16 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

আয়ারল্যান্ডে মোরগের কামড়ে এক আইরিশের মৃত্যু!

মোরগের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে? এমনটা কখনো শোনা গেছে? শোনা যাক বা না যাক সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডে। দেশটির রোজকমন কাউন্টিতে এক আইরিশ নাগরিক মোরগের কামড়ে নিহত হয়েছেন বলে দাবী করেছেন তার পরিবার।

ওই ব্যক্তির নাম জাসপার ক্রাউস। তার পরিবারের সদস্যরা জানান, ২০২২ সালের এপ্রিল মাসে জাসপার ক্রাউস তার বাড়ীর রান্নাঘরে কাজ করছিলেন। সে সময় তার বাড়ীতে থাকা আমেরিকান ব্রাহ্ম প্রজাতির হিংস্র এক মোরগ তার পায়ে অনবরত কয়েকবার কামড় দেয়। এতে তার পা থেকে প্রচুর রক্ত ঝরে।

সে সময় ক্রাউসের চিৎকার শুনে তার বাড়ীর দুই ভাড়াটিয়া দৌঁড়ে আসেন। তারা ৯৯৯ এ কল দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান। এর মাঝে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষন পর জ্ঞান ফিরলে ক্রাউসের ‘মোরগ’, ‘মোরগ’ বলে চিৎকার করতে থাকেন।

দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ক্রাউসের মৃত্যুর পর তার চিকিৎসক ডা. রমজান জানান, ক্রাউসের মৃত্যুর কারণ কার্ডিয়াক আ্যারিথমিয়া। ক্রাউসের মরদেহ রোজকমন হাসপাতালের মর্গে এবং পরে ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

ক্রাউসের মেয়ে গুইনান জানান, তার বাবা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরনব্যাধি সে রোগ থেকে মুক্তিও পেয়েছিলেন তিনি। এরপর অনেকদিন থেকে হ্রদরোগে আক্রান্ত তিনি।

তার হ্রদরোগ থাকায় মোরগটি আক্রমণ করে যখন রক্তাক্ত করে তখন আবারো হার্টআ্যটাক করেন বলে ধারনা ক্রাউসের মেয়ে গুইনানের। তাই এই মোরগ অবশ্যই তার বাবার মৃত্যুর কারন বলে দাবী করেন তিনি। এর আগে ক্রাউসের নাতনীকেও একবার আক্রমন করেছিলো মোরগটি।

বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবেনা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এম. মতিন, চট্টগ্রাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধুমাত্র সরকারি দলের নয়। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করা।

তিনি বলেন, কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা প্রতিহতের অপচেষ্টা চালায় তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করা কিংবা অগ্রহণযোগ্য করার দায়-দায়িত্ব তাদের’ দ্ব্যর্থহীনভাবে।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুরপাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘নির্বাচনের একবছর পূর্বে বিদেশিদের আনাগোনা বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনকেও অংশগ্রহণমূলক, অবাধ করার ক্ষেত্রে সরকারি দলের যেমন দায়িত্ব আছে, বিএনপিসহ বিরোধী দলেরও দায়িত্ব আছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রদূতদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে গত বৃহস্পতিবার যে বৈঠক হয়েছে সেখানে নানা বিষয়ের মধ্যে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের জানিয়েছি যে, একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার নির্বাচিত হোক এবং বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক সেটিই আমরা চাই। অন্য বিদেশি সংস্থাগুলোকেও আমরা সেটি জানাচ্ছি।’

বিদেশিদের প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, জিডিপির বিচারে ২৫টি দেশকে পেছনে ফেলে গত ১৪ বছরে আমরা জিডিপিতে ৬০তম থেকে ৩৫তম এবং পিপিপিতে ৩১তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছি। আগামী কয়েক বছরে দেশের ক্রম আরো ওপরে উঠবে। বাংলাদেশ এখন ‘ইকোনোমিকালি ইমার্জিং টাইগার’, সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের প্রতি আগ্রহ প্রকাশ করছে। সেই আগ্রহ থেকেই বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন অর্থলগ্নিকারী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আনাগোনা অতীতের তুলনায় বেড়েছে।’

তিনি আরও বলেন, যে দেশের অর্থনীতি চাঙ্গা, বাজার বড় এবং ক্রম সম্প্রসারমান, সেখানে অন্যান্য দেশ যারা আমাদের সাথে কাজ করতে চায় তাদের আগ্রহ বাড়বে এটা খুব স্বাভাবিক এবং সে কারণেই তাদের আনাগোনা, আসা-যাওয়া বেড়েছে।

