কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার সাথে জরিত মূলহোতা সহ ৭ জন কে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বক্তারপুর, কালামপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি রামদা,তিনটি চাকু ও একটি চাপাতি সহ ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন জামালপুর জেলার সদর থানার নান্দিনা গ্রামের মৃত হুমায়ুনের ছেলে রাজু আহমেদ রাজ্জাক( ৩৫), (এ/ পি) গাজীপুরের কালিয়াকৈর হরতকিতলা। গাজীপুরের কালিয়াকৈর কালামপুর( খাজারডেক) এলাকায় সতেনচন্দ্র বর্মন এর ছেলে বিপিন বর্মন।লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর বালাপাড়া এলাকার মৃত নওশেদ মোল্লার ছেলে সাইফুল মোল্লা( ৫২)।ঢাকা জেলার আশুলিয়া থানার তেলির বাজার এলাকার ফেরদৌসের ভাড়া বাসার ভাড়াটিয়া।লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মধ্য গোপালরায় মৃত আনোয়ার হোসেনের ছেলে মাহফুজ রানা (২২)।ঢাকা জেলার ধামরাই থানার বারিন্দা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আবুল হোসেন ওরফে শামসুদ্দিন( ৫৫)।গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হাবিবপুর এলাকার কাঞ্চন শিকদারের ছেলে এরফান সিকদার (২৩)।গাজীপুর জেলার কাপাসিয়া থানার ডুমদিয়া হাফিজ উদ্দিনের ছেলে নাজমুল হাসান (৩০)।
কালিয়াকৈর থানা( ওসি) আকবর আলী জানান বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় সেইদিন থেকেই আসামিদের গ্রেফতার করতে দফায় দফায় অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। আসামীদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের
কালিয়াকৈর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১৬ (এপ্রল) কালিয়াকৈর উপজেলার কলেজ রোডে সাহেব বাজার এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এই সম্মেলনের মাধ্যমে কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনকে সভাপতি ও পারভেজ আহমেদকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ.কে.এম ফজলুল হক মিলন।প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথী ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বেনজীর আহমেদ টিটু,-সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি,ডাঃ শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ওমর ফারুক শাকিল উক্ত সম্মেলনটি সফল করার জন্য উপস্হিত ছিলেন বিএনপির তৃনমূলের নেতা কমীরা।
স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ও ভরারী হলমার্ক গ্রুপের মালিকানাধীন হাজার কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে এসব এলাকায় অবস্থিত হলমার্কের বিভিন্ন কারখানার জেনারেটর মেশিনারীজ, দরজা, জানালা, গেটসহ বিভিন্ন যন্ত্রপাতি লুট হয়ে গেছে। বর্তমানে কারখানাগুলোর ভবন ভেঙ্গে জমি দখলের মাধ্যমে সেগুলো প্লট আকারে বিক্রীর পায়তারা করছে স্থানীয় প্রভাবশালী চক্রের সদস্যরা।
তবে সবকিছু স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের চোখের সামনে ঘটলেও এসব সম্পত্তি দেখভালের দায়িত্ব কার। কোন প্রকার বাঁধা না আসায় অনেকটা নির্বিঘ্নেই চলছে এমন বেদখল কার্যক্রম।
সম্প্রতি তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় অবস্থিত হলমার্কের তারকাটা কারখানা নামে পরিচিত ভবনটি ভাঙ্গার কাজ শুরু করেছে শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তি। সি.এস ৩৮৩, এস.এ ২১৩, আর.এস ১০৫ নম্বর খতিয়ানে সি.এস ও এস.এ ১৭৬ এবং আর.এস ১৬৪ নম্বর দাগে ২ একর ৪৯ শতাংশ জমিটিতে মিসেস নিলুফা হক ওরফে রুনুর নামে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। পাশেই আরও কটি সাইনবোর্ডে ওই জমির ৯২ শতাংশের বায়না সুত্রে মালিক মোঃ শাহাদাৎ হোসেন গং লেখা রয়েছে। ভবনটি গত কয়েকদিন ধরে ১৫-২০ জন শ্রমিক ভাঙ্গার কাজ শুরু করেছে। এর আগেই সেখানে থাকা বড় একটি জেনারেটর, তারকানা তৈরীর বেশকিছু মেশিনারীজ, তারকাট তৈরীর জন্য রাখা বিপুল পরিমান লোহা ও রড, ভবনটির জানালা, দরজা, বৈদ্যুতিক পাখা ও বিভিন্ন ধরনের আসবাবপত্রসহ বিশালাকৃতির মূলফট লুট হয়ে গেছে। এখন ভবনটি ভেঙ্গে প্লট আকারে জমি বিক্রী করার পায়তারা চলছে।
