সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক ইমন
নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে এস এ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলো ও এশিয়ান টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সুজন হাসান (দৈনিক ফুলকি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান হাসান নিলয় (নয়া দিগন্ত), এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কাজী সাইফ উদ্দিন (এশিয়া বানী), সুফিয়ান ফারাবী (আরটিভি) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে দিনব্যাপী মুখরিত ছিল এসোসিয়েশন কার্যালয়। দুপুরে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুরের পর নির্বাচন শেষে বিকেলে ঘোষণা করা হয় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।
পরে নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগের কম্বল নিয়ে পল্টনে কাড়াকাড়ি
রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ সময় কম্বল নিয়ে কাড়াকাড়ি হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথির বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
শীতবস্ত্র বিতরণের শুরুতে অসহায় মানুষজন বিশৃঙ্খলা শুরু করে দেন। তারা কম্বল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেন। যে যার মত পেরেছেন কম্বল নিয়ে টানাটানি করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে পরশ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। অথচ নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি এখন কালো পতাকা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজার মাসে কষ্ট লাঘবের জন্যও নানান পদক্ষেপ নেয়া হয়েছে।