30 C
Dhaka, BD
রবিবার, মে ১১, ২০২৫

সুস্থ ভোট হলে মহাজোটই ক্ষমতায় আসবে: ফিরোজ রশীদ

ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হলে মহাজোট আবারও ক্ষমতায় আসবে। কারণ মহাজোট সরকার দেশে যে উন্নয়ন করেছে, তার জন্য মানুষ আবার ভোট দেবে।

ফিরোজ রশীদ বলেন, মনে রাখতে হবে মহাজোটের পরাজয় মানে দেশের উন্নয়ন ও অগ্রগতির পরাজয়। দেশবিরোধী শক্তি চায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হোক। তাই মহাজোট ও নির্বাচন নিয়ে নানান ধরনের কুৎসা রটাচ্ছে। এসব প্রতিহত করেই সারাদেশে মহজোটের প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মহানগর অ‍াওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান সংস্থা বন্ধন বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় করে।

বাংলাদেশ মানবধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখা ও সিভিল সার্জেন ঠাকুরগাঁও এর সহযোগিতায় আজ(১৬ ডিসেম্বর)সকাল ১০.৩০ ঘটিকা থেকে ঠাকুরগাও জেলা স্কুল বড় মাঠে প্রতিবারের ন্যায় বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় র্কমসূচি পালন করে সেচ্ছায় রক্তদান সংস্থা বন্ধন।বন্ধরনের রক্তের গ্রুপ নির্ণয় র্কমসূচিতে উপস্থিত ছিলেন বন্ধনের উপদেষ্টা ও বাংলাদেশ মানবধিকার কমিশনের রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি এ্যাডভোকেট জাহিদ ইকবাল, বন্ধনের উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি এ এর খলিলুর রহমান, বাংলাদেশ মানবধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন ফেরদৌস,বন্ধনের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনি সম্পাদক শাহিন আলম, বন্ধনের ঠাকুরগাঁও কলেজ শাখার সভাপতি সজিব ,বন্ধনের ঠাকুরগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক জনি,রোড় কলেজ শাখার সভাপতি নাসিরুল ইসলাম,সাধারন সম্পাদক তুষার রহমান সহ বন্ধনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সংগঠনটি ২০১২ সালের ২৫শে ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের জোগান দিয়ে যাচ্ছে।সর্ম্পূণ নিজের উদ্দোগে কিছু মানবতা কর্মি এই কাজ করে যাচ্ছে। সরকারি ভাবে তাদের নিবন্ধনের কোন উদ্দোগ নেই বললে চলে।বন্ধনের সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান, বন্ধন ২০১২ সাল থেকে হাজার হাজার মূর্মূষ রোগীকে রক্ত দান করে আসছে এবং সরকার যদি তাদের বৈধতা দান করে তাহলে এই ধারাকে অব্যাহত রাখবে।করণ তাদের সরকারি ভাবে বৈধতা না দেওয়ায় বিভিন্ন ভাবে সমস্যার সমূক্ষীণ হচ্ছে ।সকারের বৈধতা পেলে তারা আরো বেগবান হবে।

স্বাধীনতার মূলনীতি মেনে দেশ গড়ার কাজকে এগিয়ে নিতে হবে

আজ সকাল (১০:২০ মিনিট) ৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান ড. কামাল হোসেন ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন স্বাধীনতার ৪৭ বছর পার হয়েছে, স্বাধীনতাকে মূল্য দিয়ে মানুষ আজ সচেতন হচ্ছে। স্বাধীনতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে সবাইকে শপথ নিতে হবে।

স্বাধীনতার মূলনীতি মেনে দেশ গড়ার কাজকে এগিয়ে নিতে হবে।

সন্ত্রাস, জোর জবরদস্তি ও লাঠিয়ালদের ভূমিকা কোনভাবে মেনে নেয়া যায়না।
যারা রুগ্ন রাজনীতি করে তারা লাঠিয়াল ও কালো টাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয়না। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ঐক্যকে সুসংহত করে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

এসময় ঐক্যফ্রন্টের নজরুল ইসলাম খান আরো বলেন জনগণ সরকারের সব অপচেস্টা ব্যর্থ করে ঐক্যপ্রন্টকে বিজয়ী করবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করে বেগম জিয়াকে মুক্ত করা হবে

নির্বাচন একটি প্রহসনে পরিনত হচ্ছে মির্জা ফখরুল

আজ সকাল ৯টায় ৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান বিএনপির ভার প্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল । এসময় তিনি বলেন বিজয়ের দিনে গোটা জাতি বিজয়ের আনন্দ করতে পারছেনা, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর সরকার যে হামলা মামলা নির্যাতন চালাচ্ছে তাতে নির্বাচন একটি প্রহসনে পরিনত হচ্ছে, সহিংসতার ঘটনায়
নির্বাচন কমিশন অযোগ্যতার প্রমান দিচ্ছে। প্রতিদিনই ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে। গনতন্ত্র ফিরিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চলছে ।

