26 C
Dhaka, BD
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

সাভারের লেগুনায় চাঁদা না পেয়ে চালককে মারধর থানায় অভিযোগ

সাভার প্রতিনিধি : সাভারের লেগুনার জিপির টাকা ও দাবীকৃত চাঁদা না পেয়ে এক লেগুনা চালককে মারধর করেছে সন্ত্রাসীরা।

এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই লেগুনা চালক।

রোববার (৯ এপ্রিল) বিকেলে সাভারের গেন্ডা স্ট্যান্ডের পাশে টিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লেগুনা চালক শেখ ফরিদ (২৯) তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, শহিদুল ইসলাম (৩০) আজিজুল (২৪) ও মিন্টু গাজী (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, প্রতিদিন সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আশুলিয়ার চারাবাগ পর্যন্ত আমার মালিকানাধীন একটি লেগুনা গ্রামীণ বাংলা লিমিটেড ও সাভার এক্সপ্রেসের নামে চলাচল করে । অভিযুক্তরা মাঝেমধ্যেই আমার কাছ থেকে লেগুনা চলাচল বাবদ ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো। পরে আমি বিষয়টি অন্য চালকদের অবহিত করি এবং অভিযুক্তদের টাকা দিতে অপারগতা প্রকাশ করি। কিন্তু আজকেও তারা গেন্ডা বাসট্যান্ডের লাঙ্গল মোড় সংলগ্ন এলাকায় আমাকে পেয়ে আমার গাড়ি থামিয়ে কিছু সন্ত্রাসী বাহিনীর দলবলসহ আমার কাছে চাঁদা দাবী করে ।

পরে আমার লেগুনা থেকে গ্রামীণ বাংলা লিমিটেড ও সাভার এক্সপ্রেসের ব্যানার ফেলে দিয়ে বেঙ্গল মটরস লিমিটেডের ব্যানার ঝোর করে লাগিয়ে দেয় তারা বলে এখন থেকে বেঙ্গল মোটর লিমিটেড ব্যানারেই চলবে। আমি ব্যানার লাগাইতে বাধা আর চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আমি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সাভার মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন রবিবার (৯ এপ্রিল)দুপুরে অনুষ্ঠিত হয়।

সম্প্রতি আটককৃত ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তি, যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার মাজহারুল মান্নান, দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসীমসহ বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য এ মৌন প্রতিবাদ এবং মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা। এ উপলক্ষে এদিন জেলার বিভিন্ন সাংবাদিকদের সংগঠনের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপি মৌন প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সকল সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ ও যেসব সাংবাদিকদের কারাবন্দি করে রাখা হয়েছে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

তাদের দ্রুত মুক্তি না দিলে সারাদেশে ব্যাপক কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

নিকলী থেকে অপহরণকৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ১

নিকলী প্রতিনিধি:কিশোরগঞ্জ জেলার নিকলী থেকে অপহরণকৃত এক দশম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল ) কটিয়াদী উপজেলা থেকে উদ্ধার করেন এই স্কুল ছাত্রীকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ সকালে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নের কৈবর্ত হাঁটি গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার।
মেয়েকে জোরপূর্বক ভাবে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণ কৃত ওই স্কুল শিক্ষার্থী বলেন আমাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন।

তাছাড়াও আমার বাবার কাছ থেকে টাকা আনার জন্য বারবার আমাকে চাপ প্রয়োগ করেন বলেন, টাকা না দিলে তোমার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, দিব এজন্য আমি চুপচাপ ছিলাম।

এবং টাকা না দিলে আমার বাপ ভাইকে মেরে ফেলার হুমকিও দেন এই ধর্ষণকারী।

ঘরে বউ রেখে সুকৌশলে মেয়েদেরকে সাথে প্রেমের অভিনয় করে, এভাবে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেন,কুশশা মাইজহাটি গ্রামের আলতাব মিয়ার ছেলে, মোঃ সিয়াম ওরফে ইয়াবা সিয়াম(২৪)।

দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থীর রাইসা আক্তারকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতামাতা নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মোবাইল ফোনের মাধ্যমে সিয়াম জানায় আপনার মেয়েকে ফেরত পেতে হলে আমাকে মোটা অংকের টাকা দিতে হবে। নয়তো আপনার মেয়ের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে।
এই ঘটনায় ০৬ এপ্রিল নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী রাইসার বাবা কাঞ্চন মিয়া।

