আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর-গোয়ালদাহ সড়কের দ্বারিয়াপুর মাদ্রাসা মোড় নামক স্থানে শুক্রবার রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাওন বিশ্বাস (২২) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা ও শ্রীপুর বাজারের প্রসিদ্ধ ছিট কাপড় ব্যবসায়ী ইবাদত আলী বিশ্বাসের পুত্র মাগুরা বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন বিশ্বাস শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে দ্বারিয়াপুরের লিমন মোল্লা নামে এক ঘনিষ্ট বন্ধুর নিকট দেখা করতে যায় ।
সেখান থেকে দুই বন্ধু এক মোটরসাইকেল যোগে রাত অনুমান পৌনে ৮টার দিকে গোয়ালদাহ বাজারের উদ্দেশ্যে যাত্রা করে । পথিমধ্যে দ্বারিয়াপুর দিয়ের পাড়া মাদ্রাসা মোড় নামক স্থানে পৌছালে শাওন বিশ্বাস গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খায় ।
গাছের সাথে গাড়ীটি ধাক্কা খেয়ে ডুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ীর চালক শাওন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এসময় গাড়ীর অপর আরোহী শাওনের বন্ধু, দ্বারিয়াপুর গ্রামের লিটন মোল্লার পুত্র লিমন মোল্লা (২১) মারাত্বক আহত হয় । আহত লিমনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,উঠতি বয়সি ছেলেদের মোটরসাইকেলের গতি সব সময় বেশি পরিলক্ষিত হয় । সম্ভবতঃ গাড়ীর গতি উর্ধ্বমুখী থাকায় মোড় ঘুরতে গিয়েই গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হয়ে তার মৃত্যু ঘটতে পারে।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে রমজান (১৫) নামে এক দশম শ্রেণীর ছাত্র নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ওই বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।
শনিবার রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বাগবাড়ি জালসা গ্রামের আবু সাইদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে ডাকাত সদস্যরা একই এলাকার আজাহার ও শাজাহান মিয়া নামে আরও দুই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণাংকার লুট করে।
নিহত উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বাগবাড়ি জালসা গ্রামের আবু ছাইদের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল সাইদ মিয়ার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় সাইদ মিয়ার ছেলে রমজান ডাকাতদের বাঁধা দিলে ডাকাতরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে জখম করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। তারা জানান, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সৌমেন মন্ডল,রাজশাহী প্রতিনিধিঃ শুভ মহালয়া আজ । দেবীপক্ষের শুরু। শ্রীশ্রী চন্ডিপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া নামে পরিচিত। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ আনন্দনিকেতন।
মহালয়া মানে দুর্গাপূজার দিন গণনা। মহালয়ার ছয় দিন পর মহাসপ্তমী। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বাজবে আজ থেকে।
হিন্দু ধর্ম মতে, মহালয়ায় দেব-দেবীরা দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন।
এদিন ভোরে মন্দিরে মন্দিরে চণ্ডিপাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে আমন্ত্রণ জানান ভক্তরা। গঙ্গাতীরে তারা মৃত আত্মীয় পরিজন ও পূর্বপুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করে তর্পণ করেন। ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফল শস্যবৃদ্ধি। অর্থাৎ এবার দুর্গা দেবীর আগমনে পৃথিবী শস্য ও ফসলে ভরে যাবে।
এ বছর দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী ৪ অক্টোবর ষষ্ঠীতে দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। অবশ্য আগের দিন ৩ অক্টোবর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর আগমন ধ্বনি অনুরণিত হতে শুরু করবে। ৫ অক্টোবর মহাসপ্তমী, ৬ অক্টোবর মহাঅষ্টমী ও কুমারী পূজা এবং ৭ অক্টোবর মহানবমী শেষে ৮ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব।
