ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

Loading

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বুধবার (১৩ এপ্রিল) পৃথক ঘটনায় এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মৃত পুরুষ উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে বাবুল হোসেন (৩২) ও নারী ধনতলা ইউনিয়নের বগাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী সুভা রাণী(৪২)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে ,মৃত বাবুল হোসেন স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে বাকবিতণ্ডা হয়। পরে অভিমান করে বাবুল নিজ শয়ন কক্ষে সকাল ৯ টায় ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে । টের পেয়ে অসুস্থ অবস্থায় বাবুল হোসেনের পরিবারের লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।

এর পর অবস্থার আরও অবনতি হলে অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে বাবুল হোসেন মারা যায়।

অপরদিকে সুভা রানীর স্বামী জমি বিক্রি করতে চাইল সে বাধা দেয়। এ নিয়ে শাশুড়ির সাথে গত মঙ্গলবার (১২ এপ্রিল) ঝগড়া হয় । পরে বুধবার (১৩ এপ্রিল) আনুমানিক ভোর ৪ টায় অভিমান করে নিজ শয়ন কক্ষে দানাদার বিষ খেয়ে ফেলে।

পরে পরিবারের লোকজন জানতে পেরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় সুভা মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন বলেন,
এ নিয়ে থানায় দুটি ইউডি মামলা রুজু করা হয়েছে। এবং লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।