এ সময় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই তাদের আস্থা নেই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে’ -এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মত বারবার সরকারের অধীনে নির্বাচন কেন বলেন সেটিই হচ্ছে আমার প্রশ্ন ? নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, সরকার তখন শুধু ‘ফ্যাসিলিটেটরে’র ভুমিকা পালন করে। নির্বাচনকালীন যে সরকার দায়িত্বে থাকে পুলিশের একজন কনস্টেবল বদলি করারও ক্ষমতা তাদের থাকে না। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন একটি পক্ষ বিএনপিও একটা পক্ষ। আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করি।’

পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই; উল্লেখ করে তিনি বলেন, উনারা পাকিস্তানকে কেনো এত অনুকরণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন।

বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবেনা, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশসহ সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেইভাবে নির্বাচন হয়, সেইভাবে নির্বাচন হবে’ এ কথা পুণর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই।’

‘বিএনপি ২০১৮ সালে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে নির্বাচনে গেছে, ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালিয়ে তারা পাঁচশ নির্বাচনী কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, বেশ কয়েকজন নির্বাচনী কর্মকর্তাসহ অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল, সে দায় তাদের’ স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো নোবিপ্রবি ভালোবাসার দিবসে

নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় বর্তমান ও নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। পরে আইসিটি সেলের উদ্যোগে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। আরও বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের (আইআইএস) ও আইকিউসির পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান ভূঞা, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. দিব্যদ্যুতি সরকার, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগসমূহের চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব বিপ্লব মল্লিক।

নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী সভাপতির বক্তব্যে বলেন, ‘প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভাষার মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের। নবীন শিক্ষার্থীদের নোবিপ্রবিতে স্বাগতম। আজ থেকে ১০১ একরে তোমাদের পথচলা শুরু হলো। সুন্দরভাবে জীবনের সবচেয়ে মূল্যবান চারটি বছর অতিক্রম করবে সবাই এই প্রত্যাশা থাকবে।

সর্বোপরি দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। নবীন শিক্ষার্থীদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

কৃষি জমি কমে যাচ্ছে, পৃথিবীর কোন দেশ প্রয়োজনের সময় খাদ্য দিবেনা

স্টাফ রিপোর্টার:পৃথিবীর কোন দেশ প্রয়োজনের সময় আপনাকে খাদ্য দিবেনা। কারন প্রতিনিয়ত কৃষি জমিতে বালু ভরাট করে শিল্পায়ন ও গৃহায়নের ফলে খাদ্য উৎপাদনের পরিমান কমে যাচ্ছে। এজন্য এখনও যেটুকু কৃষিজমি ভরাট হতে বাকি আছে সেগুলা রক্ষার পাশাপাশি খাদ্যের অপচয় রোধে সকলকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন।

সাভার উপজেলা প্রশাসনে সার্বিক সহযোগিতায় বুধবার দিনব্যাপী সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন সকলের উদ্দেশ্যে আরও বলেন, আপনার জীবনের চালক আপনি নিজেই। আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, আপনার পরিবারকে পরিচালনা করবেন , কোন ধরনের খাবার খাবেন সেটা আপনার ব্যাপার। কারন আমার স্বাস্থ্য রক্ষার দায়িত্ব আমার নিজের। তাই সুস্থ্য থাকার জন্য পরিমিত এবং নিরাপদ খাদ্য খাওয়ার পরামর্শ দিয়ে কেমিক্যাল, রং যুক্ত এবং পোরা তেলে ভাজা খাদ্য পরিহার করার কথা বলেন।

এছাড়া খাদ্যাভাস পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আপনি নিরাপদ খাদ্য খেয়ে সুস্থ্য থাকবেন নাকি যত্রতত্র খাবার খেয়ে অসুস্থ্য হয়ে চিকিৎসকের পিছনে ঘুরে টাকা এবং সময় নষ্ট করবেন সেটা আপনার ব্যাপার। খাবার খাওয়ার অন্তত সেগুলো গ্রহন করতে শরীরের তিন ঘন্টা সময় লাগে। তাই কেউ খেয়ে সাথে সাথে শুয়ে পড়বেন তাহলে গ্যাস্ট্রিক, ডায়াবেটিসের পাশাপাশি নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই রাতে ৮ টার আগে খাওয়া শেষ করার পরামর্শ দিয়ে বলেন, আপনাকে দেখে আপনার সন্তান শিখবে এবং প্রতিবেশীরা শিখবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালার অংশ হিসেবে সাভারে একটি কর্মশালায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মোঃ রেজাউল করিম, সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আবদুল গণি, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান (মহিলা) ইয়াসমিন আক্তার সুমি ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

এছাড়া কর্মশালায় সাভার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিবৃন্দ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন হোটেল রেস্তোরা মালিক ও সচেনত নাগরীকবৃন্দ।

সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে নিজ ভাইকে হত্যা (ভিডিও)

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়ির সীমানায় টয়লেট নির্মাণ করতে গেলে হত্যার শিকার হলেন মানিক মোল্লা।

