28.4 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

সিংগাইরে নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা বিষয়টি বিতর্কিতে ভাইরাল

সিংগাইর প্রতিনিধি: সিংগাইর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলাম ঈদের পরের দিন যোগদান করেছেন।

অফিসে বসতে না বসতেই কতক পদবিহীন বিভিন্ন মামলার আসামীরা ওসির বাসায় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন ।

শুধু তাই নয় এরা গ্রুপ ও সিংঙ্গেল ছবি তুলে ,ছবি যার যার মতো ফেসবুকে দিয়ে পোস্ট ও করেছেন ,শুধু এরা বিভিন্ন মামলার আসামীই নন অশিক্ষিত ও বটে, ওসির নামও এদিকওদিক করে লিখেছেন, একজন সফিক আহমেদ, আরেক জন মোঃ সফিক মোল্লা, কোথাও কোথাও ছেলে বয়সীরা সফিক ভাইয়াকে ফুল দিয়ে বরণ করে আসলাম এমন পোস্টও দেখতে পাওয়া যায় ।

কিন্তু এ বিষয়টিকে ন্যাগেটিভ করে সিংগাইর উপজেলা প্রেসক্লাবে আইডিসহ,কয়েকটি আইডি হতে পোস্ট করে ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান ও বন্ধুবান্ধবদের মেসেঞ্জারে পাঠিয়ে ভাইরাল করেছে সব ফেসবুক সাংবাদিকরা ,সব ফেসবুক সাংবাদিক বলার বিষয়টি তৈরী করেছে স্বয়ং সিংগাইর থানা হতেই। যারা এ কথা বলেছে তারাই বিতর্কিত হয়েছে।

সিংগাইর থানার এস আই আঃ রহিল মোবাইলে ও কথা প্রসঙ্গে সব ফেসবুক সাংবাদিক বলতে নিজেকে ধন্য মনে করছেন ।

শুধু তাই নয় তিনি বয়সে সিনিয়র ও সেকেন্ড অফিসারকে স্যার বলবেন না বিষয়টিও গর্বের সহিত প্রকাশ করেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক কথক অর্থের কথাও জানিয়েছে। এস আই আঃ রহিম সব ফেসবুক সাংবাদিক কথাটি কোথাও বলেননি বলে মোবাইলে জানিয়েছেন।

সিংগাইর কুড়িয়ে পাওয়া নবজাতকে এক দম্পত্তির হাতে তোলে দিলেন ওসি সফিকুল ইসলাম

এফ এম ফজলু (সিংগাইর) প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে সিংগাইর থানাধীন বকচর মিস্ত্রি পাড়াস্থ জনৈক মোঃ রিয়াজ উদ্দিন (৪০), পিতা-রাজু মিয়া এর বাড়ীর পাশ হইতে রিয়াজ উদ্দিন দম্পত্তি একজন ফুটফুটে নবজাত কন্যা শিশু উদ্ধার করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। রিয়াজ উদ্দিন নবজাতক কন্যা শিশুটির ভরণ পোষণ সহ সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে আগ্রহী হইলে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসারের মাধ্যমে অফিসার ইনচার্জ নবজাতক শিশুটি রিয়াজ উদ্দিন ও মিশু আক্তার মোর্শেদা দম্পত্তির নিকট হস্তান্তর করেন।

মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ মহোদয় নবজাতক শিশুটির ভরণ-পোষণের জন্য নগদ কিছু অর্থ প্রদান সহ প্রতিমাসে তিনি নগদ ১০০০/- টাকা হারে প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম পিপিএম, এসআই/মোহাম্মদ জহিরুল ইসলাসহ অনেকে উপস্থিত ছিলন।

রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিকেরা অনড়

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকেরা অবিচল রয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ রোজিনাকে নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রেস ক্লাব প্রাঙ্গণে রোজিনার মুক্তির দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশে নিজ নিজ ব্যানারে অন্যান্য সাংবাদিক সংগঠনও অংশ নেয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে বেলা ২টা ১০ মিনিট পর্যন্ত চলা এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, সাংবাদিক নেতা সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনার মুক্তি দাবি করে বলেন, সচিবালয়ে রোজিনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছেন, তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেন।

গত সোমবার (১৭ মে) সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে চুরির অভিযোগ এবং রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব। সেই মামলায় রাতে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে আদালতে নেয়।

পুলিশের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আদালত ঐদিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ দুপুর ১২টা ৫০ মিনিটে একটি ভার্চুয়াল আদালতে রোজিনার জামিন শুনানি শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ জানিয়েছেন, সংশ্লিষ্ট ডকুমেন্ট যাচাই-বাছাই করে আজকের দিনের শেষভাগে তিনি আদেশ দেবেন।

সাভারে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত (ভিডিও)

বিপ্লব,সাভারঃ প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাভারে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০’ মে) সকাল ১১ টায় সাভার সিটি সেন্টারের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে সাভার উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সাভার উপজেলা শাখার সদস্য সচিব সোহেল রানা।

