সাভার প্রতিনিধি: সারা দেশজুরে যখন তীব্র ঠান্ডা ও শৈত্যপ্রবাহে জনজীবন হয়ে পরেছে দুর্বিষহ তখন সিরাজগঞ্জ জেলার অসহায়, দুস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে দাড়ালো সাভারের দুটি সংগঠন।সাভারের শীর্ষ দুই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংঘ সাহায্যের এক অঙ্গীকার’ ও ‘নবপুষ্প ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত কাঁঠালীয়া চর এলাকায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয় কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র।
এসময় আয়োজকরা বলেন, সিরাজগঞ্জের এই চর এলাকায় এবারের তীব্র শীতে এখন পর্যন্ত কোন সরকারী বা বেসরকারী সহায়তা পৌঁছায়নি। তাই সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে অবহেলিত চরবাসীর জন্য ঢাকার সাভার থেকে বিভিন্ন শীতবস্ত্র ও কম্বল নিয়ে আসা হয়েছে। সংগঠনগুলো তাদের সাধ্য ও সামর্থের মধ্যে সামনের দিগুলোতেও আসহায় মানুষের পাশে থাকবে বলেও জানান বক্তারা।
এসময় সংঘের সভাপতি সানি রহমান সাব্বির, নবপুষ্প’র সভাপতি ইয়াসিন রহমান, সাভার রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনসহ সংগঠনগুলো বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল(যশোর)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আর এই দিন থেকেই শুরু করা হলো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগণনার আনুষ্ঠানিক কার্যক্রম। ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু জন্ম গ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুর মুহূর্তে গ্রেফতার হয়ে পাকিস্তান কারাগারে বন্দি জীবন শেষে লন্ডন-দিল্লি হয়ে ১০ ই জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনে সমগ্র দেশে সরকারের পক্ষ থেকে ক্ষণগণনার কার্যক্রম হাতে নেওয়া হয়।শুক্রবার(১০ই জানুয়ারি) বিকাল ৪টায় সারাদেশের ন্যায় যশোরের শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনার কার্যক্রমে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। র্যালিটি উপজেলা প্রশাসন হয়ে শার্শা বাজার প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর পথিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আইসিটি অফিসার আহসান হাবীব, এসিল্যান্ড খোরশেদ আলম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। এছাড়াও র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন শার্শা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাই মমতা বেগম (১৯) নামে এক নারী শ্রমিকের মরদেহ উদ্বার করেছে ধামরাই থানা পুলিশ। নিহত মমতা বেগমের বাড়ী ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নে কাঁঠালিয়া গ্রামের শাজাহান খান মিন্টুর মেয়ে। মমতা বেগম ধামরাই প্রতিক সিরামিক্স এ কাজ করতো।ঘটনা সুএে যানা যায় শনিবার ভোরে কর্তব্যরত প্রতিষ্ঠানে যাওয়ার সময় মমতার মা তাকে প্রতিদিনের মতো প্রতিক সিরামিক্স গাড়িতে উঠিয়ে দেন গাড়িতে মমতা বেগম একাই ছিলেন এই সুযোগ কাজে লাগিয়ে ঘাতক বাস চালক সোহেল (৩০) ধর্ষনের চেষ্টা করে যখন সে ব্যর্তহয় তখন মমতাকে গলায় ওড়না পেচিয়ে স্বাসরোধ করে হত্যা করে।সোহেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার হলুদ বাড়ী এলাকার, নিহত মমতার মরদেহ কাঁঠালিয়া গ্রামে হিজলি খোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ফয়েজ উদ্দিনের বাড়ির পরিত্যক্ত বাড়ির পাশে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী তে পাঠানো হয়।এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খবর পেয়ে ভোরে মমতাজের লাশটি উদ্ধার করা হয়েছে। এসময় তার গলায় দাগ দেখা যায়। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যাইনি ।এ ঘটনায় একটি হত্যা মামলা নেয়া হয়েছে মামলা নং ৭।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১১ জানুয়ারি শনিবার নির্ধারিত কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে সকালে পৌরশহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ডিগ্রী কলেজ মাঠে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্ঙ্গব্ন্ধুর উপর প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি কর্মকর্তা সজ্ঞয় দেবনাথ। বক্তব্য দেন, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরীয়ার আজম মুন্না, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হ্ক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস শেফালী বেগম, বিশিষ্ট কবি সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার মোখছুদুর রহমান, ‘আ’লীগ নেতা আহম্মেদ হোসেন বিপ্লব, বাবর খায়রুল আলম, গোলাম সারওয়ার বিপ্লবসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক, ,সাংস্কৃতিক নেতাকর্মি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিকেলে একিই মাঠে চিত্রাংকন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতোশবাজীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও প্রভাষক প্রশান্ত বসাক।
বিপ্লব,সাভার ঃ সাভারে কবুতর পালিত মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী কবুতর টুর্নামেন্ট।
দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মনা সাহা স্মৃতি কবুতর টুর্নামেন্টের ব্যানারে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাভার ও মিরপুর অঞ্চলের প্রায় এক হাজার কবুতর পালিত মানুষ অংশ নেন। এসময় কবুতর টুর্নামেন্টে কবুতর উড়ানোর দুরুত্ব ছিলো ৬৫ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার। বেশ কয়েটি গ্রæপ টুর্নামেট খেলায় অংশ গ্রহন করেন। এসময় মিরপুর শহীদ স্মৃতি বিজন ক্লাবের ইমন ও মনা সাহা স্মৃতি টুর্নামেন্টের সবুজ হোসেন খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মিরপুর শহীদ স্মৃতি বিজন ক্লাবের ইমনকে লক্ষ টাকা মুল্যের মোটরসাইকেল ও মনা সাহা স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সবুজ হোসেনকে ফ্রিজ হিসেবে পুরুস্কার তুলে দেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
