25 C
Dhaka, BD
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

পদত্যাগ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেছেন, বিএনপির ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সারাদেশের সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কর্সসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে ১০ দফা দাবি বাস্তবাযনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপিনেতা শামীম আহমেদ এসব কথা বলেন।
বিএনপিনেতা শামীম আহমেদ আরো বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারটুকু কেড়ে নিচ্ছে। ভোটের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। এই সরকার ভোটের আগের রাতেই ভোট নিয়ে নেয়। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে। আজকে সারা বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করা হয়েছে। এই সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এই সরকার অবৈধ সরকার। এই সরকারের পতনের আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে গতকাল শনিবার বেলা ১২টার দিকে শহরের কালিঘাটে সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের জমায়েত শেষে পরে সেখান থেকে এক বিশাল পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দড়িপাড়া বাইপাসে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে পদযাত্রায় যাওয়ার পথে পুলিশি বাধায় দয়াময়ী মোড়ে পদযাত্রা থেমে যায়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনিছুর রহসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান প্রমুখ।

জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জামালপুর শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় ছাত্রদলনেতা মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদাত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সবুজ,
জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদল নেতা আনিসুজ্জামান আনিস,খায়রুল ইসলাম লিয়ন, রেজাউর করিম নীলু, আসাদুজ্জামান আসাদ, সৈয়দ লাভলু, মোস্তফা, জব্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন মানিক, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, জেলা শ্রমিক দলের সদস্য খালিদ হোসেন ফকির, মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিস্টার, জেলা সংগ্রামীদলের সাবেক সভাপতি আশিক রায়হান পারভেজ, শরিফপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি রিপন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও এ পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজারো নেতাকর্মী এতে অংশ নেন।

ডিবি’র অভিযানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়ার নিহতের ঘটনায় আটক ৩

সাভারে গত শুক্রবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসষ্ট্যান্ড রাজালাখ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (২৮) নামে এক যুবক নিহত এর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৩জন-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ ফেব্রয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গত ২৪ ফেব্রুয়ারী ভোর ৪টা ৩০ মিনিটের সময় নিহত সোহেল মিয়া (২৫) ও তার স্ত্রী মুন্নি খাতুন (২৩) এসময় তাদের সঙ্গে ছিলো তাদের দেড় বছর বয়সী একটি শিশু বাচ্চা নিয়ে রংপুর হইতে সাভার মডেল থানাধীর রাঙ্গাবন নার্সারীর সামনে এসে বাস থেকে নামে এসময় নাসারী সংলগ্ন গলির পথে যাওয়া মাত্র ৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদেরকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে মুন্নি এর ব্যাগে থাকা ২০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তখন সোহেল তার টাকা হারানোর শোকে ছিনতাই কারীদের সঙ্গে হাতাহাতি করে। তখন তার স্ত্রী ভয় পেয়ে তার সন্তানকে নিয়ে প্রতিবেশীদের ডাকতে যায়। প্রায় আনুমানিক ২৫ মিনিট পর ফিরে এসে তার স্ত্রী দেখে তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তার পরে পড়ে আছে এই অবস্থা দেখে পরবর্তীতে তার স্ত্রী তাদের প্রতিবেশীদের সহায়তায় সোহেল-কে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। উক্ত বিষয়ে গতকাল শুক্রবারে সাভার থানায় একটি মামলা হয় মামলা নং-৫৭ তারই ধারাবাহিকতায় ঢাকা ডিবি (উত্তর) নেতৃত্বে সাভার মডেল থানার সমন্বয়ে গঠিত একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার বিভিন্ন থানা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩জন-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন ১। রাসেল শেখ (২৩), পিতা-কুদ্দুস শেখ গ্রাম-ভাসমান বর্তমান ঠিকানা-সুয়াপুর রাজনগর,রাজ্জাকের বাড়ী, থানা-ধামরাই,জেলা-ঢাকা,২। মোঃ তুহিন (২২), পিতা-মোঃ দুলাল গাজী, গ্রাম-বদুঠাকুরানী, কোটবাড়ী,থানা-বরগুনা সদর,জেলা বরগুনা, বর্তমান ঠিকানা-সূয়াপুর রাজনগর, রাজ্জাকের বাড়ী,থানা-ধামরাই,জেলা-ঢাকা, ৩। সানি ও শুভ(২০), পিতা-মোঃ নুরুল ইসলাম,গ্রাম শেওরাইল, থানা-সিংগাইর,জেলা-মানিকগঞ্জ,বর্তমান-মজিদপুর, থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার দ্রুত উক্ত মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব আব্দুল্লাহিল কাফী,পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক (উত্তর) ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি, জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যারদের নির্দেশ দেন,পরবর্তীতে স্যারদের নির্দেশে আমি উক্ত মামলার রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করি।

এছাড়া স্যারদের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আটকদের জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনাটি স্বীকার করেছে ও তাদের দেওয়া তথ্যমতে মামলার ঘটনায় ব্যবহৃত ২ টি ছুরি উদ্ধার করা হয়েছে এছাড়া আসামীরা দীর্ঘদিন যাবৎ সাভার বাজার বাসস্ট্যান্ড সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলেও তারা স্বীকার করেছে।

রাণীশংকৈলে শেখ হাসিনা গৃহিনী পশু ফার্মের উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রায়পুর গ্রামডাঙ্গী এলাকায় রবিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় শেখ হাসিনা গৃহিনী পশু ফার্মের উদ্বোধন করা হয়।

ওই গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। এ সময় পৌর মেয়র, প্রাণিসম্পাদ কর্মকর্তা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ফার্ম চত্বরে ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ,জ,ম সফিউলাহ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,হোসেনগাঁও ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব প্রমুখ।

এছাড়াও উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ.লীগ সদস্য তারেক আজীজ, সাবেক ইউনিয়ন আ.লীগ সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়, সিনিয়র সাংবাদিক মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী ও হুমায়ুন কবির প্রমুখ।

শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাঁস নিয়ে ফার্মটির যাত্রা শুরু করেন খামারি হাবিবুর ও আহসান হাবিব।

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ড্রেন মেরামতকে কেন্দ্র করে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে দুই ভাই প্রাণ হারিয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতদের মধ্যে রয়েছেন- আসলাম সানি (৪৭) ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি (৩৫)। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের আরেক ভাই রফিকুল ইসলাম (৪০)।

স্বজনদের অভিযোগ, হতাহতরা সোনারগাঁও কাঁচপুর পাঁচপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাসার সামনে ড্রেন বসানো নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তাদের বিরোধ হয়। এর জের ধরে চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফা, মামুন, মফিজুল, মারুফসহ আরো কয়েকজন মিলে দেশীয় ধারালো নিয়ে হামলা চালায়। এতে তিন ভাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত রফিকুল ইসলামের গলায় গুরুতর যখম রয়েছে। তার অবস্থা আশংকাজনক।’

ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ : প্রধানমন্ত্রী

চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের বিষয়ে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যবস্থাপত্র ছাড়া এটি (অ্যান্টিবায়োটিক) বিক্রি বন্ধে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে হবে। একসময় দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক থেকেই অ্যান্টিবায়োটিক দেয়া হতো। কিন্তু এখন তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ডিপার্টমেন্ট অব ইনিওস ইনস্টিটিউটের অ্যান্টিমাইক্রোবাইয়াল রিসার্চের পরিচালক প্রফেসর টিমোথি ই ওয়ালশের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম গণমাধ্যমের কাছে ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান, ‘চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি অবশ্যই বন্ধ করতে হবে।’

অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব স্থানেই চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সাক্ষাৎ শেষে টিমোথি ই ওয়ালশ বলেন, অ্যান্টি-মাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) এখন বিশ্বে একটি মহামারি আকারে আবির্ভূত হয়েছে। এখনই যদি এটা বন্ধ করা না হয়, তবে ভবিষ্যতে এটা আরও প্রকট আকার ধারণ করবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর আশঙ্কা প্রকাশ করে বলেন, এর কারণে লাখো মানুষের মৃত্যু ঘটতে পারে।

এ সময় তিনি এএমআর বিষয়ক গ্লোবাল লিডার্স গ্রুপের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, হৃদ্‌রোগ, বক্ষব্যাধি, ক্যানসার ও নিউরোসায়েন্সেস হাসপাতালের মতো বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ দেশের স্বাস্থ্যখাতে সার্বিক উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কৃষি, মৌলিক বিজ্ঞান ও ওষুধসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ওপর বিশেষ জোর দিয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের স্কলারশিপের ব্যাপারে তিনি বলেন, বৃত্তি-উপবৃত্তি দেয়ার পাশাপাশি উচ্চশিক্ষা, বিশেষত পিএইচডি, পোস্ট-ডক্টরাল ও গবেষণা ক্ষেত্রের জন্য ২০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ফেলোশিপ দেয়া হয়েছে।

বৈঠককালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক ইনিওস ইনস্টিটিউট অব অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ থেকে বঙ্গবন্ধু-আইওআই ফেলোশিপের অধীন বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসা ও মৌলিক বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য স্কলারশিপ প্রবর্তনের প্রস্তাব দেন। এর জবাবে, প্রধানমন্ত্রী নীতিগতভাবে এই ফেলোশিপের ব্যাপারে তার সম্মতি প্রকাশ করেন।
এছাড়া ব্রিটিশ পার্লামেন্টে ককাসের সঙ্গে এএমআর বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের অংশীদারিত্বের একটি প্রস্তাবও দেন টিমোথি ই ওয়ালশ এবং প্রধানমন্ত্রী এতে ইতিবাচক সাড়া দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ।

সূত্র: বাসস

রাণীশংকৈলে মহান ২১ শে ফেব্রুয়ারি পালিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান ২১শে ফেব্রুয়ারি-জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ও পরিষদ,পৌরসভা, থানা পুলিশ, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা- সামাজিক- রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ড, এএসপি সার্কেল, মিডিয়াকর্মিসহ অনেকে উপস্থিত ছিলেন।

সকালে একই মাঠে  ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রথমেই স্থানীয় শিল্পীরা মনোঞ্জ সংগীত পরিবেশন করেন। এরপর ২১এর উপর আলোচনা সভায় বক্তব্য দেন- সাবেক সাংসদ ইয়াসিন আলী, ভাইসচেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,ওসি গুলফামুল ইসলাম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহম্মেদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শ্রণি পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যে তুরস্কের ইস্তান্বুলে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে দ্বিতীয় ধাপে এসব ত্রাণ সহায়তা তুরস্কে পৌঁছানো হয়।

সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কানাডা ও বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তুরস্কের ইস্তান্বুলে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে ৭ হাজার ৭৪০ কেজি কার্গোপণ্য ঢাকা থেকে ইস্তান্বুলে পরিবহন করা হয়েছে।

ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস ত্রাণের পণ্যগুলো ইস্তান্বুলে পাঠিয়েছে। এছাড়া আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ৩০ টন ত্রাণসামগ্রী তুরস্কে পৌঁছে দেবে।

এর আগে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি কানাডার টরন্টো থেকে ফ্লাইট বিজি-৩০৬ এর মাধ্যমে ৩ হাজার ১০ কেজি ত্রাণ সহায়তা ইস্তান্বুলে পৌঁছে দিয়েছে বিমান। মূলত কানাডার টরন্টোতে অবস্থিত তুরস্কের কনস্যুলেট থেকে ত্রাণগুলো সরবরাহ করা হয়।

এদিকে টরন্টো থেকে ইস্তান্বুলে পণ্য পরিবহনের অনুমতি না থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে পণ্যগেুলো পরিবহন করা হয়।

এ বিষয়ে বিমান কতৃপক্ষ জানায়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুর্গত মানুষের সেবায় সবসময় পাশে আছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে চলতি মাসের ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী দুই দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজারের বেশি।

বই হচ্ছে জীবনের পাল তোলা নৌকা:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বই হচ্ছে জীবনের পাল তোলা নৌকা। যতই পড়বে ততই শিখবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বইমেলায় চিত্রনায়িকা জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করে ওবায়দুল কাদের বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া কেউ বড় হতে পারবে না। বড় হতে হলে বই পড়তে হবে এবং আরও পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ার কোনো বিকল্প নেই। তাই বইকে বলি জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।’

জাহারা মিতুর উদ্দেশে কাদের বলেন, মিতুকে নায়িকা বলে জানতাম, সে এখন কবি হয়ে গেছে। তার বই প্রকাশ পেয়েছে- নাম ‘প্রেমিকার নাম কবিতা’।
বইমেলা প্রসঙ্গে কাদের বলেন, ‘বইমেলা এবার আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার-পরিচ্ছন্ন। আগের চেয়ে ধুলো-বালি অনেক কম।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান প্রমুখ।

রাণীশংকৈলে ঐতিহাসিক গৌরক্ষনাথ মেলার উদ্বোধন

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রচীন ও ঐতিহাসিক তিনদিন ব্যাপি গৌরক্ষনাথ মেলার শুভ উদ্বোধন মন্দির চত্বরে গতকাল ১৯ ফেব্রুয়ারি রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।
গৌরক্ষনাথ মন্দির কমিটির সভাপতি কাশীনাথ দাসাধীকারীর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সম্পাদক দীপক কুমার রায়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারতের সাবেক এম এল এ প্রনব কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সনাতন ধর্মলম্বীদের নেতা এ্যাডঃ অতুল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব প্রমুখ।

এবার মেলায় বিভিন্ন পরসা নিয়ে প্রায় শতাধিক স্টল ও দোকান বসবে বলে মেলা কমিটি জানান।

প্রসঙ্গত: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে একটি জনশুন্য এলাকায় প্রায় ৫’শ বছর আগে অবস্থিত এই ঐতিহাসিক গৌরক্ষনাথ মন্দির। প্রতিবছরের ন্যায় শিব চতুর্দশী উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে ৩ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মের শত শত নারী পুরুষ মেলায় এসে মন্দিরে অবস্থিত (কথিত) অলৌকিক কুপে পূর্ণস্নান করেন।

অতীতে মন্দিরটি প্রায় ২৭ একর জমি উপর অবস্থিত ছিলো। বর্তমানে ৮-৯ একর জমি মন্দিরের দখলে আছে। বাকী জমিগুলো বেদখল হয়ে গেছে।

সাভারে ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যোগে একুশে বই মেলার উদ্বোধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর স্কুল ঈদগাহ মাঠ প্রাক্তনে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার এর উদ্যোগে একুশে বইমেলা ২০২৩ সাত দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) সকলে হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল ঈদগাহ মাঠ প্রাক্তনে এই বই মেলা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা চলবে ।

অনুষ্ঠানটি সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমরের সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব । বিশেষ অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লা, এই বইমেলা টির উদ্বোধন করেন,বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন।

উদ্বোধনের শুরুতে, ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়, এর পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত’ সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই সকলে অমর একুশের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বইমেলা উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ও উপজেলা ছাত্রলীগ , আওয়ামী লীগ,যুব লীগের অসংখ্য নেতা কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য স্কুলের ছাত্র ছাত্রীরা।

সর্বশেষ আপডেট...