সিঙ্গাইরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৫৬ শিক্ষার্থী
সিঙ্গাইর প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সরকারি ও এমপিওভুক্ত ২৪ টি মাধ্যমিক স্কুল ও সমমানের ৬ টি মাদ্রাসার ৩৫৬ জন মেধাবী শিক্ষার্থী।
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ব্যবহৃত ট্যাবলেটগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
এ উপলক্ষে উপজেলা পরিসংখ্যান অফিসের সহযোগীতায় সোমবার (১০ জুলাই) দুপুরে পৌর শহরের সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।
তিনি ট্যাব ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ট্যাব তোমরা নিজেদের কল্যাণার্থে ব্যবহার করবে। তোমরাই ২০৪১ এ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ব্যক্তি, সমাজ, পরিবার, দেশ ও জাতীর জন্য অকল্যাণকর কোনো কাজে তোমরা এই ট্যাব ব্যবহার করবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো: বাশার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো: মিনার উদ্দিন, পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ মিজানুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম আব্দুল হান্নান প্রমুখ।
পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি ও অন্যান্য অতিথিবৃন্দ।
ট্যাবপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ট্যাব উপহার দিয়েছেন। এই ট্যাবের মাধ্যমে আমরা জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন শাখায় প্রবেশ করে নিজেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে আরও সমৃদ্ধ করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারব। এই ট্যাব উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এদিকে এদিন সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন ও জাতীয় মহিলা সংস্থার অধীনে ১২০ জন সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণার্থীদের মাঝে ৯ লাখ ২৩ হাজার ৯০০ টাকা প্রশিক্ষণ ভাতা বিতরণ করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।
একদিন পর পাওয়া গেল তামিমের ভাসমান মৃতদেহ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: ধামরাই থানার কুল্লা ইউনিয়নের কার্পেট মিলের পূর্ব পাশে পুকুর থেকে তামিম ইকবাল (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মৃত তামিমের মাতা তাসলিমা জানান, গতকাল ৭ই জুলাই সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে দিকে খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি তামিম ইকবাল । আজ শনিবার ৮ই জুলাই সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে ই বেঙ্গল কার্পেট মিলের দক্ষিণ পূর্ব দিকের পুকুরে তামিমের মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।
এরপর সংবাদ পেয়ে ঘটনা স্থলে প্রথমে সিংগাইর ও পরে ধামরাই থানার পুলিশ পৌঁছালে সীমানা জটিলতার কারণে এলাকা টি ধামরাই থানার কুল্লা ইউনিয়নের আওতাধীন হওয়ায় ধামরাই থেকে আসা এসআই সুজন সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন ।
মৃত তামিম সাভারের একটি কাওমি মাদ্রাসায় অধ্যায়নরত ছিলেন, তামিম সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর খান পাড়া এলাকার মামুন মিয়ার ছেলে ।
এই সকারের পতন করেই নির্বাচন করবে বি’এনপি:মঈনুল ইসলাম খান শান্ত (ভিডিও)
স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন ইউনিয়নে শোডাউন ও উঠান বৈঠকি করলেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সিংগাইর উপজেলা পৌর বিএনপি’র উদ্যোগে শুক্রবার ৭ই জুলাই বিকালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় এই সোডাউন ও বাড়িতে বাড়িতে উঠান বৈঠকি তে অংশগ্রহণ করেন তিনি।
মইনুল ইসলাম খান শান্ত’র নেতৃত্বে সোডাউন মিছিলটি ভাষা শহীদ রফিক সেতু থেকে শুরু হয়ে জামির্তা ইউনিয়নের ডাউটিয়া, পানিশাইল, জামির্তা বাজার মানিকনগর, শায়েস্তা ইউনিয়ন প্রদক্ষিণ করেন ।
এ সময় তিনি পথিমধ্যে বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠকিতে অংশগ্রহণ করে, বক্তব্যকাল তিনি বলেন, এই সকারের পতন করেই নির্বাচনে আসবে বিএনপি, সামনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি । সোডাউন চলাকালীন সময়ে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
এ সময় সিংগাইর পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক গফুর কমিশনার, রিয়াজুল ইসলাম, উপজেলার সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিউদ্দিন, হাজী আব্দুল সামাদ ,জয়েন সেক্রেটারি মোঃআলী, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, আমজাদ , থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, আল হাসান, আব্দুস সালাম, জামির্তা ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ডাক্তার কোহিনূর, তোফাজ্জল হোসেন তোতা, মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সহ উপজেলা বিএনপি এবং তাঁর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): সম্প্রতি সুইডেনের রাজধানী স্টোকহোমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম উলামা পরিষদের আয়োজনে শুক্রবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই কলেজ চত্বর শহীদ মিনারে এসে সকলেই সমবেত হয়। পরে শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আনিসুর রহমান, হাফেজ আনিসুর রহমান, সহকারী শিক্ষক মোসাররফ হোসেন, মৌঃ আমজাদ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা কোরআন অবমাননার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবী জানান।
“আওয়ামী লীগ সরকার পীর-মাশায়েখ বান্ধব সরকার” মমতাজ (ভিডিও)