১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

ঢাকা জেলা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু
৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান । সাথে ছিলো অসখ্য নেতা কমি।

৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রোববার (১৬ ডিসেম্বর) ভোর ছয়টার দিকেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ৬টা ৩৪ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর চৌকশ দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

রাজনৈতিক সহিংসতা ও অশ্লীল কার্যকলাপ এড়াতে বন্ধ হলো ৩টি পার্ক ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও অশ্লীল কার্যকলাপ এড়াতে এবং অনুমোদনহীনভাবে বিনোদন পার্ক পরিচালনা করায় ঠাকুরগাঁও শহরের তিনটি বিনোদন পার্ক বন্ধের নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের কল্পনা পার্ক, চিটাগাং পার্ক ও স্বপ্নজগৎ নামে তিনটি বিনোদন পার্ক পরিদর্শন করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পার্কগুলো বন্ধের নির্দেশনা দেন।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, বিনোদন পার্কগুলোর অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে, অনুমোদন না থাকায় দ্রুত অনুমোদন নিতে ও নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা এড়াতে সদরের তিনটি বিনোদন পার্কের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি পার্কগুলো তাদের কার্যক্রম চালু রাখে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পার্কগুলো পরিদর্শনকালে ঠাকুরগাঁও সদর থানার আইন-শৃঙাখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস। অনেক যুদ্ধ,অনেক সংগ্রামের দ্বারা অর্জিত বাঙালি জাতির মুক্তির স্বীকৃতি আমাদের আজকের “বিজয় দিবস”।১৯৭১ সালের আজকের দিনে আমাদের প্রিয় মাতৃভূমি হানাদার মুক্ত হয়েছিল। বাঙালি জাতি প্রথমবারের মত পেয়েছিল মুক্তির স্বাদ। এটা আমাদের নিকট অনেক বর প্রাপ্তি।১৯৭১ সালের ৭ই মার্চ বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন তাঁর মন্ত্রমুগ্ধকর ভাষণে। সেই ময়দানেই একই বছরের ১৬ ডিসেম্বর বিকেলে পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার লে. জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণ দলিলে সই করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় ৯১ হাজার ৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ বাহিনীর কাছে। তখন উত্সবে মেতে উঠেছিল বাঙালি জাতি।
বাংলাদেশের মহান বিজয় দিবস আজ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে রাতের অন্ধকার ভেদ করে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন এটি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের নাম জানান দেওয়ার দিন। জাতির আনন্দদিন এই জাতীয় দিবস। ৪৭ বছরেও সেই আনন্দের এতটুকু কমতি নেই। কারণ দিনটি হলো বাংলাদেশের এগিয়ে চলার অনন্ত উত্স। অন্ধকার দুরে ঠেলে আলোর দিকে এগিয়ে চলার প্রেরণা।
১৯৭২ সালের ২২ জানুয়ারি এক প্রজ্ঞাপনে ১৬ ডিসেম্বরকে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছিল। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীসহ দেশের বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়কদ্বীপ সাজানো হবে জাতীয় পতাকায়। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় থাকবে আলোকসজ্জা। দেশবাসী অসীম শ্রদ্ধায় স্মরণ করবে স্বাধীনতাযুদ্ধে প্রাণ উত্সর্গকারী শহীদদের, নির্যাতিত মা-বোনদের। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামবে। সারা দেশেই মানুষ অংশ নেবে বিজয় দিবস উদ্যাপনের অনুষ্ঠানে।
১৬ই ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। জাতীয় প্যারেড স্কয়ারেঅনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির প্রধান মাননীয় রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুরসংখ্যক মানুষ জড়ো হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকে

এমন কাজ করেই ইউটিউবে ৩ লাখ সাবস্ক্রাইবার!

রান্না নিয়ে ইউটিউবে চ্যানেলের অভাব নেই। কিন্তু দেশের ঐতিহ্যবাহী খাবার তৈরির রেসিপি-ই রয়েছে বা কয়টি চ্যানেলে?

