মাগুরার শ্রীপুরে বজ্রপাতে ৩ কৃষক নিহত

Loading

আশরাফ হোসেন পল্টু ,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি মাঠে বুধবার বিকেলে সাড়ে তিনটার দিকে বজ্রপাতে ৩ কৃষকের করুণ মৃত্যু হয়েছে ।

নিহতরা হলেন নিজাম শেখ (৬০), মোহাম্মাদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাত আলী (৬০)। তাদের দু’জনের বাড়ি চরচৌগাছি গ্রামে ও অপর জনের বাড়ি বাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শোলাবাড়িয়া গ্রামে।

এলাকাবাসী জানান, চরচৌগাছি গ্রামের ফসলের মাঠে ওই গ্রামের মৃত আঃ মালেক বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাসের জমিতে নিহতরা কাজ করছিলেন।
বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ উল্টর আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা পার্শ্ববর্তী গাছের নিচে গিয়ে আশ্রয় নেন ।

এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শাহাদাৎ আলী মারা যান। পওে এলাকাবাসী গুরুতর আহত চরচৌগাছি গ্রামের মৃত জুলমত শেখের ছেলে নিজাম ও রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জেলার শোলাবাড়িয়া গ্রামের আজমত আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।