29.5 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

শীতে গোসলে গরম না ঠান্ডা পানি?

শীতকালে গোসল করা নিয়ে আমরা সবাই কমবেশি আতঙ্কে থাকি। পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ায় এই আতঙ্ক। ফলে অনেকেই নিয়মিত গোসল করা থেকেও বিরত থাকেন। আবার অনেকে গরম পানি ব্যবহার করে গোসল সেরে নেন। তবে গরম পানি আপনার শরীরের জন্য কতটুকু ভালো বা খারাপ তা আমরা অনেকেই জানি না।

বেশি গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের ক্ষতি হয়। গরম পানি ত্বকের ফলিকগুলোকে ক্ষতিগ্রস্ত করে, যা শরীর কে আর্দ্র করে। এতে ত্বক সহজেই তার মোহনীয়তা হারাবে এবং চামড়া তাড়াতাড়ি বুড়িয়ে যাবে। তাছাড়া মাথায় তো গরম পানি লাগানোই উচিত না। কারণ এতে চুলের এবং ব্রেনেরও ক্ষতি হয়। এজন্য মাথায় ঠান্ডা পানি দিতে হবে।

গরম পানিতে গোসল কার্ডিওভাস্কুলার সিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে। যাদের হাইপারটেনশনসহ হৃৎপিন্ডজনিত সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল ভালো নয়।

গরম পানি ত্বকের ছিদ্র খুলে দিলেও আবার সহজে ময়লা জমে। এর কারণে ব্রণসহ নানা সমস্যা সৃষ্টি হয়। গরম পানি চুলের জন্য ক্ষতিকর। চুল দুর্বল হয়ে সহজে ভেঙে যায়। গরম পানি বিষণ্ণতার জন্যও দায়ী। গরম পানি শরীরের তাপমাত্রা বাড়ায়। যা শুধু এসিডিটির সমস্যাই তৈরি করে না, মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। তবে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে কোনো ক্ষতি নেই।

সাভারে স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক আটক।

সাভারে এক স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ চারজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে সাভারের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
থানা পুলিশ জানায় , গত মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ ৩/৪ জনের একটি দল সাভার পৌর এলাকার রেডিও কলোনী ভাটপাড়া এলাকায় মোঃ সাইফুল ইসলামের বাসায় গিয়ে সিএনএন বাংলা টিভির সাংবাদিক পরিচয় দেয়।
এসময় তার বাসায় অবৈধ ব্যবসা করা হয় বলে অভিযোগ এনে বিষয় টি বারা বাড়ি না করে ৫০ হাজার টাকা চাদা দাবি করে মোঃ মোফিজুর রহমান সোহেল।
পরে সে টাকা দিতে অস্বীকার করলে আমার ছোট বোন আয়শা আক্তার মহুয়াকে পাশের রুমে নিয়ে তার সাথে অশ্রীল কথা বার্তা বলে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় সে ডাক চিৎকার করলে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।
পরে সাভার মডেল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ চার জন কে আটক করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

যে দাবি করে দেশে সুশাসন আছে, সে মিথ্যুক’

দিনে দিনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ডক্টর কামাল হোসেন। বুধবার( ১৯ ডিসেম্বর) দুপুরে, সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে, বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন ড. কামাল।

এ সময় তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে কেউ যদি দাবি করে দেশে সুশাসন আছে। তাহলে আমি বলবো সে মিথ্যুক। যারা মনে করে যে আমরা ক্ষমতা পেয়ে গেছি। যা লেখা আছে তা মানা হবে না। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ। এটা ভুলে গেলে চলবে না। যারা ভুলে যায় তাদের খেসারত দিতে হয়।’

বিয়ে করলেন শবনম ফারিয়া

ছোট পর্দা ও বড় পর্দার তারকা অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ের ঘোষণা দিয়েই বিয়ের পিঁড়িতে বসে গেলেন এই অভিনেত্রী। বুধবার (১৮ ডিসেম্বর) ফারিয়া নিজের ফেসবুকে বিয়ের দুটি ছবি আপলোড করেন। তবে কবে নাগাদ বিয়ে হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানাননি।

ধারণা করা হচ্ছে, অনেকটা ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবি প্রকাশের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেয়া হচ্ছে ফারিয়া-অপু জুটিকে।

ফারিয়ার স্বামী হারুনুর রশীদ অপু, একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তাদের বিয়েটা নাকি দুই বছর আগেই হওয়ার কথা ছিল।

সম্প্রতি শবনম ফারিয়া জানিয়েছিলেন, ‘ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের চূড়ান্ত দিন ধার্য হলো। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটি বদল হয়।’

তিনি ১৭ ডিসেম্বর জানিয়েছিলেন, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি তাদের বিয়ে হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিয়ের এক দিন আগে হবে গায়েহলুদ।

কিন্তু ঘোষিত সেই সময়ের আগেই বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন এ জুটি।

অজ্ঞাত গাড়ির ধাক্কায় হামিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর শের-এ-বাংলা নগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হামিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী মোস্তফা বিশ্বাস।