মহালয়া উপলক্ষে আজ সারাদেশের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
মীর আকরাম উদ্দীন আহম্মদ সিনিয়র তথ্য অফিসার ঃ বিএনপি-জামাত তাদের অামলে মদ-জুয়া-ক্যাসিনো চালু করেছিল, দেশকে জঙ্গিদের অভয়ারণ্য বানিয়েছিল, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে সেসব বন্ধ ও দমন করছেন।
শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত আলেম, ওলামা ও মাশায়েখবৃন্দের জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যে মদ জুয়া নিষিদ্ধ করেছিলেন, জিয়াউর রহমান তা চালু করেন, চালু হয় ক্যাসিনো। আজ যারা ক্যাসিনো চালাচ্ছে তারা যেমন দায় এড়াতে পারেনা, তেমনি যারা তা চালু করেছিল, তাদেরো বিচার হওয়া প্রয়োজন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কথা না বলে আপনাদের যেসব নেতা ক্যাসিনো চালু করেছিল, তাদের নানা পদ থেকে সরান, বহিস্কার করুন, তারপর কথা বলুন।
বিএনপির বিরুদ্ধে জঙ্গিমদদের অভিযোগ এনে মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া- জামাতের আমলে বাংলাদেশকে জঙ্গিদের অভরায়ণ্য বাননো হয়েছিল। শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের উত্থান, সারাদেশে ৬৪ জেলায় একযোগে বোমা হামলা, আদালতে বোমা, জননেত্রী শেখ হাসিনার জীবননাশের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একুশে আগস্টের গ্রেনেড হামলা- সবই তাদের ছত্রছায়ায় হয়েছে।
বেগম জিয়া ইসলামের কথা বলে শুধু ভোট নিয়েছেন, ইসলামের কোন কাজ করেননি, আর অপরদিকে শেখ হাসিনাই প্রথম এদেশের ওলামাদের একশ’ বছরের পুরনো দাবি কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, যা বৃটিশ এবং পাকিস্তানি আমল থেকে দাবিকৃত, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ৭০ হাজার মক্তব স্থাপন করে সেখানে ওলামাদের নিয়োগ দিয়েছে, প্রতিটি উপজেলায় ১২ থেকে ২০ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ হচ্ছে। এসব কাজ কেউ আগে করেনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পূর্বপুরুষ বাগদাদ থেকে এদেশে ধর্মপ্রচারের জন্য এসেছিলেন। ইসলামী লেবাসও বেগম জিয়ার মধ্যে নয়, শেখ হাসিনার মধ্যেই দেখা যায়।
মন্ত্রী বলেন, ইসলাম সন্ত্রাস বা জঙ্গিবাদ সমর্থন করেনা। ইসলাম শান্তির ধর্ম। মহানবী মুহাম্মদ সাঃ তরবারির নিচে নয়, শান্তির সুশীতল ছায়াতলে মানুষকে আহবান করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশসহ এ উপমহাদেশেও কোনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে নয়, ওলী-আকরামদের আহবানে সাড়া দিয়ে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় এসেছে।
যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের কোমলমতি সন্তানদের বিপথে নেবার অপচেষ্টায় লিপ্ত, তারা শুধু সমাজেরই ক্ষতি করছেনা, ইসলামের গায়েও কালিমা লেপন করছে, বলেন তিনি।
কোনো ধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না উল্লেখ করে ড. হাছান বলেন, নাথুরাম গডসে’র হাতে মহাত্মা গান্ধীর বা ইহুদি সন্ত্রাসীর হাতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের খুন হওয়ার জঙ্গিবাদী ঘটনাও কোন ধর্ম সমর্থন করে না।
তথ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে বলেন, জঙ্গিবাদকে ইসলামী জঙ্গিবাদ বলবেন না, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। তিনি বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায়ই বিশ্বের মানুষের কাছে এই সত্য তুলে ধরেছেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে অালম মুরাদ, ডিবিসি ২৪ টিভি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক সমকাল’র প্রতিষ্ঠাবার্ষিকীতে তথ্যমন্ত্রী