প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে পুলিশে সোপর্দ করা ও গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান ।

এসময় সাংবাদিকরা আরো বলেন, এ ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

রোজিনাকে নির্যাতনের দায়ে জয়বুন্নেছাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয় । একইসঙ্গে রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি এবং বাক, সংবাদপত্রের স্বাধীনতার কণ্ঠরোধকারী কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান সাংবাদিকরা ।

এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানি, রওশন আহমেদ, স্বপন আহমেদ, জীবন আহমেদ,ওমর ফারুক,আবুল কালাম আজাদ(বিপ্লব) ,সবুজ আহমেদ,আলী হোসেন, শহিদুল্লাহ সরকার,সোহেল রানা ২, নাজিমুদ্দিন মামুন, উজ্জল হোসাইন, মো: সাইফুল্লাহ, ওমর ফারুক মানিক,মুবিনুর রহমান রবিন,হাফিজুর রহমান,আবিদ হাসান নাফি সহ রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সিংগাইর বাঘুলী গ্রামে বজ্রপাতে গৃহবধূ আহত

এফ এম ফজলু (মানিকগঞ্জ) সিংগাইর প্রতিনিধি : গত কাল বিকাল সাড়ে ৫ ঘটিকায় নুরুনাহার নামে এক গৃহবধূ বজ্রপাতে আহত হয়ে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

আহতের স্বামীর নাম মৃত সুজন মিয়া, সাং ভাগুলী।
আহতের বড় ভাই সিংগাইর গোলড়ার জালাল উদ্দীন জানায় আমার বোন গত কাল বিকেলে বাড়ির আম গাছের নিকট কাপড় কাচতে ছিলো তখন বৃষ্টি শুরু হয় ও বজ্রপাতও শুরু হয়েছিল এর মধ্যে বিকট শব্দে আমার বোন অজ্ঞান হয়ে পড়ে।

আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিংগাইর হাসপাতালে নিয়ে আসি।

আজ একটু কথা বলতে পারে তবে শরীরের বাম অংশ এখনও নাড়াচাড়া করতে পারছে না।

এ বজ্রপাত টি সিংগাইরে এ বছরই প্রথম শুরু হয়েছে।

আওয়ামীলীগ কর্তৃক মিরু হত্যায় শোকসভায় ১০ লাখ টাকার চেক প্রদান

এফ এম ফজলু (মানিকগঞ্জ) সিংগাইর উপজেলা প্রতিনিধি ঃ সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি ফারুক হোসেন মিরুকে নৃশংস হত্যা কান্ডের ঘটনায় গত কাল সিংগাইর উপজেলা আ’লীগ কর্তৃক শোক সভার আয়োজন করে এ অনুষ্ঠানে ডঃ মমতাজ এমপি তাঁর পক্ষ হতে মিরুর বাবা আঃ কাদের কসাইর হাতে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন।

এছাড়াও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের পরীক্ষিত নেতৃবৃন্দদেরকেও ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

বৈরী আবহাওয়ায় বিকেলে শোক প্রকাশ করে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ডঃ মমতাজ বেগম এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম পিপি, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ নেতৃবৃন্দ।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ধামরাইয়ে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)থেকে ঃ-রাষ্ট্রীয় গোপনীয় নথি চুরির অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।বুধবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা রোজিনার মুক্তি ও তার নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন করা হয়।

প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবি জানান। তারা ব‌লেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে রেখে হেনস্তা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্ত করাই এস‌বের উদ্দেশ্য।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ছয়ঘণ্টা আটকে রাখা হয় অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে।এ সময় তাকে হেনস্তাসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন।ঘটনার সময়ের বিভিন্ন ভিডিও ও স্থির চিত্রে রোজিনার গলা চেপে ধরে তাকে হেনস্তা করতে দেখা যায় অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমকে। হেনস্তার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। উল্টো তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক ও দেশের বিভিন্ন মহল।

দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

সাভারে দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) সকাল ১০ টায় সাভার প্রেস ক্লাবের সামনে সাভার প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয় । এসময় প্রতিবাদের অংশ হিসেবে প্রেসক্লাব গোলটেবিলে এক মিনিট কলম বিরতিতে অংশ নেয় সাংবাদিকরা।

মানববন্ধনে সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজী টিভির সাংবাদিক মো: আজিম উদ্দিন, বৈশাখী টিভির আব্দুল হালিম, এস এ টিভির মো: রুপকুর রহমান, আরটিভির জিয়া উদ্দিন জিয়া ও ভোরের কাগজ কামরুজ্জামানসহ গণমাধ্যম কর্মীরা।

এসময় মানববন্ধনে ঢাকা জেলা ও সাভার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন রাজনৈতিক ও বন্ধুসভা সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

