39.8 C
Dhaka, BD
বুধবার, মে ১৪, ২০২৫

এক জাহাজেই ঘুরতে পারবেন ১৩৫ দেশ

বিশ্ব ভ্রমণ করার নেশা যাদের রয়েছে তারা এক বাহনেই ১৩৫টি দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। ভ্রমণপিয়াসীদের জন্য এমন সুযোগ করে দিয়েছে বিলাসবহুল প্রমোদতরী এমভি জেমিনি। এই জাহাজে আপনি ঘুরতে পারবেন ৪ মহাদেশ এবং ১৩৫টি দেশ।

এমভি জেমিনিতে বিশ্ব ঘুরে দেখতে আপনার সময় লাগবে ৩ বছরের মতো। তবে এ জন্য গুণতে হবে মোটা অঙ্কের টাকা।

প্রতি বছরের জন্য ২৯ হাজার মার্কিন ডলার খরচ করতে হবে। বাংলাদেশের টাকার যার মূল্য ৩১ লাখ ৫৫ হাজার ৪৬৬ টাকা। এই টাকায় সংযুক্ত থাকবে খাবার খরচও। এমবি জেমিনিতে ১ লাখ ৩০ হাজার মাইল পাড়ি দেওয়ার পর দেখতে পারবেন বিশ্বের ১৩টি ‘ওয়ান্ডারস অব দি ওয়ার্ল্ড’। এ ছাড়াও দেখা মিলবে বিশ্বের ৩৭৫টি পোর্টের মধ্যে ২০৮টি পোর্ট।

বিলাসবহুল প্রমোদতরী এমভি জেমিনিতে রয়েছে ৪০০ কেবিন। জাহাজটি ১০৭৪ জন যাত্রী ধারণ করতে পারে। জাহাজটি ইস্তাম্বুল, বার্সেলোনা এবং মিয়ামি থেকে ছেড়ে যায়।

সমুদ্রযাত্রার প্রকৃতি ও সময় বিবেচনায় রেখে জাহাজে আছে দুটি মিটিং রুম, ১৪টি অফিস, একটি ব্যবসায়িক লাইব্রেরি, একটি আরামদায়ক লাউঞ্জ ও একটি ক্যাফে, ওয়াইফাই, প্রিন্টার, কনফারেন্স সরঞ্জাম ও স্ক্রিনসহ দূরবর্তী কাজের সুবিধা। জাহাজে একটি ম্যাচমেকিং স্কিম রয়েছে। যেখানে যাত্রীরা বিভিন্ন সময় ও মৌসুমে চাইলে অন্য কারও সঙ্গে একটি কেবিন ভাগাভাগি করতে পারবেন। আরও নানা ধরনের সুযোগ সুবিধা থাকছে এমভি জেমিনিতে।

এমভি জেমিনিতে ১৩৫টি দেশের নয়নাভিরাম ১০০টির মতো ক্রান্তীয় দ্বীপপুঞ্জ এবং পাহাড় ও পর্বতের দেখা মিলবে। দেখতে পারবেন রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, ভারতের আগ্রার তাজমহল, মেক্সিকোর চিচেন ইতজা, গিজার পিরামিড, মাচু পিচু ও চীনের গ্রেটওয়ালসহ নানা স্থাপনা। দেখতে পারবেন ১০৩টি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ।

ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের ধাক্কায় প্রাণ হারালো শিশু সুরাইয়া

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের ধাক্কায় বুধবার (১৩ ডিসেম্বর) সুরাইয়া আক্তার (৮) নামে এক শিশু মৃত্যু বরণ করেছে।

সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ওই শিশু রাস্তা পার হতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। সুরাইয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে চাকরির সুবাদে স্বামী-স্ত্রী ঢাকায় থাকেন।

ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানির কাছে বড় হচ্ছিল।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে শিশুটি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়ে রাস্তা পার হতে গেলে হানিফ পরিবহণের একটি কোচ তাকে ধাক্কা দেয়। এতে মাথা দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচটি ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে যায়।

ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

কয়েক লাখ টাকার সোয়েটার পরে নজর কাড়লেন নাগার্জুনা

ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনিরও বিলাসবহুল বাড়ি-গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। বয়স ৬৪ বছর হলেও এখনো সাজপোশাকে তাক লাগিয়ে দেন এই অভিনেতা। এবার কয়েক লাখ টাকার সোয়েটার পরে নজর কাড়লেন এই অভিনেতা।

