলোর পথ দেখিয়েছেন, জ্ঞানের পথ দেখিয়েছেন। ঈশ্বর যেমন আমাদেরকে দয়া করেন আমরাও যেন পরস্পরকে দয়া প্রদর্শন করি। এই মহান ব্রত নিয়ে এবারের বড় দিনের উৎসব পালিত হয়েছে।

বড়দিন উপলক্ষ্যে ধরেন্ডা গির্জা সাজে নতুন রূপে। এছাড়া পূণ্যময় শুভ বড়দিন উপলক্ষ্যে কীর্তন প্রদর্শনীর আয়োজন করে ধরেন্ডা মিশন তরুন সংঘ। অনুষ্ঠিত কীর্তন প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ ডা.এনামুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বড়দিন উপলক্ষ্যে খ্রীষ্টান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষরা আওয়ামীলীগ সরকারের সময় সুন্দরভাবে যে যার ধর্ম পালন করতে পারছেন। তাই আগামী নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে শেখ হাসিনা সরকারকে নিরঙ্কুস বিজয় উপহার দিয়ে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সেলিম মিয়া,ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মাসুদ খাঁন রানাসহ আরো অনেকে।