প্রবাসীদের কথা চিন্তা করে ২০১৬ সালে ইউটিউব চ্যানেল খোলেন ভারতের অন্ধ্রপ্রদেশের দুই বন্ধু লক্ষ্মণ কারে ও শ্রীনাথ রেড্ডি।

খুব সহজ উপায়ে কিছু রান্না করে পেট ভরানোর রেসিপির ভিডিও দিয়ে শুরু করেন ‘কান্ট্রি ফুড’ নামে এই চ্যানেল।কয়েক মাস পর লক্ষ্মণ কারে ও শ্রীনাথ রেড্ডি প্রথম বার আপলোড করেন মস্তনাম্মার একটি ভিডিও। বর্তমানে তাঁর বয়স প্রায় ১০৭ বছর। কিন্তু এখনও তিনি নিজে হাতে রান্না করেন নানা দেশীয় খাবার।

গ্রামের খেতের মাঝে বসেই মস্তনাম্মা এক্সপেরিমেন্ট করেন খাবারের নানা সরঞ্জাম দিয়ে। কখনও তরমুজের মধ্যে চিকেন, কখনও বা টমেটোর ভিতরে অমলেট কারি। আবার কখনও একেবার সাদামাটা বেগুনের তরকারি, বাঁধাকপির তরকারি। পিৎজা, ব্রেড ওমলেট, সামুচাও রয়েছে মস্তনাম্মার রান্নার তালিকায়। ফ্রায়েড চিলি চিকেন বা চিকেন ড্রামস্টিকের পাশাপাশি, মাছ বা চিকেন বা কাঁঠালের বিরিয়ানিও তৈরি করেছেন মস্তনাম্মা।

রান্নার আগে প্রয়োজনীয় সব উপকরণ তাঁর হাতের কাছে গুছিয়ে দেন মস্তনাম্মার পরিবারের লোকজন। তারপর তিনি আসরে নামেন বলে জানিয়েছেন লক্ষ্মণ কারে। যিনি আবার মস্তনাম্মার নাতিও বটে।

‘কান্ট্রি ফুড’ চ্যানেলের দুই পার্টনার লক্ষ্মণ কারে ও শ্রীনাথ রেড্ডি জানান, মস্তনাম্মার রেসিপি ভিডিও আপলোড হওয়ার পরে তাঁদের চ্যানেলের সাবস্ক্রিপশন বেড়ে গিয়েছে কয়েক গুণ। একা মস্তনাম্মারই নাকি সেই সংখ্যা নিয়ে গিয়েছেন ৩ লাখে। মস্তনাম্মার নানা ডিশের মধ্যে সব থেকে জনপ্রিয় ডিশটি হলো ব্রিঞ্জল কারি।

দাঁত পরিষ্কার ছাড়াও টুথপেস্ট আরো যেসব কাজে লাগে

টুথপেস্টের কাজ এবং ব্যবহার সবারই জানা। দাঁত পরিষ্কারের কাজে টুথপেস্টের চেয়ে বেশি ব্যবহৃত অন্য কোনো উপাদান নেই। কিন্তু এই টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কারের কাজেই নয়, ব্যবহার করা যায় আরো অনেক কাজে। চলুন জেনে নেই

ব্রাশে পেস্ট লাগাতে গিয়ে অনেক সময় পেস্ট সিঙ্কে পড়ে যায়। এমন হলে সঙ্গে সঙ্গে পানি ঢেলে দেবেন না। একটা স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পুরো সিঙ্কটা ভালো করে পরিষ্কার করুন। পানির দাগ থেকে আরম্ভ করে সব ময়লা দূর হয়ে যাবে।

স্নিকার্স বা সাদা কেডসে যে রবারের ট্রিম থাকে, সে জায়গাটা কয়েকবার ব্যবহার করার পর থেকেই রং হারাতে আরম্ভ করে। একটা কাপড়ে এক দলা টুথপেস্ট নিয়ে এই ট্রিমে ভালো করে ঘষুন, তারপর ভেজা ন্যাকড়ায় মুছে দেখুন জুতো কেমন ঝকমকিয়ে ওঠে!

পেঁয়াজ, রসুন কুচি করলে বা মাছ পরিষ্কার করলে হাতে নাছোড় গন্ধ জড়িয়ে যায়, খুব কড়া সাবান ব্যবহার না করলে তা যেতে চায় না। হাতে একটু টুথপেস্ট নিন, সঙ্গে চিপে দিন কয়েক ফোঁটা লেবুর রস। ভালো করে রগড়ে নিয়ে এক মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন, যাবতীয় দুর্গন্ধ নিমেষে দূর হয়েছে, সেই সঙ্গে মুছে গিয়েছে।

রান্নাঘরে তাড়াহুড়া করতে গিয়ে কড়া বা গরম টোস্টারে হাতের ছোঁয়া লেগে পুড়ে গিয়েছে? সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগান, জ্বালা কমবে।

গাড়ির হেডলাইট, শিশুর বোতল, ফ্লাক্স ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট আর পানির মিশ্রণ।

সর্বশেষ আপডেট...