নাগার্জুনার একটি ছবি অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে। তাতে দেখা যায়, নাগার্জুনার মাথার চুলগুলো এলোমেলো, মুখভর্তি দাড়ি-গোঁফ। পরনে অফ হোয়াইট রঙের সোয়েটার। নাগার্জুনার পরনের সোয়েটারটি প্রথম দেখায় অনেকেরই মনে ধরেছে। তবে এর মূল্য প্রকাশ্যে আসার পর নেটিজেনদের চোখ কপালে উঠেছে।

নাগার্জুনার পরনের সোয়েটারটি তৈরি করেছে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর। ব্র্যান্ডটির ওয়েব সাইট ভিজিট করে দেখা যায়, সোয়েটারটির মূল্য ২ হাজার ১৯৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২ লাখ ৪১ হাজার ৫৪৬ টাকার বেশি।

নাগার্জুনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গোস্ট’। এতে অবসরপ্রাপ্ত একজন ‘র’ এজেন্টের চরিত্রে দেখা যায় তাকে। প্রবীণ সাত্তারু পরিচালিত এ সিনেমা গত বছরের ৫ অক্টোবর মুক্তি পায়। নাগার্জুনা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সোনালি চৌহান, মনিষ চৌধুরী, রবি ভার্মা, জয় প্রকাশ প্রমুখ।

উঠতি জনগোষ্ঠীর পক্ষে কথা বলার পরামর্শ

দেশের উঠতি জনগোষ্ঠীর সুবিধা গ্রহণের জন্য তাদের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেকোনো বিষয়ে কথা বলার এবং তাদের সিদ্ধান্ত জানানোর পর্যাপ্ত ক্ষেত্র তৈরী করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসডুপে।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকাস্থ ফরাসি দূতাবাসে ‘বাংলাদেশ সিদ্ধান্ত নেয়: তরুণরা কথা বলে’ শীর্ষক সংলাপে এ পরামর্শ দেন তিনি। হারনেট ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের সহযোগিতায় এ সংলাপ হয়। হারনেট টিভির পরিচালনায় ট্রান্সফরমেটিভ কথোপকথনের ওপর ইভেন্টের চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়।

সংলাপে অতিথিরা বলেন, জীবনের শুরু থেকে পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য পরিবারের অনেক বড় ভূমিকা আছে। তারা তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বৈশ্বিক যেকোনো ক্ষেত্রে নিজেদের মেলে ধরতে পারবে।

‘বাংলাদেশ ডিসাইডস: দ্য ইয়ুথ স্পিকস (বিডিওয়াইএস)’ এমন একটি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য—বাংলাদেশের তরুণদের মুখোমুখি হওয়া এবং বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করা। ইভেন্টটি ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী তরুণদের একত্রিত করেছে।

বাংলাদেশের ফরাসি দূতাবাস ও সৌদি আরব দূতাবাসের সহযোগিতায় এবং রোটারি ক্লাব, ইউএনবি, হারনেট টিভি, সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, গোল্ড স্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্টস, কাজী অ্যান্ড কাজী টি, মেঘনা ব্যাংক, হারনেট ব্লিসমাইন্ড, জোন্টা ইন্টারন্যাশনাল, ব্লু প্ল্যানেট গ্রুপ ও অন্যান্য অংশীদারদের সহায়তায় এ গুরুত্বপূর্ণ ইভেন্টটি করা হয়েছে।

সংলাপে ইউল্যাবের ছয়জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এই পর্বের বিষয়বস্তু হলো—‘Power in Participation: Policy Making, Rule of Law, Human rights, Civic Education।’ আজকের পর্বে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ইমরান রহমান। সভাপতিত্ব করেন ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসডুপে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারনেট গ্রুপের উপদেষ্টা মনির প্রধান, হারনেট টিভির চেয়ারপারসন হোসনা প্রধান, ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জুড ডব্লিউ আর জেনিও, সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, জোন্টা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট দিলরুবা আহমেদ, মেঘনা ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদাত, বাংলা ট্রিবিউনের প্রধান সম্পাদক জাফর সোবহান প্রমুখ।