কিছু কারখানার শেড ভেঙ্গে পড়েছে এবং সেখানে থাকা কোটি কোটি টাকা মূল্যের মেশিনারীজ উধাও হয়ে গেছে। দরজা, জানালা এমনকি মূল ফটকও নেইল অনেক কারখানায়।
হলমার্ক গ্রুপের এবিএস নিটেক্স লিমিটেড কারখানার ব্যবস্থাপক (অর্থ) মোঃ মোবারক হোসেন রাজু বলেন, গত ৭-৮ বছর আগে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ তারকাটা কারখানাটি ক্রয় করেন। এরপর থেকেই এটি আমাদের দখলে রয়েছে। তবে বর্তমানে গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তারা কারাগারে থাকায় রাতের আধাঁরে কারখানার সমস্ত মালামালসহ বিভিন্ন আসবাকবপত্র চুরি হয়ে গেছে।
গত দুই দিন ধরে ভবনটির মালিকানা দাবি করে এটি ভাঙ্গার কাজ শুরু করেছে শাহাদাৎ হোসেন গং। আমরা বাঁধা দিয়েছি এবং বলেছি আপনাদের কি কাগজ আছে নিয়ে আমাদের সাথে বসেন। আমাদেরও কাগজ আছে, একসাথে বসলেই সঠিক মালিকানা জানা যাবে।
কিন্ত তারা আমাদেরকে পাত্তা না দিয়ে কাজ অব্যাহত রেখেছে। তাই আমরা বিষয়টি স্থানীয় ফাঁড়িকে অবহিত করেছি।
বায়না সুত্রে জমির মালিকানা দাবিকারী শাহাদাৎ হোসেন বলেন, জমির মূল মালিক মিসেস নিলুফা হক। তার জমিটি জাল জালিয়াতির মাধ্যমে দখল করেছিলো তারকাটা কারখানার মালিক স্বপন। তাদের কাছ থেকে পরবর্তীতে হলমার্ক গ্রæপ কিনে দখলে নেয়। সম্পতি আদালতের রায়ে জাল দলিল প্রমানিত হওয়ায় মূল মালিকের কাছ থেকে আমরা কয়েকজন মিলে জমিটি বায়না করে ভবন ভাঙ্গার কাজ শুরু করেছি।
এদিকে হলমার্ক গ্রুপের অভিযোগের ভিত্তিতে সংবাদ কর্মীদের উপস্থিতিতে স্থানীয় ট্যানারী পুলিশ ফাঁড়ির থেকে এসআই সায়েদ এসে ভবন ভাঙ্গার কাজ বন্ধ করে দিয়েছেন। এসময় উভয় পক্ষকে জমির কাগজ নিয়ে ফাঁড়িতে বসার জন্য বলা হয়।
জানতে চাইলে ট্যানারী ফাঁড়ির ইনচার্য জাহিদ হোসেন বলেন, হলমার্ক গ্রæপের অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রাখা হয়েছে। কাগজপত্র দেখে মালিকানা নিশ্চিত হওয়ার পরই সেখানে কাজ করতে পারবে প্রকৃত মালিক।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, হলমার্ক গুপের সকল সম্পত্তি সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করা হলেও এসব বিষয়ে আমাদের কোন নির্দেশনা দেয়া হয়নি। রাষ্ট্রিয় সম্পদ যদি কেউ চুরি করে কিংবা দখলের চেষ্টা চালায় তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করতে পারে।
উল্লেখ্য, সাভারসহ বিভিন্ন জায়গায় হলমার্ক গ্রুপের শত শত কোটি টাকার সম্পত্তি, এবং এসব জমির উপর প্রায় পাঁচশ কোটি টাকা মূল্যের নির্মানাধীন ভবন ছিলে। এসব সম্পত্তি দেখভালের অভাবে বিনষ্ট হয়ে গেছে।
এছাড়াও নির্মাণাধীন ভবনগুলো এখন মাদকসেবীদের আখড়া। বিভিন্নজন ভোগ-দখল করে খাচ্ছে।
হুমায়ুন কবির,রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পরিষদ চত্বরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. মামুন ভূঞা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাবেক, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বিপ্লব,জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, বৈশাখী উদযাপন পরিষদের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন।
এছাড়াও প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,ভিপি কামাল উদ্দীন, পৌর বিএনপি’র সভাপতি সহকারি অধ্যাপক শাজাহান আলী,সহকারী অধ্যাপক শফিকুল আলম ও প্রশান্ত বসাক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী, সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহাফিলে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শাহী মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ- হিল বাকীর নেতৃত্বে ইফতার মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার সাভারে বাঙালি জাতির প্রানের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন তেঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমর।