এর অাগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকাল পত্রিকার ১৫ বছরে পদার্পণ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সংবাদপত্রকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের৷অসম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমকাল ভবিষ্যতেও অনবদ্য ভূমিকা রাখবে।
সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি’র সঞ্চলনায় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী অাবদুর রাজ্জাক, অাওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অা অা ম স অারেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক ড. অানিসুজ্জামান এবং সমকালের প্রকাশক এ কে অাজাদ বক্তব্য রাখেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: স¤প্রতি আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিতে যারা আসামি হয়েছেন তারা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। সীমান্তেও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সতর্কতার বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত পথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ থাকে বেশি। তাই এ সীমান্ত পথে তাদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায়না। এ জন্য কর্তৃপক্ষ বিশেষ করে এ সীমান্তে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত এলাকা ঘুরে পুলিশ ও বিজিবি’র এ নজরদারি ও সতর্কতা চোখে পড়ে। ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া একাধিক বা জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন কেউ তার জন্য হাতের ছাপও মিলিয়ে দেখা হচ্ছে।
সীমান্তে দেখা যায়, বিজিবি সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছেন। কোনো ভাবেই যাতে অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারেন সে জন্য তারা সতর্কতা আগের থেকে বৃদ্ধি করেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান পাঠান জানান, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে একটি নির্দেশনা এসেছে। যুবলীগের ইসমাইল চৌধুরী স¤্রাট ও ৯ নেপালের নাগরিক যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন আরও নামের তালিকা আসছে বলেও জানান তিনি।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, রাষ্ট্রীয় ঘোষিত অপরাধীরা যাতে কোনো ভাবে সীমান্ত পথে অবৈধভাবে প্রবেশ করতে না পারে তার জন্য তাদের সৈনিকরা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।
মৃধা শাহীন শাইরাজ ঃতালতলী, বরগুনা। তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে শুক্রবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সন্ধ্যার পরে ভুক্তভোগী ও পুলিশের সাথে সংঘর্ষে ৭জন আহত হয়েছে। বেপরোয়া ইটপাটকেল নিক্ষেপে ম্যাজিষ্ট্রেটের গাড়ী ভাংচুর হয়েছে। বরগুনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার জয়ালভাঙ্গা এলাকার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ওয়াপদা বেরীবাধঁ এলাকার সরকারি খাস জমিতে অবৈধ ভাবে বসবাসকারী ৩৬ পরিবারকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য গত ৩মাস পূর্বে নোটশ দেয়া হয়। নোটিশ প্রাপ্তদের মধ্যে ২৪ পরিবার অন্যত্র চলে যান।
এদের মধ্যে ১২ পরিবার জোড়জবরে থাকার চেষ্টা করলে বরগুনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ তাদের বশতঘর ভেঙ্গে ফেলে। এ সময় ভুক্তভোগী ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে ৭জন আহত হয়েছে। বেপরোয়া ভাবে ইটপাটকেল নিক্ষেপে ম্যাজিষ্ট্রেটের গাড়ী ভাংচুর হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে মোঃ আলতাফ হোসেন, সোহরাব মীর, ছগির হোসেন হাওলাদার, আ. ছোবাহান ফকির, মোশারেফ মোল্লা, কালাম মোল্লা ও আলমগীর গাজী জানান, । তারা এ খাস জমিতে দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে বসবাস করে আসছে। সরকারি তরফ থেকে বশতঘর সরিয়ে নেওয়ার জন্য তারা কোন নোটিশ পাননি। হঠাৎ করে এসে তাদের এ বশতঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এই বর্ষা মৌসুমে স্ত্রী ও সন্তানদের নিয়ে তাদের যাওয়ার কোন যায়গা নেই।
বরগুনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিজাম উদ্দিন জানান, অবৈধ স্থাপনা থেকে তাদের সরিয়ে যাওয়ার জন্য কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তারা জোড় জবরে থাকার চেষ্টা করছে। সরকারি নির্দেশে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এসময় তারা ক্ষিপ্ত হয়ে গাড়ীকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে গাড়ীর পিছনের গøাস ভেঙ্গে গেছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর চার্জ বাবদ ৪২.৭৫ টাকা নিলেও কোন এক অদৃশ্য শক্তির কারনে যাত্রীর ল্যাগেজ আনা নেওয়ার জন্য ট্রলি চালু হচ্ছে না।
পাসপোর্ট যাত্রীদের রোদ বৃষ্টিতে না ভেজা, বিশ্রাম নেওয়া, পানি ও টয়লেট সুবিধা, আধুনিক মানের হোটেল রেস্তোরা, যাত্রীর ল্যাগেজ নেওয়ার জন্য ট্রলি সুবিধা সহ নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায় গত ২০১৭ সালের জুন মাসে এ টার্মিনালটি দুর দুরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে চালু করে স্থল বন্দর বেনাপোল কর্তৃপক্ষ। তখন থেকে এই টার্মিনাল এর অজুহাত দেখিয়ে পাসপোর্ট যাত্রীর নিকট থেকে এট্রি ফি , ওয়েটিং র্ফি, িিসর্ভস চার্জ ও টার্মিনাল চার্জ বাবদ ৩৮টাকা ৭৬ পয়সা নিত বন্দর কর্তুপক্ষ। এর ৬ মাস যেতে না যেতে কোন সুযোগ সুবিধা না বাড়িয়ে যাত্রীদের নিকট থেকে আদায় করছে কাগজে কলমে ৪২.৭৫ টাকা। তবে বাস্তবে নিচ্ছে তারা ৪৫ টাকা। পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে এই ৪৫ টাকা নিয়ে ২০ জন যাত্রীকে বসার কোন সুযোগ সুবিধা না দেওয়ায় জনমনে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়া প্রথমে পুরো টার্মিনাল ভবনের নীচতলা যাত্রীদের জন্য রাখলেও এখন তার অর্ধেকের বেশী আটকিয়ে দিয়ে কাস্টমসের স্কানিং মেশিন বসানো হয়েছে।
ঢাকার পাসপোর্ট যাত্রী হেনা বেগম বলেন আমাদের নিকট থেকে এই টার্মিনাল থেকে ৪৫ টাকা চার্জ নিচ্ছে । অথচ আমাদের ল্যাগেজ বহন করতে হচ্ছে পয়সা দিয়ে । এবং অতিরিক্ত টাকা দিয়ে ল্যাগেজ বহন করতে হচ্ছে। খুলনার আজিম শেখ বলেন, আমাদের নিকট থেকে ৪৫ টাকা চার্জ নিলেও এখানে কোন সুযোগ সুবিধা নেই। যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে হয়। ভিতরে বসার কোন জায়গা নেই। নেই পরিস্কার পরিচ্ছনতা।
এব্যাপারে বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা ট্রলি চালু করেছি। কিন্তু যাত্রীরা বুঝতে পারছে না ট্রলির ব্যবহার। তবে সরেজমিনে যেয়ে দেখা যায় প্যাসেঞ্জার টার্মিনালের পাশে কয়েকটি ট্রলি অলস পড়ে রয়েছে কেউ ব্যবহার করছে না। যেখানে যাত্রী যাতায়াত হয় প্রতিদিন ৬ থেকে ৮ হাজার পর্যন্ত।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মচারী বলেন, লোক না থাকায় ট্রলি ব্যবহার হচ্ছে না। কারন এই ট্রলি নোম্যান্সল্যান্ডে গেলে হারিয়ে যেতে পারে। এর জন্য জনবল প্রয়োজন।
উল্লেখ্য গত ৭ জুলাই বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ট্রলি চালুর শুভ উদ্বোধন করেন এনবিয়ার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুুইয়া। সেই উদ্বোধনের পর থেকে এখনো কোন ট্রলি চালু হয়নি।একমাত্র বন্দর কর্তৃপক্ষের অবহেলার জন্য।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শ্রীপুর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাড়িয়া গ্রামের ফাঁকা মাঠের মধ্য থেকে ৪ টি চোরাই গরু বোঝায় ট্রাকসহ বাগানে শেখ (৩২) নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছেন।
আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার শিলাহাটী গ্রামের ইয়াছিন শেখের পুত্র। শ্রীপুর থানা পুলিশ জানান, বৃহস্পতিবার রাত অনুমান ২টার দিকে শ্রীপুর উপজেলার খালগোয়ালপাড়া গ্রামে ট্রাক ঠেকিয়ে খেলাফত বিশ্বাসের বাড়ি থেকে চোরের ১টি গরু চুরি করে ট্রাকে তুলি নিয়ে পুনরায় রাত অনুমান সাড়ে ৩ টার দিকে জোকা গ্রামের আলেফ শেখের বাড়িতে চোরেরা হানা দিয়ে তার গোয়ালঘর থেকে আরেকটি গরু চুরি করে নিয়ে ট্রাকে তুলে নিয়ে পালায়ে যায়।
