17 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ মহিলা আটক ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ১০বতল ফেন্সিডিলসহ পারভীন আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। পারভীন উপজেলার বড়বাঁশবাড়ী গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। থানা সূত্রমতে ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাণীশংকৈলে ব্র্যাক অফিসের সামনে সামশুল মাস্টারের বাড়ির কাছে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে পারভীন দাড়িয়ে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পারভীনের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০ বতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলার রুজু হয় যার মামলা নং-১৬ এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাণীশংকৈলে লবণ সংকটের গুজব, ১০ বস্তা লবণ জব্দ ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় লবন সংকটের গুজবকে কেন্দ্র করে ভ্যানভর্তি ১০ বস্তা লবণ আটক করেছে জনগণ। এ সময় খবর পেয়ে ওসি তদন্ত খায়রুল আনাম ডনসহ পলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ভ্যান ভর্তি লবণ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, ১৯ নভেম্বর দুপুর দেড়টায় নেকমরদ যাওয়ার পথে শিবদিঘী নামক স্থানে মহাসড়কে ভ্যান ভর্তি চিনির বস্তায় লবণ পাচার কালে জনগণ আটক করে। এ সময় জেলা পরিষদ সদস্য আবুল কাসেম, আ’লীগ নেতা আ:রশিদ, দবিরুল, যুবলীগ নেতা সম্রাটসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে লবণ সংকটের গুজব শুনে শিবদিঘী পৌর মার্কেটের দোকানগুলোতে লবণ ক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। পুলিশের খবর পেয়ে কিছু কিছু লবণ ব্যসায়ীকে দোকান বন্ধ করে পালাতে দেখা গেছে। একটি সচেতন মহল মন্তব্য করেছে সরকার বিরোধী একটি চক্র এসব গুজব ছড়াচ্ছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন লবণের ভ্যানটি থানা হেফাজতে রয়েছে মালিককে পাওয়া যায়নি এবং বাজার নিয়ন্ত্রণের জন্য গুজবে কান না দেওয়ার ব্যাপারে সচেতনতা মূলক মাইকিং বের করা হয়েছে ও সমস্ত উপজেলার বাজার গুলোতে লবণ গুজব নিয়ন্ত্রণের জন্য পুলিশি অভিযান চলছে।

ধামরাইয়ে তিতাস ও বন্ধু ফুট প্রর্ডাক্টস বেকারীতে ৬০ হাজার টাকা জরিমানা।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে পৌর-শহরে অস্বাস্থ্যকর নিম্নমানের পরিবেশে খাদ্যপন্য উৎপাদনের অভিযোগে দুইটি বেকারিতে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিতাস বেকারি ও বন্ধু ফুড প্রডাক্ট বেকারির মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯নভেম্বর) বেলা ০২ টার দিকে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ধামরাই পৌর-শহরের ঢুলিভিটার বাসস্ট্যানের উত্তর পাশে তিতাস বেকারী ও ঢুলিভিটা দক্ষিণ পাশে বন্ধু ফুট প্রর্ডাক্টস বেকারীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড দেয়া হয়।

এসময় ঢুলিভিটা এলাকার তিতাস বেকারির মালিক বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা ও একই এলাকার বন্ধু ফুড প্রোডাক্টস বেকারির মালিক এরশদ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা অনাদায়ে দুই কারখানা থেকে ৩ জনকে আটক করা হয়।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অন্তরা হালদার বলেন, ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা ও ৩৭ ধারায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদনের অভিযোগে দুইটি কারখানাকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা অনাদায়ে ৩ জনকে আটক করা হলেও অর্থ পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

যশোরের শার্শার হিজলী সীমান্তে অনুপ্রবেশকারী ৬ নারী পুরুষ আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা হিজলী সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৬ নারী পুরুষ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার ১৯শে নভেম্বর ভোর ৫ টার সময় তাদেরকে আটক করা হয়।তাদের বাড়ি নড়াইল জেলায়।

হিজলী ক্যাম্পের কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান তার নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল গয়রা মাঠ নামকস্হান হতে ৬জন বাংলাদেশী নাগরিক কে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