এছাড়া খেলায় রানারআর্প প্রত্যেককে পুরুস্কার হিসেবে দেওয়া হয় এলইডি টিভি ও আর্কষনীয় মোবাইল ফোন সেট। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী এ খেলায় অংশ গ্রহন করতে পেরে কবুতর পালিত মানুষরা অনেকে হাসি খুশি ছিলো।
বিপ্লব , সাভার থেকে: সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণা ও অর্থ অত্মসাতের অভিযোগে ৮জনকে গ্রেপ্তার করেছে র্যব-৪। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি সিপিইউ, ৫টি মনিটর, ৮টি মোবাইলসহ প্রতারণার কাজে ব্যবহৃত রেজিষ্টার খাতা, আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র।বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা। এরআগে বুধবার রাতে অভিযান চালিয়ে সাভারের আশুলিয়ার জিরানী বাজারে গোলাম নবী সুপার মার্কেটের ২য় তলায় মেট লাইফ লিঃ নামের প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
এসময় প্রতারণার শিকার ভুক্তভোগী ৪২ জন চাকরি প্রার্থী ভুক্তভোগীকেও উদ্ধার করে র্যাব। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- মো.নুর ইসলাম ওরফে স্বপন (৪০), মো.হাসান (২৭), নীল রতন দাস (২৩), মো.মেহেদী হাসান (২৫), মো.ফাহিম আহম্মেদ (২০), মো.আব্দুর রাজ্জাক (২৪) ও মো.ইয়াছিন (২৮)।
র্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চাকরি দেয়া কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মানুষের কাছ থেকে ১৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। প্রতারণা বন্ধে এধরণের অভিযান চলবে বলেও তিনি জানান।
এছাড়া গত ১২ ডিসেম্বর আশুলিয়ার জামগড়া থেকে চাকরির নামে প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে দুটি ভুয়া এমএলএম কোম্পানির ১২ প্রতারককে গ্রেপ্তার ও চাকরিপ্রার্থী ১০৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছিল বলেও জানানো হয় র্যাব-৪ এর পক্ষ থেকে।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে আসন্ন মুজিব বর্ষ উপলক্ষে সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সফল বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ঝালকাঠি জেলার সদর উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে ০৯/০১/২০২০ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জির প্রবন্ধ উপস্থাপনা করেন। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার মঈন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২নং পাঁকা ইউনিয়ন পরিষদ-ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৮ জানুয়ারি বুুুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়সহয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এর আগে ৫নং ওয়ার্ড থেকে টানা দুই বারের ইউপি সদস্য হিসেবেনির্বাচিত হন। তাঁর নামাজের জানাযা বৃহষ্পতিবার বিকেল ৪ টায় নির্ধারণ করা হয়েছে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিনআহমেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই এবং “সচেতনতা শুরু হোক আমাদের থেকেই “এই শ্লোগানে আজ ১২ ঘটিকার সময় ধামরাই সিটি সেন্টারে স্বপ্নডানা পরিবারের পক্ষ থেকে
গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব দুঃস্থ জনগোষ্ঠীর মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতের দুর্ভোগ লাঘবের জন্য স্বপ্ন ডানা পরিবারের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আনুষ্ঠানে ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। প্রধান অতিথি বক্তব্যে
স্বপ্ন ডানা পরিবারকে ধন্যবাদ দিয়ে বলেন মৌলিক অধিকারের মধ্যে অন্যতম বস্ত্র। আর শীত মৌসুমে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি স্বপ্ন ডানা পরিবার নিজেদের নিজস্ব অর্থায়নে অংশ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ধামরাই পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদুল্লাহ, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী,।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নডানা পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে অন্তত ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। বুধবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার জোহরপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয়রা বিএস এফ কে দায়ী করেছে।নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে সেলিম(৩০) এবং একই ইউনিয়নের ১০ রশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন(২৩)।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ও ওয়াহেদপুর বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)”র সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি আর্ন্তজাতিক ১৬/৬ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৩০/৩৫ জনের একটি গরু চোরাকারবারী দল ভারতে প্রবেশ করলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়।চোরাকারবারীরা নিহত সেলিম এবং সুমনকে ও আহতদের বাংলাদেশে আনতে পারলেও বাকী ২ জনের লাশ ভারতে ফেলে পালিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মাহবুবুর রহমান,জানান, তিনি এ ধরনের ঘটনা শুনেছেন।খোঁজ নেয়ার পর বিষয়টি সাংবাদিকদের জানানো হবে।