এ সময় তিনি এএমআর বিষয়ক গ্লোবাল লিডার্স গ্রুপের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।
বৈঠককালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক ইনিওস ইনস্টিটিউট অব অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ থেকে বঙ্গবন্ধু-আইওআই ফেলোশিপের অধীন বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসা ও মৌলিক বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য স্কলারশিপ প্রবর্তনের প্রস্তাব দেন। এর জবাবে, প্রধানমন্ত্রী নীতিগতভাবে এই ফেলোশিপের ব্যাপারে তার সম্মতি প্রকাশ করেন।
রাণীশংকৈলে মহান ২১ শে ফেব্রুয়ারি পালিত
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতি নিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান ২১শে ফেব্রুয়ারি-জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ও পরিষদ,পৌরসভা, থানা পুলিশ, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা- সামাজিক- রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ড, এএসপি সার্কেল, মিডিয়াকর্মিসহ অনেকে উপস্থিত ছিলেন।
সকালে একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রথমেই স্থানীয় শিল্পীরা মনোঞ্জ সংগীত পরিবেশন করেন। এরপর ২১এর উপর আলোচনা সভায় বক্তব্য দেন- সাবেক সাংসদ ইয়াসিন আলী, ভাইসচেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,ওসি গুলফামুল ইসলাম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহম্মেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রণি পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান
তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যে তুরস্কের ইস্তান্বুলে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে দ্বিতীয় ধাপে এসব ত্রাণ সহায়তা তুরস্কে পৌঁছানো হয়।
সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কানাডা ও বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তুরস্কের ইস্তান্বুলে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে ৭ হাজার ৭৪০ কেজি কার্গোপণ্য ঢাকা থেকে ইস্তান্বুলে পরিবহন করা হয়েছে।
ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস ত্রাণের পণ্যগুলো ইস্তান্বুলে পাঠিয়েছে। এছাড়া আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ৩০ টন ত্রাণসামগ্রী তুরস্কে পৌঁছে দেবে।
এর আগে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি কানাডার টরন্টো থেকে ফ্লাইট বিজি-৩০৬ এর মাধ্যমে ৩ হাজার ১০ কেজি ত্রাণ সহায়তা ইস্তান্বুলে পৌঁছে দিয়েছে বিমান। মূলত কানাডার টরন্টোতে অবস্থিত তুরস্কের কনস্যুলেট থেকে ত্রাণগুলো সরবরাহ করা হয়।
এদিকে টরন্টো থেকে ইস্তান্বুলে পণ্য পরিবহনের অনুমতি না থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে পণ্যগেুলো পরিবহন করা হয়।
এ বিষয়ে বিমান কতৃপক্ষ জানায়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুর্গত মানুষের সেবায় সবসময় পাশে আছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে চলতি মাসের ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী দুই দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজারের বেশি।
বই হচ্ছে জীবনের পাল তোলা নৌকা:কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বই হচ্ছে জীবনের পাল তোলা নৌকা। যতই পড়বে ততই শিখবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বইমেলায় চিত্রনায়িকা জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করে ওবায়দুল কাদের বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া কেউ বড় হতে পারবে না। বড় হতে হলে বই পড়তে হবে এবং আরও পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ার কোনো বিকল্প নেই। তাই বইকে বলি জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।’
জাহারা মিতুর উদ্দেশে কাদের বলেন, মিতুকে নায়িকা বলে জানতাম, সে এখন কবি হয়ে গেছে। তার বই প্রকাশ পেয়েছে- নাম ‘প্রেমিকার নাম কবিতা’।
বইমেলা প্রসঙ্গে কাদের বলেন, ‘বইমেলা এবার আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার-পরিচ্ছন্ন। আগের চেয়ে ধুলো-বালি অনেক কম।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান প্রমুখ।
রাণীশংকৈলে ঐতিহাসিক গৌরক্ষনাথ মেলার উদ্বোধন
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রচীন ও ঐতিহাসিক তিনদিন ব্যাপি গৌরক্ষনাথ মেলার শুভ উদ্বোধন মন্দির চত্বরে গতকাল ১৯ ফেব্রুয়ারি রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।
গৌরক্ষনাথ মন্দির কমিটির সভাপতি কাশীনাথ দাসাধীকারীর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সম্পাদক দীপক কুমার রায়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারতের সাবেক এম এল এ প্রনব কুমার নাথ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সনাতন ধর্মলম্বীদের নেতা এ্যাডঃ অতুল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব প্রমুখ।
এবার মেলায় বিভিন্ন পরসা নিয়ে প্রায় শতাধিক স্টল ও দোকান বসবে বলে মেলা কমিটি জানান।
প্রসঙ্গত: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে একটি জনশুন্য এলাকায় প্রায় ৫’শ বছর আগে অবস্থিত এই ঐতিহাসিক গৌরক্ষনাথ মন্দির। প্রতিবছরের ন্যায় শিব চতুর্দশী উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে ৩ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মের শত শত নারী পুরুষ মেলায় এসে মন্দিরে অবস্থিত (কথিত) অলৌকিক কুপে পূর্ণস্নান করেন।
অতীতে মন্দিরটি প্রায় ২৭ একর জমি উপর অবস্থিত ছিলো। বর্তমানে ৮-৯ একর জমি মন্দিরের দখলে আছে। বাকী জমিগুলো বেদখল হয়ে গেছে।
সাভারে ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যোগে একুশে বই মেলার উদ্বোধন (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর স্কুল ঈদগাহ মাঠ প্রাক্তনে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার এর উদ্যোগে একুশে বইমেলা ২০২৩ সাত দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকলে হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল ঈদগাহ মাঠ প্রাক্তনে এই বই মেলা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা চলবে ।




























রোববার (২৬ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ডিপার্টমেন্ট অব ইনিওস ইনস্টিটিউটের অ্যান্টিমাইক্রোবাইয়াল রিসার্চের পরিচালক প্রফেসর টিমোথি ই ওয়ালশের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন জানান, ঘাতক স্বামী মোঃ মনোয়ার হোসেন ১৭ফেব্রয়ারি ভাের ৪টার সময় তার স্ত্রীকে ঘাসিপাড়াস্থ শাহানাজ পারভিন এর ভাড়া বাসার ৪তালায় শ্বাসরোধ করে হত্যা করে শোবার ঘড়ে রক্ষিত ওয়ার ড্রপে লাশ লুকিয়ে রাখে।এবং একই তারিখ শুক্রবার রাত ১০টায় থানায় এসে আত্মসমর্পন করে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান ওরফে তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাশার নতুন এ কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে মোঃ ইলিয়াস হোসেন লিটনকে আহবায়ক এবং মোঃ শাহিনুর রহমান শাহিনকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জের পেড়ালবাড়ীতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জম্মোৎসব উপলক্ষে ক্ষত্রিয় মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।