28 C
Dhaka, BD
রবিবার, জুলাই ২৭, ২০২৫

প্রচার-প্রচারনায় জমে উঠেছে সাভার উপজেলা পরিষদ নির্বাচন।

 

বহু কাঙ্গিত উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সাভারে শুরু হয়েছে প্রচার-প্রচারনার কার্য্যক্রম। নির্বাচন কমিশন ঘোষিত মার্চ মাসে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। দেশের জাতীয় একাদ্বশ সংসদ নির্বাচন ইতোমধ্যেই শেষ হয়েছে।

এর মধ্যে উপজেলা নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে ভোটারদের মাঝে। সাভার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী জননেতা মঞ্জুরুল আলম রাজীব। তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন সেচ্ছাসেবক-লীগ নেতা শেখ মো: আলতাফ হোসেন। ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত সাভার উপজেলা পরিষদ।

সাভার-আশুলিয়া মোট ভোটার সংখ্যা রয়েছে ৮লক্ষ ৭৯ হাজার ৭শত ৮৩ জন। মঞ্জুরুল আলম রাজীবের দু নয়ন সাভারবাসীর উন্নয়ন। এই ¯েøাগান নিয়ে কাজ করে যাচ্ছেন তরুন নেতাকর্মীরা। তেতুঁলঝোড়া ইউনিয়নের সেচ্ছাসেবক-লীগের সহ-সভাপতি শেখ মো: আলতাফ হোসেন এই প্রতিবেদক কে জানায়, সাভারবাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেতা রাজীবের বিকল্পে কোন প্রার্থী নেই। তিনি হলেন আওয়ামী-লীগের নিবেদিত প্রাণ।

সাভার রাজনৈতিক অঙ্গনের প্রাণ পুরুষ। এজন্য আমরা সাভারবাসী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জনপ্রিয় জননেতা রাজীবকে দেখতে চাই। শেখ মো: আলতাফ হোসেন রাত-দিন প্রতিদিন রাজীবের পক্ষে নির্বাচনী প্রচার কার্য্য চালাচ্ছেন প্রতিটি পাড়া-মহল্লায়।

দেশের ঐতিহ্যবাহী নৌকা প্রতিকেই অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারের ভোট চাই সকলের দোয়া চাই এই প্রতিবাদ্যকে সামনে নিয়েই গণসংযোগে অংশ নিচ্ছেন সাভার-আশুলিয়া জনপদের জননেতা সম্ভাব্য প্রার্থী মঞ্জুরুল আলম রাজীব।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সাভারে গণসংযোগ ও পথসভা করেছেন মঞ্জুরুল আলম রাজীব

সাভার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেছেন মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল রাজীব ।
বুধবার দুপুরে সাভার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোয়ন প্রত্যাশী সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব একটি গাড়ি বহর নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক সহ বিভিন্ন সড়ক পদক্ষিন করে আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।
পরে পাথালিয়া ইউনিয়নে গিয়ে গণসংযোগ ও পথসভা করে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবার কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চান তিনি।
গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব, কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর  স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ সায়েম মোল্লা, উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ লিয়াকোত হোসেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাষ্টার, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেয়ান, বনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, তেঁতুলঝোরা ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মোঃ আলতাব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংরক্ষিত ৫০টি নারী আসনের তফসিল ঘোষণা হবে আগামী ১৭ জানুয়ারি।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের তফসিল ঘোষণা হবে আগামী ১৭ জানুয়ারি। সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, ২০০৪ সালে অষ্টম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে নির্ধারণ করা হয় যে, সংরক্ষিত নারী আসনে একটি দল থেকে নির্দিষ্ট সংখ্যক নারী সাংসদকে সুযোগ দেওয়া হবে। এ সংখ্যা হবে সংসদে ঐ দলের কতজন প্রতিনিধি রয়েছে তার অনুপাতে।

ওই নিয়ম অনুযায়ী একটি রাজনৈতিক দলের ৬ জন যদি নির্বাচিত সাংসদ হন, তাহলে ঐ দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সাংসদ হবেন।

একাদশ সংসদে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রতিনিধি থাকবেন ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, জাতীয় ঐক্যফ্রন্টের ২ জন এবং স্বতন্ত্র এবং অন্যান্য দলের আরো ২ জন।

নির্বাচিত ও সংরক্ষিত এমপির পার্থক্য কী?

সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সংরক্ষিত নারী আসনের সাংসদরা খুব একটা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হন না।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন সজীব আহমেদ ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

সজীব ওয়াজেদ জয়ের এই নিয়োগ খণ্ডকালীন, এজন্য কোনো বেতন পাবেন না তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন জয়।

এর আগে গত রোববার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার‍ পাঁচজন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তারা হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

কুচক্রী মহল ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এখনও ষড়যন্ত্র করছে – রমেশ চন্দ্র সেন

বাংলাদেশে কোন অশুভ শক্তি আর কখনো মাথা তুলে দাাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

তিনি বলেন, এটা নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশে আর কোনোদিনও অসাম্প্রদায়িক শক্তি, কোনো দিনও মৌলবাদ, এই অশুভ শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ১৫ জানুয়ারি মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুনরায় ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের শুরুতে দলীয় নেতাকর্মীরা সাংসদ রমেশ চন্দ্র সেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি-জামায়াত কুচক্রী মহল ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এখনও ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে সাবধান থাকতে হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি হলো মানুষের জন্য। মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন ক্ষুধামুক্ত থাকে এটা ছিল তার লক্ষ্য। কিন্তু তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। তার কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করছে। আমরা সবাই মিলে শেখ হাসিনাকে সহযোগিতা করবো যাতে দেশকে তিনি সোনার বাংলায় পরিণত করতে পারেন।

একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ে অতি উল­াসিত বা অতিরিক্ত আত্মপ্রত্যয়ে না ভুগে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন। সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলম মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদাক এমদাদুল হক এমদাদ প্রমুখ।

ফুলেল সংবর্ধনা পেলেন এমপি রমেশ চন্দ্র সেন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আ.লীগ নেতাকর্মী ও জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

রবিবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় সাংসদ রমেশ সেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গত ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসনে টানা তৃতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হন রমেশ চন্দ্র সেন।

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা এই দেশে স্বাধীন ভাবে চলাচল করতে পারছি। এই স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা বিরোধীরা এখনো মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে; এসব মুক্তিযোদ্ধা বিরোধীদের শক্তভাবে দমন করতে হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে; তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আজ দেশকে উন্নতরাষ্ট্রে পরিণত করার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছে; খুব শীঘ্রই দেশ উন্নতরাষ্ট্রে পরিনত হবে।

রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাঃ সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড: মকবুল হোসেন বাবু, মাহবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় তিন ঘন্টা অচল ।মনোয়ারা নামের একজন শ্রমিক আহত ।

ঢাকা আরিচা মহাসরকে প্রায় তিন ঘন্টা অচল । ঢাকা সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের গাড়ি ভাংচুর । মনোয়ারা নামের একজন শ্রমিক আহত ।

আজ সকাল ৮টার দিকে আমিন বাজার সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের পাঁশে ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর সামনে এ ঘটনা ঘটে ।

সকালে শ্রমিক বহনকারী একটি গাড়ি ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ সামনে এসে শ্রমিক গাড়ি থকে নামানোর সময় ,পেছন থেকে আসা ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের একটি গাড়ি থেমে থাকা শ্রমিক বহন কারী গাড়িটিকে সজোরে ধাক্কাদেয় ,এতে গাড়ির ভিতরে থাকা দুই শ্রমিক সামান্ন আগাত পায় ।

গাড়ি থেকে নেমে মোনোয়ার নামের ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর এক শ্রমিক সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের গাড়ির কাছে এসে ধাক্কা কানো দিলো কথাটি জানতে চাইলে বাক বিতর্কের সৃষ্টি হয় । পরে সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের গাড়ির চালক গাড়িতে থাকা বেলচা দিয়ে মোনোয়ারার আগাত করে , মোনোয়ারা মাটিতে ডলে পরে , সঙ্গে সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের গারিটি পালিয়ে যায় ।

অতপর সাথে সাথে মোনোয়ারাকে ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর এডমিন ইমরোজ সাহেব ঢাকা সোরোয়ারদি হাস্পাতালে নিয়ে যায় ।

এতে শ্রমিকদের মনে ক্ষোভের সৃষ্টি হয় ।তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে ও উত্তর সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের দুইটি গাড়িতে ভাংচুর করে ।

অবরোধের কারনে প্রায় তিন ঘন্টা সকল যান চলাচল বন্ধ ছিলো ।

পরে পুলিশ ও ‘এ,কে,এস এর এক কর্মকর্তা জনাব কাশেম সাহেবের আশ্বাসয়ে পিরিস্থিতি নিয়ত্রনে আসে ।

মোঠো ফোনে ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর এডমিন ইমরোজ সাহেব এর কাছে যানা যায় মোনোয়ার এখন সম্পরন সুস্থ আছেন ।

চিত্রনায়িকা পপিকে বিয়ের ইচ্ছা পোষণ করেন হিরো আলম ।

 

একটি ‘ইউটিউব শো’তে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ের ইচ্ছা পোষণ করলেন হিরো আলম। সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক ‘ইউটিউব শোয়ে’ অংশ নিয়ে হিরো আলম এ ইচ্ছা পোষণ করেন।

ওই ভিডিওতে হিরো আলম বলেন, বাংলাদেশে অনেক নায়িকা আছে, যারা ‘বিয়ে করুম’, ‘বিয়ে করুম’ বলতেছে; কিন্তু এরা বিয়ে করতেছে না। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয়, তা হলে নিতে পারি।

সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন, প্রস্তাব দিলে কোনো নায়িকাকে আপনি বিয়ে করতে চান?

জবাবে হিরো আলম বলেন, পপির কথাই বলি। ‘খালি বলে বিয়ে করুম, বিয়ে করুম।’ এখনও বিয়ে করতেছে না।

এ সময় কলকাতা থেকেও তাকে অনেকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বলে জানান তিনি। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হিরো আলম বলেন, না আমার স্ত্রী সন্তান আছে বিয়ে করব না।’

অচিরেই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে । ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ।

তাবলিগ জামাতের বিভক্ত শীর্ষ নেতাদের মধ্যে ঐক্য স্থাপনের মাধ্যমে সকল ধরনের বিভক্তি দূর করে দলমত নির্বিশেষে অচিরেই রাজধানীর উপকন্ঠে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আবদুল্লাহ।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কে বা কারা ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে মুসলমানদের ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে তাবলিগ জামাতকে বিভক্ত করে মুসলমানদের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

আজ (রোববার) সচিবালয়ে নিজ দফতরে তাবলিগ জামাতের বিভক্তি ও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়া ও না হওয়া নিয়ে উদ্ভুত পরিস্থিতি ও এর সমাধান সম্পর্কে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শেখ মো. আবদুল্লাহ বলেন, ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী দুই-এক দিনের মধ্যে তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলে ভারতের দেওবন্দ মাদ্রাসায় যাবেন। প্রতিনিধি দলে বিভক্ত দুই গ্রুপের শীর্ষ নেতারা ছাড়াও দেশের খ্যাতনামা আলেম ওলামারা থাকবেন।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিবাদমান সমস্যা ও ভারত সফর নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী ওই সভায় উপস্থিত থাকবেন।

তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে রোববার (১৩ জানুয়ারি) সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। সেই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেকোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে সাজা খাটানো হয়, সে ব্যাপারে আমরা অনেক তৎপর।’

এসময় তিনি আরো বলেন, আসামিরা যেসব দেশে পালিয়ে আছে। সে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করবো। এছাড়া তারা যেন এই বিষয় খুব গুরুত্বের সঙ্গে নেয় সে বিষয় দেখবো।

সর্বশেষ আপডেট...