পুলিশ জানায়, মঙ্গলবার( ১৮ ডিসেম্বর) ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান হামিদুল। আহত মোস্তফা বিশ্বাসকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত হামিদুল বাণিজ্যমেলায় কাঠ মিস্ত্রির কাজ করতেন। আর মোস্তফা কাঠ পরিবহন শ্রমিক।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পরীক্ষামূলক ভোটগ্রহণ শুরু

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের ১৪৪টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পরীক্ষামূলক ভোটগ্রহণ শুরু হয়েছে আজ থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

ভয়ভীতি, সংশয় এবং উদ্বেগ কাটিয়ে নির্বিঘ্নে ভোটগ্রহণের লক্ষে প্রস্তুতিমূলক এ ভোটগ্রহণের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বলো ১১টা থেকে আসনের ১৪৪টি কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা। চলে বিকেল ৩টা পর্যন্ত। ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর সদ্যসরা ভোটারদের ভোটগ্রহণ থেকে শুরু করে যাবতীয় বিষয়ে নির্দেশনার মাধ্যমে সহায়তা করেন।

৯টি কেন্দ্রে সরকারি স্কুলের পরীক্ষা থাকায় ভোটগ্রহণ স্থগিত ছিল। তবে পরীক্ষার পরে যথারীতি ভোট চলে।

এদিকে প্রথমবারের মতো ইভিএম ভোট দেয়া নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশেষ করে তরুণ ও নবীন ভোটাররা প্রযুক্তির সহায়তায় ভোট দেয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও অধিকাংশ বয়োজ্যেষ্ঠ ভোটার এ ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

Ctg

এবারই নির্বাচনে প্রথম ভোট দেবেন বাকলিয়া এলাকার বাসিন্দা ও নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী নাজনিন সুলতানা। তিনি বলেন, এবারই নতুন ভোটার আমি। কাগজের ভোট সম্পর্কে শুনেছি। কিন্তু আমি ভোট দেব ইভিএমে। ইভিএম নিয়ে অনেক শঙ্কার কথা শুনেছি। কিন্তু পরীক্ষামূলক ভোট দিতে গিয়ে দেখলাম এটা অনেক সহজ। এখন উন্মুখ হয়ে অপেক্ষা করছি ৩০ ডিসেম্বরের জন্য।

বাকলিয়া এলাকার বাসিন্দা আব্দুল বাসার বলেন, ‘আপনি ব্যালটে সিল মারার পর নিশ্চিত হয়ে বলতে পারেন ভোটটি আপনার পছন্দের প্রার্থীই পাচ্ছেন। কিন্তু ইভিএমে ভোট দিয়ে আমার প্রার্থীই ভোটটি পাচ্ছেন কি না তা নিশ্চিত হতে পারছি না।’

চট্টগ্রামের কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন, ‘চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের ১৪৪টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে পরীক্ষামূলক ভোটগ্রহণ (মক ভোটিং) অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুটি ইভিএমের মাধ্যমে পরীক্ষামূলক ভোটগ্রহণ করা হয়। ইভিএম পদ্ধতিতে ভোটারের তথ্য যাচাইয়ে আঙুলের ছাপ, স্মার্ট কার্ড, পুরনো এনআইডি কার্ড অথবা পুরনো ভোটার আইডি কার্ড ব্যবহার করা হবে।

তবে তিনি জানান, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের জন্য যেসব ইভিএম ব্যবহার করা হবে, সেগুলো এখনও চট্টগ্রামে এসে পৌঁছায়নি।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনির হোসাইন খান জাগো নিউজকে বলেন,প্রতি বুথে একটি ইভিএম রাখা হবে। একটি ইভিএমে সর্বোচ্চ ৪৫০ জন ভোটার রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯০ হাজার ৪৩১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৪টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭২৫টি। এ আসনে ৭২৫টি ইভিএমে ভোটগ্রহণ করা হবে। পাঁচ শতাংশ অতিরিক্তসহ মোট প্রিজাইডিং অফিসার ১৫১ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৯৬৬ জন এবং পোলিং অফিসার এক হাজার ৯৩২ জন এ আসনে ভোটগ্রহণে কাজ করবেন।

সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন অফিস আদালত বন্ধ থাকবে।

সোমবার (১৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিসে আদেশে একথা বলা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আগামী নির্বাচনে সহিসংতা রোধে আজ থেকে রাজধানী ঢাকার পাশাপাশি কুমিল্লায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ স্থানে এরইমধ্যে টহল শুরু করেছে বিজিবি। এছাড়া বগুড়ায় ২০, যশোরের ৮ উপজেলায় ১২ এবং সাতক্ষীরায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ভয়ভীতিহীন ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

অংশগ্রহণমূলক,ভয়ভীতিহীন ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে প্রচারণায়ও সব দলের সমান সুযোগ কামনা করে দেশটি। মঙ্গলবার( ১৮ ডিসেম্বর)  দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সাংবাদিকদের একথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব জানান, ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারেও বৈঠকে কথা হয়েছে। এ সময় মির্জা ফখরুল বলেন, ভয়ভীতি ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চান তারা। সকল কাছে গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তারা। এটাই তাদের সবচেয়ে বেশি প্রত্যাশা।