প্রায় শতাধিক প্রান্তীক পরিবারের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্তরে এই উপহার সামগ্রী নিজ হাতে বিতরণ করেন। এসময় তিনি বলেন, বাংঙ্গালি জাতির প্রানের উৎসব পহেলা বৈশাখ।
এই দিন নানা আয়োজনে পালন করেন বাঙালিরা। আমি বৈশাখ বরণ করতে শতাধিক পরিবারের মুখে হাসি ফোটানের চেষ্টা করেছি। উপহার গ্রহীতাদের ভালবাসায় আমি আমি অত্যন্ত খুশি । এ সময় তিনি আরো বলেন, নতুন বছরে এটাই কামনা সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে স্বর্ণশেখড়ে পৌছে যাক। গত বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাই।
একই সঙ্গে সাভারবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান তিনি, এসময় হতদরিদ্রদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল ভিজিডি এর ৬০ কেজি চাল, ব্যক্তিগত তহবিল থেকে চাল, পেঁয়াজ, তেল , চিনি , সেমাই, আলু ও গুড়া দুধ ও প্রত্যেক হতদরিদ্রদের হাতে তুলে দেয়া হয় ১ টি করে শাড়ি । সব শেষে মোনাজাতের মাধ্যমে সকল বাঙ্গালির সমৃদ্ধি কামনা করে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য সহ স্থানীয় সকল ব্যক্তিবর্গ ।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনা ও সার্বিক তত্তাবধানে সম্মানীত রোজাদারদের মাঝে যুবলীগ মাসব্যাপী ইফতার বিতরণ করে আসছে।
১ লা রমজানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের কার্যালয়ের সামনে এমন মানবিক, ধর্মীয়, নান্দনিক কাজের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল সহ যুবলীগ কেন্দ্রীয় ও মহানগর উত্তর -দক্ষিন এর নেতৃত্ব উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগ প্রতিদিন অফিসে পবিত্র কুরআন শরীফ তেলওয়াত হয় এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয় তার পর যুবলীগের অফিসের সামনে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। যুবলীগের এমন মানবিক কাজ রমজান মাসব্যাপী চলবে।
আজকে ইফতার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম,জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল ত্রান সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল,উপ তথ্য,যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, কৃষি ও সমবায় উপ সম্পাদক রওশন জামির রানা,উপ ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য,নির্বাহি সদস্য শাম্মি খান,ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মুক্তি যুদ্ধ বিষয় সম্পাদক গোফরান গাজী, উপ- দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, সদস্য আলতাফ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃত্ব।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবগঠিত কমটির ৫ নং ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন এই কমিটি ঘোষণা দেন।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ডাইনকিনি মাই ওয়ান মোড়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এই সময় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সহ-সভাপতি মাহফুজুর রহমান লিটন, অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত সাংগঠনিক সম্পাদক নাজমুল সরকার, সহ সভাপতি শওকত হোসেন ,জহিরুল ইসলাম, তাজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক , রেজাউল করিম,শাহিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, কোষাধক্ষ্য সম্পাদক কবির হোসেন সহ ৫ নং ওয়ার্ড পৌর যুবদলের নেতাকর্মীরা।