বুধবার ১৫ই ফেব্রুয়ারি সকাল ১০:৩০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকলে মৃত মানিক মোল্লা নিজ বাড়ির সীমানায় টয়লেট নির্মাণ করতে গেলে তাহার নিজ ভাই ,শফি,ও ভাতিজা হাসানদের সাথে জমির সিমানা নিয়ে বাক বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে নিজ ভাই খুসি মানিক মোল্লাকে কিল ঘুষি মারলে, মালিক মোল্লা মাটিতে লুটিয়ে পড়েন ও ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

মৃত মানিক মোল্লার পরিবারের দাবি, মানিক মোল্লাকে হত্যার করেছেন তার নিজ ভাই ও ভাতিজা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন মৃত মানিক মূল্যের পরিবার।

ঘটনাস্থ্য পরিদর্শন করেছেন , সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা, এ সময় তিনি জানান, এ ঘটনায় জড়িতরা কোনমতেই ছাড় পাবেন না, সকলকেই আইনের আওতায় আনা হবে।

মৃত মানিক মোল্লা ধল্লা ফোর্ড নগর খানপাড়া এলাকার পিতা মৃত: খালেক মোল্লা ছেলে।
এ বিষয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন ।

নান্দাইলে বিএনপি’র ৩১জন নেতাকর্মী ও অজ্ঞাত ২শত জনের নামে মামলা

নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৩১জন নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত ২শত নেতা কর্মীর নামে গত ১২ই ফেব্রুয়ারি রোববার নান্দাইল মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। নান্দাইল উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর কর্তৃক দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত শনিবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার বিএনপি’র পদযাত্রা উপলক্ষে একটি মিছিল বের করা হয়।

এসময় বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামীলীগ দলীয় অফিসে অতর্কিতভাবে হামলা চালিয়ে অফিসে চেয়ার টেবিল ও বিভিন্ন আসবারপত্র ভাংচুর করে নাশকতার সৃষ্টি করে। উক্ত ঘটনায় ৩১ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত ২শত জনকে আসামী করা হয়েছে। নান্দাইল মডেল থানার মামলা নং ১৩ (২) ২০২৩। উক্ত মামলায় বিএনপি নেতা মো. এনামুল হক, খায়রুল ইসলাম মানিক, আবদুল হাকিম মেম্বার, জহিরুল ইসলাম, ইবাদ হোসেন, শাহজাহান, মেহেদী হাসান সুমন, শফিকুল ইসলাম সহ ৩১জনের নাম, পিতার নাম ও গ্রাম উল্লেখ রয়েছে।

এছাড়া অজ্ঞাতনামা ১৫০/২০০জন রয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে এবং সাব ইন্সপেক্টর সবুর উদ্দিনকে মামলার তদন্তভার দেয়া হয়েছে। অপরদিকে নান্দাইল উপজেলার বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন এটি সম্পূর্ন একটি মিথ্যা মামলা। এধরনের কোন ঘটনা নান্দাইলে ঘটে নাই।

নেতাকর্মীদের হয়রানী করার জন্য আওয়ামীলী যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

ধামরাইয়ে যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টায় জড়িত ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতরের দাবিতে এবং পুলিশের সামনে প্রকাশ্যে সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় ধামরাই থানায় মামলা নিতে কালক্ষেপণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাভার-আশুলিয়া, ধামরাই এবং সাটুরিয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাভার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মাহমুদ চৌধুরী, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, ধামরাই প্রেসক্লাবের সদস্য আব্দুর রউফ, দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মোঃ ইয়াসিন, দৈনিক কালবেলা ও এখন টেলিভিশনের সাংবাদিক হুমায়ুন কবির, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশরাফ সিজেল, ঢাকা প্রকাশের সাংবাদিক সাকিব আসলাম প্রমুখ।

এসময় বক্তরা, অবিলম্বে পুলিশের সামনে সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টার ঘটনায় গাংগুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লাকে মামলায় অন্তর্ভুক্ত করে তার বাহিনীর সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পাশাপাশি ধামরাই থানার কাওয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন হাওলাদারের প্রত্যাহার দাবি এবং মামলায় কালক্ষেপণ করায় ধামরাই থানার ওসি আতিকুর রহমানের তীব্র নিন্দা ও হুশিয়ারি জানিয়ে বক্তারা বলেন, শনিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাংগুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা এবং তার বাহিনী পুলিশের সামনে সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী শামীম খানের পরিবার মামলা করতে গেলে ধামরাই থানার ওসি প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানান এবং কালক্ষেপণ করে প্রধান অভিযুক্ত আব্দুল কাদের মোল্লাকে বাদ দিয়ে মামলা নেওয়ার শর্ত জুড়ে দেন। অবিলম্বে আব্দুল কাদের মোল্লা সহ অভিযুক্তদের গ্রেফতার এবং দায়িত্বে অবহেলার কারণে কাওয়ালী পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত ইনচার্জ আলামিন হাওলাদারের শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে সাত দিনের সময় বেঁধে দেন সাংবাদিক নেতারা।