ধামরাইয়ে আগুনে পোড়া পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র গোলাম কবির

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)ধামরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নুরজাহান বেগমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির। ক্ষতিগ্রস্ত পরিবারকে খাবার, নগদ অর্থ এবং পোশাক প্রদান করেন মেয়র।

এলাকাবাসী জানায়, ১৭ মে দিবাগত রাত প্রায় ২ টার দিকে আগুন লাগে নুরজাহান বেগমের ঘরে। এলাকাবাসী মেয়রকে জানালে মেয়র ধামরাই ও আশুলিয়ার ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে নুরজাহান বেগমের স্বপ্ন এবং বাস্তবতা পুড়ে ছাই হয়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বেচেঁ যায় আশেপাশের বাড়িঘর।

১৮ মে সকালে ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ক্ষতিগ্রস্ত নুরজাহানের পোড়া ভিটা পরিদর্শনে আসেন। এসময় মেয়র ক্ষতিগ্রস্থ নুরজাহান বেগমের বাড়ীর সকলের জন্য শাড়ী, লুঙ্গি, খাবার ও নগদ ১৫০০০টাকা ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন এবং প্রয়োজনে আরোও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

পৌর মেয়র বলেন, এমন দুর্ঘটনায় মানুষের জীবন সহিহ সালামতে আছে এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর প্রতি। ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীদের যাদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আশেপাশের ঘরবাড়ি সমুহ বিপদ হতে রক্ষা পেয়েছে। আমি নুরজাহান বেগমের ঘরের জন্য এমপি মহোদয়ের সাথে কথা বলেছি, এমপি মহোদয় আমাকে বলেছেন ইনশাআল্লাহ নুরজাহান বেগমের জন্য সরকারীভাবে একটি ঘর দেয়ার ব্যবস্থা করা হবে।

হযরতপুর ইউপি চেয়ারম্যান পুত্র ইমনের নামে মাদক বিক্রির মামলা, সহযোগি আটক (ভিডিও)

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে এক ইউপি চেয়ারম্যান পুত্র ইমনের নামে মাদক বিক্রির মামলা, সহযোগি আটক

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যানের পুত্র ইমনের নামে মাদক বিক্রি মামলা করেছে পুলিশ, মাদক বিক্রির সময় ইউপি চেয়ারম্যানের পুত্র ইমন ও তার সহযোগীকে তাড়া করলে ইউপি চেয়ারম্যানের পুত্র ইমন পালিয়ে গেলেও তার সহযোগীকে আটক করে পুলিশ।

গত ২৩ মে রাত পৌনে বারোটার দিকে রাত্রিকালীন টহল পুলিশ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত পুলিশ, মাদক বিক্রির সময় স্থানীয় জনগণ কর্তৃক ধরে রাখা এক মাদক কারবারিকে উদ্ধার করে।

পুলিশ জানায়, কেরানিগঞ্জ মডেল থানা হযরতপুর ইউনিয়নের অন্তর্গত আলীপুর চার রাস্তার মোড়ে মাদক বিক্রির সময় স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে, এতে কেরানীগঞ্জের ইটাভাড়া এলাকার মোঃ খাঁজা মিয়ায় ছেলে মোঃ ফালান (২২)।

মামলা সুত্রে জানা যায়, আসামি মোঃ ফালান’কে আটকের সময় তার হেফাজতে থাকা ৫৫ পিচ ইয়াবা টেবলেট ও একটি লাল/কালো রঙ্গের ইয়ামাহা এফজেড ১৫৩ সিসি মোটরসাইকেল রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল-২৩-০২৩৪ উদ্ধার করা হয়।
১০ পিচ ইয়াবা টেবলেট পলিথিনে মোড়ানো অবস্থায় ফালানের পকেটে এবং ৪৫ পিচ ইয়াবা টেবলেট পলিথিনে পেচিয়ে উক্ত মোটরসাইকেলের সিট কাভারের নিচে পাওয়া যায়।

পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করলে মোঃ ফালান জানায় মোটরসাইকেলে তার সাথে চেয়ারম্যানের ছেলে ইমন (২৫) ছিল।

ফালান আরো জানায়, চেয়ারম্যানের ছেলে ইমন এই এলাকায় ৪/৫ জনকে দিয়া ইয়াবা সেল দেওয়ায় আর সবাইরে ১ হাজার করে টাকা দেয়, আমিও আগেপরে সেল দিছি ও ১ হাজার করে টাকা পাইছি, এখন সেল দিতে জাইতে নিছি তখন সবাই আমারে ধইরা ফালাইছে।

পুলিশ জানায়, উক্ত আসামি তার সহযোগী পলাতক আসামী ইমনের সহায়তায় ও পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের নিকট অবৈধ ইয়াবা টেবলেট বিক্রি করছে, এলাকাবাসীর সহযোগিতায় তাদের একজনকে আটক করে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে, এবং আরেক আসামি ইমনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেট...