25 C
Dhaka, BD
বুধবার, জুলাই ৯, ২০২৫

আওয়ামী লীগকে বিতর্কিত করতেই প্রতিমা ভাঙচুর করেছে, ঠাকুরগাঁওয়ে- সুজিত রায় নন্দী

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বিতর্কিত করতে একটি অশুভ চক্রশক্তি প্রতিমা ভাঙচুর করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায় ঠাকুরগাঁওয়ে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ কর্তৃক আয়োজিত লাহিড়ী হাট প্রাঙ্গণে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এসব কথা বলেন।

নন্দী বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে চায়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু তাদের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, জেলা আ.লীগ সহ সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত বাবু। প্রসঙ্গত: গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করা হয়। এরিই প্রতিবাদে ওই এলাকায় মানুষের মধ্যে উৎকন্ঠা ও জনরোষ তৈরি হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আন্ত প্রাথমিক ক্রিয়া সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হয়ে গেল তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণ আন্ত প্রাথমিক ক্রিয়া সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২৩ ।

সোমবার ১৩ই ফেব্রুয়ারি বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের, তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আন্ত প্রাথমিক ক্রিয়া সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রধান অতিথি ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,এ সময় বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফরোজা খানম, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন,সাভার উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহাব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক, অসংখ্য ছাত্র ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।

বক্তব্যের শুরুতে প্রধান অতিথি, ফেব্রুয়ারি মাসে কচিকাঁচা শিশুদের মাঝে একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের গুরুত্ব তুলে ধরেন  ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানটির ।

মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার: প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং অর্থনৈতিক উন্নয়নে মানুষকে দেয়া প্রতিশ্রুতি বর্তমান সরকার রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি দেশে অনুষ্ঠিত ছয়টি আসনে উপনির্বাচনের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ছয়টি উপনির্বাচন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে; কেউ প্রশ্ন তুলতে পারেনি। নির্বাচন কমিশন স্বাধীন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
তিনি বলেন, এ দেশের সব উন্নয়নের পেছনে পুরো কৃতিত্ব রাজনৈতিক সিদ্ধান্তের। কোনো এনজিও কিংবা সংস্থার নয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের বহু গালভরা গল্প শোনানো হয়েছে। কিন্তু ফল দিতে পারেনি কেউ। আজ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই এই সাফল্য আসছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না।

সরকারপ্রধান বলেন, দেশের প্রত্যেকটি মানুষের পরনে কাপড়, পায়ে জুতা, মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। অথচ এ দেশের কিছু লোক বিদেশে গিয়ে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করে।

হতাশাবাদীরাই দেশে অনির্বাচিত সরকার আনতে চায় মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, অনির্বাচিত সরকার যারা আনতে চায় তারা স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাস করে না। গরীবদের দুরবস্থা দেখিয়ে ভিক্ষা করতে পারছে না বলেই আক্ষেপ তাদের।

এ সময় অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছে, সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বর্তমান সরকারের অবদান মন্তব্য করে শেখ হাসিনা বলেন, চাকরি না করেও এখন বাংলাদেশের তরুণরা আয়-রোজগার করতে পারে। অথচ ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অপপ্রচার চলছে।

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না জানিয়ে তিনি বলেন, সামনে রমজান। অনেক পত্রিকায় অনেক কিছু লেখা হচ্ছে। রমজানের কোনো পণ্যের ঘাটতি নেই। সংকট হবে না। এলসি নিয়ে যারা কারসাজি করতে চায়, সমস্যাটা হচ্ছে তাদের।