এসময় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুমায়ূন রশিদ, ধামরাই উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত প্রতিদিন পত্রিকার ধামরাই প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক জনকণ্ঠের ধামরাই প্রতিনিধি সোহেল রানা,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মো: সোহাগ হাওলাদার , দ্যা নিউজ প্লাসের ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম, সারাদিন.নিউজের সাভার প্রতিনিধি হাসান ভুঁইয়া, যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট কাজী শহিদুল্লাহ তনয়সহ শতাধিক স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী কেলেঙ্কারি ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে শনিবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে ইউনিয়নের হাতকোড়া গ্রামে সংবাদ সংগ্রহকালে যুগান্তরের সাংবাদিক শামীম খানকে পুলিশের সামনে কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। এসময় সাথে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, কর্মরত পত্রিকার আইডি কার্ড (সাংবাদিক পরিচয় পত্র) সহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার সকালে প্রধান অভিযুক্ত আব্দুল কাদের মোল্লাকে বাদ দিয়ে মামলা নেয় ধামরাই থানা পুলিশ।

আওয়ামী লীগকে বিতর্কিত করতেই প্রতিমা ভাঙচুর করেছে, ঠাকুরগাঁওয়ে- সুজিত রায় নন্দী

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বিতর্কিত করতে একটি অশুভ চক্রশক্তি প্রতিমা ভাঙচুর করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায় ঠাকুরগাঁওয়ে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ কর্তৃক আয়োজিত লাহিড়ী হাট প্রাঙ্গণে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এসব কথা বলেন।

নন্দী বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে চায়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু তাদের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, জেলা আ.লীগ সহ সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত বাবু। প্রসঙ্গত: গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করা হয়। এরিই প্রতিবাদে ওই এলাকায় মানুষের মধ্যে উৎকন্ঠা ও জনরোষ তৈরি হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আন্ত প্রাথমিক ক্রিয়া সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হয়ে গেল তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণ আন্ত প্রাথমিক ক্রিয়া সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২৩ ।

সোমবার ১৩ই ফেব্রুয়ারি বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের, তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আন্ত প্রাথমিক ক্রিয়া সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রধান অতিথি ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,এ সময় বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফরোজা খানম, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন,সাভার উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহাব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক, অসংখ্য ছাত্র ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।

বক্তব্যের শুরুতে প্রধান অতিথি, ফেব্রুয়ারি মাসে কচিকাঁচা শিশুদের মাঝে একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের গুরুত্ব তুলে ধরেন  ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানটির ।

মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার: প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং অর্থনৈতিক উন্নয়নে মানুষকে দেয়া প্রতিশ্রুতি বর্তমান সরকার রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি দেশে অনুষ্ঠিত ছয়টি আসনে উপনির্বাচনের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ছয়টি উপনির্বাচন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে; কেউ প্রশ্ন তুলতে পারেনি। নির্বাচন কমিশন স্বাধীন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
তিনি বলেন, এ দেশের সব উন্নয়নের পেছনে পুরো কৃতিত্ব রাজনৈতিক সিদ্ধান্তের। কোনো এনজিও কিংবা সংস্থার নয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের বহু গালভরা গল্প শোনানো হয়েছে। কিন্তু ফল দিতে পারেনি কেউ। আজ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই এই সাফল্য আসছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না।

সরকারপ্রধান বলেন, দেশের প্রত্যেকটি মানুষের পরনে কাপড়, পায়ে জুতা, মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। অথচ এ দেশের কিছু লোক বিদেশে গিয়ে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করে।

হতাশাবাদীরাই দেশে অনির্বাচিত সরকার আনতে চায় মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, অনির্বাচিত সরকার যারা আনতে চায় তারা স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাস করে না। গরীবদের দুরবস্থা দেখিয়ে ভিক্ষা করতে পারছে না বলেই আক্ষেপ তাদের।

এ সময় অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছে, সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বর্তমান সরকারের অবদান মন্তব্য করে শেখ হাসিনা বলেন, চাকরি না করেও এখন বাংলাদেশের তরুণরা আয়-রোজগার করতে পারে। অথচ ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অপপ্রচার চলছে।

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না জানিয়ে তিনি বলেন, সামনে রমজান। অনেক পত্রিকায় অনেক কিছু লেখা হচ্ছে। রমজানের কোনো পণ্যের ঘাটতি নেই। সংকট হবে না। এলসি নিয়ে যারা কারসাজি করতে চায়, সমস্যাটা হচ্ছে তাদের।

সর্বশেষ আপডেট...