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বুধবার (১৩ এপ্রিল) পৃথক ঘটনায় এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃত পুরুষ উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে বাবুল হোসেন (৩২) ও নারী ধনতলা ইউনিয়নের বগাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী সুভা রাণী(৪২)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে ,মৃত বাবুল হোসেন স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে বাকবিতণ্ডা হয়। পরে অভিমান করে বাবুল নিজ শয়ন কক্ষে সকাল ৯ টায় ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে । টের পেয়ে অসুস্থ অবস্থায় বাবুল হোসেনের পরিবারের লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।
এর পর অবস্থার আরও অবনতি হলে অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে বাবুল হোসেন মারা যায়।
অপরদিকে সুভা রানীর স্বামী জমি বিক্রি করতে চাইল সে বাধা দেয়। এ নিয়ে শাশুড়ির সাথে গত মঙ্গলবার (১২ এপ্রিল) ঝগড়া হয় । পরে বুধবার (১৩ এপ্রিল) আনুমানিক ভোর ৪ টায় অভিমান করে নিজ শয়ন কক্ষে দানাদার বিষ খেয়ে ফেলে।
পরে পরিবারের লোকজন জানতে পেরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় সুভা মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন বলেন,
এ নিয়ে থানায় দুটি ইউডি মামলা রুজু করা হয়েছে। এবং লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আমির হোসেন,সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের অনিয়ম ও দুর্নীতি নিয়ে নিউজ করার পাশাপাশি মাঠপর্যায়ের সক্রিয়ভাবে আন্দোলন করায় বাংলাদেশের বেসরকারি টেলিভিশন আরটিভি’র জেলা প্রতিনিধি ও হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহীদনুর আহমদকে হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের দুই সন্ত্রাসী এমন অভিযোগ পাওয়া গেছে ।
এ ঘটনায় আজ( ১২ এপ্রিল মঙ্গলবার) দুপুরে সাংবাদিক শহীদনুর আহমদ সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন । সাধারণ ডায়েরি(জিডি) নং-৬১১, তারিখ-১২/০৪/২০২২ ইং।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
জিডি সূত্রে জানা যায়, বেসরকারি টেলিভিশন আরটিভি’র জেলা প্রতিনিধি ও হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহীদনুর আহমদ সম্প্রতি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ ও মতামত প্রকাশ করেন। গত (১১ এপ্রিল) সোমবার রাত ৯ টা ১৬ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাইম আহমদ তাহার মোবাইল ফোন ০১৭২০-৯৯৯১১৪ সাংবাদিক শহীদনুর এর মোবাইল ফোন ০১৭৩৬-৯৫১৫৭১ নাম্বারে ফোন করে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেন।
পরে গত (১২ এপ্রিল) সোমবার দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান মতি ০১৭১৫-৯৩২৩১২ নাম্বার থেকে সাংবাদিক শহীদনুর এর মোবাইল ফোন ০১৭৩৬-৯৫১৫৭১ নাম্বারে ফোন করে গালিগালাজ ও অসৌজন্য মূলক কথাবার্তা বলে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এ ঘটনায় সুনামগঞ্জে জেলার কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবগঠিত কমটির ৬ নং ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কালামপুর দোকান পাড় এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এই সময় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সভাপতি শাহ আলম, অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সাধারণ সম্পাদক বাদশা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি হারুন অর রশিদ, শাহাদাত জোয়ারদার, যুগ্মসাধারণ সম্পাদক রিপন হোসেন, শাহিন আলম, শরিফ সওদাগর, সমাজ কল্যাণ সম্পাদক শেফাউল ইসলাম, সহ- শ্রম বিষয়ক সম্পাদক নিতাই পাল, সদস্য আকবর আলী সহ ৬ নং ওয়ার্ড পৌর যুবদলের নেতাকর্মীরা।