এছাড়া রবার্ট মিলার বলেন, ‘নির্বাচনে কোন রকম ভয়ভীতি সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আমরা মনে করি প্রচারণায় সব দলের সমান সুযোগ থাকা দরকার।’

বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে জামায়াতের ২২ জনের প্রার্থিতার বিষয়ে আপত্তি ।

বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে জামায়াতের ২২ জনের প্রার্থিতার বিষয়ে আপত্তির আবেদন তিনদিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এ আদেশ দেন।

একই সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের নির্বাচন করার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন কেন গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। জামায়াতের ২২ নেতাকে ধানের শীষ প্রতীক দেয়ার বিরুদ্ধে সোমবার হাইকোর্টে রিট করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রেজাউল হক চাঁদপুরী। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নিবন্ধন বাতিল হওয়ার পর জামায়াত নেতাকে ধানের শীষ প্রতীক দেয়া আদালতের আদেশের পরিপন্থী।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তারা জামায়াতে ইসলাম করতেন এবং জামায়াতে ইসলামী কোটা হিসেবে তাদেরকে বিভিন্ন আসনে প্রার্থিতা দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে রায়ের পরিপন্থী। এছাড়া আমরা যে স্পিড নিয়ে আমরা যুদ্ধাপরাধের মামলার বিচার করছি, তারও পরিপন্থী।

ধামরাইয়ে বএিনপরি র্প্রাথীতা শুন্য-নর্বিাচনী প্রচারণায় ব্যাস্ত আওয়ামী-লীগ ও অন্যান্য দল।

ঢাকা-২০ ধামরাই আসনে আওয়ামী-লীগের পথের কাটা বিএনপির শক্তিশালী প্রার্থী আলহাজ¦ তমিজউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেছে হাইকোটের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতির নেতৃতে¦ সাত বিচারকের আপিল বেঞ্চ গতকাল সোমবার চেম্বার আদালতের স্থাগিতাদেশ তুলে নিয়েছে। ফলে হাইকোটের আদেশেই বহাল রয়েছে যার কারণে আলহাজ¦ তমিজউদ্দিন নির্বাচন করতে পারছেন না। আপিল বিভাগে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবি এটনিজেনারেল মাহাবুবে আলম ও তার সাথে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। পরে সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আপিল বিভাগের আদেশের ফলে ঢাকা-২০ ধামরাই আসন থেকে বিএনপির প্রার্থী আলহাজ¦ তমিজউদ্দিন আর নির্বাচন করতে পারছেন না। ফলে বিএনপির এই আসনটি শুন্য হয়ে গেছে।
অপর দিকে ঢাকা-২০ ধামরাই আসনে আওয়ামী-লীগের মনোনীত একক প্রার্থী ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বায়রার দুইবারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজির আহম্মেদ প্রতীক পাওয়ার পর থেকেই এই আসন থেকে প্রচার প্রচারণা শুরু করেন। প্রতিদিনই নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল থেকে বিকাল ও রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। এই সময় আওয়ামী সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোটারদের দিচ্ছে নানা ধরণের প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচার প্রচারণাকালে বলেন আমি এমপি থাকাকালে ঢাকা-২০ ধামরাইয়ে প্রায় ছয়শত কোটি টাকা উন্নয়ন কাজ করেছি। এবার যদি জনগণ আমাকে ভোট দিয়ে বিজয় করে তাহলে আমি পঞ্চাশ বছরের উন্নয়ন কাজ করে যাব যাতে ধামরাই আর কাজ করার কোন জায়গা না থাকে। তিনি আর বলেন আমার সময়ে আমি ধামরাই পৌর-সভা থেকে শুরু করে ধামরাইতে যতগুলি ব্রিজ,কালভ্যাট,রাস্তা পাকাকরণ ও বিদ্যুৎতের ব্যাবস্থাাসহ ভুমিহীনদের পুর্ণভাসনের সকল উন্নয়ন কাজ আমার সময় আমি করেছি।তাই উন্নয়নের কাজ বিবেচনায় নিয়ে ভোটাররা আবার ও নৌকা প্রতীকে ভোট দিবেন বলে আমি আশাবাদি। পরে মিছিলে মিছিল মুখুরিত হয়ে উঠে ধামরাই বাজার ও উপজেলাসহ ধামরাই পুরো শহর।
ঢাকা-২০ ধামরাই আসনে প্রার্থী হয়েছিলেন আওয়ামী-লীগের আলহাজ¦ বেনজির আহম্মেদ ও বিএনপি থেকে আলহাজ¦ তমিজউদ্দিন এছাড়া জাতীয় পাটি থেকে সাবেক দুইবারের সংসদ সদস্য খান মোহাম্মদ ইসরাফিল খোকন এবং সমাজতান্ত্রিক দলের(জেএসডি) ইসলামী আন্দোলনের ধামরাই উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসন থেকে বিএনপি প্রার্থী বাদ পরায় এখন আওয়ামী-লীগ ও জাতীয় পার্টি লাঙ্গল এবং ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা প্রত্যেকেই প্রতি ভোটারের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছে।

সর্বশেষ আপডেট...