পুলিশ উপরিদর্শক জুবায়ের হোসেন বলেন,কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার স্যারের দিকনির্দেশনায় ও নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী আরিফ স্যারের সরাসরি তত্ত্বাবধানে সঙ্গীয় পুলিশের একটি টিম কে নিয়ে প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার গভীর রাতে আসামিকে কটিয়াদির থানার নকলা সুতিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে।
স্কুল শিক্ষার্থী রাইসা আক্তার কে উদ্ধার করি।
আটককৃত হলেন- মোঃ সিয়াম ওরফে ইয়াবা (ওরফে ইয়াবা সিয়াম)।

উপ-পুলিশ পরিদর্শক জোবায়ের হোসেন এই পুলিশ অফিসারের প্রশংসার ঝুলিতে আরো অনেক একাধিক প্রশংসার প্রাপ্তি উদ্ধার করে পেয়েছেন। বিভিন্ন সময় উদ্ধার করে শ্রেষ্ঠ অফিসার হিসেবে উপাধিও পেয়েছেন জেলা পুলিশ সুপারের কাছ থেকে।

নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে:  তথ্যমন্ত্রী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: বিএনপি যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করতে থাকে এবং আগামী নির্বাচন যদি বিএনপি বর্জন করে, নির্বাচনের পর বিএনপি একটি গুরুত্বহীন দলে রূপান্তরিত হবে।

রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে হক সেন্টারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন,‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। দেশের গণতন্ত্র সংহত হোক।’

তথ্যমন্ত্রী এ সময় ক্যামেরা সাংবাদিকসহ সব সাংবাদিকের কাজকে রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার আন্তরিক কাজের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।’

সভা দোয়া ও ইফতার মাহফিলে টিসিএ এর সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিবের বক্তব্য দায়িত্বহীন, বিএনপিই আগুন নিয়ে খেলে : তথ্যমন্ত্রী

বঙ্গবাজারের অগ্নিকান্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সকালে বক্তৃতা করে বলেছেন, তদন্ত হলে না কি বঙ্গবাজারের অগ্নিকান্ডে সরকারের কারা কারা যুক্ত তা বেরিয়ে আসতে পারে। এ রকম একটি দায়িত্বহীন, কান্ডজ্ঞানহীন কথা বিএনপির মতো দলের মহাসচিবের কাছে আশা করা যায় না।’

হাছান বলেন, ‘বঙ্গবাজারে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দু:খজনক। প্রধানমন্ত্রী এটি সার্বক্ষণিক মনিটর করেছেন এবং ইতিমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ ঘটনার সরেজমিনে তদন্ত, ক্ষতিগ্রস্তদের পুণর্বাসন ও নিরাপদ স্থায়ী কাঠামোর বিষয়ে যথাযথ নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের সদস্যরা বিপদাপন্নদের পাশে দাঁড়িয়েছে।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপিই আগুন নিয়ে খেলা করে। ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন মির্জা ফখরুল সাহেবরাই, দেশ ও মানুষের সম্পত্তিও তারাই পুড়িয়েছেন।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং আগুন লাগার পেছনে নাশকতা আছে কি না সেটিও খতিয়ে দেখা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যেহেতু এ কথা বলেছেন, সেহেতু উনাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাহলে তথ্য বেরিয়ে আসার ক্ষেত্রে সহায়তা হবে। তবে আমি অনুরোধ জানাবো, একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে এ ধরনের কথা না বলার জন্য।’

সমাজ ও রাষ্ট্রের বিকাশে সাংবাদিকতার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে তথ্যমন্ত্রী চট্টগ্রামসহ সারাদেশের বিস্ময়কর উন্নয়ন তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ভালো কাজকে উৎসাহ দিতে সরকারের সাফল্য তুলে ধরা প্রয়োজন। পাশাপাশি ভুলকে আড়াল করে নয়, গঠনমূলক সমালোচনা করলেই সংশোধনের সুযোগ থাকে।