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সারাদেশে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরকারিদের গ্রেফতার, বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি মন্দির চত্বরে সন্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা এ প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।
ঘন্টাব্যাপি এই সমাবেশে সন্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অনুপম মনি, সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, নিশ্চিন্তপুর থিয়েটারের সাধারন সম্পাদক নুরে আলম উজ্বল, শাপলা নাট্য গোষ্ঠির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুপকুমার গুহ, তারুন্য একাডেমির প্রীতি গাংগুলী, এমদাদুল হক ভুট্টো,গণসংগীতের সভাপতি মীর ছানোয়ার হোসেন সহ সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সন্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক পার্থ সারথী দাস বলেন, এমন ঘটনা ঘটিয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে। এর পেছনে অবশ্যই কোন অপশক্তি কাজ করছে। অপরাধি যেই হোক না কেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সংগঠনটির সভাপতি অনুপম মনি অভিযোগ করে বলেন এ ঘটনার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে সনাক্ত করে গ্রেফতার করা হয় নাই। যার ফলে স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তাই দোষিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

শাপলা নাট্য গোষ্ঠির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুপকুমার গুহ বলেন, প্রতিমা ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা লুটার চেষ্ঠা করছেন। ঘটনা অন্যদিকে প্রবাহিত না করে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দা রীনা রাণী জানান, প্রতিমা ভাঙার পর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কে রয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কিন্তু ঘটনার পূর্বে পুলিশি টহল জোরদার করা হলে এমন ঘটনা হয়তো কখনোই ঘটতোনা। তাই স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতসহ দোষিদের দ্রুত গ্রেফতার করা হোক।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, এই এলাকায় সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করেন। এ ঘটনাটি শুধু ভীতিকর পরিবেশ সৃষ্টি নয়, এটি অনুভুতিতে আঘাত করার মতো বিষয়। এঘটনায় একটি মামলা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখা হচ্ছে। সামাজিক সম্প্রীতি আরো জোরদার করতে প্রতিটি ইউনিয়নে সকলের অংশগ্রহণে সমাবেশ করা হয়েছে। খুব শীঘ্রই হয়তো দোষিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

প্রসঙ্গত: গত রবিবার ৫ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া গ্রামে তিনটি, ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি গ্রামে ৮টি ও চাড়োল সাবাজপুর পশ্চিমনাথ পাড়া রাস্তার সংলগ্ন একটি মন্দিরে ৩টি প্রতিমা সহ মোট ১৪টি প্রতিমাভাঙচুরের ঘটনা ঘটে।

সাভারে চাঁদা না দেওয়ায় শ্রমিককে বেধড়ক পিটিয়ে নির্মাণ কাজ বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে সঙ্ঘবদ্ধ জমি ক্রয়-বিক্রয় চক্রের সদস্যদের বিরুদ্ধে এক ঠিকাদারের কাছে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ওই চক্রের সদস্যরা নির্মাণাধীন বাউন্ডারি ভেঙ্গে এক নির্মাণ শ্রমিককে বেধড়ক পিটিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার আশুলিয়া মডেল টাউনের জাকির হোসেনসহ চার জনের যৌথ মালিকানাধীন জমিতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলী রতনকে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের বাত্তুয়াদি গ্রামের আব্দুল গণির ছেলে।

আর এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন হাছিবুল হাসান নামের এক ঠিকাদার।

তার দায়ের করা অভিযুক্তরা হলেন, ভেজাল জমি ক্রয়-বিক্রয় চক্রের প্রধান সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার আব্দুল কাদেরের ছেলে মো: আমির হামজা (৩৭), কালিয়াকৈর এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আতিক (৩০), ও রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা মো. নোমান (৩২) । এছাড়াও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তবে ভুক্তভোগীদের ঠেকাতে অভিযুক্তরাও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। দুই পক্ষের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদারুল ইসলাম।

ঘটনাস্থল ঘুরে ও অভিযোগ সূত্রে জানা যায়, বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় আশুলিয়া মডেল টাউনের জাকির হোসেন সহ যৌথ চার জনের ক্রয়কৃত মালিকানাধীন জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেওয়ার চুক্তি করেন ঠিকাদার রবিউল এবং হাছিবুল হাসান। চুক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে ঠিকাদার হাছিবুল হাসানের ৬ জন শ্রমিক বাউন্ডারি নির্মান কাজ শুরু করেন। এসময় বিরুলিয়া এলাকার জমি ক্রয়-বিক্রয় চক্রের হামজা বাহিনীর প্রধান আমির হামজা নির্মান শ্রমিকদের কাছে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। হামজা বাহিনীর অন্যতম সদস্য আতিক ও নোমান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। শ্রমিকরা চাঁদার ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করতে বলেন এবং নির্মাণ কাজ চালিয়ে গেলে নির্মান শ্রমিকদের সরদার মোহাম্মদ আলী রতনকে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করেন। প্রাণে রক্ষা পেতে অন্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। পরে বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়ে কাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়ে প্রান নাশের হুমকি দেয় আমির হামজা সহ তার বাহিনীর সদস্যরা। খবর পেয়ে ঠিকাদার হাছিবুল হাসান ঘটনাস্থলে এসে আহত রতনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত রতন শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমসহ পুরুষাঙ্গে আঘাত পেয়েছে। তাকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জমি ক্রয় বিক্রয় চক্রের হামজা বাহিনীর প্রধান অভিযুক্ত আমির হামজার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে অভিযুক্ত আতিক বলেন, আমি আমির হামজা কাকার ম্যানেজার, পিএস”একাউন্স বলতে পারেন। আমরা মারামারি করতে যাইনি ওরাই মারামারি করতে এসেছে। বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনে আমির হামজা কাকার ৪০ বিঘা জমি রয়েছে। আমরা সেই জমি বিক্রি করতে মডেল টাউন এলাকায় কাগজ দেখাতে গিয়েছি। আমরা কাজ কাম শেষ করে বের হওয়ার সময় আমাদের উপর অতর্কিত হামলা করেছে জুয়েল ও সন্ত্রাসীরা, সাথে জুয়েল এর পিএস সোহেল ছিল।

শ্রমিকদের মারধর করা হয়েছে এমন অভিযোগ করেছেন ভুক্তরভোগীরা.? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কাউকে চিনি না। তাদের উপর হামলার কথা যদি বলে তাহলে বলুক। আমরা এটার ব্যাবস্থা নিচ্ছি। সাভার মডেল থানায় অভিযুক্তদের করা পাল্টা অভিযোগের কপিটি চাইলে পরে দিচ্ছি আমি থানায় ওসি সাহেবের রুমের সামনে বলে তিনি ফোনটি কেটে দেন।

এর তিন ঘন্টা পর তাদের অভিযোগের কপিটি পেতে দ্বিতীয় দফায় যোগাযোগ করা হলে অভিযুক্ত আতিক অপর অভিযুক্ত নোমানকে মুঠোফোনটি ধরিয়ে দেন। অপর অভিযুক্ত নোমান বলেন, আপনার সাথে কালকে দেখা করে দিবো। আপনাকে চিনলাম না আমি। প্রতিবেদকের পরিচয় বারবার দেওয়া সত্ত্বেও তিনি অভিযোগের কপি দিতে অপারগতা প্রকাশ করেন। সাক্ষাৎ করে পরিচিত হতে চাইলেও তিনি বলেন, আজ সম্ভব না” আগামীকাল চায়ের দাওয়াত রইল।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদারুল ইসলাম বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিংগাইরের চেয়ারম্যানের উপস্থিতিতে উভয়পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৭

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী জামির্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও আলী হোসেন মেম্বারের উপস্থিতিতে এ ঘটনা ঘটে ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে ডাউটিয়া বাজার সংলগ্ন একটি জমিতে জোবেদা আক্তার ঘর নির্মাণ করতে গেলে ওই একই এলাকার আমজাদ হোসেন ঘর
নির্মাণ কাজে বাধা দেন, তাতেই সংঘর্ষের সৃষ্টি সৃষ্টি হয়।

জোবেদা আক্তারের দাবি তিনি তার জমিতে কাজ করতে গেলে হঠাৎ করেই স্থানীয় আমজাদ হোসেন ও তার ভাই বাদশা তাদেরকে জমিতে কাজ করতে বাধা দেন এবং জামির্তা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও স্থানীয় মেম্বার আলী হোসেনের সামনেই অতর্কিত হামলা চালান সন্ত্রাসী আমজাদ হোসেন (৪০) তার ভাই বাদশা মিয়া(৫৮) পিতা-মৃত: হাসেম, একই এলাকার সেলিম (৩০) পিতা:ইসলাম,শাহিনুর রহমান সেন্টু(৪০), পিতা:মৃত তোফাজ্জল হোসেন (টেপা), মামুন(৩৫), পিতা:মৃত আবুল কালাম সহ অজ্ঞাতনামা ৭/৮ জন ।

হামলায় জোবেদা আক্তার সহ ছেলে জয় (২৪) , দিপু (২৫), ভাই আলতাফ হোসেন (৫০), জয়ের বন্ধু কামরুল (২৫),ও মাতা আমেনা খাতুন (৬০) গুরুতর আহত হয় । এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সকলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভুক্তভোগী জুবেদা আক্তার আরো বলেন, এরা বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার নেতৃত্বে জামির্তা ইউনিয়নে দীর্ঘদিন যাবত জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন, তারা জামির্তা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী , তাদের কারো কোন নিজস্ব ব্যবসা নেই, শুধুমাত্র জামির্তা ইউনিয়নে বিভিন্ন লোকদের জমি দখল , চাঁদাবাজি,বিচার সালিশ করে টাকা নেয়া,সন্ত্রাসী কার্যক্রম তাদের উপার্জনের একমাত্র রাস্তা । তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে এই সন্ত্রাসী বাহিনী তার কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করে করে আসছিলেন, তাই তিনি গত বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সিংগাইর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন ।

এ বিষয়ে প্রতিপক্ষ আমজাদ হোসেনের দাবি, জোবেদা যে জমিতে ঘর নির্মাণ করছিলেন এটা তাদের ক্রয়-কৃত সম্পত্তি । জমিতে ঘর নির্মাণে বাধা দিতে গেলে জোবেদা ও তাদের সন্ত্রাসী বাহিনী তাকে ও তার ভাই বাদশা মিয়ার উপর অতর্কিত হামলা চালালে তারা গুরুতর জখম হয়, তারপর স্থানীয়রা আমজাদ হোসেন ও তার ভাই বাদশা মিয়া কে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়া কে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠিয়ে দেন ।

এ বিষয়ে জামির্তা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লাকে 01787588360 নাম্বারে বারবার কল দিলেও তিনি মুঠোফোনটি রিসিভ করেননি। তবে ঘটনা সত্যতা স্বীকার করলেন স্থানীয় মেম্বার আলী হোসেন।

এ বিষয়ে সিংগাইর থানায় জোবেদা আক্তারের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

তবে এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা জানান, অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে ।

বিএনপি’র কোন ভোট নেই:কামরুল ইসলাম এমপি ( ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কোন ভোট নেই বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ।

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে হেমায়েতপুর ঈদগাহ মাঠে এক সুধি সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম,সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও মোঃ ফখরুল আলম সমর  ।এল,জি,ই,ডির প্রকৌশলী মিঠু আহমেদ।

এ সময় শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ভবন, ৯ নং হরিন ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন শেষে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর,জয়নাবাড়ী ঈদগাহ মাঠে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ।

এই সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমরের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা প্রকৌশলী , আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ , বনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভাকুর্তা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন । প্রধান অতিথির বক্তব্য কালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপি’র মাঠে কোন ভোট নেই তাই তারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছেন,দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নেতৃত্ব নিয়ে বিএনপি কীভাবে জনগণের ভোট আশা করে। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের ও কোন সুযোগ নেই বলেও জানান এই নেতা ।

এ সময় অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

সাভারে শহীদ এম.মনসুর আলীর ১০৬ তম জন্মবার্ষিকী পালিত (ভিডিও)

স্টাফ রিপোর্টার: সাভারে শহীদ এম.মনসুর আলীর ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি)বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শহীদ এম.মনসুর আলী স্মৃতি সংঘের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই মত বিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় হেমায়েতপুর, কাজীপুর সিরাজগঞ্জের শ্রমজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজিপুর সিরাজগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।

বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাবেক ভি,পি শাহজালাল মুকুল।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, শহীদ এম,মনসুর আলী স্মৃতি সংঘের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডূ ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এম, মনসুর আলী স্মৃতি সংঘের সাংগঠনিক সম্পাদক সাবেক এ,জি,এস আব্দুল রউফ সরকার পরান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে বসবাসরত কাজীপুর,সিরাজগঞ্জের প্রায় কয়েক হাজার নারী পুরুষ শ্রমিক সহ স্থানীয় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী ।

সামাজিক-সম্প্রীতি কমিটির সভা: আলোচিত সেই কাউন্সিলর গ্রেফতার

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলোচিত পৌর কাউন্সিলর আবু তালেব কে ১৯ জানুয়ারী গ্রেফতার করেছে থানা পুলিশ ।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি প্রান গোবিন্দ শাহা বাচ্চু গত ১৮ জানুয়ারী রাতে আবু তালেব সহ দেড় শতাধিক অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানাযায়, পৌর শহরের ফুটপাতে বিভিন্ন দোকানে মালামাল সরানোর কে কেন্দ্র করে ১৫ জানুয়ারী ঐ কাউন্সিলর ও ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষ বাঁধে। এঘটনায় গতকাল বুধবার সন্ধায় শহরে আবু তালেবের নেতৃত্বে এক ঝটিকা মিছিল বের হয়। মিছিলে সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানি মূলক শ্লোগান দেওয়ায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করে।  ঐ রাতে থানায় মামলা হলে পুলিশ ঘটনার মূল হোতা কাউন্সিলর আবু তালেবকে গ্রেফতার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ১৯ জানুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সামাজিক সম্প্রীতি কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সম্পাদক প্রবীর কুমার গুহ, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, ইউপি চেয়রম্যান জিতেন্দ্রনাথ বম্র্মন, মতিউর রহমান প্রমুখ।

শেষে অতিথিরা পৌর শহরের ব্যবসায়ীদের ঘটনা স্থল পরিদর্শন করেন। পরিদর্শন কালে এ ঘটনায় আবুল কালামের পুত্র লেমন কে আটক করে।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন কোরিয়ান প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন,কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষনের উদ্বোধন ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন কুরিয়ার দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজড এর পরিচালক এবং গ্লোবাল ভলান্টিয়ার ক্রপস এর ডাইরেক্টর মিস স্পার্ক ছুনগায়ন , হোপ বিজ ও দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজড এর কিম উনহির।

সোমবার (১৬ই জানুয়ারি) দুপুরে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুরিয়ার দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজড এর পরিচালক এবং গ্লোবাল ভলান্টিয়ার ক্রপস এর ডাইরেক্টর মিস স্পার্ক ছুনগায়ন , হোপ ব্রিজ ও দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজড এর কিম উনহির।

পুষ্পস্তবক শেষে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে  কম্বল বিতরণ করা হয় , এরপর কোরিয়ান এ প্রতিনিধি দল তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষন সেন্টারের উদ্বোধন করে , পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন ।

এ সময় তাদের সাথে ছিলেন,লং লাইফ অ্যাসোসিয়েশনের শাহ আলম আজাদ ও জাবেদ ইকবাল চৌধুরী ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়নের সচিব মীর আব্দুল বারেক,ইউপি মেম্বার শাহ আলম, পলাশ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সর্বশেষ আপডেট...