শার্শায় অজ্ঞাত যুবকের লাশ মাঠ থেকে উদ্ধার ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার গোগা-কালিয়ানী মশিয়ার হাজির ঘেরে পাশ থেকে অজ্ঞাত (২৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।

ঊুধবার(৩১/০৭/১৯)তারিখ সকাল সাড়ে ৮ টার সময় গোগা-কালিয়ানি মাঠ থেকে বাগআঁচড়া পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম হাওলাদার জানান, সকালে গোগা কালিয়ানি এলাকার স্থানীয়রা মাঠের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে আমাদের কাছে স্থানীয় লোকজন জানায়। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে লাশের পরিচয় যায়নি। তবে নিহত যুবকের গায়ে অসংখ্য ধারালো ছুরির আঘাত রয়েছে। সে সুত্রে মনে হচ্ছে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পৌছালেই সত্য উদঘাটন হবে বলে মনে করছি।