এমন সময় গাড়ীর শব্দে বাড়ির লোকজন জেগে উঠে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে তারা পুলিশকে বিষয়টি অবগত করেন। শ্রীপুর থানার এস,আই শ্যামাপ্রসাদ বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় লোকজন সহযোগিতায় যৌথভাবে ট্রাকটিকে ধরার জন্য ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাড়িয়া ফাঁকা মাঠের মধ্যে কর্দমাক্ত রাস্তায় গরু বোঝায় ট্রাকটি ফেলে রেখে পালায়ে যায়।
এমন সময় ঔই এলাকার লোকজনদের সহায়তায় ৪ টি চোরাই গরু বোঝায় ট্রাকটিসহ বাগানে শেখ নামে এক চোরকে আটক করতে সক্ষম হন। তবে ট্রাকের ড্রাইভারসহ অন্যরা পালায়ে যেতে সক্ষম হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিকে ভালভালে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা সঠিকভাবে জানা সম্ভব হবে।
সময় ডেস্ক ঃ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা জিকে শামীমকে গ্রেফতারের পর অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জি কে শামীম বলেছেন, টেন্ডার পেতে তিনি চলচ্চিত্রের নায়িকাদের ব্যবহার করতেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
এ তালিকায় আছেন বেশকিছু মডেল ও অভিনেত্রী। তবে নাম প্রকাশ না করা হলেও আকার ইঙ্গিতে মডেল ও অভিনেত্রী মিষ্টি জান্নাতসহ আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।। এমনকি বেশ কয়েকটি গণমাধ্যমে তার নাম প্রকাশও করা হয়েছে ।
*নিজের নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা। তিনি গণমাধ্যমে মুখ খুলেছেন। মিষ্টি জান্নাত জি কে শামীম নামের কাউকে চেনেন না উল্লেখ করে বলেন, ‘আমি জি কে শামীম নামের কাউকে আমি চিনি না, যা ছড়ানো হচ্ছে সম্পূর্ণ বানোয়াট গল্প ।
*প্রমাণ চেয়ে মিষ্টি বলেন, আমি কখনো এসব কাজের সঙ্গে জড়িত ছিলাম না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব রটানো হচ্ছে। যারা অভিযোগ করছেন যদি তারা প্রমাণ না দিতে পারেন তাহলে আমি অ্যাকশন নেবো। আইনের দ্বারস্থ হবো নিজের সম্মান নষ্ট হলে ।
উল্লেখ্য, ২০১৪ সালে শাহদাত হোসেন লিটনের পরিচালনায় ‘লাভ স্টেশন’ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্র শুরু হয় মিষ্টি জান্নাতের। এরপর তিনি চিনি বিবি , তুই আমার , তুই আমার রানী ,ইত্যাদি ছবিতে কাজ করেন ।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত মিষ্টি। খুলনায় জন্ম নেয়া এই নায়িকা ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে আশুলিয়া থানা ছাত্রলীগ শামিম ও তার ক্যাডাররা এ হামলা চালায়। বর্তমানে তিনি স্থানীয় ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। সন্ত্রাসিরা তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে ভাংচুরের চেষ্টা কালে আব্দুল্লাহ আল ওয়াহিদ বাধা প্রাধান করলে সন্ত্রাসিরা তাহার উপর ঝাঁপিয়ে পরেন ।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। শুক্রবার বিকেলে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
বিএমএসএফ আশুলিয়া কমিটির তথ্যমতে, মাইটিভির প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে পাথালিয়া ইউনিয়নের কুড়গাঁও এলাকায় গেলে আশুলিয়ায় থানা ছাত্রলীগের সভাপতি শামীম ও তার পালিত ক্যাডার বাহিনীরা সাংবাদিক আব্দুল্লাহ আল-ওয়াহিদের ওপর হামলা চালায়। এ হামলায় প্রজন্মলীগের ঢাকা জেলা সভাপতি মোঃ ওয়াহেদূর রহমানও গুরুত্বর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক আব্দুল্লাহ আল ওয়াহিদ ও প্রজন্মলীগের সভাপতি ওয়াহেদূর রহমান কে উদ্ধার করেন।
এ ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামাীম কে আটক করা হয়েছে । তবে তাকে ছেড়ে দেয়া হচ্ছে বলে একটি সূত্র দাবি করছে।