নাচোল পৌর ছাত্রলীগের সভাপতি পদে এগিয়ে রাফসান আহমেদ বকুল ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা, পৌর শাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সরকারি কলেজ শাখার কমিটি অনেক দিন না থাকায়। সংগঠনকে বেগমান করার উদ্দেশ্য বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারন সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ গত ১৫ ই নভেম্বর নাচোল উপজেলা,পৌরও কলেজ শাখার উদ্দেশ্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সম্মেলন আয়োজন করার নির্দেশ প্রদান করেন।উক্ত সম্মেলন কে ঘিরে প্রার্থীদের মাঝে দোঁড়ঝাপ চলছে। কর্মীদের সাথে প্রার্থীদের চায়ের আড্ডা জমে উঠেছে। সম্মেলন ঘিরে বেশ কিছু ক্যান্ডিডেট থাকলেও বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে জানা যায় পৌর শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ রাফসান আহমেদ বকুল এগিয়ে আছে। বকুলের অনুসারীরা বলছে বকুল ভাই সৎ,যোগ্য,দীর্ঘ দিন যাবত রাজনীতি তে সক্রিয় ভূমিকা পালন করছে। আমাদের প্রত্যাশ্যা বকুল ভাই সভাপতি হলে নাচোল পৌর শাখা ছাত্রলীগ কে সুসংগঠিত করতে পারবে।

রাফসান আহমেদ বকুল সম্পর্কে বিভিন্ন সূত্রে জানা যায় তিনি নাচোল পৌর শাখার ১ নং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাফসান আহমেদ বকুলের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি নাচোল নিউজ কে বলেন,আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্রতম কর্মী।বঙ্গবন্ধু আদর্শ ধারন করে সংগঠনের কাজ করে যাচ্ছি। আমি মুজিববাদে বিশ্বাসী। দীর্ঘদিন যাবত ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় আছি। বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছি।

আগামী ২১ নভেম্বর নাচোল উপজেলা শাখার সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং নাচোল পৌর শাখার নেতা -কর্মীরা যদি আমাকে নাচোল পৌর শাখার দায়িত্ব দেন। তাহলে আমি দায়িত্ব নিতে ইচ্ছুক। তার উদ্দেশ্য ও লক্ষ্য জানতে চাইলে তিনি বলেন।আমি দায়িত্ব পেলে নাচোল পৌর বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করার চেষ্টা করবো।

শিক্ষা,শান্তি, প্রগতি এই মূলনীতি নিয়ে এগিয়ে যেতে চাই। দেশরত্ন শেখ হাসিনা আপার ভ্যানগার্ড হিসাবে রাজপথে থাকবো।নৌকার বিজয়ের লক্ষ্যে সব সময় কাজ করে যেতে চাই।
ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে ছাত্রসমাজের যৌক্তিক চাওয়া পাওয়া নিয়ে কাজ করে যাবো।
সর্বপরি মানব কল্যানে দেশের কল্যানে কাজ করে যেতে চাই।

ধামরাইয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আটক ১।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার অদূরে ধামরাইয়ে এক সাবেক অতিরিক্ত সচিবের কেয়ারটেকার এর বিরুদ্ধে নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ধামরাই থানার পুলিশ ধর্ষক শামীমকে আটক করেছে।আটক শামীম ধামরাইয়ের পাঠানটোলা এলাকার তালেব আলীর পুত্র বলে জানা যায়।মামলার বাদী ধর্ষিতার মা লতা বেগম (৩০) এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, তিনি ধামরাইয়ের চন্দ্রাইল এলাকায় বসবাস করেন এবং জয়পুরা এলাকার একটি হোটেলে মাসিক বেতনে চাকুরি করেন।

তার ১ম স্বামীর মৃত্যুর পরে বিবাদী শামীম এর সাথে তার ১৪ বছর আগে বিয়ে হয়। পরবর্তীতে উক্ত বিবাদীর সাথে তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হওয়ায় দুই বছর আগে শামীমকে তিনি ডিভোর্স দেন।

ডিভোর্স দেবার পরও উক্ত বিবাদী শামীম বাদীর নিষেধ অমান্য করে তার বাড়িতে আসা যাওয়া করে। বাদী প্রতিদিন সকাল অনুমান ৫ ঘটিকার সময় চাকুরির সুবাদে জয়পুরা চলে যান এবং এই সুযোগে উক্ত বিবাদী গত ৫ মাস যাবত বিভিন্ন সময়ে তার নাবালিকা মেয়েকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এসেছে।