সিজেএফডির সভাপতি মামুন আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন, মাহফুজুর রহমান মিতা এমপি এবং সাইমুম সরওয়ার কমল এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সিজেএফডির সাবেক সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাইফ ইসলাম দিলাল, মেজবাহ উদ্দিন জংগি চৌধুরী, মোস্তফা কামাল, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদসহ সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় সাংবাদিকতা, সমসাময়িক বিষয় ও চট্টগ্রাম নিয়ে বক্তব্য দেন।

সাভার প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

https://youtu.be/R3dGGXthVAw

নিজস্ব প্রতিবেদক:  সাভার প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাভার থানা রোড মামুন পার্টি প্যালেস এন্ড কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বমহুত্বে প্রেসক্লাব সভাপতি জাবেদ মুস্তাফার সভাপতিত্বে ও সাধারন সস্পাদক রূপকুর রহমানের  সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মঞ্জিল হোসেন, কাউন্সিলর ডারফিন আক্তার ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, প্রেসক্লাব সকলের জন্য উন্মুক্ত। কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব দখল হয়েছে এমন ধোয়া তুলে অপপ্রচারে লিপ্ত রয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের প্লাটফর্ম প্রেসক্লাব। এ প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র হলে সম্মিলনেভাবে তা মোকাবেলা করতে হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নেতা শাহীন আলম চৌধুরী, সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম পারভেজ মুন্না, মুখলেছুর রহমান ইলিয়াছ শাহী, যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজম, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ,পেশাজীবি, চিকিৎসক, আইনজীবি ও আলেম ওলামা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

সাভারে দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে শ্রবন মেশিন, হুইল চেয়ার, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ (ভিডিও)

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে শ্রবন মেশিন, হুইল চেয়ার, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার ৩ এপ্রিল দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা ।

এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, নিউজ টুয়েন্টিফোরের সাভার প্রতিনিধি নাজমুল হুদা, আর টিভির প্রতিনিধি জিয়াউর রহমান, বাংলা ভিশন টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহীন, এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ,উক্ত ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল সহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় দু:স্থ অসহায় ১৫ জনের মাঝে নগর ২ লক্ষ টাকা চারটি সেলাই মেশিন ও একটি শ্রাবণ মেশিন উপহার দেওয়া হয়।

সাভার প্রেসক্লাবে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাভার প্রেসক্লাবে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধায় সাভার প্রেস ক্লাব হল রুমে অরাজনৈতিক সংগঠন হেজবুত তওহীদ এর আয়োজনে ইফতার মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সনয় সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি ডা: মাহবুব আলম মাহফুজ,সাভার উপজেলা সভাপতি ইউনুস মিয়া,শাহরিয়া ইমন সোহেল,ঢাকা বিভাগের মহিলা বিষয়ক সম্পাদক তসলিমা ইসলাম , দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম শামসুল হুদা সহ সাভার প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জাভেদ মোস্তফা সাধারন সম্পাদক রুপকুর রহমান সহ সাভার প্রেস ক্লাবের অন্যন্য সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রিক গনমাধ্যম কর্মীরাউপস্থিত ছিলেন।

সাভারে প্রধানমন্ত্রীর উপহার ভিজিডি চাল বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর উপকন্ঠ সাভারের তেঁতুলঝোড়া  ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৯০ জন  হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ৯০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

২০২২-২০২৩ অর্থ বছরে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী দেয়া উপহার ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রত্যেক নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে মোট দুই মাসের জন্য ৬০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন।

বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য পলাশ, নাজমা আফরিন, শাহিনা বেগম, আলমাস, ফিরোজ কাজল, যুবলীগ,ছাত্রলীগ সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ১ জন আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৪৫ বোতল বিদেশি মদসহ আকরাম হোসেন (২৭) নামে ১ জনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।


আকরাম উপজেলার রনশিয়া চন্দ্রা এলাকার ইসমাইল হোসেনের ছেলে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। ।

পীরগঞ্জ থানার (এসআই) মকুল কুমার সেন জানান, মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রনশিয়া চন্দ্রা এলাকা থেকে আকরাম হোসেনকে ৪৫ বোতল বিদেশি নিষিদ্ধ মদসহ আটক করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংশোধনীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ২০১৮ সালে আইনের ধারায় মামলা করা হয়েছে। পরদিন বুধবার দুপুরে ২২ (মার্চ) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

সর্বশেষ আপডেট...