খুলনার খালিশপুরে খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রি

খুলনার খালিশপুর উপজেলায় খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে কয়েকজন তরুণ এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে ওই পরিত্যাক্ত ভবনে নিয়ে যেত। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। এদিন বিকেলে এলাকাবাসী তাজ (১৪), প্রেম (১৭), সিয়াম (১৭) ও আরমান (২২) আবু সাঈদসহ কয়েকজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিলে পুলিশ চারজনকে আটক করে। তবে আরমান, উৎসব, রনি ও সজল পালিয়ে যায়। সেখানে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এ ছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায় পরিত্যক্ত ভবনটিতে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চারজনকে আটক করা হয়েছে। থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পশু চিকিৎসক এসেছেন। আরমান নামের ওই যুবক তাদেরকে মাস খানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। নগরীর বিভিন্ন স্থানে ফুচকা, ভ্রাম্যমাণ বিরিয়ানি, বার্গারসহ বিভিন্ন দোকানে কম দামে কুকুরের মাংস সরবরাহ করত তারা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ শেষ হয়েছে। এর ফলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার ( ১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ঢাকা বিভাগীয় রেলওয়ে অফিসার শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গাজীপুরে ক্ষতিগ্রস্ত ২০০ ফুট লাইন সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় ট্রেন চলাচলের জন্য এ রেল লাইন উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আপত্তি নেই : ইসি আলমগীর

সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনে বাধা না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে পারবে রাজনৈতিক দলগুলো।’

তিনি আরও বলেন, সভা সমাবেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয় সেখানে আমাদের বাধা নেই কিন্তু নির্বাচনে বাধা দেয়া যাবে না।

এ সময় নির্বাচন আইনে নির্বাচনে বাধা দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হয় উল্লেখ করে তিনি বলেন, এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

সাভারে দেওয়ান ইদ্রিস ল’ কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক: সাভারের দেওয়ান ইদ্রিস ল’ কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ত্রি-বার্ষিক মেয়াদে গঠিত এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠননের সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বিভিন্ন পদে প্রস্তাব এবং সমর্থনের মধ্য দিয়ে ১৮টি পদে ৩২ জনের নাম ঘোষনা করা হয়।

এর আগে গত ২৫ শে নভেম্বর শনিবার বিকেলে সাভারে দেওয়ান ইদ্রিস ল’ কলেজের শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করে এই এলামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হয়।

এসময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষক এডভোকেট মো: রিয়াজুল ইসলাম পরশ, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক অ্যাডভোকেট মোঃ ওবায়দুর রহমান ও কলেজের শিক্ষক অ্যাডভোকেট ওয়াহিহুজ্জামান ।

এ সময় সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় শিক্ষার্থী মোঃ ফিরোজ আহমেদকে বিজয়ী ঘোষনা করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক পদে ২ জন বাবুল মোড়ল ও গোলাম ওয়াজেদ শিহাব প্রতিদ্বিতা করে ভোটের মাধ্যমে গোলাম ওয়াজেদ শিহাব বিজয়ী হন ।
পরবর্তী এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদকের নের্তৃত্বে দেওয়ান ইদ্রিস ল’ কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিকে প্রস্তাব এবং সমর্থনের ভিত্তিতে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ত্রি-বার্ষিক মেয়াগে গঠিত এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নাদিয়া নূর তনু। সহ-সভাপতি- এডভোকেট মোঃ আলমগীর হোসেন, এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট মোঃ রেজাউল হক, এডভোকেট মোঃ শোয়াইব হোসাইন, মোঃ আজাহারুল ইসলাম, মোঃ রুপোকুর রহমান ও মোঃ নজরুল ইসলাম। যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ রেজাউল ইসলাম রাহাত, আল-মামুন, কেয়া রহমান, মোঃ ওমর ফারুক, আবু জাফর মন্টু সরদার ও সাবিনা সামস মুন্নি। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম। তার সাথে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মীর আজিজুর রহমান, আল ফয়সাল ও সুফিয়া। কোষাধ্যক্ষ – মোঃ রমজান আলী রাফি, সহ-কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও সাইদুর রহমান।

দপ্তর সম্পাদক মোঃ কাউসার আহমেদ আপন, ধর্ম বিষয়ক সম্পাদক- শামীম আল আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আফসিন নাজরানা হক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান। এছাড়া সদস্য পদে রয়েছেন উম্মে কুলছুম তিথী, রাকিবুল ইসলাম ও আসমা আক্তার।

নবগঠিত ত্রি-বার্ষিক মেয়াদের এই এ্যালামনাই এ্যাসোসিয়েশন দেওয়ান ইদ্রিস ল’ কলেজের রি-ইউনিয়ন আয়োজন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে দেওয়ান ইদ্রিস ল’ কলেজের কার্যক্রম শুরু হয় এবং ২০০৫ সাল থেকে ছাত্রছাত্রীরা এল.এল.বি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। গত ২০ বছরে প্রায় ১ হাজার ছাত্রছাত্রী এই দেওয়ান ইদ্রিস ল’ কলেজ থেকে এল.এল.বি পাশ করে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

গোদাগাড়ীতে অফিসে তালা বন্ধ করে পালিয়েছে ‘আদর্শ ফাউন্ডেশন সংস্থা’এনজিও

রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী(রাজশাহী):
রাজশাহীর গোদাগাড়ীতে ‘আদর্শ ফাউন্ডেশন সংস্থা’ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগি গ্রাহকরা, আরো অভিযোগ করে প্রায় ৬/৭ মাস আগে থেকে গ্রাহকদের টাকা না দিয়ে অফিসের সাইনবোর্ড খুলে ফেলে অফিসে তালা ঝুলিয়ে রেখেছে এই এনজিওটি। প্রায় ৬ মাস থেকে অফিসের তালাই খুলছেনা সংস্থাটি। অফিসে গিয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। সবাই লাপাত্তা।

অনুসন্ধানে জানা যায়, সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে নিবন্ধন নিয়ে জেলার বিভিন্ন স্থানে শাখা খুলে এনজিওটি তাদের কার্যক্রম পরিচালনা করছিল। গোদাগাড়ী উপজেলায় প্রেমতলী, রাহী, কামারপাড়া, বাসেদেবপুরসহ জেলার বিভিন্ন এলাকায় শাখা খুলে এনজিওটি তাদের ক্ষুদ্র ঋণ ও ডিপিএস কার্যক্রম পরিচালনা করছিল। প্রায় ৭ মাস থেকে সংস্থাটি তাদের অফিসের কার্যক্রম গুটিয়ে নেওয়ায় গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত পাচ্ছেনা বলে ভুক্তভোগি গ্রাহকদের অভিযোগ।

প্রতি লাখ টাকা জমা রাখার বিনিময়ে প্রতি মাসে তারা ১ হাজার ২০০ টাকা লাভ ও চাহিবামাত্র জমা রাখা টাকা ফেরত দেওয়ার কথা বলে গ্রাহকদের প্রলুব্ধ করে এবং তাদের কাছ থেকে টাকা নেয়। তাছাড়া তারা আরও বলেছিল যে লাভের টাকা আমরা প্রতি মাসে দিতে বাধ্য থাকব, কিন্তু সেই টাকা আত্মসাৎ করে পালিয়ে যান পরিচালকেরা। ভুক্তভোগি গ্রাহকেরা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করলেও তাদের সাথে কোনভাবে যোগাযোগ করতে পারছে না।স্থানীয় সূত্রে জানাজায়, স্থানীয় সমাজসেবা ও সমবায় অফিসের নিবন্ধন নিয়ে অধিক মুনাফার লোভসহ বিভিন্ন কৌশলে আদর্শ ফাউন্ডেশনের লোকজন সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

‘আদর্শ ফাউন্ডেশন সংস্থা’ গ্রাহক কালিদিঘি গ্রামের টমাস বলেন, আমার এক লক্ষ টাকার অধিক জমা আছে। আমাকে সাত থেকে আট মাস লাভের টাকা দিয়েছিল পরবর্তীতে ছয় থেকে সাত মাস টাকা দেয়নি। আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে সামনের সপ্তাহে আসেন কিন্তু পরের সপ্তাহ গিয়েও আমাকে কোন টাকা দিত না।

এখন থেকে ছয় থেকে সাত মাস আগে তারা পালিয়েছে। প্রেমতলি শাখায় তালাবদ্ধ এবং এমন কি সাইনবোর্ডও নাই। অফিস বন্ধ করে পালিয়ে যাওয়ায় আমরা আমাদের টাকা ফেরত পাচ্ছিনা। চরম বেকায়দায় পড়েছি। আগে মোবাইল ফোনে যোগাযোগ করলে টাকা ফেরত দেওয়া নিয়ে বিভিন্ন তাল বাহানা করেছে। আমাদের টাকা ফেরত দেয়নি। এখন তাদের মোবাইল ফোনও বন্ধ থাকে। ওই গ্রাহক এই প্রতিবেদককে বলেন, আপনারা কি পারবেন আমাদের টাকা ফেরতের ব্যবস্থা করে দিতে। আমরা তো না বুঝে টাকা জমা করেছিলাম।

বোগদামারি গ্রামের গ্রাহক চম্পা বেগমের ছেলে বলেন, আমরাকে না জানিয়ে আমার আম্মা মাসে মাসে সঞ্চয় জমা দিয়েছিল, সঞ্চয় এর পরিমাণ ছিল ৫১০০ টাকা। আমার আম্মার প্রায় ২ লক্ষ টাকা জমা হয়েছিল। আমার আম্মা এ যাবত লাভের কোন টাকা পায়নি। এক লক্ষ টাকার বিনিময়ে বৎসরে ১২০০০ টাকা লাভ দিবে। আমার আম্মা টাকা বা লাভের ঢাকায় এখন পর্যন্ত পাইনি। পরে যখন আমরা জানতে পারি তখন অফিসের লোকজনের সাথে কথা বললে তারা বলে আপনাদের টাকা আমরা সামনের সপ্তাহে দিব এ কথা বলে সামনের সপ্তাহ সামনের সপ্তাহ করে দেখাতে থাকে কিন্তু সাত থেকে আট মাস অফিসে তালাবদ্ধ এবং তাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারছি না।

গোদাগাড়ীর সমাজ সেবা অফিসার আব্দুল মানিক বলেন, আদর্শ ফাউন্ডেশন নামের কোন এনজিওর রেজিস্ট্রিশন এখান থেকে দেওয়া নেই, আসলে আমাদের এখানে ফাউন্ডেশন কথাটা উল্লেখ থাকলেই রেজিস্ট্রেশন দেওয়া হয় না।

গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা বলেন, আমার উপজেলায় আদর্শ ফাউন্ডেশন নামের কোন সংগঠন নাই।
গোদাগাড়ী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিগার হাসরত বলেন, বিশেষ করে গোদাগাড়ী থেকে আদর্শ ফাউন্ডেশন নামের কোন প্রতিষ্ঠানের রেজিস্ট্রিশন দেওয়া নেই। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার মনে হয় বাংলাদেশ সরকারের তো বিভিন্ন ডিপার্টমেন্ট রেজিস্ট্রিশন দেয় যেমন সমাজসেবা, সমাজ কল্যাণ, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন ওরা হয়তো বলতে পারবে, আমাদের সমবায় পার্টমেন্টের নয়। তিনি আরও বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এগুলো দেখাশোনা করবে সমাজ সেবার হলে সমাজ সেবার কর্মকর্তা, যুব উন্নয়ন সংস্থার হলে যুব উন্নয়ন কর্মকর্তা।

এ বিষয়ে আদর্শ ফাউন্ডেশন সংস্থার প্রেমতলী ব্রাঞ্চের ম্যানেজার আসাদের সাথে যোগাযোগ করা হলে অপিসে তালা ঝুলানো ও সাইনবোর্ড নামিয়ে ফেলার সত্যতা স্বীকার করে বলেন, গ্রাহকদের সাথে হেড অফিসের কথা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে গ্রাহদের টাকা দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যার সমাধান না হলে অফিস কে খুলবে। তবে অফিস খোলা থাকলে গ্রাহকদের আস্থা থাকতো। অফিস বন্ধ থাকলে তো গ্রাহকরা আস্থা হারাবে।

তিনি আরো বলেন, চেষ্টা চলছে খুব তারাতাড়ি এ সমস্যার সমাধান হবে। সম্যার সমাধান হলে গ্রাহকদের টাকা দেওয়া হবে ।

গলাচিপা স্বাস্থ্য বিভাগ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস বাস্তবায়নে পরিকল্পনা

মোঃনাসির উদ্দিন ,গলাচিপা (পটুয়াখালী) :শিশুর সুরক্ষা-রোগ প্রতিরোধ, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ ও পরিকল্পনা বিষয়ে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য বিভাগ আগামী ১২ ডিসেম্বর /২৩ দ্বিতীয় পর্যায়ে ছয় মাস থেকে ১১ মাস ২৯ দিন ও এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো বিষয়ে গণ-প্রচারে সহ গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার ১৮টি ইউনিয়ন ও সদর পৌরসভায়, ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে, এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

বুধবার স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়াম হলে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি )শোনিত কুমার গায়েন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সাইফুল ইসলাম, ডাক্তার আলামিন, ডাক্তার আতিক, ডাক্তার মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম।

উল্লেখ্য, দুই উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা পরিবার পরিকল্পনা বিভাগ কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি সহ মসজিদ, ইমাম, শিক্ষক, এনজিও সংস্থা, শিশু সনদ সহ দুর্গম জনপদে ক্যাম্পেন সহ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সর্বশেষ আপডেট...