এজাহারে আরও জানান বাদী, গত ৪ নভেম্বর বিবাদী শামীম তার বর্তমান বর্ণিত ঠিকানার বাড়ীতে গিয়ে সকাল অনুমান ৯ ঘটিকার দিকে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাসায় এসে তার মেয়ের নিকট থেকে শুনে এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে আলাপ করে মঙ্গলবার থানায় মামলা করেন।

এব্যাপারে মুঠোফোনে সাবেক অতিরিক্ত সচিব মোঃ আফসার উদ্দিন জিন্নাহর নিকট তার কেয়ারটেকার ধর্ষক শামিমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কেয়ারটেকার হলে কি হবে? আমি তো তাকে ধর্ষণ করতে বলি নাই।

প্রচলিত আইনে তার শাস্তি হোক এটা আমিও চাই।’মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক তন্ময় সাহা জানান, ধর্ষণের অভিযোগে ধর্ষিতার মা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক শামীমকে আটক করেছে পুলিশ।

সাভারে প্রভাবশালীদের দখলে থাকা সরকারী জমি উদ্ধার ( ভিডিও)

বিপ্লব সভার ঃ সাভারে প্রভাবশালীদের দখলে থাকা সরকারী জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা তারানগর এলাকায় সরকারী প্রায় সাড়ে ছয় শতাংশ জমি উদ্ধার করেন আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি )ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের হোসেন।এলাকাবাসী জানায় কোন্ডা তারানগর এলাকায় নুর ইসলাম গং নামের এক প্রভাবশালী ব্যক্তি সরকারী খাস প্রায় সাড়ে ছয় শতাংশ জমি দখল করে দেওয়াল নির্মাণ করে আসছিলো পরে এলাকাবাসী আজ আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের হোসেনের কাছে অভিযোগ দিলে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সহয়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের হোসেন সরকারী জমিটি উদ্ধার করেন। এসময় ওই জমির চার পাশের নির্মাণাধীন দেওয়াল ভেঙ্গে ফেলে দেওয়া হয়। সরকারী জমি উদ্ধার করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এবিষয়ে আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাভারে সকল সরকারী জমি দখলে থাকা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

ঝালকাঠিতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁঝ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী ঝালকাঠি জেলা বিএনপি দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁঝ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ঝালকাঠি জেলা বিএনপি।১৮/১১/২০১৯ইং তারিখ সোমবার সকালে শহরের আমতলা সড়ক সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু তার বক্তব্যে বলেন, দেশে পেঁয়াজ নিয়ে হাহাকার শুরু হয়েছে সরকার ব্যর্থ হয়েছে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ আকাশ ছোঁয়া যা সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে তাই খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা।

বাংলাদেশের ইতিহাসে পেঁয়াজের মূল্য এই সরকারের আমলে ৩০০টাকা যা বিশ্ব রেকর্ড করলো ।মৌলিক চাহিদা মেটাতে দেশের সাধারণ মানুষ আজ তাই দিশেহারা হয়ে পড়েছে।

পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে তিনি সরকারের কাছে জোর দাবী জানান। সেই সাথে ভারতের সাথে করা চুক্তি জনগনের কাছে তুলে ধরতেও সরকারকে আহ্বান জানান জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ কাউন্সিলে সভাপতি সুলতান, সম্পাদক ইকবাল নির্বাচিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল ১৮ নভেম্বর সোমবার দুপুরে বলিদ্বারা মমিন মিলারের চাতালে অনুষ্ঠিত হয়। নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু সুলতানের সভাপতিত্বে – প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা। এছাড়াও এতে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, আ’লীগ নেতা মামুনুর রশিদ এলবাট, উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিকেলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে আবু সুলতান ১৭১ ভোট পেয়ে সভাপতি এবং আল্লামা ইকবাল ১০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রার্থী দিজেন্দ্রনাথ রায় ৮৫ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহীন ৮৫ ভোট পান।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ধামরাইয়ের ১৬টি ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র সবাস্থ্য সেবা প্রদানকারী এই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারের ইচ্ছায় রোগীদের খাদ্য সরবরাহ সহ নিম্নমানের খাবার সরবরাহ, প্রয়োজনের তুলনায় কম মাছ, মাংস ও তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান এখানে ভর্তি হওয়া রোগী এবং তাদের স্বজনরা।ভর্তিকৃত রোগীদের জন্য যে পরিমাণ খাবার সরবরাহ করার কথা, তা না করে ঠিকাদারের ইচ্ছেমত অনিয়মতান্ত্রিক ভাবে খাবার দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাথাপিছু একজন রোগীর জন্য প্রতিদিন পাউরুটি ২৪৪ গ্রাম, চাল ৩৫০ গ্রাম, তেল ৪০ গ্রাম, মুরগী (দেশী) ২৩৩ গ্রাম, মাছ (রুই, কাতল, মৃগেল) ১৬১ গ্রাম, মাছ (গ্রাসকার্প, সিলভার কার্প, আমেরিকান রুই) ১৬১ গ্রাম, সবজি ৩৫০ গ্রাম, পিয়াজ ৫০ গ্রাম, রসুন ২০ গ্রাম, জিরা পাঁচ গ্রাম, আদা পাঁচ গ্রাম, তেজপাতা পাঁচ গ্রাম, এলাচ ১০ গ্রাম, দারুচিনি ১০ গ্রাম ও লবঙ্গ পাঁচ গ্রাম সরবরাহ করার নিয়ম রয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, রোগীদের সপ্তাহে দুই দিন মাংস ও চারদিন মাছ সরবরাহ করার কথা থাকলেও ৭ দিনে একদিন মাংস সরবরাহ করা হয়। তাও আবার ব্রয়লার মুরগীর মাংস। বাকী দিনগুলোতে রুই,কাতল ও মৃগেল মাছের বদলে দেয়া নলা মাছ। সকালের নাশতায় দেয়া পাউরুটির পরিমাণও কম ।এছাড়া চিকন চালের বদলে রোগীদের খাওয়ানো হয় মোটা ও নিমানের চাল। রোগীরা সাধারণত ওই নিম্নমানের খাবার খেতে চান না। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও নার্সিং সুপারভাইজারের উপস্থিতিতে সরবরাহকৃত মালামাল রান্নার জন্য প্রস্তুতির কথা বলা থাকলেও তা করা হয় না।

সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স আবু হানিফ এন্ড ব্রাদার্স এর প্রোপাইটার নুরুল ইসলাম তাঁর ইচ্ছামাফিক পণ্য সরবরাহ করে থাকেন। এদিকে রোগীদের মাংসের বদলে নলা মাছ ও তেলাপিয়া মাছ দেয়া হয়। কিন্তু সরকারী নিয়মে মুরগীর মাংসের ও রুই মাছের বিল উত্তোলন করছেন ঠিকাদার বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের তালিকায় রুই মাছের তালিকা থাকলেও রোগীদের নলা মাছ ও তেলাপিয়া মাছ দেওয়া হয়েছে।

তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, আমি সম্প্রতি এ পদে যোগদান করেছি। দায়িত্ব বুঝে পেলে খাবারের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে।

হাসপাতালে খাবার সরবরাহকারী ঠিকাদার নুরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তালিকা মোতাবেকই খাবার সরবরাহ করি, তবে একটু ১৯-২০ হতেই পারে।

সরেজমিন দেখা গেছে, বিভিন্ন কোম্পানির মেডিকেল রি-প্রেজেনটেটিভ গণ ডাক্তারদের রুমে ভীড় করে আছেন। এতে করে জরুরী রোগীদের জন্য সময়মত ডাক্তাররা দেখতে পারেন না। কয়েকজন রোগীর স্বজন এমন অভিযোগ করেছেন।

আর রয়েছে বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালালরা। তারা এখানে এসে দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভুলভাল বুঝিয়ে আরো ভালো ও কমে বিভিন্ন টেস্ট করানোর কথা বলে নিয়ে গিয়ে রোগীদের সাথে প্রতারণা করে।

আরেকটি বিষয় জানা গেছে, এখানে চিকিৎসা নিতে আসা অনেক রোগীরাই এখানের ডাক্তারদের প্রেসক্রাইব করা ঔষধ পান না। অভিযোগ রয়েছে, ঔষধ থাকার পরেও সেসব ঔষধ এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেয়া হয়না নেই বলে জানা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি.এস.ও ডাঃ ফজলুল হক জানান, হাসপাতালে রোগীদের খাদ্য সংক্রান্ত দায়িত্ব মূলত আর.এম.ও এবং সিনিয়র স্টাফ নার্সের। আর আমিও প্রায় সময়ই ইন্সপেকশন করি। খাদ্য সরবরাহে কোন অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেট...