19 C
Dhaka, BD
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

রায়গঞ্জে হানিফ হোটেলে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

এস এম রাকিব:সিরাজগঞ্জের রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে পচাঁ মুরগীর মাংস ও নিম্নমানের খাবার পরিবেশন করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বহস্পতিবার (০২ মার্চ) দুপুর ১২টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের দাথিয়া দিগর নামক স্থানে হানিফ ফুড ভিলেজে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট তানজিল পারভেজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পচাঁ মুরগীর মাংস ও নিম্নমানের খাবার পরিবেশন করায় হানিফ ফুড ভিলেজের পরিচালক মো: সাজু আহম্মেদকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১ লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয়। পরে পচাঁ মুরগীর মাংস ও নিম্নমানের খাবার জনসম্মুখে বিনষ্ট করা হয়।

জানাযায়, হানিফ হোটেল পরিচালক মো:সাজু আহম্মেদ বিভিন্ন জায়গায় হোটেল ভারা নিয়ে পঁচা খাবার পরিবেশন করার কারনে কোথাও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারে নাই।

এ বিষয়ে হানিফ ফুড ভিলেজ হোটেল মালিক আবু হানিফ খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাজু আহম্মেদকে হোটেল ভাড়া দিয়েছি কিন্তু বিভিন্ন সময় হোটেলে পঁচা খাবার পরিবেশন করার কারনে আমি অনেক বার নিষেধ করেছি কিন্তু সে আমার কথায় কোন প্রকার কর্নপাত করেনি।

রাঙ্গুনিয়ার দুই বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

এম.মতিন চট্টগ্রাম:চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার আলমশাহ পাড়া হযরত খাদিজা (রাঃ) বালিকা মাদ্রাসা ও গজালিয়া আছাদিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় আলমশাহ পাড়াস্থ হযরত খাদিজা (রাঃ) বালিকা মাদ্রাসার ক্যাম্পাস ও স্কুল চত্বরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম নিজামী ও অভিভাবক প্রতিনিধি কাঞ্চন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী।

উদ্বোধক ছিলেন লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন, জসিম উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, মীর মুহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, মীর গোলাম মোস্তফা বাবুল, কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আতাউল গণি ওসমানী বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি শিক্ষিত হও, তাহলে আমাদের নেক্সট জেনারেশন শিক্ষিত হবে। তাই যত বাঁধাই আসুক, তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা ছাড়া কোন বিকল্প নেই। এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নায়নের বড় কারিগর হচ্ছে মেয়েরা।

তিনি শিক্ষার্থীদেরকে বেগম রোকেয়া’র লেখা বইগুলো পড়ার অনুরোধ জানিয়ে বলেন, বেগম রোকেয়া ১৮০০ সালে বলে গেছেন যে, ‘স্বাধীনতা মানে পোষাকের স্বাধীনতার নয়, আমাদের চিন্তা-চেতনা ও মত প্রকাশের স্বাধীনতা।’ অতএব, পোষাকের স্বাধীনতা কোন বিষয় নয়, এটা হচ্ছে শালীনতা। তাই আমরা শালীন পোষাক পরিধান করবো।

তিনি বলেন, মেয়েরা তোমাদেরকে যদি কেউ ইভটিজিং করে, তাহলে তোমরা সরাসরি ৯৯৯-এ ওসি ও ৩৩৩-তে কল করে ইউএনও কে জানাবে। আর শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ, মেয়েদেরকে সঠিক শিক্ষাটা দিবেন।

এদিকে দুপুর ১টায় লালানগর ইউনিয়নের ১৫নং গজালিয়া আছাদিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মো. আলমগীর চৌধুরী।

শিক্ষক নোমান জাভিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন তালুকদার।

উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার ও প্রধান বক্তা ছিলেন তাসলিম উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মীর গোলাম মোস্তফা বাবুল, মো. ইয়াকুব, বাবু উজ্জ্বল কান্তি দে, মো. এমজাদ, নুরনবী কোং, নাজিম উদ্দীন মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন, নবীয়া বেগম।

আমন্ত্রিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নুরুন্নবী চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, সবিতা বিশ্বাস।

প্রধান অতিথি জসিম উদ্দিন তালুকদার বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের। ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশ আজ রোল মডেল। নিয়মিত খেলাধুলা করলে কোন শিক্ষার্থী মাদকসেবী হতে পারে না। একজন ক্রীড়াবিদ দেশের সম্পদ। সরকার শিক্ষার পাশাপশি খেলাধুলারও সমান সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।

এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় ছেলে মাসুদ রানা ট্রাক চাপায় নিহত, গুরুতর আহত আরো ১ জন

মোঃ তৌহিদুজ্জামান টিটু:খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে ।
সাথে থাকা অপার যাত্রী রকিবুল ইসলাম গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খুলনা ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের মোঃ আইয়ুব আলী মোড়লের ছেলে মোঃ মাসুদ রানা একই গ্রামের আলী হাসানের ছেলে রাকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় যশোরে মোটরসাইকেলের মালামাল কিনতে যান।

মালামাল কিনে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে আসলে চুকনগর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাকিবুল ইসলামকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। চাপা দাওয়া ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আজ ১মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় নিহত ব্যক্তির জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিষয়টি ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে দিনমজুরকে গলাটিপে হত্যা:থানায় মামলা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জয়নউদ্দীন (৪০) নামে এক দিনমজুরকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে ফরহাদের বিরুদ্ধে ।

গত বুধবার (২ মার্চ) রাত ৮ টায় উপজেলার বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনাটি ঘটে।

জয়নদ্দীন উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাদ হোসেন ওরফে হরিপদ। তিনি ওই গ্রামের কালু মোহাম্মদের ছেলে।

এ ব্যাপারে জাবরহাট ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম ও পুলিশ জানান, বিদ্ধিগাঁও গ্রামের দিনমজুর জয়নউদ্দীন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেন ওরফে হরিপদের সরিষাক্ষেতে দিনমজুরের কাজ করে। কয়েকদিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির ১ হাজার ২০০ টাকা বকেয়া পান। ঘটনার দিন রাতে বিদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে মজুরির পাওনা টাকা চান জয়নউদ্দীন। দুইশত টাকা কম দেয়া নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদ উত্তেজিত হয়ে জয়নউদ্দীনের গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ওই রাতেই জয়নউদ্দীনের ছেলে মাজেদুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় মামলা করেন।এবং পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ২ মার্চ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ওসি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারী ২ নারী ও ১ পুরুষ আটক

হুমায়ুন কবির ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ফেন্সিডিলসহ ২ নারী ও এক পুরুষ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় যাওয়ার সময় পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়েছে।

পীরগঞ্জ এস আই রতন জানান, সোর্স মারফত তারা জানতে পারেন, মাদক কারবারীরা রবিবার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছিল কারবারীরা।

এমন তথ্যের ভিত্তিতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে। আটককৃতরা হলেন, পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হাজেরাদিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। জানাগেছে আককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্না ভেঙ্গে পড়ে।

শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থোকে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শিশুসহ দুই মাদক কারবারী নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রেস্টুরেন্টে-নিহত ১

কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন এবং এক বাবুর্চি আহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারীর নাম মো. ওসমান গনি (১৫) । আহত বাবুর্চির নাম মো. ইসমাইল (৩২)। তারা হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউসের কর্মচারী ছিলেন। তারা হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

পদত্যাগ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেছেন, বিএনপির ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সারাদেশের সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কর্সসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে ১০ দফা দাবি বাস্তবাযনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপিনেতা শামীম আহমেদ এসব কথা বলেন।
বিএনপিনেতা শামীম আহমেদ আরো বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারটুকু কেড়ে নিচ্ছে। ভোটের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। এই সরকার ভোটের আগের রাতেই ভোট নিয়ে নেয়। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে। আজকে সারা বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করা হয়েছে। এই সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এই সরকার অবৈধ সরকার। এই সরকারের পতনের আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে গতকাল শনিবার বেলা ১২টার দিকে শহরের কালিঘাটে সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের জমায়েত শেষে পরে সেখান থেকে এক বিশাল পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দড়িপাড়া বাইপাসে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে পদযাত্রায় যাওয়ার পথে পুলিশি বাধায় দয়াময়ী মোড়ে পদযাত্রা থেমে যায়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনিছুর রহসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান প্রমুখ।

জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জামালপুর শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় ছাত্রদলনেতা মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদাত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সবুজ,
জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদল নেতা আনিসুজ্জামান আনিস,খায়রুল ইসলাম লিয়ন, রেজাউর করিম নীলু, আসাদুজ্জামান আসাদ, সৈয়দ লাভলু, মোস্তফা, জব্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন মানিক, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, জেলা শ্রমিক দলের সদস্য খালিদ হোসেন ফকির, মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিস্টার, জেলা সংগ্রামীদলের সাবেক সভাপতি আশিক রায়হান পারভেজ, শরিফপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি রিপন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও এ পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজারো নেতাকর্মী এতে অংশ নেন।

ডিবি’র অভিযানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়ার নিহতের ঘটনায় আটক ৩

সাভারে গত শুক্রবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসষ্ট্যান্ড রাজালাখ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (২৮) নামে এক যুবক নিহত এর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৩জন-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ ফেব্রয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গত ২৪ ফেব্রুয়ারী ভোর ৪টা ৩০ মিনিটের সময় নিহত সোহেল মিয়া (২৫) ও তার স্ত্রী মুন্নি খাতুন (২৩) এসময় তাদের সঙ্গে ছিলো তাদের দেড় বছর বয়সী একটি শিশু বাচ্চা নিয়ে রংপুর হইতে সাভার মডেল থানাধীর রাঙ্গাবন নার্সারীর সামনে এসে বাস থেকে নামে এসময় নাসারী সংলগ্ন গলির পথে যাওয়া মাত্র ৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদেরকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে মুন্নি এর ব্যাগে থাকা ২০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তখন সোহেল তার টাকা হারানোর শোকে ছিনতাই কারীদের সঙ্গে হাতাহাতি করে। তখন তার স্ত্রী ভয় পেয়ে তার সন্তানকে নিয়ে প্রতিবেশীদের ডাকতে যায়। প্রায় আনুমানিক ২৫ মিনিট পর ফিরে এসে তার স্ত্রী দেখে তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তার পরে পড়ে আছে এই অবস্থা দেখে পরবর্তীতে তার স্ত্রী তাদের প্রতিবেশীদের সহায়তায় সোহেল-কে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। উক্ত বিষয়ে গতকাল শুক্রবারে সাভার থানায় একটি মামলা হয় মামলা নং-৫৭ তারই ধারাবাহিকতায় ঢাকা ডিবি (উত্তর) নেতৃত্বে সাভার মডেল থানার সমন্বয়ে গঠিত একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার বিভিন্ন থানা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩জন-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন ১। রাসেল শেখ (২৩), পিতা-কুদ্দুস শেখ গ্রাম-ভাসমান বর্তমান ঠিকানা-সুয়াপুর রাজনগর,রাজ্জাকের বাড়ী, থানা-ধামরাই,জেলা-ঢাকা,২। মোঃ তুহিন (২২), পিতা-মোঃ দুলাল গাজী, গ্রাম-বদুঠাকুরানী, কোটবাড়ী,থানা-বরগুনা সদর,জেলা বরগুনা, বর্তমান ঠিকানা-সূয়াপুর রাজনগর, রাজ্জাকের বাড়ী,থানা-ধামরাই,জেলা-ঢাকা, ৩। সানি ও শুভ(২০), পিতা-মোঃ নুরুল ইসলাম,গ্রাম শেওরাইল, থানা-সিংগাইর,জেলা-মানিকগঞ্জ,বর্তমান-মজিদপুর, থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার দ্রুত উক্ত মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব আব্দুল্লাহিল কাফী,পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক (উত্তর) ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি, জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যারদের নির্দেশ দেন,পরবর্তীতে স্যারদের নির্দেশে আমি উক্ত মামলার রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করি।

এছাড়া স্যারদের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আটকদের জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনাটি স্বীকার করেছে ও তাদের দেওয়া তথ্যমতে মামলার ঘটনায় ব্যবহৃত ২ টি ছুরি উদ্ধার করা হয়েছে এছাড়া আসামীরা দীর্ঘদিন যাবৎ সাভার বাজার বাসস্ট্যান্ড সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলেও তারা স্বীকার করেছে।

রাণীশংকৈলে শেখ হাসিনা গৃহিনী পশু ফার্মের উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রায়পুর গ্রামডাঙ্গী এলাকায় রবিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় শেখ হাসিনা গৃহিনী পশু ফার্মের উদ্বোধন করা হয়।

ওই গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। এ সময় পৌর মেয়র, প্রাণিসম্পাদ কর্মকর্তা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ফার্ম চত্বরে ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ,জ,ম সফিউলাহ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,হোসেনগাঁও ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব প্রমুখ।

এছাড়াও উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ.লীগ সদস্য তারেক আজীজ, সাবেক ইউনিয়ন আ.লীগ সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়, সিনিয়র সাংবাদিক মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী ও হুমায়ুন কবির প্রমুখ।

শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাঁস নিয়ে ফার্মটির যাত্রা শুরু করেন খামারি হাবিবুর ও আহসান হাবিব।

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ড্রেন মেরামতকে কেন্দ্র করে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে দুই ভাই প্রাণ হারিয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতদের মধ্যে রয়েছেন- আসলাম সানি (৪৭) ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি (৩৫)। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের আরেক ভাই রফিকুল ইসলাম (৪০)।

স্বজনদের অভিযোগ, হতাহতরা সোনারগাঁও কাঁচপুর পাঁচপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাসার সামনে ড্রেন বসানো নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তাদের বিরোধ হয়। এর জের ধরে চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফা, মামুন, মফিজুল, মারুফসহ আরো কয়েকজন মিলে দেশীয় ধারালো নিয়ে হামলা চালায়। এতে তিন ভাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত রফিকুল ইসলামের গলায় গুরুতর যখম রয়েছে। তার অবস্থা আশংকাজনক।’

সর্বশেষ আপডেট...