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আওয়ামী লীগ সরকার পীর-মাশায়েখ বান্ধব সরকার।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে আহলে বায়াত সুন্নাত ওয়াল জামাত তাদের ধর্মীয় কার্যক্রম শান্তিতে পালন করতে পারছে। শুক্রবার(৭ জুলাই) বিকেলে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে উপজেলা আহলে বায়াত সুন্নাত ওয়াল জামাত ঐক্যফ্রন্টের আয়োজনে এক মওলার অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলেন পীর মাশায়েখদের মাথার চুল জোর করে কেটে দিতেন। মাজারে মাজারে বোমা নিক্ষেপ করা হতো। তাই শান্তিতে ধর্ম পালন করতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনতে হবে।
সিংগাইর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক মেয়র আবু নাঈম মোঃ বাশারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহলে ওয়াল জামাতের মহাসচিব মাওলানা মাসুদুর রহমান আল কাদরী, ড. এএম ইলিয়াস আল মোস্তফা, সৈয়দ মোসলিম উদ্দিন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বাউল শিল্পী কাজল দেওয়ান, আবুল সরকার, আব্দুল লতিফ সরকার ।
হরিরামপুরে মমতাজের উঠান বৈঠক
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দালংকা গ্রামের কাজী বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ ২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
তিনি তার বক্তব্যে বলেন, কেউ যদি ক্ষমতায় থেকে ভাল কাজ করে, আরেকজন আইসা(এসে) বন্ধ করে, এগুলো নিয়ম হইয়া গেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিন। তানাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
এসময় মমতাজ বেগম বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে, আমি প্রধানমন্ত্রীকে বলেছি ভাতার টাকা বৃদ্ধির জন্য, আপা আমার কথা আমলে নিয়েছেন।
তিনি বলেন, আমাকে এবং নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা ক্ষমতায় আসবে।
পদ্মা সেতু থেকে হরিরামপুর হয়ে যমুনা সেতু পর্যন্ত বেরিবাধ নির্মানের প্রকল্প হবে জানিয়ে মমতাজ বলেন, হরিরামপুরে বেরি বাঁধ হয়েছে, কিছু কাজ চলমান আছে আর নদী ভাঙবেনা। ভাঙন রোধে কাজ করেছি। শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।
গালা ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন হারুন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার জলি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, সিঙ্গাইর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাভারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ ও কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষণের শুভ উদ্বোধন
প্রধান অতিথির বক্তব্যে কালে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন,পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে সারাদেশে দুস্থ অসহায়দের জন্য পদক্ষেপ নিয়েছে সরকার।
এছাড়াও ইউনিয়ন পরিষদে, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (১%) ২০২৩/২৪ অর্থ বছরের ইংলিশ স্পোকেন ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন তিনি।
অবশেষে তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ করেন।প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাউল বিতরণ
স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুটাইল ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার ৩১৩ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষের ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে দিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বড় বড় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। কারণ অন্য কোন দল ক্ষমতায় আসলে সরকারের দীর্ঘ মেয়াদি অবকাঠামোগত কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখুন।
পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আসমা উল হুসনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এম এ হোসেন প্রমুখ।
সিঙ্গাইর প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক, যুগ্ম-আহ্বায়ক বাদল, সদস্য সচিব সুজন
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: জাতীয় দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেনকে আহ্বায়ক, মাই টিভির বাদল হোসাইনকে যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সুজন মাহমুদকে সদস্য সচিব করে সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের ২২ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাকের সিঙ্গাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, পৃথিবী প্রতিদিন সম্পাদক এফএম ফজলুল হক, বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, ৭১ বাংলা টিভির আবুল কালাম আজাদ, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক ভোরের কলামের মামুন হোসেন, দৈনিক ভোরের পাতার হাবিবুর রহমান, জেটিভির আব্দুল গফুর, বাংলাদেশের খবরের সাইফুল ইসলাম, আজকের তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম, দৈনিক ইনফো বাংলার রুহুল আমীন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মো.আতিকুল ইসলাম ও দৈনিক টেলিগ্রামের আমীনুর রহমান।
নবগঠিত সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসসহ জেলা, উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।




























মঙ্গলবার (১১ জুলাই) রাত আনুমানিক রাত ১১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই, তারিকুল ইসলাম এর নেতৃত্বে , কনস্টেবল সাদিক, সোহেল ও আশিকের সহযোগিতায় মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে হাতেনাতে লেবু মিয়ার কাছ থেকে ৫০ পিস পলিথিনের প্যাকেট মোড়ানো
ও লেগু মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা মাদক পলিথিনের প্যাকেট মোড়ানো মোট ১৫০ পিস সহ দুইজনকে গ্রেফতার করেন ।